
দিওয়ান অফ দ্য ইসমাইলি ইমামত অত্যন্ত দুঃখের সাথে ঘোষণা করছে যে, মহামান্য শাহজাদা করিম আল-হুসেনী আগা খান ফোর, শিয়া ইসমাইলি মুসলমানদের ৪৯তম বংশগত ইমাম (আধ্যাত্মিক নেতা) এবং আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ৮৮ বছর বয়সে লিসবন, পর্তুগালে ইন্তেকাল করেছেন। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শাহজাদা করিম আগা খান হযরত মুহাম্মদ (সা.) এর কন্যা হযরত বিবি ফাতেমা এবং নবীজির চাচাতো ভাই ও জামাতা হযরত আলী (রা.), যিনি ইসলামের চতুর্থ খলিফা এবং প্রথম শিয়া ইমাম ছিলেন, তাদের মাধ্যমে সরাসরি বংশধর ছিলেন।
তিনি প্রিন্স আলী খান এবং জোয়ান ইয়ার্ডে-বুলারের জ্যেষ্ঠ পুত্র এবং প্রয়াত স্যার সুলতান মোহাম্মদ শাহ আগা খানের পৌত্র ও ইমাম হিসাবে উত্তরসূরি ছিলেন।
জীবদ্দশায় মহামান্য আগা খান ফোর সর্বদা জোর দিয়ে বলেছেন যে ইসলাম একটি চিন্তাশীল, আধ্যাত্মিক বিশ্বাস যা সহানুভূতি ও সহনশীলতার শিক্ষা দেয় এবং মানবজাতির মর্যাদা সমুন্নত রাখে।
তিনি জাতি, লিঙ্গ, বর্ণ বা ধর্ম নির্বিশেষে তার সম্প্রদায় এবং যে দেশগুলিতে তারা বাস করে সেখানকার জনগণের জীবনযাত্রার উন্নতির জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। তিনি বিশ্বের অন্যতম বৃহত্তম বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা ও পরিচালনা করেছেন যা বিশ্বের সবচেয়ে ভঙ্গুর ও অনুন্নত অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীকে সেবা প্রদান করে। তিনি বিশ্বব্যাপী একজন রাষ্ট্রনায়ক এবং শান্তি ও মানব উন্নয়নের রক্ষক হিসাবে সম্মানিত ছিলেন। ৫০তম ইমাম মনোনীত হয়েছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে তাঁর উইল পাঠের পর ঘোষণা করা হবে। অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা সম্পর্কে শিগগিরই ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তি/