ঢাকা ২৬ মাঘ ১৪৩১, রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
English
রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬০তম সভা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:২০ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬০তম সভা
ছবি: বিজ্ঞপ্তি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৬০তম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান বাহারুল আলম।

সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তি/নাবিল/

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন
ছবি: বিজ্ঞপ্তি

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজারের হোটেল সি প্যালেসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

চলতি বছরে স্কয়ার গ্রুপ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর শততম জন্মবার্ষিকী
উদযাপন করছে। তার দূরদর্শী নেতৃত্ব ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে সূচনা হয় দিনব্যাপী এই সম্মেলনের।

প্রায় ১৬০০ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠান উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক এরিক এস চৌধুরী, চিফ অপারেটিং কর্মকরতা (সিওও) মালিক মোহাম্মদ সাঈদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. গোলাম কিবরিয়া এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

অঞ্জন চৌধুরী তার বক্তব্যে দেশের অর্থনীতিতে দেশীয় মানসম্পন্ন পণ্যের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে দেশের স্বার্থে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

'সুস্থ জীবনে সুন্দর থাকুন' এই প্রতিজ্ঞা বাস্তবায়নে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড রিসার্চ ও ইনোভেশনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এবারের সম্মেলনে মানুষের প্রয়োজন ও চাহিদা বিবেচনায় প্রাকৃতিক উপাদান ও বিজ্ঞানের গবেষণার সমন্বয়ে তৈরি ৫টি নতুন পণ্য উন্মোচন করা হয়।

ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া নিয়ে এসেছে ১০০% অর্গানিক মেরুলা অয়েল সমৃদ্ধ ময়েশ্চারাইজিং অ্যান্ড গ্লোয়িং ক্রিম, ১০০% অর্গানিক রোজহিপ অয়েল সমৃদ্ধ অয়েল  অ্যান্ড অ্যাকনি কন্ট্রোল জেল ক্রিম, এবং অ্যান্টি পিম্পল নিম ফেসওয়াশ। এ ছাড়া স্কয়ারের হাইজিন ব্র্যান্ড সেপনিল নিয়ে এসেছে সি মিনারেলস সমৃদ্ধ স্যানিটাইজিং সোপ বার এবং তরুণীদের প্রিয় ব্র্যান্ড রিভাইভ নিয়ে এসেছে SPF 50+ ময়েশ্চারাইজিং সানস্ক্রিন, যা রোদ থেকে ত্বকের সুরক্ষায় যোগ করবে নতুন মাত্রা।

সম্মেলনের এক বিশেষ মুহূর্তে সেনোরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী আকস্মিকভাবে উপস্থিত হয়ে সকলকে চমকে দেন।

তিনি স্কয়ার টয়লেট্রিজের বিক্রয় প্রতিনিধিদের উদ্দেশ্যে একটি নাচ পরিবেশন করেন এবং বক্তব্য দেন, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও আনন্দময় করে তোলে।

অঞ্জন চৌধুরী গত বছরের সেরা বিক্রয়কর্মীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের জন্য পুরষ্কার দেন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পরে এক উৎসবমুখর নৈশভোজ ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞপ্তি/মেহেদী/

চবির ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস ইউসিটিসির

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩২ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম
চবির ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস ইউসিটিসির
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি  চিটাগং (ইউসিটিসি) এর পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ফ্রি বাস সার্ভিস দেওয়া হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এই সার্ভিসের মাধ্যমে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে  চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের নিরাপদ এবং সুবিধাজনকভাবে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হয়।

পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ইউসিটিসির পক্ষ থেকে প্রথম পর্যায়ে তিনটি  ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে ক্রমান্বয়ে তা বাড়ানো হবে।

বিজ্ঞপ্তি/মেহেদী/

ইস্টার্ন ইউনিভার্সিটি স্প্রিং ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ উদযাপন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৬ পিএম
ইস্টার্ন ইউনিভার্সিটি স্প্রিং ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ উদযাপন
ছবি: বিজ্ঞপ্তি

