ঢাকা ৬ ফাল্গুন ১৪৩১, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
English
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১

‘বাস্তব’কে এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৫:২৬ পিএম
‘বাস্তব’কে এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
ছবি: বিজ্ঞপ্তি

নন-প্রফিট ও স্বেচ্ছাসেবী উন্নয়নসংস্থা ‘বাস্তব’-কে এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এর ফলে বাস্তব-এর কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের সঙ্গে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টিকারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সুবিধা, ডিপিএস ও এফডি সুবিধাসহ ব্যাংকটির এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের আরও অনেক বিশেষায়িত ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবে। 

ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং বাস্তব-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রুহি দাস এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে বাস্তব-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জামাল হোসেন এবং ডেপুটি ডিরেক্টর (অ্যাডমিন) হরি নারায়ণ দাস তাদের টিমসহ উপস্থিত ছিলেন। 

অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম এবং হেড অব প্রপোজিশন ফর এমপ্লয়ি ব্যাংকিং জেবুন নাহার।

বাস্তব হলো আত্মোন্নয়নকেন্দ্রিক এমন একটি উদ্যোগ, যা বাংলাদেশের ১০টি জেলায় ১ লাখেরও বেশি সুবিধাবঞ্চিত পরিবারের সঙ্গে কাজ করছে। 

ব্র্যাক ব্যাংক পিএলসি সম্পর্কে
২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্র্যাক ব্যাংক লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ হিসাবে লেনদেন করছে। এসএমই সেগমেন্টের ওপর বিশেষ ফোকাস করে ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ব্যাংকে পরিণত হয়েছে। ব্যাংকটি বর্তমানে ১৮৭টি শাখা, ৬৩টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১ হাজার ১১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারের বেশি কর্মী নিয়ে করপোরেট এবং রিটেইল গ্রাহকদের সেবা দিয়ে আসছে। গত পাঁচ বছরে ব্যাংকটি শক্তিশালী আর্থিক কর্মক্ষমতা তৈরির মাধ্যমে, বর্তমানে শিল্পের বেশিরভাগ আর্থিক মেট্রিক্সে নেতৃত্ব দিচ্ছে। ১৮ লাখের বেশি গ্রাহক নিয়ে মাত্র ২৩ বছরের মধ্যে ব্যাংকটি বাংলাদেশে সবচেয়ে বড় জামানতমুক্ত এসএমই ফাইন্যান্সার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংকিং সেক্টরে শাসন, স্বচ্ছতা এবং অনুবর্তিতার জন্য একটি মানদণ্ড হিসাবে কাজ করে চলেছে ব্র্যাক ব্যাংক।

বিজ্ঞপ্তি/মাহফুজ

 

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪১৬তম পর্ষদীয় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪১৬তম পর্ষদীয় সভা অনুষ্ঠিত
ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: বিজ্ঞপ্তি
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়।
 
ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। 
 
সভায় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান এবং সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
 
এছাড়াও বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ মাহবুব মোর্শেদ, অতিরিক্ত পরিচালক মৃধা নবী হোসেন, যুগ্ম পরিচালক শিকদার আবুল বাশার ও সহকারী পরিচালক হাসিব আহমেদ উপস্থিত ছিলেন।
 
বিজ্ঞপ্তি

 

ওয়ালটন পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৯ পিএম
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৯ পিএম
ওয়ালটন পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ উদ্বোধন করছেন ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ছবি: বিজ্ঞপ্তি

আসন্ন ঈদ উৎসবে দেশের ইলেকট্রনিক্স খাতের সেরা ব্র্যান্ড ওয়ালটন পণ্যের ক্রেতারা আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন। ক্রেতাদের জন্য এই সুবিধা ঘোষণা করে দেশব্যাপী ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ শুরু করেছে ওয়ালটন। 

ক্যাম্পেইনের এই সিজনেও দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা। এছাড়াও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে ঈদুল আজহা পর্যন্ত এ সুবিধা পাবেন ক্রেতারা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। দেশব্যাপী সিজন-২২ এর উদ্বোধন করেন ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম। 

সেসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আরিফুল আম্বিয়া, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, হোম অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মডেল এবং অভিনেতা ইরফান সাজ্জাদ।

অনুষ্ঠানে ডিজিটাল ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরে ওয়ালটনের স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আরিফুল আম্বিয়া বলেন, সিজন-২২ চলাকালীন ক্রেতারা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কেনার পর সংশ্লিষ্ট পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা, বিভিন্ন অঙ্কের ক্যাশ ভাউচার অথবা নিশ্চিত উপহার। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম কর্তৃপক্ষ ক্রেতাদেরকে উপহার বুঝিয়ে দেবে। 

অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। ক্যাম্পেইনের প্রতিটি সিজনই গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে। এরই প্রেক্ষিতে ঈদ উৎসবকে সামনে রেখে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ শুরু করা হয়েছে। পূর্বের মতো এই সিজনও শতভাগ সফল হবে আশাবাদী ওয়ালটন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ গড়ে তুলছে ওয়ালটন। সেজন্য দেশব্যাপী ওয়ালটন পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে, সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের নানান সুবিধা দিয়ে আসছে ওয়ালটন। 

বিজ্ঞপ্তি/মাহফুজ

ঢাকার ১৬ মেট্রো স্টেশনে ইস্টার্ন ব্যাংকের এটিএম সেবা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম
ঢাকার ১৬ মেট্রো স্টেশনে ইস্টার্ন ব্যাংকের এটিএম সেবা
ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ আজ যৌথভাবে মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনে ইবিএল ৩৬৫ এটিএম লাইনের উদ্বোধন করেন। ছবি: বিজ্ঞপ্তি

মেট্রোরেল যাত্রীদের ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ঢাকার ১৬টি মেট্রোরেল স্টেশনে তাদের ইবিএল ৩৬৫ এটিএম সেবা চালু করেছে। প্রথম ব্যাংক হিসেবে ইবিএল ঢাকা মেট্রোরেল নেটওয়ার্কে তাদের এটিএম সেবা বিস্তৃত করলো। 

ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ আজ যৌথভাবে মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনে ইবিএল বুধবার (১৯ ফেব্রুয়ারি) ৩৬৫ এটিএম লাইনের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে আলী রেজা ইফতেখার গ্রাহকদের উন্নততর ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানে ইস্টার্ন ব্যাংকের নিরলস প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘মেট্রোরেল স্টেশনগুলোতে এটিএম সেবা বিস্তারের মাধ্যমে আমরা যাত্রীদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য ও ঝামেলাহীন করে তুলতে চেয়েছি। মেট্রোস্টেশনে ইবিএল ৩৬৫ এটিএম সেবা চালুর মাধ্যমে ডিজিটাল উদ্ভাবন ও গ্রাহক সুবিধা সৃষ্টির ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে’। 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ইবিএল এর ভিশনের সঙ্গে আমাদের এই উদ্যোগ সঙ্গতিপূর্ণ বলে মনে করি। এই এটিএমগুলোর মাধ্যমে গ্রাহকরা চলার পথে সহজেই নগদ টাকা উত্তোলন করাসহ অতি প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিতে পারবেন, যার ফলে তাদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় হবে।’ 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, কম্যুনিকেশন্স ও এক্সটার্নাল বিভাগ প্রধান জিয়াউল করিম, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং বিভাগ প্রধান আমিন মো. মেহদী হাসান, ডিজিটাল বিজনেস বিভাগ প্রধান মীর রেহান ইমতিয়াজসহ ডিএমটিসিএল এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। 

বিজ্ঞপ্তি/মাহফুজ

 

আর্থিক স্বাক্ষরতা বিষয়ক ব্রেইল বই প্রকাশ করল প্রাইম ব্যাংক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৬ পিএম
আর্থিক স্বাক্ষরতা বিষয়ক ব্রেইল বই প্রকাশ করল প্রাইম ব্যাংক
ছবি: বিজ্ঞপ্তি

