ঢাকা ২৫ মাঘ ১৪৩১, শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
English
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

বাংলাদেশ সরকারের সঙ্গে বার্ষিক অর্থায়ন পরিকল্পনা স্বাক্ষর আইটিএফসির

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম
আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫৩ পিএম
বাংলাদেশ সরকারের সঙ্গে বার্ষিক অর্থায়ন পরিকল্পনা স্বাক্ষর আইটিএফসির
ছবি: বিজ্ঞপ্তি

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি) দেশের জ্বালানি ও কৃষি খাতে সহায়তার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে দুই দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি বার্ষিক অর্থায়ন পরিকল্পনা স্বাক্ষর করেছে।

এ অর্থায়ন পরিকল্পনা যথাক্রমে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক পেট্রোলিয়াম পণ্য, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সার আমদানিকে সহজতর করবে।

পরিকল্পনার মেয়াদ জুলাই ২০২৫ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ।

আইটিএফসির প্রধান পরিচালন কর্মকর্তা নাজিম নূরদালি এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এবং আইএসডিবির নির্বাহী পরিচালক পর্ষদের সদস্য মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সরকারি সফরে জেদ্দায় আইটিএফসি সদর দপ্তরে চুক্তিতে স্বাক্ষর করেন।

১৯৭৫ সালে প্রতিষ্ঠার পর থেকে আইটিএফসি বাংলাদেশ সরকারকে ১৯ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ দিয়েছে এবং চুক্তিটি উভয় পক্ষের মধ্যে দীর্ঘস্থায়ী সফল অংশীদারত্বের ধারাবাহিক প্রমাণ।

বিজ্ঞপ্তি/নাবিল/

 

গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরামের মোড়ক উন্মোচন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৮ পিএম
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৮ পিএম
গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরামের মোড়ক উন্মোচন
‘গ্লো অ্যান্ড বিয়ন্ড বাই গ্লো অ্যান্ড লাভলী’ অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী ইনফ্লুয়েন্সাররা। ছবি: বিজ্ঞপ্তি

অনুষ্ঠিত হয়ে গেলো গ্লো অ্যান্ড লাভলীর নতুন ইনোভেশন গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এতে আমন্ত্রণ জানানো হয় ফারহানা বিথি, সুনেহরা তাসনিম, ঈশায়া তাহসীন, ইশরাত জাহিনসহ দেশের জনপ্রিয় প্রায় ৪০ জন নারী ইনফ্লুয়েন্সারদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লো অ্যান্ড লাভলীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর এবং হোস্ট হিসেবে ছিলেন সারাহ আলম। 

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার ইন্টারকন্টিনেন্টাল উইন্টার গার্ডেনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

শুরু থেকেই গ্লো অ্যান্ড লাভলী সকল নারীদের আস্থা অর্জন করে নিয়েছে। গ্লো অ্যান্ড লাভলী সবসময়ই নারীদের সঙ্গে থেকে তাদের কথা বলে। সৌন্দর্য রক্ষায় এই ব্র্যান্ডটি প্রতি বছরই নতুন নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট নারীদের উপহার দিয়ে আসছে। গ্লো অ্যান্ড লাভলী নারীদের স্কিন কেয়ারের সঙ্গে আলট্রা ব্রাইট গ্লো’র কথা মাথায় রেখেই প্রথমবারের মতো এনেছে গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরাম। স্কিন কেয়ারের বিশেষ উপাদান নায়াসিনামাইডের সঙ্গে এই সিরাম দিবে ৪ গুণ বেশি গ্লো, মানে ‘আলট্রা ব্রাইট গ্লো’।   

বিকেল ৩টার পর থেকেই অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের আড্ডা জমে ওঠে। তাদেরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করেন সাবিলা নূর ও সারাহ আলম। গ্লো অ্যান্ড লাভলীর শুরুর দিকের গল্প, নারীদের পাশে থাকার গল্প ও  ইনফ্লুয়েন্সারদের সঙ্গে স্কিন কেয়ার এনগেজমেন্টের মধ্য দিয়ে গ্লো অ্যান্ড লাভলীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর  সবার মাঝে অ্যানাউন্স করেন নতুন প্রোডাক্ট গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরাম-এর নাম।

স্কিন কেয়ারের এই নতুন প্রোডাক্টির নাম ঘোষণার পর থেকেই ইনফ্লুয়েন্সারদের মাঝে গুঞ্জন তৈরি হয়। অনুষ্ঠানে প্রোডাক্ট প্রকাশের পর থেকেই ইনফ্লুয়েন্সাররা এটির উপাদান নিয়ে কথা বলতে থাকেন এবং বিভিন্ন কন্টেন্ট বানাতে শুরু করেন। সেই সঙ্গে এই ইভেন্টের প্রোডাক্ট টেস্টিং বুথে ইনফ্লুয়েন্সাররা সিরাম টেস্ট করে রিভিউ কন্টেন্টও তৈরি করেন। ক্যামেরার ফ্ল্যাশ, মিউজিক ও আড্ডায় জমে ওঠেছিল Glow & Beyond by Glow & Lovely-র সন্ধ্যা।

