ঢাকা ৯ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

ইউসিটিসিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম
ইউসিটিসিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামে (ইউসিটিসি) পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। 

শনিবার (১৪ই ডিসেম্বর) জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এতে উপস্থিত ছিলেন ইউসিটিসির  উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টি সেক্রেটারি মোহাম্মদ ওসমান, রেজিষ্ট্রার সালাউদ্দিন আহমেদ , স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক এসএম শহিদুল আলম।

আরও উপস্থিত ছিলেন পাবলিক হেলথ বিভাগের কো-অর্ডিনেটর অ্যাসিস্টেন্ট প্রফেসর ইনজামুল হক, ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর অ্যাসিস্টেন্ট প্রফেসর মো. জিয়াউল হক, ইসলামিক স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মো. ওবায়দুল্লাহ, মার্কেটিং এন্ড এডমিশন এর প্রধান অভিমান ঘোষ দস্তিদার এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞপ্তি/নাবিল/

উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাকাবে যোগ দিলেন কাজী আব্দুর রহমান

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম
উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাকাবে যোগ দিলেন কাজী আব্দুর রহমান
কাজী আব্দুর রহমান। ছবি: বিজ্ঞপ্তি

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে কাজী আব্দুর রহমান উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ যোগদান করেছেন। 

বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 

কাজী আব্দুর রহমান ১৯৯৮ সালে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। রূপালী ব্যাংকে চাকরিকালীন তিনি ব্যাংকের একাধিক শাখার প্রধান, কর্পোরেট শাখা প্রধান, প্রিন্সিপাল শাখা প্রধান এবং জোনাল হেডসহ রাজশাহী, রংপুর ও ঢাকা (দক্ষিণ) এর বিভাগীয় প্রধান হিসেবে দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করেন।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিষয়ে স্নাতকোত্তর এবং খুলনা বিশ্ববিদ্যালয় হতে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েটস। কাজী আব্দুর রহমান বিআইবিএম ও বাংলাদেশ ব্যাংকসহ দেশে এবং বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন সৈয়দমহল্লা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

বিজ্ঞপ্তি/মাহফুজ

 

‘বাস্তব’কে এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৫:২৬ পিএম
‘বাস্তব’কে এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
ছবি: বিজ্ঞপ্তি

নন-প্রফিট ও স্বেচ্ছাসেবী উন্নয়নসংস্থা ‘বাস্তব’-কে এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এর ফলে বাস্তব-এর কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের সঙ্গে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টিকারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সুবিধা, ডিপিএস ও এফডি সুবিধাসহ ব্যাংকটির এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের আরও অনেক বিশেষায়িত ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবে। 

ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং বাস্তব-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রুহি দাস এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে বাস্তব-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জামাল হোসেন এবং ডেপুটি ডিরেক্টর (অ্যাডমিন) হরি নারায়ণ দাস তাদের টিমসহ উপস্থিত ছিলেন। 

অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম এবং হেড অব প্রপোজিশন ফর এমপ্লয়ি ব্যাংকিং জেবুন নাহার।

বাস্তব হলো আত্মোন্নয়নকেন্দ্রিক এমন একটি উদ্যোগ, যা বাংলাদেশের ১০টি জেলায় ১ লাখেরও বেশি সুবিধাবঞ্চিত পরিবারের সঙ্গে কাজ করছে। 

ব্র্যাক ব্যাংক পিএলসি সম্পর্কে
২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্র্যাক ব্যাংক লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ হিসাবে লেনদেন করছে। এসএমই সেগমেন্টের ওপর বিশেষ ফোকাস করে ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ব্যাংকে পরিণত হয়েছে। ব্যাংকটি বর্তমানে ১৮৭টি শাখা, ৬৩টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১ হাজার ১১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারের বেশি কর্মী নিয়ে করপোরেট এবং রিটেইল গ্রাহকদের সেবা দিয়ে আসছে। গত পাঁচ বছরে ব্যাংকটি শক্তিশালী আর্থিক কর্মক্ষমতা তৈরির মাধ্যমে, বর্তমানে শিল্পের বেশিরভাগ আর্থিক মেট্রিক্সে নেতৃত্ব দিচ্ছে। ১৮ লাখের বেশি গ্রাহক নিয়ে মাত্র ২৩ বছরের মধ্যে ব্যাংকটি বাংলাদেশে সবচেয়ে বড় জামানতমুক্ত এসএমই ফাইন্যান্সার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংকিং সেক্টরে শাসন, স্বচ্ছতা এবং অনুবর্তিতার জন্য একটি মানদণ্ড হিসাবে কাজ করে চলেছে ব্র্যাক ব্যাংক।

