ঢাকা ৪ ফাল্গুন ১৪৩১, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
English
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম
বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো
বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো। ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে উদ্ভাবনী স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। ২০২৪-২৫ সালের জন্য মর্যাদাপূর্ণ সিইএস গ্লোবাল টপ ব্র্যান্ডস অ্যাওয়ার্ড ও প্রোডাক্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস জিতেছে ব্র্যান্ডটি। এর মাধ্যমে টানা তৃতীয়বার এই সম্মানে ভূষিত হলো টেকনো।

এছাড়াও PHANTOM V Fold2 5G এবং Pocket Go AR Handheld Gaming Device-এর জন্য দুটি গ্রাউন্ডব্রেকিং ইনোভেশন পুরস্কার পেয়েছে টেকনো। এর মাধ্যমে এক ইভেন্টে তিনটি পুরস্কার জিতে মাইলফলক স্থাপন করেছে জনপ্রিয় এই ব্র্যান্ড।

কাস্টমার অভিজ্ঞতায় পরিবর্তন আনা বিশ্বব্যাপী কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোর উদ্ভাবনী প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে প্রতি বছর সিইএস অ্যাওয়ার্ডসের আয়োজন করা হয়। এই পুরস্কারকে বিশ্ববাজারে কনজিউমার ইলেকট্রনিক্স শিল্পের ‘অস্কার’ বলা হয়, যা কেবল ব্র্যান্ড ও পণ্যকেই স্বীকৃতি দেয় না, বরং প্রযুক্তিশিল্পে নতুন মান নির্ধারণ করে।

টেকনোর এই অর্জন ইন্টিজিলেন্টস পণ্যের ইকোসিস্টেম তৈরিতে ব্র্যান্ডটির সাফল্যের প্রমাণ। এই ইনোভেশনগুলো বিশ্বের প্রধান বাজারগুলোয় এআই এবং উদীয়মান প্রযুক্তির গ্রহণযোগ্যতা দ্রুততর করতে সাহায্য করছে, যাতে ভোক্তারা ডিজিটাল বিপ্লব থেকে উপকৃত হতে পারেন।

এবার মর্যাদাপূর্ণ ‘এআই-পাওয়ার্ড ফোল্ডেবল ফোন ইনোভেশন অ্যাওয়ার্ড’ জিতেছে টেকনোর PHANTOM V Fold2 5G। স্লিক ডিজাইন এবং শক্তিশালী এআই ক্ষমতাসম্পন্ন মডেলটি অসাধারণ এক ইনোভেশন। এর আল্ট্রা-থিন ডিজাইন, ৭ দশমিক ৮৫ ইঞ্চির ২কে অ্যামোলেড ডিসপ্লে এবং ৬ দশমিক ৪২ ইঞ্চির কার্ভড অ্যামোলেড আউটার স্ক্রিন গ্রাহকদের অসাধারণ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দিবে। এছাড়াও এই ফোনে রয়েছে টেকনোর নিজস্ব এলা এআই অ্যাসিস্ট্যান্ট যার মাধ্যমে গ্রাহকরা উপভোগ করতে পারবে রিয়েল-টাইম ট্রান্সলেশন, ইন্টেলিজেন্ট রাইটিং, সহ  অনেক প্রোডাকটিভিটি টুলস।

এছাড়া টেকনোর Pocket Go পোর্টেবল গেমিংয়ে যুক্ত করেছে নতুন মাত্রা। ডিভাইসটি ‘আল্ট্রা-পোর্টেবল এআর পিসি গেমিং ইনোভেশন ডিজাইন অ্যাওয়ার্ড’ জিতেছে, যা অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং হ্যান্ডহেল্ড গেমিংয়ের সমন্বয়ে একীভূত। এই ডিভাইসটির মাধ্যমে গেমিং ইনোভেশন ও এআর প্রযুক্তিকে একত্রিত করে টেকনো একটি বহুমুখী ও সহজে বহনযোগ্য ডিভাইসের অভিজ্ঞতা দিচ্ছে। ফলে ডিভাইস দুটি যে ডিজিটাল বিপ্লবে টেকনোর ধারাবাহিকতা ও প্রতিশ্রুতির প্রতিচ্ছবি তা আর বলার অপেক্ষা রাখে না।

