স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কক্সবাজারের হোটেল সি প্যালেসে এটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব তপন চৌধুরী এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব অঞ্জন চৌধুরী।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব আবদুল্লাহ আল জাবেদ, এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর শততম জন্মবার্ষিকী স্মরণ করার মাধ্যমে দিনব্যাপী এই সম্মেলনের সূচনা হয়।
এ সময় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তপন চৌধুরী বলেন, ‘বাবার দূরদর্শী নেতৃত্ব ও মূল্যবোধ স্কয়ার গ্রুপকে এখনো এগিয়ে নিয়ে যাচ্ছে উৎকর্ষ, উদ্ভাবন ও বিশ্বমানের পথে।’
আন্তর্জাতিক মানের খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড- রাঁধুনী, রুচি, চাষী, চপস্টিক ও আরাম-এর মাধ্যমে দেশ-বিদেশের অগণিত মানুষের আস্থা অর্জন করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৩০টিরও বেশি দেশে
খাদ্যপণ্য রপ্তানি করছে।
বিক্রয় সম্মেলনে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর জনাব অঞ্জন চৌধুরী তাঁর বক্তব্যে উদ্ভাবনী উৎকর্ষতা, ভোক্তাকেন্দ্রিক পরিষেবা ও বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। তিনি সব সদস্যকে সঠিকভাবে পরিকল্পনা প্রণয়ন ও তা সুচারুভাবে বাস্তবায়নের মাধ্যমে প্রতিযোগিতামূলক
বাজারে এগিয়ে থাকতে বিশেষ উৎসাহ দেন।
এ ছাড়া তিনি গ্রাহক এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে বিক্রয় ও সেবার মান বৃদ্ধির ওপরও জোর
দেন।
সম্মেলনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৭টি নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দেওয়া হয়, যা প্রতিষ্ঠানের পণ্যের বৈচিত্র্য আরও বাড়াবে এবং পরিবর্তনশীল ভোক্তা চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে।
উৎসবের আমেজ নিয়ে শুরু হওয়া এই আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে সেলস অফিসার, টেরিটরি সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার, ডিভিশনাল সেলস ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সম্মেলনের শেষ অংশে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী ২০২৪ সালের সেরা পারফর্মারদের স্বীকৃতি প্রদান করেন, যার মধ্যে অন্যতম ছিলেন পারফর্মার্স অব দ্য ইয়ার পুরস্কার।
বিজ্ঞপ্তি/সুমন/