ঢাকা ২ ফাল্গুন ১৪৩১, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
English
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১

দেশের বাজারে হাইসেন্স কিউএলইডি টিভি সিরিজ

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩৩ পিএম
দেশের বাজারে হাইসেন্স কিউএলইডি টিভি সিরিজ
ছবি: বিজ্ঞপ্তি

ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড বাংলাদেশে উদ্বোধন করল হাইসেন্স কিউএলইডি টিভি সিরিজ।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর গুলশান-১-এর বিটিআই ল্যান্ড মার্কে অবস্থিত ফেয়ার ইলেকট্রনিকস স্মার্ট প্লাজায় এই আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ফেয়ার গ্রুপের ডিরেক্টর মুতাসিম দাইয়ান।

বাংলাদেশি ভোক্তাদের কাছে হাইসেন্সের অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশ্বমানের বিনোদনের অভিজ্ঞতা নিয়ে আসার জন্য এই ইভেন্টটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত।

দেশের বাজারে কঞ্জুমার ইলেকট্রনিকসের সর্বাধুনিক প্রযুক্তির এই সংযোজন নিয়ে মুতাসিম দাইয়ান উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি তার বক্তৃতায় বাংলাদেশি গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা এবং পছন্দগুলো পূরণ করে এমন প্রিমিয়াম মানের পণ্য সরবরাহ করার জন্য হাইসেন্সের প্রতিশ্রুতির ওপর জোর দেন।

তিনি বলেন, ১০০ ইঞ্চি+ টিভি ক্যাটাগরিতে ১ নম্বর অবস্থানটি নিশ্চিত করার মাধ্যমে হাইসেন্স বিশ্বব্যাপী প্রিমিয়াম টিভি বাজারে তার অবস্থানকে আরও সুসংহত করেছে। আর আমরা বাংলাদেশে হাইসেন্স কিউএলইডি টিভি সিরিজ উদ্বোধন করতে পেরে খুবই আনন্দিত। উন্নত ছবি, অত্যাধুনিক ফিচার এবং মার্জিত ডিজাইনের কারণে এই সিরিজটি অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন প্রযুক্তি হিসেবে স্বীকৃত।

ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ মেসবাহউদ্দিন হাইসেন্স কিউএলইডি টিভির বৈশিষ্ট্য নিয়ে বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ছাড়াও ফেয়ার ইলেকট্রনিকসের শীর্ষ ব্যবস্থাপনা নির্বাহীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জে এম তসলিম কবির, গ্রুপ হেড অব মার্কেটিং, মো. মুশফিকুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট)।

ভাইব্রেন্ট কালার, ডিপ কন্ট্রাস্ট এবং টিভি দেখার অসাধারণ ভিন্ন অভিজ্ঞতা হাইসেন্স কিউএলইডি টিভি সিরিজকে বিশ্বব্যাপী প্রযুক্তি এবং হোম এন্টারটেইনমেন্টপ্রেমীদের কাছে এটিকে অপরিহার্য করে তুলছে। এর উদ্ভাবনী কোয়ান্টাম ডট টেকনোলজি আরও নির্ভুলভাবে সমৃদ্ধ এবং প্রাণবন্ত রঙ সরবরাহ করে, যা প্রতিটি ছবিকে আরও উন্নত করে, যা আগে কখনো হয়নি।

এর ফোর কে এআই আপস্কেলার, লোয়ার-রেজোলিউশন-এর বিষয়বস্তুগুলোকে ফোর কে-এর কাছাকাছি রেজোলিউশনে উন্নত করে প্রাণবন্ত এবং বিস্তারিত ভিজ্যুয়াল দেয়।

এ ছাড়া ডলবি ডিজিটাল এবং ডলবি অ্যাটমস সাউন্ড আর বেজেললেস ডিজাইনের কারণে যেকোনো ইন্টেরিয়রের জন্য এটি একটি অসাধারণ সংযোজন। হাইসেন্স কিউএলইডি টিভি দেবে অতুলনীয় সিনেমার অভিজ্ঞতা, যা ঘরোয়া বিনোদনে নতুন স্ট্যান্ডার্ড সেট করবে।

হাইসেন্স কিউএলইডি টিভি ৬৫", ৭৫" এবং ৮৫" সাইজে পাওয়া যাচ্ছে।

উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি ফেয়ার ইলেক্ট্রনিকসের চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে হাইসেন্স কিউএলইডি টিভি সিরিজটি দেশের টেলিভিশন ল্যান্ডস্কেপকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে বলে আশা করা হচ্ছে, যা গ্রাহকদের শুধুমাত্র চমৎকার ছবির গুণমানই নয়, আধুনিক স্মার্ট প্রযুক্তির সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপন করবে।

