
‘আমরাই তারা’ শিরোনামে সম্প্রতি রাজশাহীতে নারী এসএমইদের জন্য তিন দিনব্যাপী সক্ষমতা-বৃদ্ধি কর্মসূচি আয়োজন করে ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন।
৩ থেকে ৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এই আয়োজনে ব্যবসায়িক দক্ষতা বিকাশে আগ্রহী ৩২ জন নারী উদ্যোক্তা অংশ নেন।
কর্মশালায় নারী উদ্যোক্তারা ব্যবসায়ে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেগুলো কাটিয়ে ওঠার উপায় ও ব্যবহারিক সমাধান নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়াও, প্রশিক্ষণে কীভাবে নারী উদ্যোক্তারা তাদের পণ্যের জন্য কার্যকর মার্কেটিং চ্যানেল তৈরি করতে পারেন, সেটি নিয়েও দিকনির্দেশনা দেওয় হয়।
গেটস ফাউন্ডেশনের সহায়তায় এই অঞ্চলের নারী উদ্যোক্তা এবং আর্থিক অন্তর্ভুক্তির বিকাশের ওপর জোর দিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার শেষ দিনে ব্র্যাক ব্যাংকের হেড অব উইমেন অন্ট্রপ্রেনর সেল খাদিজা মরিয়ম, এজেন্ট ব্যাংকিংয়ের খালেদ আলী এবং এসএমই ব্যাংকিংয়ের টেরিটরি ম্যানেজার আমির হামজা একটি অর্ধ-দিন সেশন পরিচালনা করেন।
সেশনে তারা ব্যাংকিং লিটারেসি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং আরও অনেক প্রয়োজনীয় আর্থিক বিষয় নিয়ে আলোচনা করেন।
অংশগ্রহণকারীদের উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি প্রতিশ্রুতি উদ্যাপনের অংশ হিসেবে প্রশিক্ষণ শেষে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
বিজ্ঞপ্তি/নাবিল/