ঢাকা ৭ চৈত্র ১৪৩১, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
English
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

আন্তর্জাতিক পর্যটন মেলার আজ শেষ দিন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১ পিএম
আন্তর্জাতিক পর্যটন মেলার আজ শেষ দিন
ছবি : বিজ্ঞপ্তি

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হয়েছিল তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫’। বাংলাদেশ মনিটর কর্তৃক আয়োজিত জনপ্রিয় এই পর্যটন মেলার এটি ২০তম আসর।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার মো. সুহাদা ওথমান এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অর্থ) এস এম লাবলুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মদ শামসুল করিম, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাফকাত হোসেন, ফার্স্টট্রিপের প্রধান পরিচালন কর্মকর্তা হাসনাইন রফিক।

এবারের পর্যটন মেলায় ইউএই, ইরান, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, জর্ডান, ভারত এবং স্বাগতিক বাংলাদেশের ৫০টির অধিক প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, ট্রাভেল এজেন্সি, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য কোম্পানি।

মেলা চলাকালীন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ভিজিটরদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ঘোষণা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ১০টি আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে এয়ার টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্যছাড় প্রদান করছে। অনলাইন ট্রাভেল এজেন্সি ফার্স্টট্রিপ দেশের ভেতরে ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং এয়ার এস্ট্রায় ভ্রমণের ক্ষেত্রে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি টিকিট পাচ্ছেন। এ ছাড়া অন্য অংশগ্রহণকারীরাও দেশ-বিদেশের এয়ার টিকিট, হোটেল ও রিসোর্ট রুম, ভ্রমণ প্যাজেক ইত্যাদির ওপর আকর্ষণীয় মূল্যছাড় দেওয়া হয়েছে। 

এবারের আসরে টাইটেল স্পন্সরের ভূমিকা পালন করছে দেশের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। কো-স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি ফার্স্টট্রিপ এবং ট্রাভেল কোম্পানি আকিজ এয়ার। মেলার এয়ারলাইন পার্টনার জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ব্যাংকিং পার্টনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

জোবাইদা/

প্রাইম ব্যাংক ও ঢাকা আহছানিয়া মিশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৫:২৫ পিএম
প্রাইম ব্যাংক ও ঢাকা আহছানিয়া মিশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ছবি: বিজ্ঞপ্তি

দাতব‌্য কাজ পরিচালনা করতে ঢাকা আহছানিয়া মিশন-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায়, প্রাইম ব্যাংক ‘সাদাকাহ্ জারিয়াহ্’ অ‌্যাকাউন্টের মাধ‌্যমে গ্রাহকরদের কাছ থেকে আমানত সংগ্রহ করবে এবং মুদারাবা নীতির ভিত্তিতে বিনিয়োগ করবে, যা ইসলামী শরীয়াহসম্মত এবং নৈতিকভাবে গ্রহণযোগ্য আর্থিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে। বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা নির্ধারিত সময় ও নীতিমালার ভিত্তিতে ঢাকা আহছানিয়া মিশনে প্রদান করা হবে। ঢাকা আহছানিয়া মিশন এই তহবিলকে শুধুমাত্র দাতব্য ও জনকল্যাণমূলক কাজে ব্যয়ের নিশ্চয়তা প্রদান করবে, যা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী এবং ঢাকা আহছানিয়া মিশন-এর প্রেসিডেন্ট অধ‌্যাপক ড. গোলাম রহমান-পিএইচডি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের ইসলামি ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইবনে শাহরিয়ার, ঢাকা আহছানিয়া মিশনের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম সরফুদ্দিন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/মাহফুজ

 

ইউনিয়ন ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৫:২৫ পিএম
ইউনিয়ন ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিয়ন ব্যাংক পিএলসি’র নবগঠিত পরিচালনা পর্ষদের ২৪তম সভা  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ। সভায় পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ,  স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ, মোহাম্মদ সাইফুল আলম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়াও উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ কার্যপোলক্ষ্যে সভায় যোগদান করেন।

সভায় ব্যাংকের ব্যবসা-বাণিজ্য, আমানত ও রেমিট্যান্স সংগ্রহ বৃদ্ধি এবং বিনিয়োগ আদায়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এর কার্যক্রম আরও বেশি বেগবান করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি/এমএ/

 

ধানমন্ডিতে MR.DIY এর চতুর্থ স্টোর উদ্বোধন

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:৪৫ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৯:০৩ পিএম
ধানমন্ডিতে MR.DIY এর চতুর্থ স্টোর উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি/

গ্রাহকদের ব্যাপক সাড়ার পর, মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড MR.DIY আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের চতুর্থ স্টোর উদ্বোধন করেছে।

নতুন স্টোরটির অবস্থান ধানমন্ডি ,বারাকাত হ্যাভেন (১ম ও ২য় তলা), বাড়ি ৫৪, রোড ৪এ, সাতমসজিদ রোড, ঢাকা ১২০৯।