হাইসেন্স কিউএলইডি টিভি সারা দেশে ফেয়ার ইলেকট্রনিকসের নিজস্ব এবং পার্টনার আউটলেটে পাওয়া যাচ্ছে। ফেয়ার ইলেকট্রনিকস হাইসেন্স টিভিতে দিচ্ছে ৪ বছরের প্যানেল, ৪ বছরের খুচরা যন্ত্রাংশ এবং ৪ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি।

হাইসেন্স পাঁচ দশকেরও বেশি সময় ধরে উদ্ভাবন এবং প্রযুক্তির অগ্রদূত হিসেবে সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটি স্থানীয় কার্যক্রমের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ৬৪টি আন্তর্জাতিক অফিস প্রতিষ্ঠা করেছে। বিশ্বের বৃহত্তম টেলিভিশন নির্মাতাদের মধ্যে অন্যতম, হাইসেন্স ১৬০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের অত্যাধুনিক পণ্যের মাধ্যমে প্রযুক্তির ভবিষ্যৎ গড়ে তুলছে।

এ ছাড়া হাইসেন্স টিভি ক্যাটাগরিতে চীন, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় এবং রেফ্রিজারেটর ক্যাটাগরিতে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া এবং দক্ষিণ আফ্রিকায় ১ নম্বর অবস্থান ধরে রেখেছে। হাইসেন্স ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এবং রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের অফিশিয়াল পার্টনার।

আরও তথ্যের জন্য ভিজিট করুন https://fairelectronics.com.bd/

বিজ্ঞপ্তি/সালমান/

দ্বিতীয় দিনে ইউনিয়ন ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০২৫

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫০ পিএম
দ্বিতীয় দিনে ইউনিয়ন ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০২৫
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিয়ন ব্যাংক পিএলসির প্রধান কার্যালয় গুলশান-১, ঢাকায় বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০২৫-এর দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল যোগাযোগে সংযুক্ত ছিলেন নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ, স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য ড. শহিদুল ইসলাম জাহীদ, শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি ড. মো. আনোয়ার হোসেন মোল্লা ও প্রফেসর এ. এন. এম. রশীদ আহমাদ।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ।

প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব মু. ফরীদ উদ্দীন আহমদ তার বক্তব্যে অংশগ্রহণকারী সব শাখা ব্যবস্থাপকগণের উদ্দেশ্যে বলেন, ‘ইউনিয়ন ব্যাংক পিএলসি. দেশে-বিদেশে সেবা ও ব্যবসায়িক সাফল্যের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা অব্যাহত রাখার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে ইউনিয়ন ব্যাংক যে একটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক তা যথোপযুক্তভাবে তুলে ধরতে হবে। আরও বেশী গ্রাহক বান্ধব সেবা দিয়ে পূর্ণ আস্থা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানকে দেশের সেরা ব্যাংকে পরিণত করতে হবে।’

এ ছাড়া সম্মেলনে ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় ও চলমান বিভিন্ন বিষয়ের উপর বিশদভাবে আলোচনা করা হয়।

দ্বিতীয় দিনে শাখা ব্যবস্থাপকগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার মাধ্যমে ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

লক্ষ্মীপুরে সনি-স্মার্ট ও আইকেয়ারের বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম
লক্ষ্মীপুরে সনি-স্মার্ট ও আইকেয়ারের বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প
ছবি: বিজ্ঞপ্তি

‘দৃষ্টি আপনার, দায়িত্ব আমাদের। ঝকঝকে দেখুন, সনি-স্মার্টের সাথে’- এই উপজীব্যে দুদিনব্যাপি চক্ষু চিকিৎসাসেবা কর্মসূচি বা আই কেয়ার ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে স্মার্ট ফাউন্ডেশন।

আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের রামগঞ্জের নরিমপুরে অবস্থিত স্মার্ট একাডেমিতে মিলবে এ সেবা।

বাংলাদেশে জাপানি প্রতিষ্ঠান সনির আনুষ্ঠানিক সরবরাহকারী স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট) ও বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের সহযোগিতায় পূর্ব-নিবন্ধিত অন্তত ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়ার উদ্যোগ নিয়েছে স্মার্ট ফাউন্ডেশন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কর্মসূচি উদ্বোধন করবেন স্মার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম, সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ, রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নুর উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের মহাব্যবস্থাপক মুহাম্মদ কামরুল ইসলাম সানজিদ, সনি-স্মার্ট পরিচালক মো. তানভীর হোসাইন এবং উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান উপস্থিত থাকবেন।

এ প্রসঙ্গে আয়োজকেরা জানান, স্মার্ট ফাউন্ডেশন নিয়মিতভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে দেশ গড়ার কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় এবার স্মার্ট অ্যাকাডেমিতে আয়োজিত হতে যাচ্ছে দুই দিনের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কর্মসূচি।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হবে।

