
বিশ্বের সবচেয়ে পুরাতন মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড ২১ অক্টোবর ২০২৪-এ ইফাদ মোটরস লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে। ২০২৩ সালে বাংলাদেশে প্রথম রয়্যাল এনফিল্ড-এর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে ইফাদ মোটরস লিমিটেড এবং ২১ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে তাদের ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করে। যা এশিয়ার সবচেয়ে বড় রয়্যাল এনফিল্ড শোরুম।
রয়্যাল এনফিল্ডের গ্র্যান্ড ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠান বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছে। প্রচণ্ড উচ্ছ্বাস এবং উদ্দীপনার সাথে এই লঞ্চিং ইভেন্ট উদযাপিত হয়। দেশের মোটরসাইকেলপ্রেমীরা এই ব্র্যান্ডের প্রতি অসাধারণ ভালোবাসা এবং সমর্থন দেখিয়েছে, শোরুমে গিয়ে ঘুরে এসে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামত প্রকাশ করে এবং ব্র্যান্ডকে শুভকামনা জানিয়েছে।
গত ২২ অক্টোবর লঞ্চিংয়ের একদিন পর থেকেই রয়্যাল এনফিল্ড তাদের আইকনিক মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং নেওয়া শুরু করে। প্রি-বুকিংয়েও অবিশ্বাস্য সাড়া দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেলপ্রেমীরা শোরুমে এসে অনেক লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে প্রি-বুকিং করেছেন।
আসছে ১২ জানুয়ারি ২০২৫, ইফাদ মোটরস লিমিটেড তাদের ঢাকা তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুম থেকে প্রি-বুক করা মোটরসাইকেলগুলোর ডেলিভারি শুরু করবে। এছাড়া ২০২৫ সালের জানুয়ারির মধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়্যাল এনফিল্ড তাদের ৯টি এক্সক্লুসিভ ডিলার শোরুম চালু করবে এবং এই শোরুমগুলো থেকেও মোটরসাইকেলের ডেলিভারি শুরু হবে। পাশাপাশি, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে সারা দেশে আরও এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট উদ্বোধন করা হবে।
নতুন বছরের শুরুতেই রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল ডেলিভারির এই খবরটি ক্রেতাদের জন্য অপার আনন্দ এবং উচ্ছ্বাসের মুহূর্ত নিয়ে এসেছে। বহু প্রতীক্ষার পর তাদের স্বপ্নের এই আইকনিক মোটরসাইকেলটি পেয়ে এবং চালিয়ে তারা নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করছেন।
বিজ্ঞপ্তি/মেহেদী