বিজ্ঞপ্তি/মাহফুজ

 

এক্সপো পেইন্ট অ্যান্ড কোটিংসের উদ্বোধন

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:৩০ পিএম
এক্সপো পেইন্ট অ্যান্ড কোটিংসের উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

এক্সপো পেইন্ট অ্যান্ড কোটিংস - ঢাকার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আইসিসিবি হলে বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমএ) প্রেসিডেন্ট মহসিন হাবিব চৌধুরী প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ছিলেন বাংলাদেশ পেইন্ট, ডাইস অ্যান্ড কেমিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামাল আহমেদ। 

শিল্পের শীর্ষস্থানীয় এই ইভেন্টে পেইন্ট ম্যানুফ্যাকচারিং ও অ্যাপ্লিকেশনের সর্বাধুনিক সমাধান উপস্থাপন করা হয়, যেখানে প্রধান প্রতিষ্ঠানগুলো অংশ নেয়।

বিজ্ঞপ্তি/সালমান/

সোনালী লাইফ ও হেলথকেয়ারের মধ্যে চুক্তি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১২:২৪ পিএম
সোনালী লাইফ ও হেলথকেয়ারের মধ্যে চুক্তি
সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও জে জে হেলথকেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত। ছবি: খবরের কাগজ

সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং জে জি হেলথকেয়ারের মধ্যে সম্প্রতি দ্বিপক্ষীয় সেবা বিনিময়ের লক্ষ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

সোনালী লাইফের প্রধান কার্যালয়ে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় সোনালী লাইফের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সিওও মো. মঞ্জুর মোর্শেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহিল কাফী ও জে জি হেলথকেয়ারের জেনারেল ম্যানেজার মো. আকতার হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ মো. রাসেল হাওলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় সোনালী লাইফের প্রিভিলেজ কার্ড গ্রহণকারী গ্রাহক, সকল কর্মকর্তা-কর্মচারী এবং মাঠ কর্মীগণ জে জি হেলথকেয়ারে প্যাথোলজিক্যাল টেস্ট, হেলথ চেকআপসহ অন্যান্য চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে ডিসকাউন্ট সুবিধা প্রাপ্ত হবেন।

সোনালী লাইফের সহকারী ব্যবস্থাপনা পরিচালক আরফিন বাদল রনি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. মাহমুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/তাওফিক/

স্বপ্ন পূরণে ইউনিয়ন ব্যাংকের সঞ্চয় প্রকল্প

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৯:১৮ এএম
স্বপ্ন পূরণে ইউনিয়ন ব্যাংকের সঞ্চয় প্রকল্প
ছবি: বিজ্ঞপ্তি

সর্বস্তরের জনগণের চাহিদার কথা বিবেচনা করে শরীয়াহ্ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসির রয়েছে আকর্ষণীয় সঞ্চয় প্রকল্প রয়েছে।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে- মুরদাবা মাসিক সঞ্চয় প্রকল্প, মুদারাবা মিলিওনিয়র সঞ্চয় প্রকল্প (লাখপতি), মুদারাবা ক্রোড়পতি সঞ্চয় প্রকল্প (কোটিপতি), মুদারাবা বিবাহ সঞ্চয়ী প্রকল্প (সহযাত্রী), মুদারাবা হজ্জ্ব সঞ্চয়ী প্রকল্প (হজ্জ্ব), মুদারাবা মোহর সঞ্চয়ী প্রকল্প (মোহর), মুদারাবা প্রভিলিজেড ডিপোজিট স্কিম, মুদারাবা প্রবাসী সঞ্চয় প্রকল্প, মুদারাবা ফেমিনা ডিপোজিট স্কিম (নেসা), মুদারাবা সিনিয়র সিটিজেন ডিপোজিট স্কিম (এহসান), মুদারাবা লাইফস্টাইল ডিপোজিট স্কিম (সহজ), মুদারাবা বারাকাহ ডিপোজিট স্কিম (বারাকাহ)।

আপনার স্বপ্ন পূরণে সঞ্চয় করুন ইউনিয়ন ব্যাংকের যে কোন সঞ্চয় প্রকল্পে।

বিজ্ঞপ্তি/মেহেদী/