বৃহস্পতিবার (২০ মার্চ) জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন যাত্রার সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন MR.DIY বাংলাদেশের শীর্ষ কর্মকর্তা সৈয়দ নূর আনোয়ার, হেড অফ অপারেশনস, মো. উমার ফারুক হোসেন, ওয়্যারহাউস ম্যানেজার, মো. মাসুদুর রহমান, ইমপোর্ট ম্যানেজার, মোহাম্মদ নাসিম আহমেদ, ফাইন্যান্স ম্যানেজার, মো. ফকরুজ্জামান , বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, মোহামাদ রিজাল, ব্রাঞ্চ ম্যানেজার, মো. রাহাত নবী, মার্কেটিং ম্যানেজার, মো. নাজির হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। যারা ফিতা কেটে স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সৈয়দ নূর আনোয়ার ফিতা কেটে MR.DIY এর বিশ্বমানের পণ্য সরবরাহের মাধ্যমে ক্রেতাদের আরও ভালো সেবা দেওয়ার প্রতিশ্রুতি প্রকাশ করেন।

MR.DIY বিশ্বজুড়ে স্বল্পমূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করে থাকে। যেখানে এক ছাদের নিচে গ্রাহকরা পাবেন প্রয়োজনীয় সবকিছু। MR.DIY তাদের 'Always Low Prices' নীতির প্রতি অটল থেকে গুণগতমান বজায় রেখে কম দামে পণ্য সরবরাহ করছে।

ধানমন্ডি স্টোরে ১০,০০০+ পণ্য রয়েছে। যা ১০টি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত: গৃহস্থালী পণ্য,  হার্ডওয়্যার সরঞ্জাম, ইলেকট্রনিক আইটেম, গাড়ির এক্সেসরিজ, ফার্নিশিং সামগ্রী, স্টেশনারি ও খেলাধুলার সরঞ্জাম, খেলনা ও উপহারসামগ্রী, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ, জুয়েলারি ও কসমেটিকস ও  পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য থাকছে কিছু না কিছু। যা একটি পরিপূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

২০০৫ সালে মালয়েশিয়ায় প্রথম স্টোর চালুর পর MR.DIY এখন মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রুনাই, কম্বোডিয়া, ভারত, তুরস্ক, স্পেন, ভিয়েতনাম ও পোল্যান্ডে ৪,৫০০+ স্টোর পরিচালনা করছে। বাংলাদেশে ২০২৪ সালের এপ্রিলে উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার ও যমুনা ফিউচার পার্কে প্রথম দুটি স্টোর চালু করা হয়। এর পর সংযুক্ত হয় মিরপুর শাখা। 

MR.DIY ধানমন্ডি স্টোরের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের আরও কাছে পৌঁছানোর যাত্রা অব্যাহত রেখেছে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে, ২০-২২ মার্চ পর্যন্ত চলবে বিশেষ অফার ও উপহার ক্যাম্পেইন! প্রথম দিকের ক্রেতারা যারা একক রশিদে ১,০০০ টাকা বা তার বেশি কেনাকাটা করবেন তারা MR DIY ফ্রি ছাতা উপহার পাবেন!

এ ছাড়া উদ্বোধনের আনন্দ আরও বাড়িয়ে তুলতে Snap & Win কনটেস্টে অংশ নিয়ে জিতে নিতে পারবেন বিশেষ পুরস্কার!

MR.DIY ধানমন্ডি স্টোরে থাকা ফটো ফ্রেমের সঙ্গে ছবি তুলে MR.DIY Bangladesh এর পিন করা ফেসবুক পোস্টের কমেন্টে সেই ছবি আপলোড করে #MRDIYBangladesh #Dhanmondi এই হ্যাশট্যাগ ব্যবহার করলে সবচেয়ে সৃজনশীল ৫ জন বিজয়ী "মিস্ট্রি গিফট" পাবেন, এবং তারা স্টোর থেকে পুরস্কার সংগ্রহ করতে পারবেন।

নতুন ধানমন্ডি স্টোর ঘুরে আসুন এবং স্বল্পমূল্যে মানসম্মত পণ্য কেনাকাটার অভিজ্ঞতা নিন। 

অফার ও প্রোমোশনের বিস্তারিত জানতে MR.DIY বাংলাদেশকে অনুসরণ করুন:

ওয়েবসাইট: www.mrdiy.com/bd 
ফেসবুক: MR.DIY Bangladesh 
ইনস্টাগ্রাম: @mrdiy.bangladesh 
লিঙ্কডইন: MR.DIY Banglades h
টিকটক: @mrdiy.bangladesh
ইউটিউব: MR.DIY Bangladesh


বিজ্ঞপ্তি/মেহেদী/

ঢালাই স্পেশাল সিমেন্ট নিয়ে গবেষণা করবে বুয়েট

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৩:৪৪ পিএম
ঢালাই স্পেশাল সিমেন্ট নিয়ে গবেষণা করবে বুয়েট
ছবি: বিজ্ঞপ্তি