বিজ্ঞপ্তি/তাওফিক/ 

৩ দিনব্যাপী বিসিএস আইসিটি ফেস্ট অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ পিএম
৩ দিনব্যাপী বিসিএস আইসিটি ফেস্ট অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর উদ্যোগে এবং আইআইসিটি, বুয়েট-এর সহযোগিতায় শেষ হলো তিন দিনব্যাপী ‘বিসিএস আইসিটি ফেস্ট ২০২৫’। উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘Empowering Cyber Talent and Showcasing Innovation’।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে তিন দিনব্যাপী এই উৎসবের মূল পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রথম দিনে:  ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৮টায় ২৪ ঘণ্টার অনলাইন ক্যাপ চার দ্য ফ্ল্যাগ (সিটিএফ) প্রতিযোগিতা শুরু হয়, যেখানে দেশব্যাপী ২৫৭টি দলের শিক্ষার্থী ও পেশাজীবীরা সাইবার নিরাপত্তা দক্ষতা প্রদর্শন করেন।

দ্বিতীয় দিনে: ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৮টায় সিটিএফ প্রতিযোগিতা সমাপ্ত হয় এবং রাত ১০টায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

তৃতীয় দিনে: ১৫ ফেব্রুয়ারি বুয়েট অডিটোরিয়ামে বিভিন্ন স্থানে সমান্তরালভাবে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল প্রজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশন এবং সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কিত সাতটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। যেখানে বুয়েট, ব্যাংক, প্রাইভেট সেক্টর এর আইটি লিডাররা অনেকগুলো টেকনিক্যাল সেশন ও নলেজ শেয়ারিং সেমিনার এর আয়োজন করেন। যেমন SQL Injection Threats and Protection, Productive Cyber Threats, Diverting AI Controlled Pentest in Cyber Warfare, AI to LLM , Dark Sides of DNS, Navigating the AI/ML Landscape, Research and Industry Collaboration নিয়ে ইন্টারেক্টিভ আলোচনা হয়। এতে আইটি সেক্টর এর সঙ্গে যুক্ত অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

বিসিএসের সেক্রেটারি জেনারেল এলিন ববি প্রোগ্রামে উপস্থিত সবাইকে আগামীতেও একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, সবার আন্তরিক সহযোগিতায় এরকম আরও সফল প্রোগ্রাম উপহার দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিসিএস স্টুডেন্ট ফোরাম গঠন করার ঘোষণা দেন।

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি অধ্যাপক ড. শামসুল আরেফিন তার সমাপনী বক্তব্যে প্রোগ্রামটি সফল করার কাজে নিয়োজিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

রিহ্যাব মেলায় আশিয়ান সিটি দিচ্ছে বিশাল মূল্য পরিশোধ ছাড়

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৩ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৫ পিএম
রিহ্যাব মেলায় আশিয়ান সিটি দিচ্ছে বিশাল মূল্য পরিশোধ ছাড়
ছবি: বিজ্ঞপ্তি

চট্টগ্রামে চলছে ‘রিহ্যাব চট্টগ্রাম মেলা- ২০২৫’। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উদ্বোধন করা হয় এ মেলার। বরাবরের ন্যায় এবারের মেলায়ও আশিয়ান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আশিয়ান সিটি কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করে। 

মেলার প্রথম দিনেই আশিয়ান সিটির ৭ নং স্টলে ছিল ক্রেতাদের সমাগম। ক্রেতাদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে প্রাণ ফিরে পেয়েছে এবারের চিটাগং রিহ্যাব মেলা। আর এতে বাড়তি মাত্রা যোগ করেছে আশিয়ান সিটির মূল্য পরিশোধ ছাড়। মেলা উপলক্ষে আশিয়ান সিটি দিচ্ছে এককালীন মূল্য পরিশোধে সর্বোচ্চ ৩০% ছাড় এবং আকর্ষণীয় ল্যাপটপ। এছাড়া কিস্তিতেও থাকছে ২০% ছাড়।

