ঢাকা ২৬ মাঘ ১৪৩১, রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
English
রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

নারী উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম
নারী উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা
ছবি: বিজ্ঞপ্তি

‘আমরাই তারা’ শিরোনামে সম্প্রতি রাজশাহীতে নারী এসএমইদের জন্য তিন দিনব্যাপী সক্ষমতা-বৃদ্ধি কর্মসূচি আয়োজন করে ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন।

৩ থেকে ৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এই আয়োজনে ব্যবসায়িক দক্ষতা বিকাশে আগ্রহী ৩২ জন নারী উদ্যোক্তা অংশ নেন।

কর্মশালায় নারী উদ্যোক্তারা ব্যবসায়ে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেগুলো কাটিয়ে ওঠার উপায় ও ব্যবহারিক সমাধান নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়াও, প্রশিক্ষণে কীভাবে নারী উদ্যোক্তারা তাদের পণ্যের জন্য কার্যকর মার্কেটিং চ্যানেল তৈরি করতে পারেন, সেটি নিয়েও দিকনির্দেশনা দেওয় হয়।

গেটস ফাউন্ডেশনের সহায়তায় এই অঞ্চলের নারী উদ্যোক্তা এবং আর্থিক অন্তর্ভুক্তির বিকাশের ওপর জোর দিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার শেষ দিনে ব্র্যাক ব্যাংকের হেড অব উইমেন অন্ট্রপ্রেনর সেল খাদিজা মরিয়ম, এজেন্ট ব্যাংকিংয়ের খালেদ আলী এবং এসএমই ব্যাংকিংয়ের টেরিটরি ম্যানেজার আমির হামজা একটি অর্ধ-দিন সেশন পরিচালনা করেন।

সেশনে তারা ব্যাংকিং লিটারেসি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং আরও অনেক প্রয়োজনীয় আর্থিক বিষয় নিয়ে আলোচনা করেন।

অংশগ্রহণকারীদের উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি প্রতিশ্রুতি উদ্যাপনের অংশ হিসেবে প্রশিক্ষণ শেষে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

বিজ্ঞপ্তি/নাবিল/

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন
ছবি: বিজ্ঞপ্তি

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজারের হোটেল সি প্যালেসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

চলতি বছরে স্কয়ার গ্রুপ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর শততম জন্মবার্ষিকী
উদযাপন করছে। তার দূরদর্শী নেতৃত্ব ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে সূচনা হয় দিনব্যাপী এই সম্মেলনের।

প্রায় ১৬০০ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠান উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক এরিক এস চৌধুরী, চিফ অপারেটিং কর্মকরতা (সিওও) মালিক মোহাম্মদ সাঈদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. গোলাম কিবরিয়া এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

অঞ্জন চৌধুরী তার বক্তব্যে দেশের অর্থনীতিতে দেশীয় মানসম্পন্ন পণ্যের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে দেশের স্বার্থে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

'সুস্থ জীবনে সুন্দর থাকুন' এই প্রতিজ্ঞা বাস্তবায়নে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড রিসার্চ ও ইনোভেশনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এবারের সম্মেলনে মানুষের প্রয়োজন ও চাহিদা বিবেচনায় প্রাকৃতিক উপাদান ও বিজ্ঞানের গবেষণার সমন্বয়ে তৈরি ৫টি নতুন পণ্য উন্মোচন করা হয়।

ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া নিয়ে এসেছে ১০০% অর্গানিক মেরুলা অয়েল সমৃদ্ধ ময়েশ্চারাইজিং অ্যান্ড গ্লোয়িং ক্রিম, ১০০% অর্গানিক রোজহিপ অয়েল সমৃদ্ধ অয়েল  অ্যান্ড অ্যাকনি কন্ট্রোল জেল ক্রিম, এবং অ্যান্টি পিম্পল নিম ফেসওয়াশ। এ ছাড়া স্কয়ারের হাইজিন ব্র্যান্ড সেপনিল নিয়ে এসেছে সি মিনারেলস সমৃদ্ধ স্যানিটাইজিং সোপ বার এবং তরুণীদের প্রিয় ব্র্যান্ড রিভাইভ নিয়ে এসেছে SPF 50+ ময়েশ্চারাইজিং সানস্ক্রিন, যা রোদ থেকে ত্বকের সুরক্ষায় যোগ করবে নতুন মাত্রা।

