ঢাকা ৫ চৈত্র ১৪৩১, বুধবার, ১৯ মার্চ ২০২৫
English

আজিমপুর মাতৃসদনে মেডিক্যাল সরঞ্জাম প্রদান ইনার হুইল ক্লাবের

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম
আজিমপুর মাতৃসদনে মেডিক্যাল সরঞ্জাম প্রদান ইনার হুইল ক্লাবের
ছবি: বিজ্ঞপ্তি

আজিমপুর মাতৃসদন হাসপাতালে রোগীর বেড ও মেডিকেল সরঞ্জাম প্রদান করেছে ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। সম্প্রতি হাসপাতালের তত্ত্বাবধায়কের নিকট এসব সামগ্রী হস্তান্তর করা হয়। এসময় ক্লাবটির প্রেসিডেন্ট নাহিদ ফরমান ও সেক্রেটারি রায়ানা আকন্দসহ ঢাকা নাইটিঙ্গেল ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। 

আজিমপুর মাতৃসদন হাসপাতালে ৫৭টি বেড, ২টি থেরাপি মেশিন, কম্বল ও নবজাতকের মাঝে নতুন পোশাক দেওয়া হয়। 

ইনার হুইল ক্লাব নারীদের একটি জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের প্রায় প্রতিটি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংগঠনের সদস্য ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। সংগঠনটি নারী ও শিশুদের উন্নত জীবন গঠনের পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে কাজ করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও পরিবেশ উন্নয়ন। একই সঙ্গে বন্ধুত্ব ও অবলম্বন বাড়ানোর প্রত্যয়ে নিয়োজিত রয়েছেন এ সংগঠনের প্রতিটি সদস্য। 

বিজ্ঞপ্তি/মাহফুজ

 

সনির অফিসিয়াল স্টোর এখন গুলশানে, উদ্বোধন উপলক্ষ্যে আকর্ষণীয় অফার

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:৫৪ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৯:৩৯ পিএম
সনির অফিসিয়াল স্টোর এখন গুলশানে, উদ্বোধন উপলক্ষ্যে আকর্ষণীয় অফার
ছবি: বিজ্ঞপ্তি

জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র অফিসিয়াল স্টোর এখন রাজধানীর গুলশানের হাবিব সুপার মার্কেটের দ্বিতীয় তলায়। শোরুমটি পরিচালনা করবে বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)।

বুধবার (১৯ মার্চ) সকালে যৌথভাবে ফিতা কেটে শোরুমটির শুভ উদ্বোধন ঘোষণা করেন স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মোহা. মাজহারুল ইসলাম এবং সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরএমডিসি সনি’র ম্যানেজার ভিনসেন্ট টে এবং এক্সিকিউটিভ ভ্যালেরি জিঙ্গুয়ান ঊ, সনি-স্মার্ট পরিচালক মো. তানভীর হোসাইন, হেড অব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান, এবং ইকো ব্যাটারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুনীর চৌধুরী।

অনুষ্ঠানে জানানো হয়, গুলশানে অফিসিয়াল স্টোর চালু উপলক্ষ্যে সনির সকল পণ্যে অত্যাকর্ষণীয় অফার পাচ্ছেন গ্রাহকেরা। এর মধ্যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ২০ জন গ্রাহক ৩ লাখ ৪৬ হাজার ৯০০ টাকার ৫৫ ইঞ্চি সনি এক্সআর-৫৫এ৮০এল ওলেড টিভি নিতে পারছেন মাত্র ১ লাখ ৭০ হাজার টাকায়, ২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা মূল্যের কে-৬৫এস৩০ মডেলের টিভি মিলছে মাত্র ১ লাখ ৫০ হাজার টাকায় এবং ৬ লাখ ৫ হাজার ৯০০ টাকার কে৮৫এস৩০ মডেলের ৮৫ ইঞ্চি টিভি পাচ্ছেন মাত্র ৩ লাখ ৫০ হাজার টাকায়। 

এছাড়াও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জাপানের বিশ্বখ্যাত সনি-ব্রাভিয়া সিরিজের গুগল টিভি, জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্টের সব পণ্য আকর্ষণীয় মূল্যে কেনার সুবিধা তো থাকছেই। আরও থাকছে মডেল-ভেদে টিভির সঙ্গে স্মার্ট ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার, এয়ার কুলার ও রিচার্জেবল ফ্যান জিতে নেওয়ার সুযোগ।

গুলশানে সনির অফিসায়াল স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস বলেন, ‘স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড বাংলাদেশে সনির পণ্য বাজারজাতকরণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এখন থেকে তাদের তত্ত্বাবধানে গুলশানে চলবে সনির অফিসিয়াল স্টোর। এখান থেকে রাজধানীর বাসিন্দারা খুব সহজেই সনির সব ধরনের ইলেকট্রনিক্স পণ্যগুলো পাবেন একদম হাতের নাগালে। আমি স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

এসময় স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মোহা. মাজহারুল ইসলাম বলেন, ‘দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে প্রবেশের পর থেকেই গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে সনি-স্মার্ট। অল্প সময়ের ব্যবধানে সারা দেশে কাস্টমার-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছি আমরা। এসব সম্ভব হচ্ছে আমাদের সুদৃঢ় ব্যবসায়িক নীতির কারণে। আসল পণ্যের সঙ্গে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দিচ্ছি আমরা। আমাদের সঙ্গে যৌথ পথচলার মাধ্যমে বাংলাদেশের বাজারে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অন্যান্য সময়ের তুলনায় অনেক বেড়েছে। ফলে দেশের ইলেকট্রনিক্স পণ্যের ক্রেতাদের হৃদয়ে উল্লেখযোগ্য অবস্থান গড়ে নিয়েছে সনি-স্মার্ট।’