ফ্যাকো পদ্ধতিতে বিদেশি সফট লেন্স ব্যবহার করে ব্যথামুক্ত, সেলাইবিহীন ও রক্তপাত ছাড়া বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আগত বাছাইকৃত ছানি রোগীদের রামগঞ্জ হতে ঢাকায় যাতায়াত ও হাসপাতালে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে।

দুই দিনব্যপী এই বিনামূল্যে চক্ষুসেবা কর্মসূচিতে সেবা পেতে ইচ্ছুকদের +৮৮০ ১৯৭৯-৪৬৩০০৯ ও +৮৮০১৬৪৫-৬৫৬২৬৮ নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করতে হবে।

এছাড়াও অনলাইনে sonysmart.com.bd/eye-care-registration-form -এই লিংকের মাধ্যমেও নিবন্ধনের সুযোগ রয়েছে।

ন্যাশনাল টি কোম্পানির নতুন চেয়ারম্যান মামুন রশীদ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০১ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৪ পিএম
ন্যাশনাল টি কোম্পানির নতুন চেয়ারম্যান মামুন রশীদ
ছবি: বিজ্ঞপ্তি

ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের ৬৮৩তম সভায় অংশগ্রহণকারী সকল পরিচালকবৃন্দ সর্বসম্মতিক্রমে জনাব মামুন রশীদ-কে পরবর্র্তী বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান পর্যন্ত কোম্পানীর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। পরবর্তী বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

অর্থনৈতিক বিশ্লেষক ও ব্যাংকার মামুন রশীদ স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ৩৭ বছরেরও বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে। তার নেতৃত্বে প্রতিষ্ঠানগুলো আর্থিক উৎকর্ষতা ও প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে।

জনাব রশীদ ব্যাংকিং, অর্থনীতি ও বাণিজ্য বিষয়ে তার বিচক্ষণতা, দূরদর্শিতা ও পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড-এর বর্তমান পরিস্থিতি থেকে উন্নয়ন ও কোম্পানীর সঙ্গে সংশ্লিষ্টজনের স্বার্থ রক্ষায় সক্ষম হবেন বলে আশা করছেন সদস্যরা।

রশীদ বর্তমানে দেশের শীষর্ স্থানীয় বিটুবি বিজনেস প্ল্যাটফর্ম শপ আপ-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া দীর্ঘ কর্মজীবনে তিনি পিডবিউসি বাংলাদেশ, সিটি ব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও এএনজেডগ্রিন্ডলেজ ব্যাংক এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে শীর্ষ পদে কাজ করেছেন। 

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্র্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

মামুন রশীদ তাঁর লব্ধজ্ঞান, দক্ষতা, দূরদর্শীতা ও নেতৃত্বদানের মাধ্যমে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের সার্বিক উন্নয়ন ও হারানো গৌরব ফিরে আনবেন বলে পরিচালনা পর্ষদ আশাবাদ ব্যক্ত করে।

ফরেন সার্ভিস কর্মকর্তাদের জন্য ইবিএল পেরোল ব্যাংকিং সেবা

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম
ফরেন সার্ভিস কর্মকর্তাদের জন্য ইবিএল পেরোল ব্যাংকিং সেবা
ছবি: বিজ্ঞপ্তি

ফরেন সার্ভিস কর্মকর্তাদের সার্বিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক (ইবিএল) বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে, অ্যাসোসিয়েশনের সদস্যরা ইস্টার্ন ব্যাংকের বিশেষ পেরোল ব্যাংকিং সেবা নিতে পারবেন।

এই সেবার অন্তর্ভূক্ত রয়েছে আন্তর্জাতিক লেনদেনের জন্য দ্বৈত কারেন্সি ডেবিট কার্ড, কাস্টোমাইজড লোন সুবিধাসহ বিভিন্ন ভ্যালু এডেড আর্থিক সমাধান।

ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানের বক্তব্যে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ইস্টার্ন ব্যাংকের সঙ্গে বিএফএসএ-এর পার্টনারশীপ বিশেষ গুরুত্ব বহন করে। ২০১৮ সালে একটি কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালুর মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্কের সূচনা ঘটে। আজকের এই এক্সক্লুসিভ পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদের এই সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছাল। চুক্তির অধীনে ফরেন সার্ভিস কর্মকর্তাদের জন্য বিভিন্ন ধরণের কাস্টোমাইজড ঋণসহ অন্যান্য ভ্যালু এডেড আর্থিক সমাধান অফার করা হচ্ছে। ইবিএলের সঙ্গে পার্টনারশীপ গড়ে তুলতে পেরে আমরা আনন্দিত-কারন এটি দেশের প্রথম ব্যাংক যারা আন্তর্জাতিক রেটিং অ্যাজেন্সী মুডিজের রেটিং লাভ করার গৌরব অর্জন করেছে। এ ছাড়া নৈতিক ব্যাংকিং ও বিশ্ব মানের কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে তারা অন্যদের সঙ্গে নিজেদের পার্থক্য গড়ে তুলতে সক্ষম হয়েছে’।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ‘পেরোল ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে, বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমীর সঙ্গে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশের সম্মানিত ফরেন সার্ভিস পেশাদারদের অনন্য চাহিদা মেটানোর লক্ষ্যে তাদেরকে নিরবিচ্ছিন্ন ও উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানে আমাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে এই পার্টনারশীপে। ব্যাংকিং এক্সিলেন্স নিশ্চিত করণ এবং গ্রাহকদের বিশ্বমানের আর্থিক সমাধান প্রদানে আমরা ইবিএল এ নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি’।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র কর্মকর্তাবৃন্দ, ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, কম্যুনিকেশন্স ও এক্সটার্নাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম ও পেরোল ব্যাংকিং প্রধান তৃষা তাকলিম উপস্থিত ছিলেন।

ডিজাইন শ্যারেটে চ্যাম্পিয়ন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৮ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৮ পিএম
ডিজাইন শ্যারেটে চ্যাম্পিয়ন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ছবি: বিজ্ঞপ্তি

আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা ডিজাইন শ্যারেটে চ্যাম্পিয়ন হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের মনোনিত পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল এ শ্যারেটে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।

বিজয়ী দলের সদস্যরা হলেন ফারহান মুহিবুর রহমান, ফারহান ইশরাক নিবিড়, আরিফুল ইসলাম খাঁ, আলিফ ইসলাম তুষান ও সাহাফ কবির।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্থাপত্য বিভাগের উদ্যোগে চার দিনব্যাপী ডিজাইন শ্যারেটের আয়োজন করা হয়। এতে দেশের ২৩টি দল অংগ্রহণ করে।

এ প্রসঙ্গে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক বলেন, ‘স্থাপত্য বিভাগের এই সাফল্যকে সাধুবাদ ও ধন্যবাদ জানাই।’

এ সময় শিক্ষার্থীদের আরও প্রতিযোগিতামূলক কাজে সমৃক্ত হতে  আহ্বান জানান তিনি।

ডিজাইন শ্যারেট মূলত এমন একটি প্রতিযোগিতা, যেখানে বিষয়বস্তু ঘোষণার পর কোন পূর্ব প্রস্তুতি ছাড়াই তাৎক্ষণিকভাবে কোন একটি সমস্যা সমাধানে কাজ করতে হয় প্রতিযোগিদের।

ঢাকা শহরের সাম্প্রতিক আর্থ-সামাজিক, রাজনৈতিক বিভিন্ন বিষয়কে সামনে রেখে প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের স্থাপত্য বিভাগ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট সর্বোচ্চ তিনটি দলকে মনোনিত করে।

‘দ্য লিসনিং স্পেইস’ প্রতিপাদ্যে শ্যারেটের বিষয়বস্তু নির্ধারিত হয়, যেখানে ঢাকা শহরের এমন একটি কমিউনিটি স্পেইস ডিজাইন করতে বলা হয়, যেখানে নিজ বসতি এবং কর্মক্ষেত্রের বাইরে মানুষ তাদের সময় কাটাতে পারে, শহুরে জীবনের ক্লান্তি ও কোলাহলকে উপেক্ষা করে প্রকৃতিকে শুনতে পারে, নিস্তব্ধতাকে উপভোগ করতে পারে। 

দিনব্যাপী এ আয়োজনে প্রতিযোগী দলগুলো তাদের নানা উদ্ভাবনী ভাবনা তুলে ধরে।

শ্যারেটে বিচারকের দায়িত্বপালন করেন স্থপতি সায়েদুল হাসান রানা, স্থপতি মাহমুদুল ইসলাম ফরহাদ ও স্থপতি রবিউল ইসলাম।

গত ৯ ফেব্রুয়ারি প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ স্থাপত্য ইন্সটিটিউটের প্রেসিডেন্ট স্থপতি ড. আবু সাঈদ মোস্তাক আহমেদ।

বিচারকরা জানান, ‘বিজয়ী দলটি তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে শহরের প্লটগুলোতে বিদ্যমান সেটব্যাক বা পেছনের অব্যবহৃত জায়গাগুলোতে, যেটা সাধারণত অবৈধভাবে দখল কিংবা আবর্জনার স্তুপে পরিণত হয়-সেটিকেই একটি উপভোগ্য কমিউনিটি স্পেসে রূপান্তর করেছে, যা সত্যিই প্রশংসনীয়’।