সাবিলা নূর প্রোগ্রামে আসা ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের মতামত জানতে চান। সেই সঙ্গে ট্রেন্ডসেটার ইনফ্লুয়েন্সারদের স্কিন কেয়ার কন্টেন্ট নিয়ে সামনের দিনগুলোর প্ল্যান সম্পর্কে জানতে চান। তাদের সঙ্গে আরও কিছুক্ষণ গল্প ও একসঙ্গে ডিনার শেষে সবার সঙ্গে গ্রুপ ছবি তুলে ইভেন্টের ইতি টানেন। গ্লো গার্লদের একসঙ্গে একছাদের নিচে দেখে সাবিলা নূর জানান, তারাই সামনের দিনের ট্রেন্ডসেটার। এই ব্যাপারটা ভীষণ উৎসাহিত করেছে আমাকে। নতুন এই প্রোডাক্টটি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘স্কিন কেয়ারে সিরাম এখন অন্যতম উপাদান। তাই স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে আরও একধাপ এগিয়ে গেলো গ্লো অ্যান্ড লাভলী। যেহেতু সিরাম সবার পক্ষে সবসময় ইউজ করা সম্ভব হয়ে ওঠে না, তাই গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং সিরাম সবার হাতের নাগালের মধ্যে এনে সবাইকে চমকে দেওয়ার জন্য ধন্যবাদ গ্লো অ্যান্ড লাভলীকে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজের অভিজ্ঞতা নিয়ে সাবিলা বলেন, ‘এই ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত হবার অন্যতম উদ্দেশ্য হলো এটি সবসময় নারীদের কথা বলে। নারীদের চাহিদা ও স্বপ্নের কথা ভেবে কাজ করে যাচ্ছে গ্লো অ্যান্ড লাভলী। 

ভিন্নধর্মী অ্যারেঞ্জমেন্ট এবং ইভেন্ট প্ল্যান অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে। গ্লো অ্যান্ড লাভলীর সাদা ও পিংক রঙের থিমের আবহ ছিল পুরো অনুষ্ঠান জুড়ে। ট্রেন্ডসেটার ইনফ্লুয়েন্সাররা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর এবং সারাহ আলমের উপস্থাপনায় এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরামের মোড়ক উন্মোচনের এই ইভেন্টের ছবি, ভিডিও ক্লিপস তৈরি করতে শুরু থেকে আমন্ত্রিত ছিলেন সবার পরিচিত স্পেস মিডিয়া প্রোডাকশন থেকে সাইফ এবং টিম। সবশেষে সাবিলা নূর ইউনিলিভার বাংলাদেশকে ধন্যবাদ জানানোর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় । 

বিজ্ঞপ্তি/মাহফুজ

বইমেলায় সাজ্জাদুর রহমানের ‘ব্র‍্যান্ড কারিগর’

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১০ পিএম
বইমেলায় সাজ্জাদুর রহমানের ‘ব্র‍্যান্ড কারিগর’
ছবি: বিজ্ঞপ্তি

অমর একুশে বইমেলা ২০২৫ -এ প্রকাশিত হয়েছে তরুণ লেখক এবং সাংবাদিক সাজ্জাদুর রহমান শুভর ক্যারিয়ারভিত্তিক বই ‘ব্র‍্যান্ড কারিগর-আধুনিক ব্র‍্যান্ডিং কৌশল’। বইটি প্রকাশ করেছে সাহিত্যদেশ প্রকাশনা। প্রচ্ছদ একেছেন শিল্পী সোহানুর রহমান অনন্ত।

ব্র‍্যান্ড কারিগর বইটি সম্পর্কে সাজ্জাদুর রহমান শুভ বলেন, সময়ের সঙ্গে প্রতিনিয়ত কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়ছে, নতুন নতুন কম্পিটেশন বৃদ্ধি পাচ্ছে। যদি মার্কেটে টিকে থাকতে হয় অব্যশই পার্সোনাল ব্র‍্যান্ডিং, নেটওয়ার্ক তৈরি করতে হবে, জানতে হবে সঠিক কমিউনিকেশন ও স্টোরি টেলিং। এছাড়া আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও জানতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের সবকিছু। তাই আমার ১২ বছরেরও বেশি সময় ধরে, বিভিন্ন ব্র‍্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার আলোকে ব্র‍্যান্ড কারিগর বইটি প্রকাশ করেছি। যেখানে ব্র্যান্ডিংয়ের সমন্বিত বিষয় এবং আধুনিক কৌশলগুলো সহজ ভাষায়, বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা পাঠকদের ক্যারিয়ার এবং বিজনেসকে নিয়ে যাবে এক অনন্য চূড়ায়।

