গ্রাহকদের ব্যাপক সাড়ার পর, মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড MR.DIY আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের চতুর্থ স্টোর উদ্বোধন করেছে।
নতুন স্টোরটির অবস্থান ধানমন্ডি ,বারাকাত হ্যাভেন (১ম ও ২য় তলা), বাড়ি ৫৪, রোড ৪এ, সাতমসজিদ রোড, ঢাকা ১২০৯।
বৃহস্পতিবার (২০ মার্চ) জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন যাত্রার সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন MR.DIY বাংলাদেশের শীর্ষ কর্মকর্তা সৈয়দ নূর আনোয়ার, হেড অফ অপারেশনস, মো. উমার ফারুক হোসেন, ওয়্যারহাউস ম্যানেজার, মো. মাসুদুর রহমান, ইমপোর্ট ম্যানেজার, মোহাম্মদ নাসিম আহমেদ, ফাইন্যান্স ম্যানেজার, মো. ফকরুজ্জামান , বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, মোহামাদ রিজাল, ব্রাঞ্চ ম্যানেজার, মো. রাহাত নবী, মার্কেটিং ম্যানেজার, মো. নাজির হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। যারা ফিতা কেটে স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সৈয়দ নূর আনোয়ার ফিতা কেটে MR.DIY এর বিশ্বমানের পণ্য সরবরাহের মাধ্যমে ক্রেতাদের আরও ভালো সেবা দেওয়ার প্রতিশ্রুতি প্রকাশ করেন।
MR.DIY বিশ্বজুড়ে স্বল্পমূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করে থাকে। যেখানে এক ছাদের নিচে গ্রাহকরা পাবেন প্রয়োজনীয় সবকিছু। MR.DIY তাদের 'Always Low Prices' নীতির প্রতি অটল থেকে গুণগতমান বজায় রেখে কম দামে পণ্য সরবরাহ করছে।
ধানমন্ডি স্টোরে ১০,০০০+ পণ্য রয়েছে। যা ১০টি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত: গৃহস্থালী পণ্য, হার্ডওয়্যার সরঞ্জাম, ইলেকট্রনিক আইটেম, গাড়ির এক্সেসরিজ, ফার্নিশিং সামগ্রী, স্টেশনারি ও খেলাধুলার সরঞ্জাম, খেলনা ও উপহারসামগ্রী, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ, জুয়েলারি ও কসমেটিকস ও পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য থাকছে কিছু না কিছু। যা একটি পরিপূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
২০০৫ সালে মালয়েশিয়ায় প্রথম স্টোর চালুর পর MR.DIY এখন মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রুনাই, কম্বোডিয়া, ভারত, তুরস্ক, স্পেন, ভিয়েতনাম ও পোল্যান্ডে ৪,৫০০+ স্টোর পরিচালনা করছে। বাংলাদেশে ২০২৪ সালের এপ্রিলে উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার ও যমুনা ফিউচার পার্কে প্রথম দুটি স্টোর চালু করা হয়। এর পর সংযুক্ত হয় মিরপুর শাখা।
MR.DIY ধানমন্ডি স্টোরের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের আরও কাছে পৌঁছানোর যাত্রা অব্যাহত রেখেছে।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে, ২০-২২ মার্চ পর্যন্ত চলবে বিশেষ অফার ও উপহার ক্যাম্পেইন! প্রথম দিকের ক্রেতারা যারা একক রশিদে ১,০০০ টাকা বা তার বেশি কেনাকাটা করবেন তারা MR DIY ফ্রি ছাতা উপহার পাবেন!
এ ছাড়া উদ্বোধনের আনন্দ আরও বাড়িয়ে তুলতে Snap & Win কনটেস্টে অংশ নিয়ে জিতে নিতে পারবেন বিশেষ পুরস্কার!
MR.DIY ধানমন্ডি স্টোরে থাকা ফটো ফ্রেমের সঙ্গে ছবি তুলে MR.DIY Bangladesh এর পিন করা ফেসবুক পোস্টের কমেন্টে সেই ছবি আপলোড করে #MRDIYBangladesh #Dhanmondi এই হ্যাশট্যাগ ব্যবহার করলে সবচেয়ে সৃজনশীল ৫ জন বিজয়ী "মিস্ট্রি গিফট" পাবেন, এবং তারা স্টোর থেকে পুরস্কার সংগ্রহ করতে পারবেন।
নতুন ধানমন্ডি স্টোর ঘুরে আসুন এবং স্বল্পমূল্যে মানসম্মত পণ্য কেনাকাটার অভিজ্ঞতা নিন।
অফার ও প্রোমোশনের বিস্তারিত জানতে MR.DIY বাংলাদেশকে অনুসরণ করুন:
ওয়েবসাইট: www.mrdiy.com/bd
ফেসবুক: MR.DIY Bangladesh
ইনস্টাগ্রাম: @mrdiy.bangladesh
লিঙ্কডইন: MR.DIY Banglades h
টিকটক: @mrdiy.bangladesh
ইউটিউব: MR.DIY Bangladesh
বিজ্ঞপ্তি/মেহেদী/