সনি ব্র্যান্ড-লাভারদের বিভিন্ন অননুমোদিত উৎস থেকে নকল কিংবা রিফারবিশড পণ্য ক্রয় না করে, সর্বদা জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সঙ্গে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশনের নিশ্চয়তায় সেবা পেতে, সনি-স্মার্ট শোরুম থেকে পণ্য ক্রয়ের আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। দেশের বাজারে বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনির ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে।

বর্তমানে সারা দেশে ২৮টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট। দ্রুত সময়ের শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরুবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/মাহফুজ

কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:৫৭ পিএম
কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক
ছবি: বিজ্ঞপ্তি

কুষ্টিয়ার ভেড়ামারায় ৫ লাখ ৩৬ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ নসিমন ভ্যান গাড়ি আটক করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ৯ টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল-২ এর কর্মকর্তারা এসব অবৈধ বিড়ি আটক করেন।

কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল- এর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, একটি চক্র নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়া বিড়ি-সিগারেট বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মোল্লাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করি। অভিযানের খবরে একটি জঙ্গলে নসিমন গাড়ি ভর্তি নকল বিড়ি রেখে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরবর্তী সময়ে দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধ হয়ে অভিযান পরিচালনাকারী টিমের সদস্যদের উপর আক্রমণের চেষ্টা করলে কাষ্টমস কর্মকর্তারা বিড়িসহ নসিমন গাড়ি নিয়ে স্থান ত্যাগ করতে সার্মথ্য হয়।  

তিনি আরও বলেন, অভিযান থেকে ৫ লাখ ৩৬ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক করা হয়েছে।

এর মধ্যে তিন লাখ ২৪ হাজার নকল আকিজ বিড়ি, ১ লাখ ৬২ হাজার কারিকর বিড়ি এর ৫০ হাজার শলাকা কিসমত বিড়ি। যার মোট মূল্য ৫ লাখ টাকা। প্রতিষ্ঠানগুলোর বিপরীতে আইন অনুযায়ী মামলা করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞপ্তি/মাহফুজ

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহী স্মরণে শোকসভা

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:১৬ পিএম
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহী স্মরণে শোকসভা
ছবি: বিজ্ঞপ্তি

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় তার ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর স্মরণে মঙ্গলবার (১৮ মার্চ) শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ঘনিষ্ঠ বন্ধু অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন তাদের ৬০ বছরের বন্ধুত্বের মূল্যবান স্মৃতিগুলি শেয়ার করেন। তিনি মরহুমের বিভিন্ন সমাজসেবামূলক কাজের কথা উল্লেখ করেন। একইসঙ্গে তিনি বলেন, ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আইন মেনে, শ্রমিকদের সন্তুষ্ট রেখে মঞ্জুর এলাহী ব্যবসা করেছেন। কোনো রাজনৈতিক আনুগত্য নিয়ে সুবিধা নেন নি। দেশের প্রয়োজনে দু’বার তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছেন। সৈয়দ মঞ্জুর এলাহীর মত গুনিজনকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্বাধীনতা পদক দেওয়া উচিত বলে ড. ফরাসউদ্দিন দাবি করেন। 

স্মৃতিচারণ বক্তব্যে প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর পুত্র সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, তার পিতা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করতেন এবং আমাদেরকেও তাদের গুরুত্ব দিতে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাগণ।

শোকসভায় প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর পরিবারের সদস্যগণ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। স্মরণসভার পর একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে প্রয়াত আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। উল্লেখ্য বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মনজুর এলাহী গত ১২ মার্চ ২০২৫ তারিখে ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। 

বিজ্ঞপ্তি/মাহফুজ     

 

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪১৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৪:০১ পিএম
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪১৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে

বুধবার (১৯ মার্চ) এ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/মেহেদী/

এনআরবিসি ব্যাংকের কচুয়া উপশাখার উদ্বোধন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৩:০১ পিএম
এনআরবিসি ব্যাংকের কচুয়া উপশাখার উদ্বোধন
ফিতা কেটে এনআরবিসি ব্যাংক কচুয়া উপশাখার উদ্বোধন করছেন ব্যাংকের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মো. জিয়াউল করিমসহ অতিথিরা। ছবি: খবরের কাগজ

এনআরবিসি ব্যাংকের কচুয়া উপশাখার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) কচুয়া পৌরসভার উত্তর বাজারে কফিল উদ্দিন ম্যানশনে দোয়া ও মিলাদের মাধ্যমে এ শাখার উদ্বোধন করা হয়। 

ব্যাংকের মেঘনা জোনের প্রধান, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মো. জিয়াউল করিমের সভাপতিত্বে ও বলাখাল উপশাখার ইনচার্জ মো. জাকির হোসেনের সঞ্চালনায় উদ্বোধনের পর আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ঢাকা দক্ষিণ জোনের জোনাল হেড, ভাইস প্রেসিডেন্ট মো. ফারুক হোসেন, কচুয়া সাব রেজিষ্টার মো. মাকসুদুর রহমান। 

আলোচনা শেষে কাজী মো. জিয়াউল করিমসহ অতিথিরা ফিতা কেটে ব্যাংকের কচুয়া উপশাখার উদ্বোধন করেন। 

মোনাজাত পরিচালনা করেন কচুয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবু সাইদ।

সঞ্জিব/পপি/