শুভ'র বইটি নিয়ে সাহিত্যদেশের প্রকাশক শফিক সাইফুল বলেন, ক্যারিয়ার এবং বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে অনেক বই আছে। এই প্রথম আমরা ব্র‍্যান্ডিংয়ের সমন্বিত সকল আধুনিক কৌশল নিয়ে ব্র‍্যান্ড কারিগর বইটি প্রকাশ করেছি, যা বইমেলা ছাড়াও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। আশা করি বইটি পাঠক প্রিয়তার শীর্ষে জায়গা করে নেবে। বিজ্ঞপ্তি

পেসার রুবেল হোসেনের ইয়ামাহা শো-রুম পরিদর্শন খুলনা টাইগার্সের

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৩ পিএম
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম
পেসার রুবেল হোসেনের ইয়ামাহা শো-রুম পরিদর্শন খুলনা টাইগার্সের
ছবি: বিজ্ঞপ্তি

জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনের ‘ইয়ামাহা শো-রুম রুবেল এক্সপ্রেস’ পরিদর্শন করেছেন খুলনা টাইগার্সের পুরো টিম। গত রবিবার (২ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্সের পুরো টিম হাজির হয় রুবেল এক্সপ্রসে।

পেসার রুবেল হোসেন যিনি বর্তমানে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার একজন ডিলার হিসেবে সুনামের সঙ্গে ব্যবসা করছেন। ব্যবসায়ী হলেও ক্রিকেটের সঙ্গে তার সম্পর্কটা রয়েছে আগের মতোই। এবার বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন তিনি। কিন্তু সতীর্থদের তার নিজের শো-রুম দেখার আমন্ত্রণ জানাতে ভুলেননি তিনি। 

ইংল্যান্ডের অ্যালেক্স রোস, পাকিস্তানের মুহাম্মাদ নেওয়াজ, অস্ট্রেলিয়ার উইলিয়াম বসিস্তসহ বাংলাদেশের হাসান মাহমুদ, মাহমুদুল হাসান জয় ও অন্যান্য তারকা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। পুরো শো-রুম তারা ঘুরে দেখেন তারা। এ সময় ইয়ামাহার মতো একটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকার জন্য তারা রুবেল হোসেনের প্রশংসা করেন।

বিজ্ঞপ্তি/মাহফুজ

 

স্ট্যান্ডার্ড চার্টার্ডের সেমিনারে জলবায়ু রক্ষায় যৌথ বিনিয়োগে মত বিশেষজ্ঞদের

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম
স্ট্যান্ডার্ড চার্টার্ডের সেমিনারে জলবায়ু রক্ষায় যৌথ বিনিয়োগে মত বিশেষজ্ঞদের
ছবি: বিজ্ঞপ্তি

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই বিনিয়োগ প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের আয়োজনে রাজধানীতে এক উচ্চপর্যায়ের সেমিনারে এ বিষয়ে মতবিনিময় করেন তারা। ‘ক্যাটালাইজিং ক্লাইমেট অ্যাডাপটেশন অ্যাকশন অ্যান্ড মোবিলাইজিং ইনভেস্টমেন্ট’ শীর্ষক এ কর্মশালায় নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের শীর্ষ কর্মকর্তারা সমবেত হন।
  
দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত ওই কর্মশালায় বক্তারা জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি/ন্যাপ), জলবায়ু অর্থায়ন কৌশল এবং টিকে থাকার সক্ষমতা বৃদ্ধিতে বহুপাক্ষিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। আলোচকরা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জলবায়ু খাতে দ্রুত ও কার্যকর বিনিয়োগ অপরিহার্য। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা যে উন্নয়ন মডেল অনুসরণ করছি, তা পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। উন্নয়ন ও বিনিয়োগকে মনোযোগের কেন্দ্রবিন্দুতে না রেখে আমাদের উচিত সাসটেইনেবিলিটি, প্রকৃতি, প্রাকৃতিক সম্পদ ও সমাজের মানুষকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন ও বিনিয়োগকে নতুনভাবে সংজ্ঞায়িত করা।’ 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘বাংলাদেশের ওপর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি অস্বীকার করার কোনো উপায় নেই। তবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের অ্যাডাপটেশন ইকোনমি গবেষণায় দেখা গেছে যে, জলবায়ু সহনশীলতা ও অভিযোজনে আজ ১ ডলার বিনিয়োগ করলে ভবিষ্যতে তা প্রতিদিন ১০ গুণ আর্থিক সুবিধা এনে দিতে পারে। কারণ এটি অর্থনৈতিক ও জিডিপি প্রবৃদ্ধির ক্ষতি রোধ করে। সঠিক নীতিগত সংস্কার, আর্থিক উদ্ভাবন ও বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে আমরা বিনিয়োগকে গতিশীল করতে পারি। এতে জলবায়ু সহনশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।’

