ঢাকা ৩ মাঘ ১৪৩১, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

ইউনিয়ন ব্যাংকে নিয়মিত টাকা জমা করছে গ্রাহকরা

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম
ইউনিয়ন ব্যাংকে নিয়মিত টাকা জমা করছে গ্রাহকরা

ইউনিয়ন ব্যাংকের আমানতকারী ও বিনিয়োগ গ্রহীতারা ব্যাংকের প্রতিটি শাখায় এখন তাদের হিসাবে নিয়মিত টাকা জমা করছেন। কোনো কোনো গ্রাহক অন্য গ্রাহকদেরকেও লেনদেন করতে উৎসাহ যোগাচ্ছেন।

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রাহকদের নিয়মিত টাকা লেনদেনের জন্য ইউনিয়ন ব্যাংকের কর্মীরা গ্রাহকদের আস্থার প্রতিদান দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষ। ব্যাংকের প্রতি গ্রাহকদের অবিচল এ আস্থার জন্য ইউনিয়ন ব্যাংকের সকল গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ব্যাংকটির কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/

ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:২৭ পিএম
ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

নার্সিং শিক্ষায় শিক্ষকের অভাব দূর করে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরি করার লক্ষ্যে ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে ইন্সটিটিউটের নবনির্মিত নিজস্ব ভবনে এ উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। 

তিনি অনুষ্ঠানে নার্সিং শিক্ষার বিস্তৃত পরিসরে শিক্ষকের অভাবজনিত সমস্যা এবং এ প্রশিক্ষণ ইনস্টিটিউটের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সেল নার্সিং কলেজের উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি ডা. এ কে এম জাফর উল্লাহ, অধ্যক্ষ রেবেকা খাতুন, হাসপাতালের নার্সিং সুপারিন্টেনডেন্ট সুলতানা শাহানাসহ প্রশিক্ষণে আসা দুজন শিক্ষক।

বর্তমানে দেশে ১৯৫টি প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ৪০৩টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ১৫১টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু রয়েছে। 

তবে এত সংখ্যক প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত শিক্ষক না থাকায় শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে। এ চাহিদা পূরণের উদ্দেশ্যেই ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ইনস্টিটিউট দেশের নার্সিং শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকদের দক্ষ করে তুলতে পারলে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা দক্ষ শিক্ষক হিসেবে গড়ে উঠবেন এবং তাদের পেশাগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের মধ্যে যারা শিক্ষাক্ষেত্রে উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন, তারা এই সুযোগ নিয়ে সফল শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আগ্রহী শিক্ষকদের এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। 

বিজ্ঞপ্তি/পপি/

২ টেবিল টেনিস খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:০৮ পিএম
আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:২৬ পিএম
২ টেবিল টেনিস খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা
ছবি: বিজ্ঞপ্তি

জাতীয় টেবিল টেনিস দলের তারকা খেলোয়াড় রামহিমলিয়ান বম ও জাভেদ আহমেদের পাশে দাঁড়িয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি। আগামী দুই বছরের জন্য খেলোয়াড়দ্বয়ের সঙ্গে চুক্তিবন্ধ হয়েছে কোম্পানিটি।

সম্প্রতি প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে নাভানা ফার্মার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ডা. সাঈদ আহমেদ বলেন, ‘মাসিক ভাতা প্রদানের চুক্তি হলেও, তাদের খেলার মানোন্নয়নে উন্নত প্রশিক্ষণসহ প্রয়োজনীয় অন্যান্য বিষয়ের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করব’।

তিনি আরও বলেন, ‘এখানে প্রতিভার কোনো অভাব নেই। প্রয়োজন শুধু উপযুক্ত অবকাঠামো এবং আর্থিক সহযোগিতা। এভাবে অন্যান্য করপোরেটরা এগিয়ে আসলে এ খেলা থেকে আন্তর্জাতিক অঙ্গনেও ভালো কিছু করা সম্ভব’।

পুরুষ এককের র‌্যাংকিংয়ে শীর্ষে রামহিমলিয়ান ও চারে থাকা জাভেদ খবরের কাগজকে বলেন, ‘এভাবে টেবিল টেনিস খেলোয়াড়দের সহযোগিতা করতে আগে কোনো প্রতিষ্ঠান চুক্তি করেনি। কিন্তু এই প্রতিষ্ঠান আমাদের নিয়ে আগ্রহ দেখিয়েছে। দুই বছরের জন্য মাসিক ভাতা প্রদানের চুক্তিও হয়েছে। খেলার মানোন্নয়নে সব রকমের সহযোগিতার আশ্বাস মিলেছে। প্রয়োজনে চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এমন পৃষ্ঠপোষক পেয়ে অনেক খুশি। নাভানা ফার্মার প্রতি আমরা কৃতজ্ঞ’।

বিজ্ঞপ্তি/নাবিল/

একসঙ্গে নতুন যাত্রা ফুডি ও ডোমিনোজের

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম
আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০১:১৪ পিএম
একসঙ্গে নতুন যাত্রা ফুডি ও ডোমিনোজের
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের জনপ্রিয় অ্যাপ ফুডি এবার ডোমিনোজ পিৎজার সাথে নতুন এক অংশীদারিত্বে যুক্ত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে দেশের গ্রাহকদের জন্য পিৎজা ডেলিভারি হবে আরও সহজ এবং সুবিধাজনক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মহাখালীর প্যারাগন হাউজে ফুডি এবং ডোমিনোজের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

এ সময় ফুডির পক্ষে উপস্থিত ছিলেন:
• মো. শাহনেওয়াজ মান্নান, চিফ অপারেটিং কর্মকর্তা
• মাশরুর হাসান মিম, চিফ মার্কেটিং কর্মকর্তা
• সৈয়দ সাজিবুর রহমান, ডেপুটি ম্যানজোর
• নওয়াজিশ আলম, সিনিয়র এক্সিকিউটিভ