ইস্টার্ন ইউনিভার্সিটির স্প্রিং ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রেজাকুল হায়দার হলে সফলভাবে এ অনুষ্ঠান আয়োজিত হয়। 

নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মানিরুজ্জামান মোল্লা, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী আজ্জম, প্রাক্তন চেয়ারম্যান এবং সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রফেসর ড. সহিদ আকতার হুসাইন, ভাইস চ্যান্সেলর, ইস্টার্ন ইউনিভার্সিটি।

স্প্রিং- ২০২৫ নবীন বরন অনুষ্ঠানের আহ্বায়ক এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসনপ্রফেসর ড. শরীফ মানিরুজ্জামান শিরাজীর অভিবাদনমূলক ভাষণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

এরপর ড. আবুল বাশার খান, রেজিস্ট্রার, ইস্টার্ন ইউনিভার্সিটি শুভেচ্ছা বক্তব্য দেন। পরবর্তীতে বক্তৃতা দেন প্রফেসর মো. শামসুল হুদা, ট্রেজারার, ইস্টার্ন ইউনিভার্সিটি, মোহাম্মদ মনিরুজ্জামান আখন্দ, কলা অনুষদের ডিন, প্রফেসর আব্বাস আলী খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন, এ.বি.এম. ইমদাদুল হক খান, আইন অনুষদের ডিন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক প্রস্তাবনা, সুযোগ-সুবিধা এবং ক্যাম্পাস জীবনের মূল্যবান ধারণা দেওয়া হয়, যা তাদের আসন্ন অ্যাকাডেমিক যাত্রার প্রস্তুতির জন্য সহায়ক হবে।

প্রোগ্রামটি শেষ হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে, যা ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রানবন্ত মনোভাব এবং প্রতিভা প্রদর্শন করে। স্প্রিং ২০২৫ শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানটি একটি রোমাঞ্চকর সূচনা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং নতুন শিক্ষার্থীরা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/মেহেদী/

ফ্রেশ স্টেশনারির উদ্যোগে বহুভাষিক হাতে লেখা বইমেলা আয়োজিত

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০২ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৪ পিএম
ফ্রেশ স্টেশনারির উদ্যোগে বহুভাষিক হাতে লেখা বইমেলা আয়োজিত
ছবি: বিজ্ঞপ্তি

ভাষাগত বৈচিত্র এবং শৈল্পিক অভিব্যক্তির এক অনন্য উদযাপনে, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্টিজ (এমজিআই) এর ব্র্যান্ড ফ্রেশ স্টেশনারি আবারও বহুভাষিক হাতে লেখা বইমেলার আয়োজন করেছে। যা বাংলাদেশের বই প্রেমী মানুষদের মুগ্ধ করার পাশাপাশি সাহিত্য চর্চায় যোগ করেছে ভিন্ন এক মাত্রা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিগত বছরের ধারাবাহিকতায় গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বইমেলাটি আয়োজিত হয়।

ডিজিটাল মিডিয়ার এই যুগে হাতে লেখার রেওয়াজকে তুলে ধরতে এবং শিল্প-সাহিত্য কে আরও এগিয়ে নেওয়াই ছিল বইমেলাটি আয়োজনের মূল লক্ষ্য। 

এ ছাড়াও মেলার উদ্বোধনী পর্বে "Fresh InkForce" নামে নতুন একটি কলমের মোড়ক উন্মোচন করা হয় যেখানে এমজিআই এর পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা ও মো. ইয়াছিন মোল্লা, জিএম, সেলস (হাইজিন ও স্টেশনারি) সহ এমজিআই এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মেলায় হাতের লেখা ও সৃজনশীল লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসব প্রতিযোগিতার বিচারক ছিলেন খ্যাতিমান লেখক ও সাহিত্যিক-আহসান হাবীব, পলাশ মাহবুব, ইমন চৌধুরী, সাদাত হোসাইন, ইস্তিয়াক আহমেদ, সুমন্ত আসলাম ও অনীশ দাস অপু। তারা

আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন যা ভবিষ্যতে শিশুদের সৃজনশীলতা বিকাশ ও হাতে লেখার প্রতি আগ্রহী করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

মেলায় থ্রিলার, অ্যাডভেঞ্চার, কৌতুক, ফ্যান্টাসি, হরর, বৈজ্ঞানিক কল্পকাহিনি, শিশু সাহিত্য ও আন্তর্জাতিক গল্প সহ ৮টি ভিন্ন ধারার সাহিত্যকর্ম প্রদর্শিত হয়। 

সকাল থেকেই মেলায় পরিবার নিয়ে শিক্ষার্থী, শিশু এবং বই প্রেমীদের অংশগ্রহণ দেখা যায়।

এ সময় তারা হাতে লেখা গল্পের জগতে হারিয়ে যান, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন এবং মেলার প্রাণবন্ত পরিবেশ উপভোগ করেন।

সাহিত্য চর্চার প্রসার ও বিকাশে অদূর ভবিষ্যতেও এই ধরনের ভিন্নধর্মী আয়োজন অব্যাহত রাখার আশা করা হয় আয়োজকদের পক্ষ থেকে।

বিজ্ঞপ্তি/মেহেদী/

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে টেকনোর নতুন কার্লকেয়ার সার্ভিস সেন্টার চালু

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৭ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে টেকনোর নতুন কার্লকেয়ার সার্ভিস সেন্টার চালু
ছবি: বিজ্ঞপ্তি

গ্রাহকদের জন্য সেরা আফটার-সেলস সার্ভিস (বিক্রয়োত্তর সেবা) নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে সম্প্রতি পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কার্লকেয়ার ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার চালু করেছে লিডিং গ্লোবাল স্মার্টফোন ব্রান্ড টেকনো।

টেকনো, আইটেল এবং ইনফিনিক্সের অনুমোদিত বিক্রয়োত্তর সেবা প্রদানকারী হিসেবে, কার্লকেয়ার বিশেষজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মেরামত (রিপেয়ার সেবা), সফটওয়্যার আপডেট এবং প্রিমিয়াম সহায়তাসহ অন্যান্য পরিষেবা দেবে।

গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও সহজলভ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইস্মার্টিউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক এবং কার্লকেয়ার বাংলাদেশের প্রধান মাহফুজুল হক মিরাজ।

এছাড়া, অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অতিথিদের উপস্থিতি নতুন এই সার্ভিস সেন্টারের গুরুত্বকে তুলে ধরে, যা টেকনোর বিক্রয়োত্তর সেবা ও গ্রাহকদের আস্থা বাড়াতে সহায়ক হবে।

নতুন এই সার্ভিস সেন্টারের উদ্বোধন উপলক্ষে বিশেষ একটি ক্যাম্পেইনের ঘোষণাও দিয়েছে টেকনো ও কার্লকেয়ার।

আগামী ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত, গ্রাহকরা এই সার্ভিস সেন্টারে ওয়ারেন্টি বহির্ভূত ফোনের সার্ভিসিং-এর উপর ২০% ছাড় উপভোগ করতে পারবেন; পাশাপাশি থাকছে ফ্রি সার্ভিসিং, সফ্টওয়্যার আপডেট, মোবাইল ক্লিনিং সুবিধা নেওয়ার সুযোগ। এ ছাড়া নির্বাচিত গ্রাহকরা পাবে বিশেষ উপহার।

আইস্মার্টিউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, ’টেকনো অত্যাধুনিক স্মার্টফোনের পাশাপাশি উন্নত বিক্রয়োত্তর সেবা (আফটার সেলস সার্ভিস) নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ’। কার্লকেয়ার পরিচালিত নতুন এই ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার টেকনো ব্যবহারকারীদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও গ্রাহক-কেন্দ্রিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন।

আরও বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকরা পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কার্লকেয়ারের ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার ভিজিট, অথবা +৮৮০ ১৩২৮৪১৮৪১৬ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তি/মেহেদী/