ঢাকা ৬ ফাল্গুন ১৪৩১, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
English
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১

জেসিআই ঢাকা ওয়েস্টের নতুন কার্যনির্বাহী কমিটি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম
জেসিআই ঢাকা ওয়েস্টের নতুন কার্যনির্বাহী কমিটি
ছবি: বিজ্ঞপ্তি

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের ২০২৫ সালের  নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুজাউর রহমান ইমন ও সেক্রেটারি জেনারেল হয়েছেন ইব্রাহীম খলিল ফয়সাল।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৫ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ন্যাশনাল কমিটির নেতারা।

২০২৫ সালের জন্য লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুজাউর রহমান ইমন। কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন- আইপিএলপি (ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট) এস এম বেলাল উদ্দিন, ইভিপি (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট) সুবাহ আফরিন ও মো. ইমাম হাসান, ভিপি (ভাইস প্রেসিডেন্ট) মো. সাদ্দাম হোসেন, মো. তানভীর হাসান ও অদ্রিকা এষণা পূর্বাশা, এসজি (সেক্রেটারি জেনারেল) ইব্রাহীম খলিল ফয়সাল, ট্রেজারার মো. সামিন রহমান এবং জিএলসি (জেনারেল লিগ্যাল কাউন্সেল) জীবন আহমেদ।

কমিটিতে আরও রয়েছেন- ট্রেইনিং কমিশনার মাসুদ, ডিরেক্টর দাউদ মাহমুদ অভিন, জেবা মালিহা, আরিয়ানুল ইসলাম, সুরভি ইয়াসমিন, আহমেদ ওয়াজেদুল হক খান, মো. সাব্বির হাসান, এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট টু লোকাল প্রেসিডেন্ট রিয়েল আহমেদ এবং কমিটি চেয়ার রবিউল ইসলাম ও আব্দুর রহমান খান বাপ্পি।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ও সংগঠনের ২০২৩ সালের লোকাল প্রেসিডেন্ট মোহাম্মাদ মাহমুদুর রহমান।

নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার আগে সংগঠনটির ২০২৪ সালের চতুর্থ জেনারেল মেম্বার্স মিটিং (জিএমএম) অনুষ্ঠিত হয়।

সদ্য নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট বলেন, আমরা সারা দেশে টেকসই উন্নয়ন উদ্যোগের মাধ্যমে ইতিবাচক প্রভাব বিস্তারে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে  এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখেরও বেশি।

বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৩৫টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বড় এবং পুরনো।

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ

রেমিটেন্স প্রবাহ সহজতর করতে ৬ আন্তর্জাতিক পার্টনারের সঙ্গে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৯ পিএম
রেমিটেন্স প্রবাহ সহজতর করতে ৬ আন্তর্জাতিক পার্টনারের সঙ্গে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
ছবি: বিজ্ঞপ্তি

দেশে রেমিটেন্স প্রবাহ আরও সহজ করতে সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং কাতারের ছয়টি শীর্ষস্থানীয় এক্সচেঞ্জ হাউজের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে ব্যাংকটির আন্তর্জাতিক রেমিটেন্স নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়েছে।

এই কৌশলগত উদ্যোগের ফলে প্রবাসী বাংলাদেশিরা ব্র্যাক ব্যাংকের সঙ্গে আরও উন্নত ও ঝামেলাহীন রেমিটেন্স সেবা উপভোগ করতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল রেমিটেন্স চ্যানেলের মাধ্যমে প্রবাসীরা এখন আরও সহজে দেশে টাকা পাঠাতে পারছেন। ব্যাংকটির অনেক নতুন পার্টনার গ্রাহকদের অ্যাপ-ভিত্তিক ক্যাশলেস ট্রানজ্যাকশনের সুবিধা দিচ্ছে, যা সুবিধাভোগী গ্রাহকদের জন্য সার্বিক ডিজিটাল এক্সপিরিয়েন্স নিশ্চিত করছে। প্রবাসীরা তাৎক্ষণিকভাবে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পাশাপাশি ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ ব্যবহার করে ইন্টারনেট ব্যাংকিং সুবিধাও উপভোগ করতে পারছেন।

ব্র্যাক ব্যাংকের ক্রমবর্ধমান নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, দূরপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে রেমিটেন্স সুবিধাভোগীদের সংযোগ আরও উন্নত হচ্ছে।

দেশজুড়ে ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১ হাজার ১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে গ্রাহকরা সহজেই নগদ অর্থ উত্তোলন করতে পারছে। এছাড়াও, প্রবাসীরা [email protected] -এ ইমেইল পাঠিয়ে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন। এগুলোর মধ্যে রয়েছে প্রবাসী, এনএফসিডি, এফডি, ডিপিএস অ্যাকাউন্ট খোলাসহ এনআরবি বন্ড ক্রয়ের সুযোগ।