সম্মেলনের এক বিশেষ মুহূর্তে সেনোরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী আকস্মিকভাবে উপস্থিত হয়ে সকলকে চমকে দেন।

তিনি স্কয়ার টয়লেট্রিজের বিক্রয় প্রতিনিধিদের উদ্দেশ্যে একটি নাচ পরিবেশন করেন এবং বক্তব্য দেন, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও আনন্দময় করে তোলে।

অঞ্জন চৌধুরী গত বছরের সেরা বিক্রয়কর্মীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের জন্য পুরষ্কার দেন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পরে এক উৎসবমুখর নৈশভোজ ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞপ্তি/মেহেদী/

চবির ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস ইউসিটিসির

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩২ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম
চবির ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস ইউসিটিসির
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি  চিটাগং (ইউসিটিসি) এর পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ফ্রি বাস সার্ভিস দেওয়া হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এই সার্ভিসের মাধ্যমে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে  চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের নিরাপদ এবং সুবিধাজনকভাবে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হয়।

পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ইউসিটিসির পক্ষ থেকে প্রথম পর্যায়ে তিনটি  ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে ক্রমান্বয়ে তা বাড়ানো হবে।

বিজ্ঞপ্তি/মেহেদী/

ইস্টার্ন ইউনিভার্সিটি স্প্রিং ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ উদযাপন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৬ পিএম
ইস্টার্ন ইউনিভার্সিটি স্প্রিং ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ উদযাপন
ছবি: বিজ্ঞপ্তি

ইস্টার্ন ইউনিভার্সিটির স্প্রিং ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রেজাকুল হায়দার হলে সফলভাবে এ অনুষ্ঠান আয়োজিত হয়। 

নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মানিরুজ্জামান মোল্লা, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী আজ্জম, প্রাক্তন চেয়ারম্যান এবং সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রফেসর ড. সহিদ আকতার হুসাইন, ভাইস চ্যান্সেলর, ইস্টার্ন ইউনিভার্সিটি।

স্প্রিং- ২০২৫ নবীন বরন অনুষ্ঠানের আহ্বায়ক এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসনপ্রফেসর ড. শরীফ মানিরুজ্জামান শিরাজীর অভিবাদনমূলক ভাষণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

এরপর ড. আবুল বাশার খান, রেজিস্ট্রার, ইস্টার্ন ইউনিভার্সিটি শুভেচ্ছা বক্তব্য দেন। পরবর্তীতে বক্তৃতা দেন প্রফেসর মো. শামসুল হুদা, ট্রেজারার, ইস্টার্ন ইউনিভার্সিটি, মোহাম্মদ মনিরুজ্জামান আখন্দ, কলা অনুষদের ডিন, প্রফেসর আব্বাস আলী খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন, এ.বি.এম. ইমদাদুল হক খান, আইন অনুষদের ডিন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক প্রস্তাবনা, সুযোগ-সুবিধা এবং ক্যাম্পাস জীবনের মূল্যবান ধারণা দেওয়া হয়, যা তাদের আসন্ন অ্যাকাডেমিক যাত্রার প্রস্তুতির জন্য সহায়ক হবে।

প্রোগ্রামটি শেষ হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে, যা ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রানবন্ত মনোভাব এবং প্রতিভা প্রদর্শন করে। স্প্রিং ২০২৫ শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানটি একটি রোমাঞ্চকর সূচনা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং নতুন শিক্ষার্থীরা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/মেহেদী/

ফ্রেশ স্টেশনারির উদ্যোগে বহুভাষিক হাতে লেখা বইমেলা আয়োজিত

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০২ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৪ পিএম
ফ্রেশ স্টেশনারির উদ্যোগে বহুভাষিক হাতে লেখা বইমেলা আয়োজিত
ছবি: বিজ্ঞপ্তি

ভাষাগত বৈচিত্র এবং শৈল্পিক অভিব্যক্তির এক অনন্য উদযাপনে, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্টিজ (এমজিআই) এর ব্র্যান্ড ফ্রেশ স্টেশনারি আবারও বহুভাষিক হাতে লেখা বইমেলার আয়োজন করেছে। যা বাংলাদেশের বই প্রেমী মানুষদের মুগ্ধ করার পাশাপাশি সাহিত্য চর্চায় যোগ করেছে ভিন্ন এক মাত্রা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিগত বছরের ধারাবাহিকতায় গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বইমেলাটি আয়োজিত হয়।

