ঢাকা ৩০ পৌষ ১৪৩১, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ইন্টারপোল-আফ্রিপোলের সঙ্গে কাজ করছে ক্যাসপারস্কি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পিএম
আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম
ইন্টারপোল-আফ্রিপোলের সঙ্গে কাজ করছে ক্যাসপারস্কি
ছবি: সংগৃহীত

আফ্রিকার বিভিন্ন দেশে সাইবার অপরাধ মোকাবেলায় ইন্টারপোল ও আফ্রিপোলকে যৌথভাবে সহযোগিতা করছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। এর জের ধরে ‘অপারেশন সেরেঞ্জেটি’ নামক অভিযানে র‍্যানসমওয়্যার ও ইমেইল স্ক্যামের মতো বিশ্বব্যাপী প্রায় ১৯৩ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হওয়া অপরাধে জড়িত এক হাজারেরও বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

সিনার্জিয়া ২ এবং আফ্রিপোলের সঙ্গে পাঁচ বছরের সহযোগিতা চুক্তির মাধ্যমে আফ্রিকার দেশগুলোতে সাইবার নিরাপত্তা বাড়াতে ও হুমকি মোকাবেলায় কাজ করছে ক্যাসপারস্কি।

দ্রুত ডিজিটালাইজেশনের কারণে আফ্রিকার দেশগুলোতেও সাইবার হুমকি ক্রমাগত বেড়ে চলেছে। ব্যাংকিং ও ম্যানুফ্যাকচারিংয়ের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে টার্গেট করছে সাইবার অপরাধীরা। ২০২৪ সালের প্রথম ১০ মাসে আফ্রিকায় এক লাখ ৬৫ হাজারের বেশি র‍্যানসমওয়্যার আক্রমণ সনাক্ত করেছে ক্যাসপারস্কি। 

ইন্টারপোলের ২০২৪ আফ্রিকা সাইবার থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টে র‍্যানসমওয়্যার, ইমেইল স্ক্যাম ও অনলাইন প্রতারণাকে প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপারেশন সেরেঞ্জেটি (২ সেপ্টেম্বর - ৩১ অক্টোবর) চলার সময় এক লাখ ৩৪ হাজার ৮৯টি ক্ষতিকারক নেটওয়ার্ক ধ্বংস করাসহ ৩৫হাজারের বেশি সাইবার হামলার ভিকটিমকে চিহ্নিত করা হয়। 

এতে ক্যাসপারস্কি র‍্যানসমওয়্যার, ম্যালওয়্যার, আইওসিএস এবং নতুন আবিষ্কৃত ব্রাজিলিয়ান ব্যাংকিং ট্রোজান গ্র্যান্ডোরেইরোর তথ্য বিনিময় করে সহায়তা করেছে। এ ছাড়া আফ্রিকায় সাইবার হামলায় লকবিট, রাইসিদা এবং মেদুসা নামক র‍্যানসমওয়্যার গ্রুপও চিহ্নিত হয়েছে।

ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল ভালডেসি উরকিজা বলেন, মাল্টি-লেভেল মার্কেটিং স্ক্যাম থেকে শুরু করে বড় আকারে ক্রেডিট কার্ড জালিয়াতির মত সাইবার অপরাধ ক্রমাগত বেড়েই চলেছে। অপারেশন সেরেঞ্জেটির মাধ্যমে প্রমাণিত হয়েছে একসঙ্গে কাজ করলে সফলতা আসে এবং এ অভিযান অনেক ভবিষ্যৎ ভিকটিমকে ব্যক্তিগত ও আর্থিক ক্ষতি থেকে রক্ষা করবে। এটি কেবল শুরু আমরা বিশ্বব্যাপী অপরাধী গ্রুপগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

আফ্রিপোলের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অ্যাম্বাসেডর জালেল চেলবা বলেন, সেরেঞ্জেটি অভিযানের মাধ্যমে, আফ্রিপোল আফ্রিকান ইউনিয়ন সদস্য রাষ্ট্রগুলোর আইনি সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। আমরা গুরুত্বপূর্ণ অপরাধীদের আটকসহ সাইবার অপরাধের প্রবণতা সম্পর্কে আরও গভীর ধারণা পেয়েছি। এখন আমাদের ফোকাস কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ম্যালওয়্যার ও অত্যাধুনিক হুমকিগুলোর ওপর।