ইকেওয়াইসি সেবার মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই ফরেইন কারেন্সি অ্যাকাউন্ট খুলতে পারছেন। ব্যাংকটির ‘প্রবাসী পরিবার’ অ্যাকাউন্টের আওতায় জীবনবিমা, ফিক্সড ইন্টারেস্ট রেট এবং মাসিক পেআউট সুবিধাও নিতে পারছেন গ্রাহকরা। এছাড়াও, অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিটেও আকর্ষণীয় ইন্টারেস্ট রেট দিচ্ছে ব্যাংকটি।

নতুন পার্টনারশিপ নিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘আমরা শুধু গ্রাহকদের রেমিটেন্স সেবাই দিচ্ছি না, বরং ব্যাংকিংয়ে তাদের এক নতুন অভিজ্ঞতাও দিচ্ছি। নতুন এক্সচেঞ্জ হাউজগুলোর সঙ্গে আমাদের এই পার্টনারশিপের ফলে গ্রাহকদের জন্য রেমিটেন্স সেবা আরও সহজ, ঝামেলাহীন এবং সাশ্রয়ী হবে।’ 

তিনি আরও বলেন, ‘রেমিটেন্স সেবা কেবলমাত্র শুরু। আমরা গ্রাহকদের জন্য এমন এক সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম তৈরি করছি, যা তাদের সঞ্চয় থেকে শুরু করে বিনিয়োগ পর্যন্ত সকল আর্থিক বিষয়ে সহায়তা করবে। এর ফলে প্রবাসী এবং তাদের পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত হবে, যা জাতীয় উন্নয়নে অবদান রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

উল্লেখ্য, প্রবাসী এবং তাদের পরিবারের আর্থিক ক্ষমতায়ন, নিরাপত্তা এবং অগ্রগতির প্রতিশ্রুতি নিয়ে ব্র্যাক ব্যাংক নিজেদের রেমিটেন্স নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রেখেছে।

বিজ্ঞপ্তি/মাহফুজ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪১৬তম পর্ষদীয় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪১৬তম পর্ষদীয় সভা অনুষ্ঠিত
ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: বিজ্ঞপ্তি
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়।
 
ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। 
 
সভায় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান এবং সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
 
এছাড়াও বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ মাহবুব মোর্শেদ, অতিরিক্ত পরিচালক মৃধা নবী হোসেন, যুগ্ম পরিচালক শিকদার আবুল বাশার ও সহকারী পরিচালক হাসিব আহমেদ উপস্থিত ছিলেন।
 
বিজ্ঞপ্তি

 

ওয়ালটন পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৯ পিএম
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৯ পিএম
ওয়ালটন পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ উদ্বোধন করছেন ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ছবি: বিজ্ঞপ্তি

আসন্ন ঈদ উৎসবে দেশের ইলেকট্রনিক্স খাতের সেরা ব্র্যান্ড ওয়ালটন পণ্যের ক্রেতারা আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন। ক্রেতাদের জন্য এই সুবিধা ঘোষণা করে দেশব্যাপী ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ শুরু করেছে ওয়ালটন। 

ক্যাম্পেইনের এই সিজনেও দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা। এছাড়াও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে ঈদুল আজহা পর্যন্ত এ সুবিধা পাবেন ক্রেতারা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। দেশব্যাপী সিজন-২২ এর উদ্বোধন করেন ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম। 

সেসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আরিফুল আম্বিয়া, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, হোম অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মডেল এবং অভিনেতা ইরফান সাজ্জাদ।

অনুষ্ঠানে ডিজিটাল ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরে ওয়ালটনের স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আরিফুল আম্বিয়া বলেন, সিজন-২২ চলাকালীন ক্রেতারা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কেনার পর সংশ্লিষ্ট পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা, বিভিন্ন অঙ্কের ক্যাশ ভাউচার অথবা নিশ্চিত উপহার। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম কর্তৃপক্ষ ক্রেতাদেরকে উপহার বুঝিয়ে দেবে। 

অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। ক্যাম্পেইনের প্রতিটি সিজনই গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে। এরই প্রেক্ষিতে ঈদ উৎসবকে সামনে রেখে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ শুরু করা হয়েছে। পূর্বের মতো এই সিজনও শতভাগ সফল হবে আশাবাদী ওয়ালটন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ গড়ে তুলছে ওয়ালটন। সেজন্য দেশব্যাপী ওয়ালটন পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে, সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের নানান সুবিধা দিয়ে আসছে ওয়ালটন। 

বিজ্ঞপ্তি/মাহফুজ

ঢাকার ১৬ মেট্রো স্টেশনে ইস্টার্ন ব্যাংকের এটিএম সেবা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম
ঢাকার ১৬ মেট্রো স্টেশনে ইস্টার্ন ব্যাংকের এটিএম সেবা
ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ আজ যৌথভাবে মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনে ইবিএল ৩৬৫ এটিএম লাইনের উদ্বোধন করেন। ছবি: বিজ্ঞপ্তি

