
মহাখালীর সেনাকল্যাণ সংস্থার নান্দনিক ১৩ তলা কর্মার্শিয়াল কাম শপিং কমপ্লেক্স ”এসকেএস টাওয়ার” এর সেনা গৌরব কনভেনশন হলে (লেভেল-৯ এ) ঐতিহ্যবাহী ”শীতকালীন পিঠাপুলির উৎসব এবং উদ্যোক্তা মেলা-২০২৫” এর আয়োজন করা হয়েছে।
১২ থেকে ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আয়োজন চলবে।
আয়োজিত অনুষ্ঠানের স্টলে নানা রকম পিঠার মধ্যে রয়েছে ভাপা পিঠা, নারিকেল দুধপুলি, নারিকেল পুলি, পাটি সাপটা, সেমাই পিঠা, দুধ চিতই পিঠা, ঝিনুক পিঠা, মালপোয়া, নাড়ু, চমচম, বাকরখানি, হালুয়া, নকশী পিঠা, ছানার জিলাপী, বেনী পিঠা, জামাই পিঠা, রস চুষি, দুধের ক্ষিরসা, সতীন মোচর, মুুড়ির মোয়া ইত্যাদি।
এছাড়া উক্ত মেলায় পিঠাপুলির পাশাপাশি পোশাক-পরিচ্ছদেরও স্টল রয়েছে।
সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এ এফ ডব্লিউ সি, পিএসসি, এমফিল ১২ জানুয়ারি বিকেল চারটার দিকে মেলার উদ্ভোদন ঘোষণা করেন। এ সময় সেনাকল্যাণ সংস্থার বিভিন্ন সংস্থার বিজনেস ডিভিশন/প্রকল্প প্রধানরাও উপস্থিত ছিলেন।
দেশীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠা এবং পোষাক-পরিচ্ছদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং পিঠার স্বাদ নিতে এ মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি উদ্ভোধনের শুরু থেকেই ক্রেতা-সাধারনের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
বিজ্ঞপ্তি/মেহেদী