ডোমিনোজের পক্ষে উপস্থিত ছিলেন:
• আহমেদ শোয়েব ইকবাল, চিফ অপারেটিং কর্মকর্তা
• আবু ওবায়দা ইমন, কান্ট্রি হেড অফ মার্কেটিং
• তানজিনা অল্টার, হেড অফ মার্কেটিং
• মোহাম্মদ হোসেন বাবু, অ্যাসস্ট্যিান্ট ম্যানেজার, ই-কমার্স ও ব্র্যান্ড পার্টনারশিপ

এই পার্টনারশীপের মাধ্যমে ফুডি এখন ডোমিনোজের পিৎজা তাদের অ্যাপে ডেলিভারি করতে পারবে। এই সফল পার্টনারশীপের জন্য ফুডি ব্যবহারকারীরা আজ থেকে ২৪ জানুয়ারি র্পযন্ত ডোমিনোজের পিৎজার সকল অর্ডারের উপর পেয়ে যাবেন ২০০ টাকা র্পযন্ত ৪০% ছাড়।

জুবিল্যান্ট ফুডওয়ার্কসের চিফ অপারেটিং কর্মকর্তা আহমেদ শোয়েব ইকবাল বলেন, এই পার্টনারশীপ আমাদের জন্য একটি বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমাদের লক্ষ্য হল গ্রাহকদের অসাধারণ পিৎজা অভিজ্ঞতা দেওয়া এবং ফুডির সঙ্গে পার্টনারশীপের মাধ্যমে আমরা এখন সহজেই আমাদের লক্ষ্য পূরণে সক্ষম হব।

ফুডির চিফ অপারেটিং কর্ম মো. শাহনেওয়াজ মান্নান বলেন, আমরা ডোমিনোজ এর সঙ্গে চুক্তি করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই পার্টনারশীপ বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। এই সাইনিং অনুষ্ঠানটি বাংলাদেশের খাবার ডেলিভারি ইন্ডাস্ট্রিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। 

বিজ্ঞপ্তি/মেহেদী/

ক্লেমনের নতুন ভ্যারিয়েন্ট 'ক্লেমন জিরো'

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম
আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪১ পিএম
ক্লেমনের নতুন ভ্যারিয়েন্ট 'ক্লেমন জিরো'
ছবি: বিজ্ঞপ্তি

ক্লেমনের সৌজন্যে অ্যাক্টিভ পালস ১০ কিমি ম্যারাথনের এক্সপোতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ক্লেমন ব্র্যান্ডের নতুন ভ্যারিয়েন্ট 'ক্লেমন জিরো'।

হোটেল রেনেসাঁর হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে ফিটনেস লাভারদের কথা চিন্তা করে ক্লেমন জিরো আনা হয়েছে।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্লিয়ার ড্রিংকস ব্র্যান্ড ক্লেমন। শহর, গ্রাম কিংবা মফস্বলে উৎসবে, আয়োজনে কিংবা নিত্যদিনের চাহিদায় ক্লেমন পৌঁছে গেছে সবার হাতে হাতে।

দিন দিন মানুষ আরও বেশি ফিটনেস সচেতন হয়ে উঠছে। তাই সুগারের কারণে অনেকেই সব ধরনের বেভারেজ এড়িয়ে চলেন। তবে রিফ্রেশিং কোনো ড্রিংক এঞ্জয় করার ইচ্ছা তাদের মাঝেও থাকে। এই প্রয়োজনের কথা মাথায় রেখে ক্লেমন নিয়ে এলো ক্লেমন জিরো।

অনুষ্ঠানে ক্লেমন জিরো নিয়ে আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ডিরেক্টর অপারেশন সৈয়দ জহুরুল আলম বলেন, আমরা সবাই ফিজি ড্রিংক এনজয় করতে পছন্দ করি। তবে ফিটনেস নিয়েও যেন কম্প্রোমাইজ করতে না হয়, তাই ক্লেমন নিয়ে এলো সুগার ফ্রি ক্লেমন জিরো। আশা করি ক্লেমন জিরো সবার ভালো লাগবে ও সাফল্য লাভ করবে। 

সিএমও মাইদুল ইসলাম ও ক্লেমনের ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/মেহেদী

সাউথইস্ট ইউনিভার্সিটি-ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্বাক্ষর

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম
আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:২৮ পিএম
সাউথইস্ট ইউনিভার্সিটি-ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্বাক্ষর
ছবি: বিজ্ঞপ্তি

সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। যা দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক এবং গবেষণা সহযোগিতা নিশ্চিত করবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও উনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের উপাচার্য অধ্যাপক টিএস ড. জালিমান সৌলি।

সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন সহযোগী অধ্যাপক ড. মো. মারুফ হাসান।

এই কৌশলগত অংশীদারত্বে ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের সেন্টার অব অ্যাক্সিলেন্স ফর অ্যাডভান্স কম্পিউটিং এবং ফ্যাকাল্টি অব ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সুবিধাগুলিকে সাউথইস্ট ইউনিভার্সিটির ফ্যাসিলিটিজের সঙ্গে একীভূত করবে।

এছাড়া গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার মধ্যে উন্নত কম্পিউটিং, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং ডেটা সায়েন্স সম্পৃক্ত থাকবে। এই অংশীদারত্ব নতুন উদ্ভাবন, একাডেমিক ও গবেষণার সুযোগ তৈরি এবং বৈশ্বিক শিক্ষা ও গবেষণা উদ্যোগে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করেছেন উভয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

বিজ্ঞপ্তি/মেহেদী/এমএ/