বিজ্ঞপ্তি/মাহফুজ

 

মাইলস্টোন স্কুল সেক্টর-১৪ ক্যাম্পাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম
মাইলস্টোন স্কুল সেক্টর-১৪ ক্যাম্পাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

‘প্রতিদিনই নতুন সুযোগ শেখার, বড় হওয়ার এবং মজা করার’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে।

উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে সম্প্রতি মাইলস্টোন স্কুল সেক্টর-১৪ ক্যাম্পাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন স্কুলটির সেক্টর-১৪ ক্যাম্পাসের (ইংরেজি ভার্সন) কোমলমতি ছাত্র-ছাত্রীরা।

শিশুদের মনোমুগ্ধকর ক্রীড়া আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাইলস্টোন কলেজ দক্ষিণখানের অধ্যক্ষ প্রফেসর এম এ মান্নান। সেক্টর-১৪ ক্যাম্পাসের উপাধ্যক্ষ মেজর মো. শায়খুল ইসলাম (অব.) সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সেক্টর-১৪ ক্যাম্পাসের সহকারি পরিচালক চমন আরা বেগম এবং কো-অর্ডিনেটর সুরাইয়া খানম প্রমুখ।

মাঘের শেষ সকালে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৫’ এর উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর এম এ মান্নান।

প্রতিযোগিতা পর্বে ছাত্র-ছাত্রীদের মনোজ্ঞ কুচকাওয়াজ, পিটি ডিসপ্লে, যেমন খুশি তেমন সাজ এবং ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ মুগ্ধ করে উপস্থিত সকলকে।

অনুপ্রেরণামূলক প্রতিযোগিতার শেষাংশে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। ইংরেজি ভার্সন সেক্টর-১৪ ক্যাম্পাসের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাগণ এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক উপস্থিত ক্রীড়া উৎসবের দিনটিকে করে তোলে আরও বেশি বর্ণিল এবং আনন্দমুখর।

বিজ্ঞপ্তি/এমএ/

প্রিম্যাচিউর শিশুর সফল চিকিৎসা করল এভারকেয়ার হসপিটাল

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম
প্রিম্যাচিউর শিশুর সফল চিকিৎসা করল এভারকেয়ার হসপিটাল
ছবি: বিজ্ঞপ্তি

এভারকেয়ার হসপিটাল ঢাকা ইতিহাসের সবচেয়ে কম ওজনের প্রিম্যাচিউর শিশুর জীবন বাঁচানোর নজির স্থাপন করেছে। 

এই উপলক্ষে এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটি মাত্র ২৫ সপ্তাহ চারদিনের গর্ভকালীন অবস্থায় ৫৫০ গ্রাম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। সফল চিকিৎসা শেষে ৩ মাস ২৬ দিন হাসপাতালের নবজাতক ইউনিটে থাকার পর হাসপাতাল ত্যাগ করেছে এই শিশু।

এভারকেয়ার হসপিটালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নাসরিন জুলফিকারের তত্ত্বাবধানে সিজারিয়ান সেকশনে শিশুটির জন্ম হয়। মায়ের প্রি-ইক্লাম্পসিয়া রোগের কারণে ভ্রুণের রক্ত প্রবাহকে ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি ভিত্তিতে শিশুটিকে জন্ম দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসকরা। 

গর্ভাবস্থা চলমান থাকলে মা ও শিশুর মৃত্যুর প্রবুল ঝুঁকি থাকত। এই পরিস্থিতিতে জন্মের পর শিশুটিকে নবজাতক ইউনিটে ভর্তি করা হয়। ডা. আবু সাঈদ মোহাম্মদ ইকবাল তত্ত্বাবধানে চিকিৎসা নেয় আলোচিত এই শিশু। 