মেট্রোরেল যাত্রীদের ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ঢাকার ১৬টি মেট্রোরেল স্টেশনে তাদের ইবিএল ৩৬৫ এটিএম সেবা চালু করেছে। প্রথম ব্যাংক হিসেবে ইবিএল ঢাকা মেট্রোরেল নেটওয়ার্কে তাদের এটিএম সেবা বিস্তৃত করলো। 

ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ আজ যৌথভাবে মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনে ইবিএল বুধবার (১৯ ফেব্রুয়ারি) ৩৬৫ এটিএম লাইনের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে আলী রেজা ইফতেখার গ্রাহকদের উন্নততর ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানে ইস্টার্ন ব্যাংকের নিরলস প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘মেট্রোরেল স্টেশনগুলোতে এটিএম সেবা বিস্তারের মাধ্যমে আমরা যাত্রীদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য ও ঝামেলাহীন করে তুলতে চেয়েছি। মেট্রোস্টেশনে ইবিএল ৩৬৫ এটিএম সেবা চালুর মাধ্যমে ডিজিটাল উদ্ভাবন ও গ্রাহক সুবিধা সৃষ্টির ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে’। 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ইবিএল এর ভিশনের সঙ্গে আমাদের এই উদ্যোগ সঙ্গতিপূর্ণ বলে মনে করি। এই এটিএমগুলোর মাধ্যমে গ্রাহকরা চলার পথে সহজেই নগদ টাকা উত্তোলন করাসহ অতি প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিতে পারবেন, যার ফলে তাদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় হবে।’ 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, কম্যুনিকেশন্স ও এক্সটার্নাল বিভাগ প্রধান জিয়াউল করিম, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং বিভাগ প্রধান আমিন মো. মেহদী হাসান, ডিজিটাল বিজনেস বিভাগ প্রধান মীর রেহান ইমতিয়াজসহ ডিএমটিসিএল এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। 

বিজ্ঞপ্তি/মাহফুজ

 

আর্থিক স্বাক্ষরতা বিষয়ক ব্রেইল বই প্রকাশ করল প্রাইম ব্যাংক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৬ পিএম
আর্থিক স্বাক্ষরতা বিষয়ক ব্রেইল বই প্রকাশ করল প্রাইম ব্যাংক
ছবি: বিজ্ঞপ্তি

আর্থিক স্বাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং বিষয়ক ব্রেইল বই প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বাংলাদেশে কোনো ব্যাংকের এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। দেশের সকল পাবলিক লাইব্রেরি ও বিষেশায়িত স্কুলে বিনামূল্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য এই ব্রেইল বই সরবরাহ করা হবে।

এই উদ্যোগ সমাজের সকল শ্রেণি পেশার মানুষের জন্য সমান ও সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতি পরিপালনের জোর প্রতিফলন।

এছাড়াও শিঘ্রই প্রাইম ব্যাংকের অফিসিয়ার ইউটিউব চ্যানেলে (@primebankofficial) সাইন ল্যাঙ্গুয়েজের ভিডিওসহ এই বইয়ের অডিও ভার্সন প্রকাশিত হবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানের কাছে কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং এর ওপর আর্থিক স্বাক্ষরতা বিষয়ক দুইটি ব্রেইল বই হস্থান্তর করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন, অতিরিক্ত পরিচালক আবেদা রহিম, যুগ্ম পরিচালক গোলাম সারোয়ার, উপ-পরিচালক মো. শামীম আল মামুন, সহকারী পরিচালক মোহাম্মদ ইউছুফ আলী এবং প্রাইম ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ. চৌধুরী, হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, ‘প্রাইম ব্যাংক বিশ্বাস করে, সমাজের সকল শ্রেণির মানুষের জন্য আর্থিক সেবা নিশ্চিত করা উচিৎ, যেখানে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা দৃষ্টি প্রতিবন্ধী তথা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক ক্ষমতায়নে প্রয়োজনীয় টুলস ব্যবহার করে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চাই।’

বাংলাদেশ সরকারের অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যকে সামনে রেখে প্রাইম ব্যাংক প্রতিনিয়ত উদ্ভাবনী কৌশলের মাধ্যমে সকল শ্রেণি পেশার মানুষের জন্য বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এসকল সেবার বিষয়ে বিস্তারিত জানতে গ্রাহকরা প্রাইম ব্যাংকের যেকোনো শাখায় অথবা ব্যাংকের নির্ধারিত কল সেন্টারে ১৬২১৮ নম্বরে যোগযোগ করতে পারেন।

বিজ্ঞপ্তি/মাহফুজ