ডিজিটাল মিডিয়ার এই যুগে হাতে লেখার রেওয়াজকে তুলে ধরতে এবং শিল্প-সাহিত্য কে আরও এগিয়ে নেওয়াই ছিল বইমেলাটি আয়োজনের মূল লক্ষ্য। 

এ ছাড়াও মেলার উদ্বোধনী পর্বে "Fresh InkForce" নামে নতুন একটি কলমের মোড়ক উন্মোচন করা হয় যেখানে এমজিআই এর পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা ও মো. ইয়াছিন মোল্লা, জিএম, সেলস (হাইজিন ও স্টেশনারি) সহ এমজিআই এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মেলায় হাতের লেখা ও সৃজনশীল লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসব প্রতিযোগিতার বিচারক ছিলেন খ্যাতিমান লেখক ও সাহিত্যিক-আহসান হাবীব, পলাশ মাহবুব, ইমন চৌধুরী, সাদাত হোসাইন, ইস্তিয়াক আহমেদ, সুমন্ত আসলাম ও অনীশ দাস অপু। তারা

আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন যা ভবিষ্যতে শিশুদের সৃজনশীলতা বিকাশ ও হাতে লেখার প্রতি আগ্রহী করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

মেলায় থ্রিলার, অ্যাডভেঞ্চার, কৌতুক, ফ্যান্টাসি, হরর, বৈজ্ঞানিক কল্পকাহিনি, শিশু সাহিত্য ও আন্তর্জাতিক গল্প সহ ৮টি ভিন্ন ধারার সাহিত্যকর্ম প্রদর্শিত হয়। 

সকাল থেকেই মেলায় পরিবার নিয়ে শিক্ষার্থী, শিশু এবং বই প্রেমীদের অংশগ্রহণ দেখা যায়।

এ সময় তারা হাতে লেখা গল্পের জগতে হারিয়ে যান, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন এবং মেলার প্রাণবন্ত পরিবেশ উপভোগ করেন।

সাহিত্য চর্চার প্রসার ও বিকাশে অদূর ভবিষ্যতেও এই ধরনের ভিন্নধর্মী আয়োজন অব্যাহত রাখার আশা করা হয় আয়োজকদের পক্ষ থেকে।

বিজ্ঞপ্তি/মেহেদী/

বিইউএফটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২১ পিএম
বিইউএফটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম থেকে উত্তীর্ণ মোট ২,৭৩১ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়।

রাষ্ট্রপতি ও বিইউএফটির চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ডিগ্রি প্রদান করেন।

ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান এবং বিশিষ্ট শিল্পপতি কিহাক সাং সমাবর্তন বক্তব্য দেন।

এ ছাড়া বক্তব্য রাখেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. মশিউল আজম (সজল) ও মোহাম্মদ নাছির। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ।

সর্বোচ্চ সিজিপিএ অর্জনের ভিত্তিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের সাতজন এবং অ্যাপারেল স্টাডিজ অনুষদের একজন শিক্ষার্থী চ্যান্সেলর’স গোল্ড মেডেল অর্জন করেন। এ ছাড়াও, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের চারজন এবং অ্যাপারেল স্টাডিজ অনুষদের একজন শিক্ষার্থী চেয়ারম্যান’স গোল্ড মেডেল অর্জন করেন। ভাইস চ্যান্সেলর’স গোল্ড মেডেল পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের চারজন, অ্যাপারেল স্টাডিজ অনুষদের তিনজন, ফ্যাশন স্টাডিজ অনুষদের দুজন এবং বিজনেস স্টাডিজ অনুষদের দুজন শিক্ষার্থী।

ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফারিয়া আফরিন ভ্যালেডিক্টরিয়ানের বক্তব্য দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের সদস্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, সরকারি ও কর্পোরেট উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং অভিভাবকরা।

আনুষ্ঠানিক পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়, যেখানে বিইউএফটির শিক্ষার্থীদের পাশাপাশি তাহসান এবং তার ব্যান্ড পারফর্ম করেন।

বিজ্ঞপ্তি/মেহেদী/