
আনোয়ার গ্রুপের বিল্ডিং ম্যাটেরিয়াল বিভাগের অন্যতম প্রতিষ্ঠান এ-ওয়ান পলিমার লিমিটেড গ্রাহকদের কাছে আরও দ্রুত, নির্ভরযোগ্য ও উন্নত সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি রেখে সম্প্রতি চট্টগ্রামে উদ্বোধন করেছে একটি আধুনিক ডিপো।
১৫ হাজার বর্গফুট আয়তনের এই ডিপোটি কোম্পানির কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহক সেবার মান উন্নয়নে একটি বড় মাইলফলক। এই ডিপোটি লজিস্টিকস ব্যবস্থাকে সহজতর করবে, পণ্যের প্রাপ্যতা বৃদ্ধি করবে এবং ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্প্রতি চট্টগ্রামের সিটি গেটের মোস্তফা হাকিম রিয়েল এস্টেটে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়ায়েজ আর হোসেন। এছাড়াও, আনোয়ার গ্রুপের লজিস্টিকস ও ডিস্ট্রিবিউশন ডিরেক্টর মো. মফিদুল হক এবং এ-ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের জেনারেল ম্যানেজার (ব্যবসা) মো. আবদুর রাজ্জাকসহ অন্যান্য ব্যবসায়িক অংশীদাররা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর হোসেন বলেন, ‘আমরা এই নতুন ডিপো উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত, যা আমাদের উদ্ভাবনী সমাধান এবং অসাধারণ সেবা প্রদানের লক্ষ্যে একটি বড় পদক্ষেপ। এই সম্প্রসারণ আমাদের গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণের পাশাপাশি টেকসই উন্নয়ন ও পরিবেশগত দায়বদ্ধতার প্রতি আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে।’
তিনি আরও বলেন, এই নতুন ডিপোটি এ-ওয়ান পলিমারের ইউপিভিসি পাইপ ও ফিটিংস, সিপিভিসি পাইপ ও ফিটিংস, পাম্প, টেফলন টেপ, বাথরুম ফিটিংস, ম্যাজিক পাইপ এবং টয়লেট টিস্যু হোল্ডারসহ বিভিন্ন পণ্য বিতরণের জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে কাজ করবে। এই সম্প্রসারণের মাধ্যমে এ-ওয়ান পলিমার তার কার্যক্রম আরও বৃদ্ধি করতে, বাজার নেতৃত্ব সুসংহত করতে এবং গ্রাহকদের জন্য উন্নত ও টেকসই সমাধান প্রদান অব্যাহত রাখবে।
এই মাইলফলকটি শুধু এ-ওয়ান পলিমারের নয়, বাংলাদেশের শিল্প খাতে অগ্রগতি ত্বরান্বিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। কোম্পানিটি উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে তার গ্রাহক এবং সব শ্রেণির মানুষের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞপ্তি/মাহফুজ