ক্যাসপারস্কির গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ইউলিয়া শ্লিচকোভা বলেন, আমরা ইন্টারপোল ও আফ্রিপোলের নেতৃত্বে এই অভিযানের অংশ হতে পেরে গর্বিত। আফ্রিকার ক্রমবর্ধমান সাইবার হুমকি মোকাবেলা করতে আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করা প্রয়োজন। আফ্রিকা জুড়ে সাইবার হামলা ঠেকাতে ইন্টারপোল ও আফ্রিপোলের প্রচেষ্টাকে দৃঢ় ভাবে সমর্থন করে ক্যাস্পারস্কি। এবং একইসঙ্গে আফ্রিকা অঞ্চলে একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরির জন্য আমরা একযোগে কাজ করছি।

ক্যাসপারস্কির এশিয়া প্যাসিফিকের ম্যানেজিং ডিরেক্টর অ্যাদ্রিয়ান হিয়া বলেন, ইন্টারপোল ও আফ্রিপোলের সঙ্গে যৌথ সাইবার অভিযানে অংশ নিতে পেরে আমরা গর্বিত। সাইবার অপরাধ মোকাবেলায় সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সাইবার নিরাপত্তা কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ তাও এ অভিযানে প্রমাণিত হয়েছে। যেহেতু সাইবার অপরাধের আকার সীমাহীন তাই সরকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত ডিজিটাল জগৎকে নিরাপদ রাখতে ও সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে যৌথ প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তি/মেহেদী/এমএ/

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬০তম সভা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:২০ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬০তম সভা
ছবি: বিজ্ঞপ্তি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৬০তম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান বাহারুল আলম।

সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তি/নাবিল/

নারী উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম
নারী উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা
ছবি: বিজ্ঞপ্তি

‘আমরাই তারা’ শিরোনামে সম্প্রতি রাজশাহীতে নারী এসএমইদের জন্য তিন দিনব্যাপী সক্ষমতা-বৃদ্ধি কর্মসূচি আয়োজন করে ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন।

৩ থেকে ৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এই আয়োজনে ব্যবসায়িক দক্ষতা বিকাশে আগ্রহী ৩২ জন নারী উদ্যোক্তা অংশ নেন।

কর্মশালায় নারী উদ্যোক্তারা ব্যবসায়ে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেগুলো কাটিয়ে ওঠার উপায় ও ব্যবহারিক সমাধান নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়াও, প্রশিক্ষণে কীভাবে নারী উদ্যোক্তারা তাদের পণ্যের জন্য কার্যকর মার্কেটিং চ্যানেল তৈরি করতে পারেন, সেটি নিয়েও দিকনির্দেশনা দেওয় হয়।

গেটস ফাউন্ডেশনের সহায়তায় এই অঞ্চলের নারী উদ্যোক্তা এবং আর্থিক অন্তর্ভুক্তির বিকাশের ওপর জোর দিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার শেষ দিনে ব্র্যাক ব্যাংকের হেড অব উইমেন অন্ট্রপ্রেনর সেল খাদিজা মরিয়ম, এজেন্ট ব্যাংকিংয়ের খালেদ আলী এবং এসএমই ব্যাংকিংয়ের টেরিটরি ম্যানেজার আমির হামজা একটি অর্ধ-দিন সেশন পরিচালনা করেন।

সেশনে তারা ব্যাংকিং লিটারেসি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং আরও অনেক প্রয়োজনীয় আর্থিক বিষয় নিয়ে আলোচনা করেন।

অংশগ্রহণকারীদের উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি প্রতিশ্রুতি উদ্যাপনের অংশ হিসেবে প্রশিক্ষণ শেষে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

বিজ্ঞপ্তি/নাবিল/

আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদের সভা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম
আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদের সভা
ছবি: বিজ্ঞপ্তি

ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) পরিচালনা পর্ষদের ৩৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদের চেয়ারম্যান আবুল কাসেম হায়দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদের ভাইস চেয়ারম্যান মোসতানছের বিল্লাহ ও কেবিএম মঈন উদ্দিন চিশতী, পরিচালক আনিস সালাউদ্দিন আহমেদ, স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী ও ছায়েমা আক্তার এবং আইএফআইপিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:১৭ পিএম
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:২৫ পিএম
ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ
ছবি: বিজ্ঞপ্তি

ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ অ্যাসোসিয়েশন (জেক্সকা) দেশের বিভিন্ন স্থানে সম্পন্ন মাসব্যাপী কম্বল বিতরণ কার্যক্রমের সমাপনী দিন ছিলো আজ সোমবার (১৩ জানুয়ারি)।

রাজধানীর মোহাম্মদপুরের পথশিশুদের শিক্ষাঙ্গন 'ছায়াতল বাংলাদেশ'- এ আজ দুপুর ১২টার দিকে  প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিতে দুই শতাধিক পথশিশু শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন জেক্সকার প্রেসিডেন্ট প্রফেসর বোরহান উদ্দিন খান, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. আবুল বাশার, খুরশিদ আল মেহের, জেনারেল সেক্রেটারি গালিব মোহাম্মদ,  ডেপুটি জেনারেল সেক্রেটারি সাব্বির আহমেদ,  কালচারাল সেক্রেটারি ডা. বাপ্পা ঘোষ শাওন প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছায়াতলের  প্রতিষ্ঠাতা বি এম সোহেল রানা।

সম্প্রতি জেক্সকা ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দুই হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে।

বিজ্ঞপ্তি/মেহেদী

এশিয়ার সবচেয়ে বড় রয়‍্যাল এনফিল্ড শোরুম উদ্বোধন

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম
এশিয়ার সবচেয়ে বড় রয়‍্যাল এনফিল্ড শোরুম উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বের সবচেয়ে পুরাতন মোটরসাইকেল ব্র্যান্ড রয়‍্যাল এনফিল্ড ২১ অক্টোবর ২০২৪-এ ইফাদ মোটরস লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে। ২০২৩ সালে বাংলাদেশে প্রথম রয়‍্যাল এনফিল্ড-এর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে ইফাদ মোটরস লিমিটেড এবং ২১ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে তাদের ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করে। যা এশিয়ার সবচেয়ে বড় রয়‍্যাল এনফিল্ড শোরুম।

রয়‍্যাল এনফিল্ডের গ্র্যান্ড ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠান বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছে। প্রচণ্ড উচ্ছ্বাস এবং উদ্দীপনার সাথে এই লঞ্চিং ইভেন্ট উদযাপিত হয়। দেশের মোটরসাইকেলপ্রেমীরা এই ব্র্যান্ডের প্রতি অসাধারণ ভালোবাসা এবং সমর্থন দেখিয়েছে, শোরুমে গিয়ে ঘুরে এসে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামত প্রকাশ করে এবং ব্র্যান্ডকে শুভকামনা জানিয়েছে।

গত ২২ অক্টোবর লঞ্চিংয়ের একদিন পর থেকেই রয়‍্যাল এনফিল্ড তাদের আইকনিক মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং নেওয়া শুরু করে। প্রি-বুকিংয়েও অবিশ্বাস্য সাড়া দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেলপ্রেমীরা শোরুমে এসে অনেক লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে প্রি-বুকিং করেছেন।

আসছে ১২ জানুয়ারি ২০২৫, ইফাদ মোটরস লিমিটেড তাদের ঢাকা তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুম থেকে প্রি-বুক করা মোটরসাইকেলগুলোর ডেলিভারি শুরু করবে। এছাড়া ২০২৫ সালের জানুয়ারির মধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়‍্যাল এনফিল্ড তাদের ৯টি এক্সক্‌লুসিভ ডিলার শোরুম চালু করবে এবং এই শোরুমগুলো থেকেও মোটরসাইকেলের ডেলিভারি শুরু হবে। পাশাপাশি, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে সারা দেশে আরও এক্সক্‌লুসিভ ডিলার পয়েন্ট উদ্বোধন করা হবে।

নতুন বছরের শুরুতেই রয়‍্যাল এনফিল্ডের মোটরসাইকেল ডেলিভারির এই খবরটি ক্রেতাদের জন্য অপার আনন্দ এবং উচ্ছ্বাসের মুহূর্ত নিয়ে এসেছে। বহু প্রতীক্ষার পর তাদের স্বপ্নের এই আইকনিক মোটরসাইকেলটি পেয়ে এবং চালিয়ে তারা নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করছেন।

বিজ্ঞপ্তি/মেহেদী