শিশুটির প্রিম্যাচিউর অবস্থার কারণে তার ইনকিউবেটর কেয়ার, ভেন্টিলেটর লাইফ সাপোর্ট, সঠিক পুষ্টি, ইলেকট্রোলাইট ব্যবস্থাপনা, সংক্রমণ নিয়ন্ত্রণ ও ২৪ ঘণ্টা নার্সিং কেয়ারের মতো নিবিড় নবজাতক সাপোর্ট প্রয়োজন পড়ে। এসব যথাযথভাবে নিশ্চিত করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা।

এ প্রসঙ্গে ডা. আবু সাঈদ মোহাম্মদ ইকবাল বলেন, ‘এই চ্যালেঞ্জিং যাত্রায় শিশুটির বাবা-মায়ের অসামান্য ধৈর্য, সহযোগিতা ও আমাদের প্রতি আস্থার জন্য আমরা কৃতজ্ঞ। এমন গুরুতর কেসের সাফল্যে এভারকেয়ার হসপিটাল ঢাকার সম্পূর্ণ টিম ও সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এভারকেয়ার হসপিটাল ঢাকার নিউনেটোলজি টিম প্রিম্যাচিউর শিশুদের জন্য বিশ্বমানের সেবা প্রদানে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।’

হাসপাতালের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ এই সাফল্যে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল ঢাকার ডা. আবু সাঈদ মোহাম্মদ ইকবাল, ও নবজাতক নিবিড় পরিচর্যা বিশেষজ্ঞ ডা. নুসরাত ফারুক, ডা. মনোয়ারা বেগম ও ডা. আরিফ মাহমুদসহ অন্যান্য চিকিৎসকরা। 

মেঘনা ব্যাংকের উদ্যোগে ‘ব্রাঞ্চ বিজনেস ডায়ালগ: অ্যালাইনিং স্ট্র্যাটেজি অ্যান্ড ভিশন’ অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম
মেঘনা ব্যাংকের উদ্যোগে ‘ব্রাঞ্চ বিজনেস ডায়ালগ: অ্যালাইনিং স্ট্র্যাটেজি অ্যান্ড ভিশন’ অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি, লেকশোর হোটেলে ‘ব্রাঞ্চ বিজনেস ডায়ালগ: অ্যালাইনিং স্ট্র্যাটেজি অ্যান্ড ভিশন’ এই আয়োজনে ব্যাংকের শাখা এবং উপ-শাখার ব্যবস্থাপকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য কৌশলগত মতামত উপস্থাপন করে। 

অংশগ্রহণমূলক এই আলোচনার মাধ্যমে শাখা ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ব্যাংকের শীর্ষ পর্যায়ের মধ্যে মতবিনিময় হয়, যা ব্যাংকের দীর্ঘমেয়াদে উন্নয়নের দিকনির্দেশনা প্রদান করবে বলে আশা করা যাচ্ছে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, পরিচালক এস এম জাহাঙ্গীর আলম মানিক, পরিচালক মিসেস উজমা চৌধুরী, পরিচালক মো. মাহমুদুল আলম, পরিচালক মিসেস তারানা আহমেদ এবং প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী আহ্সান খলিল।
 
অনুষ্ঠানে উপস্থিত সুধীজনদের দিকনির্দেশনামূলক বক্তব্য আলোচনাকে আরও সমৃদ্ধ করে, যা ব্যাংকের উদ্ভাবনী কার্যক্রম, সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত গ্রাহক সেবা প্রদানের অঙ্গীকার পুনঃব্যক্ত করেছে।
 
অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ বলেন, ‘আমাদের সম্মানিত গ্রাহকরা আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার তাই ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি গ্রাহক সেবাকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব।’
 
এ সময় ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী আহ্সান খলিল বলেন, ‘আমাদের ব্যাংকের প্রতিটি শাখা-উপশাখায় ম্যানেজাররা ব্যাংকের উন্নয়নে সর্বোচ্চ শ্রম দিচ্ছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ২০২৫ সালে সবার সম্মিলিসত প্রচেষ্টায় মেঘনা ব্যাংক সফলতার শীর্ষে অবস্থান করবে।’

বিজ্ঞপ্তি/মাহফুজ