
২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে আমানত শাহ্ লুঙ্গির প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেসার্স হেলাল অ্যান্ড ব্রাদার্স।
বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী দিনে গত ৩১ জানুয়ারি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনের হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন আমানত শাহ্ গ্রুপের পরিচালক মিয়া মোহাম্মদ যুবায়ের আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।
এ নিয়ে মোট ২০ বার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে আমানত শাহ্ লুঙ্গি।
প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন পিএমপি-১৫ তে আমানত শাহ্ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেসার্স হেলাল অ্যান্ড ব্রাদার্স এবারও বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় পণ্য নিয়ে উপস্থিত ছিল। আমানত শাহ্ লুঙ্গি, ফেব্রিক্স, স্ট্যান্ডার্ড লুঙ্গি, শাড়ি, থ্রি-পিস ছাড়াও জনপ্রিয় ও আধুনিক পণ্য ছিল প্রদর্শনীতে। আমানত শাহ্ গ্রুপের ঐতিহ্যবাহী এবং আধুনিক পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের লুঙ্গিশিল্পের সম্মান ও বৈশ্বিক গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছে।
১৩২ বছরের গৌরবময় ইতিহাসে আমানত শাহ্ গ্রুপ দেশের লুঙ্গিশিল্পকে একটি নতুন মাইলফলকে পৌঁছানোর মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটি দেশ ও আন্তর্জাতিক বাজারে অসংখ্য সম্মানজনক পুরস্কার অর্জন করে, যা তার গুণগত মান ও সৃজনশীলতা প্রদর্শন করে।
বর্তমানে আমানত শাহ্ গ্রুপের লুঙ্গি বিশ্বের ১৮টি দেশে রপ্তানি হচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে কোম্পানিটির দৃঢ় অবস্থান নিশ্চিত করেছে। লুঙ্গিশিল্পের অগ্রগতিতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদানের স্বীকৃতি হিসেবে আমানত শাহ্ লুঙ্গি একাধিকবার জাতীয় রপ্তানি পুরস্কার ও রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছে।
আমানত শাহ্ গ্রুপের পরিচালক মিয়া মোহাম্মদ যুবায়ের আমিন বলেন, এই অর্জন আমাদের ঐতিহ্য ও গুণগত মানের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। নতুন প্রজন্মের কাছে লুঙ্গিকে আধুনিক ও জনপ্রিয় করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ক্রেতাদের সুবিধায় আমানত শাহ্ লুঙ্গি এখন অনলাইনেও সহজলভ্য। বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসের পাশাপাশি www.miah.shop ওয়েবসাইটে ভিজিট করে গ্রাহকরা তাদের পছন্দের লুঙ্গি ঘরে বসেই অর্ডার করতে পারবেন।
বিজ্ঞপ্তি/সালমান/