আর্থিক স্বাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং বিষয়ক ব্রেইল বই প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বাংলাদেশে কোনো ব্যাংকের এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। দেশের সকল পাবলিক লাইব্রেরি ও বিষেশায়িত স্কুলে বিনামূল্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য এই ব্রেইল বই সরবরাহ করা হবে।

এই উদ্যোগ সমাজের সকল শ্রেণি পেশার মানুষের জন্য সমান ও সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতি পরিপালনের জোর প্রতিফলন।

এছাড়াও শিঘ্রই প্রাইম ব্যাংকের অফিসিয়ার ইউটিউব চ্যানেলে (@primebankofficial) সাইন ল্যাঙ্গুয়েজের ভিডিওসহ এই বইয়ের অডিও ভার্সন প্রকাশিত হবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানের কাছে কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং এর ওপর আর্থিক স্বাক্ষরতা বিষয়ক দুইটি ব্রেইল বই হস্থান্তর করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন, অতিরিক্ত পরিচালক আবেদা রহিম, যুগ্ম পরিচালক গোলাম সারোয়ার, উপ-পরিচালক মো. শামীম আল মামুন, সহকারী পরিচালক মোহাম্মদ ইউছুফ আলী এবং প্রাইম ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ. চৌধুরী, হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, ‘প্রাইম ব্যাংক বিশ্বাস করে, সমাজের সকল শ্রেণির মানুষের জন্য আর্থিক সেবা নিশ্চিত করা উচিৎ, যেখানে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা দৃষ্টি প্রতিবন্ধী তথা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক ক্ষমতায়নে প্রয়োজনীয় টুলস ব্যবহার করে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চাই।’

বাংলাদেশ সরকারের অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যকে সামনে রেখে প্রাইম ব্যাংক প্রতিনিয়ত উদ্ভাবনী কৌশলের মাধ্যমে সকল শ্রেণি পেশার মানুষের জন্য বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এসকল সেবার বিষয়ে বিস্তারিত জানতে গ্রাহকরা প্রাইম ব্যাংকের যেকোনো শাখায় অথবা ব্যাংকের নির্ধারিত কল সেন্টারে ১৬২১৮ নম্বরে যোগযোগ করতে পারেন।

বিজ্ঞপ্তি/মাহফুজ

হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ: ক্যাম্পাস রোডশো শুরু

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৪ পিএম
হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ: ক্যাম্পাস রোডশো শুরু
ছবি: বিজ্ঞপ্তি

হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর ১২তম আসরের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস রোডশো শুরু হয়েছে। শিক্ষার্থীদের আইসিটিবিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন করা এই প্রতিযোগিতার লক্ষ্য।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুয়াওয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। 

এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত রোডশোতে এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। রোডশোতে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রোগ্রামের লক্ষ্য, পরিকল্পনা, প্রস্তুতির পরামর্শ ও শিক্ষার্থীদের সুযোগ সম্পর্কে জানানো হয়। দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

চলতি বছরের মার্চ পর্যন্ত এই রোডশো অনুষ্ঠিত হবে। আগামী এপ্রিলে আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামটির উদ্বোধন হওয়ার পাশাপাশি আবেদনকারীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। এই প্রতিযোগিতার বিজয়ীরা পরবর্তী সময়ে চীনে আয়োজিত আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি জ্ঞান ও দক্ষতাভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতা। ২০১৪ সালে বাংলাদেশে শুরু হওয়ার পর আইসিটি খাতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার জন্য এটি শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা অর্জন করেছে। প্রতিবছর বিভিন্ন দেশের বিজয়ীরা এর আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেয়। ইতোমধ্যে বিশ্বব্যাপী ১৫ হাজারেরও বেশি শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশ নিয়েছে।

বিজ্ঞপ্তি/সালমান/