স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিনিয়র সাসটেইনেবিলিটি অ্যাডভাইজার জন মার্টন বলেন, ‘বিশ্বব্যাপী আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে, জলবায়ু অভিযোজনে বিনিয়োগ লাভজনক। তবে বৃহৎ পরিসরে প্রভাব আনতে হলে নীতিগত সমন্বয়ের গতি বাড়াতে হবে এবং বেসরকারি মূলধন উন্মুক্ত করতে হবে। একইসঙ্গে সরকার, আর্থিক প্রতিষ্ঠান, বহুপাক্ষিক সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব জোরদার করতে হবে।’ 

অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর গোয়েন লুইস, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং এবং ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স বিভাগের সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর অংশ নেন।  

আলোচকরা বলেন, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও অভিযোজনের জন্য ২৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন, যার ৪০ শতাংশ বেসরকারি খাত থেকে আশা করা যাচ্ছে। কার্যকর জলবায়ু কার্যক্রম ও বিনিয়োগের জন্য বহুপাক্ষিক সহযোগিতা অপরিহার্য, যা অংশীদারত্ব প্ল্যাটফর্মের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।

আলোচকরা উল্লেখ করেন যে, সম্প্রতি চালু হয়েছে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি), যা মূলত দেশের জলবায়ু কার্যক্রমের একটি প্ল্যাটফর্ম। এটি সরকার, উন্নয়ন সহযোগী, এনজিও, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের মধ্যে দৃঢ় অংশীদারত্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

বক্তারা সেমিনারে বক্তারা বলেন, প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা সম্প্রসারণ, স্থানীয় দক্ষতা উন্নয়ন, আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি এবং অবকাঠামো বিনিয়োগে জলবায়ু সহনশীলতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নতুন অর্থায়ন কাঠামো ও মিশ্র বিনিয়োগের মাধ্যমে বেসরকারি খাতকে জলবায়ু বিনিয়োগে উৎসাহিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে দুটি কেস স্টাডি উপস্থাপন করা হয়। ড. নন্দন মুখার্জি জলবায়ু-সহনশীল আবাসন নিয়ে গবেষণা তুলে ধরেন, যেখানে সরকারি ও বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে অভিযোজন প্রযুক্তির প্রসারের সুযোগ আলোচনা করা হয়। ড. এফ এইচ আনসারি, ব্যবস্থাপনা পরিচালক, এসিআই এগ্রো বিজনেস, কৃষি খাতে অভিযোজন বিনিয়োগের গুরুত্ব, জলবায়ু-স্মার্ট চাষাবাদ, টেকসই সেচ ব্যবস্থা ও স্থিতিস্থাপক সরবরাহ ব্যবস্থায় বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বাংলাদেশে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড জলবায়ু অর্থায়ন ও অভিযোজন উদ্যোগের প্রবক্তা হিসাবে প্রতিশ্রুতিবদ্ধ। ১২০ বছরের অভিজ্ঞতা নিয়ে ব্যাংকটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টিকে থাকার সক্ষমতা গঠনে অংশীদার হয়ে কাজ করছে। ব্যাংকটি বাংলাদেশের প্রথম ইউটিলিটি-স্কেল সোলার পাওয়ার প্ল্যান্টের অর্থায়ন এবং সবুজ ও গ্রিন জিরো-কুপন বন্ড চালুর মতো টেকসই অর্থায়ন উদ্যোগের পথিকৃৎ। টেকসই বিনিয়োগের দীর্ঘমেয়াদী অঙ্গীকার নিয়ে ব্যাংকটি সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে দেশের জলবায়ু সহনশীল ও নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করতে কাজ করছে।

বিজ্ঞপ্তি/মাহফুজ

 

আনোয়ার গ্যালভানাইজিং এর ৩০তম এজিএম অনুষ্ঠিত

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম
আনোয়ার গ্যালভানাইজিং এর ৩০তম এজিএম অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মানোয়ার হোসেন।

সভায় কোম্পানির পরিচালক হোসেন মেহমুদ, হোসেন খালেদ, স্বাধীন পরিচালক আবুল কাশেম, মনোনিত পরিচালক আতাউর রহমান, ডিএমডি ওয়াইজ আর হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, গ্রুপ সিএফও বাবলা বসু এফসিএ, কোম্পানির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. সোহেল এবং কোম্পানির সচিব তৌহিদুল ইসলাম এফসিএসসহ কোম্পানির অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ১০ শতাংশ নগদ লভ্যাংশযোগ্য শেয়ারহোল্ডারদের মধ্যে প্রদানের প্রস্তাব গৃহীত হয়।

বিজ্ঞপ্তি/মেহেদী/