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (MGI) ইউনিট ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (RISE) মধ্যে একটি সমঝোতা স্মারক (MoA) স্বাক্ষরিত হয়েছে। গবেষণা ও উদ্ভাবন বিষয়ে এ চুক্তি স্বাক্ষর, নির্মাণ শিল্পে গবেষণা, উদ্ভাবন এবং উন্নত প্রযুক্তির প্রসার ঘটিয়ে টেকসই ও পরিবেশবান্ধব নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢালাই স্পেশাল একটি R ক্যাটাগরির সিমেন্ট, যা প্রথম দুদিনের মধ্যে ২০ এমপিএ দৃঢ়তা অর্জন করে। উন্নত বিশ্বের ধারবাহিকতায় বাংলাদেশে এই সিমেন্ট প্রথমবারের মতো বাজারজাত করেছে MGI। এই সিমেন্টের ব্যবহার ও কার্যকারিতা নিয়ে বিশেষ গবেষণা পরিচালনা করবে বুয়েটের RISE।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম এবং বুয়েটের পক্ষে অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম (ডিরেক্টর, RISE, BUET)। 

এ ছাড়া অনুষ্ঠানে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন- চিফ সেলস অফিসার সঞ্জীব কুমার সাহা, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম (টিএসবিডি) সুদীপ্ত রায় এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (টিএসবিডি) বিদ্যুৎ কুমার বনিক। 

অন্যদিকে বুয়েটের প্রতিনিধিত্ব করেন ফ্যাকাল্টি অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আব্দুল জলিল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের হেড অধ্যাপক ড. জাকারিয়া আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিংয় বিভাগের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক ড. রাকিব আহসান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের  অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন এবং অধ্যাপক ড. তাহসীন রেজা হোসেন। 

এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা যৌথ গবেষণা, প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে নির্মাণ খাতের অগ্রগতিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এ চুক্তির আওতায় ঢালাই স্পেশাল সিমেন্টের মাধ্যমে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ এবং বুয়েটের মধ্যে কার্যকর সহযোগিতার ভিত্তি স্থাপিত হলো, যা দেশের নির্মাণ শিল্পের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিজ্ঞপ্তি/পপি/

টেকনোর সাথে ঈদের খুশি জমবে বেশি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:০৪ পিএম
টেকনোর সাথে ঈদের খুশি জমবে বেশি
ছবি: বিজ্ঞপ্তি

আর মাত্র কয়েকদিন পর এ দেশের মানুষ উদ্‌যাপন করবে মুসলিমদের সবচেয়ে বড় অনুষ্ঠান ঈদ। ঈদ মানেই আনন্দ। আর সে আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করলে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। ঈদ উদ্‌যাপনের এই আনন্দ বহুগুণে বাড়িয়ে তুলতে, স্মার্টফোন উদ্ভাবনে গ্লোবাল শীর্ষস্থানীয় ব্র্যান্ড টেকনো নিয়ে এসেছে আকর্ষণীয় ঈদ অফার।

এই ঈদে টেকনোর বেশ কিছু স্মার্টফোন অবিশ্বাস্য মূল্যে পাওয়া যাবে। এ ছাড়া ফোন কিনলেই থাকছে আকর্ষণীয় উপহার।

টেকনোর ক্যামন এবং স্পার্ক সিরিজ ইতোমধ্যে এর সেরা দামে সেরা ফিচার ও ডিউরেবিলিটি দিয়ে গ্রাহকদের মধ্যে সুনাম অর্জন করেছে। বিশেষ করে এই ব্র্যান্ডের ক্যামন ৩০ (১২জিবি), ক্যামন ৩০এস, স্পার্ক ৩০ এবং স্পার্ক ৩০সি ডিভাইসগুলো বেশ জনপ্রিয়।

'টেকনোর সাথে ঈদের খুশি জমবে বেশি' ট্যাগলাইনে আসন্ন ঈদ উপলক্ষে এই ফোনগুলোর যেকোনো একটি ফোন কিনলেই পাওয়া যাবে আকর্ষনীয় উপহার। এর মধ্যে থাকছে রিভো ইলেকট্রিক বাইক, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২, ফ্যান্টম ফ্লিপ অথবা নগদ সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জয়ের সুযোগ।

৭ মার্চ থেকে শুরু হওয়া এই অফারটি আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। একটি মোবাইল নম্বর দিয়ে একবারই পুরস্কার জেতা যাবে।

উপহার জেতার এই দৌড়ে অংশগ্রহণ করতে, আপনার পছন্দের স্মার্টফোনটি কিনুন এবং রিটেইল কোড সংগ্রহ করুন। এর পর 
(TECNO&lt স্পেস IMEI1&lt স্পেস রিটেইল কোড) লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এসএমএস পাঠানোর সঙ্গে সঙ্গেই ক্রেতাকে রিপ্লাই এর মাধ্যমে পুরস্কার সম্পর্কে জানানো হবে। অফারটি পেতে বিক্রেতাকে এসএমএসটি দেখিয়ে উপহার বুঝে নিতে পারবেন।

এই ঈদকে আনন্দময় ও স্মরণীয় করে রাখতে এখনই আপনার নিকটস্থ টেকনো আউটলেট ভিজিট করুন।

বিজ্ঞপ্তি/মেহেদী/