অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশের ‘সাসটেইনেবল ক্লাইমেট ট্রানজিশনের জন্য ফাইন্যান্স ফাংশনে নেতৃত্ব’ শীর্ষক আলোচনাসভায় নতুন সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সম্প্রতি তেজগাঁও অলোকি কনভেনশন সেন্টারে এসিসিএর বৈশ্বিক টেকসই উন্নয়ন এজেন্ডার অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে ২৮ জন নতুন সদস্য এবং ৪৪ জন নতুন এফসিসিএ (এএসিসিএ ফ্যালো) সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ হাই কমিশনের ট্রেড ও ইনভেস্টমেন্ট বিভাগের কান্ট্রি ডিরেক্টর মি. ড্যান পাশা।
এছাড়া আরও ছিলেন এসিসিএ গ্লোবাল প্রেসিডেন্ট মিস আয়লা মাজিদ, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মিসেস প্রমা তাপসি খান এবং এসিসিএ গ্লোবালের হেড অব সাসটেইনেবিলিটি মিস অ্যামেলিন স্কেলটন।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, ‘অর্থনীতির টেকসই উন্নয়নে স্বচ্ছতা, সুশাসন এবং কৌশলগত নেতৃত্ব অপরিহার্য। এই নীতিগুলি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ গড়ার জন্য প্রাসঙ্গিক।
তারা আরও উল্লেখ করেন, সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই টেকসই উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আর্থিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
বিজ্ঞপ্তি/সুমন/