ঢাকা ৬ বৈশাখ ১৪৩২, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
English

ইয়ামাহা রাইডার্স ক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম
ইয়ামাহা রাইডার্স ক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

ইয়ামাহা মোটরসাইকেল রাইডারদের সংগঠন ইয়ামাহা রাইডার্স ক্লাব দেশব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজন করেছে। 

ক্লাবের মোট ৩১৪ জন প্রতিযোগী ১৫৭টি দলে ভাগ হয়ে অংশগ্রহণ করেন। মোট ২৮ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয়ই অংশগ্রহণ করে।

গত ৭ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরে অবস্থিত ডি বক্স স্পোর্টস কমপ্লেক্সে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। 

মোট চারটি ক্যাটাগরিতে ফাইনাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই মটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্ব হরমোন দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৮:১৪ পিএম
আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পিএম
বিশ্ব হরমোন দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠক
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয় মোট জনসংখ্যার  প্রায় ৫০ শতাংশ মানুষ হরমোন জটিলতায় ভুগছেন। বয়স ও লিঙ্গ ভেদে ভিন্ন ভিন্ন উপসর্গ ও জটিলতা দেখা গেলেও সচেতনতার অভাবে চিকিৎসা সেবা পায়না। শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর তেজগাঁয়ে বিশ্ব হরমোন দিবস উপলক্ষে ‘হরমোন রোগ সম্পর্কে জানুন, সচেতন হোন এবং প্রতিরোধে এগিয়ে আসুন সুচিকিৎসার জন্য হরমোন বিশেষজ্ঞের পরামর্শ  নিন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন।

অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল অ্যান্ড্রোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ (এসেডবি) ও দৈনিক সমকাল-এর যৌথ আয়োজনে রেনাটা পিএলসি’র সহযোগিতায় গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল অ্যান্ড্রোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ (এসেডবি) এর সভাপতি অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন। এ সময় তিনি বলেন, অনেকেরই সুগার বেশি কিন্তু ডায়াবেটিস নয়, এরকম যদি ধরা হয় তবে দেখা যায় যে প্রায় ৭০ থেকে ৮২ শতাংশ মানুষই জানে না যে তার হরমোনের সমস্যা আছে। সচেতনতার অভাবে এমনটি ঘটছে। হরমোনের পরে থাইরয়েড সমস্যার পরিসংখ্যান যদি দেই তবে দেখা যায় ৪ থেকে ৫ কোটি লোকের থাইরয়েড সমস্যা রয়েছে। হরমোন ও থাইরয়েড সমস্যার কথা বললে প্রায় ৮ কোটি লোক সচেতনতার অভাবে নানা ধরণের রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

বাংলাদেশের অনেক অভিভাবকই জানে না যে তাদের শিশুরা হরমোন সমস্যার কারণে মায়ের বুকের দুধ টেনে খেতে পায় না কিংবা অস্বাভাবিক দুর্বলতা অনুভব করছে বা মেয়েদের বয়ঃসন্ধিকাল দেরিতে শুরু হচ্ছে। এসব রোগের মূল কারণই হচ্ছে তাদের শিশুরা কোনো না কোনোভাবে ডায়াবেটিসে আক্রান্ত। এ ধরনের সামাজিক সমস্যায় মানুষদের সচেতন করে তোলা জরুরি বলে মনে করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জোবায়দা নাজনীন।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজিস্ট ডা.  মো. মাহমুদ হাসান তার বক্তব্যে বলেন বাংলাদেশে প্রায় ২৭ হাজার শিশু হরমোনজনিত টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত।

অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ বলেন অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার করার কারণে রোগীর অকারণে হাড় শুকিয়ে যাওয়া, হাড় ক্ষয় হয়ে নরম হয়ে যাওয়া এবং রোগীর স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে।

সমকাল পত্রিকার ‘ডাক্তার বাড়ি’ পাতার বিভাগীয় সম্পাদক অধ্যাপক ডা. আব্দুল্লাহ শাহরিয়ার এর সূচনা বক্তব্যের মাধ্যমে গোলটেবিল বৈঠকটি শুরু হয়।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি প্রাক্তন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ কে এম আমিনূল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান, ইবনে সিনা দয়াগঞ্জের কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজিস্ট ডা. মো. মোবারক হোসেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত সুলতানা, বাংলাদেশ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. ইয়াসমিন আক্তার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. মাশফিকুল হাসান ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. মো সোহেল রানা ভূঁইয়া প্রমুখ।

গোলটেবিল বৈঠকে রেনাটা পিএলসি’র হেড অব মার্কেটিং হরমোন ও ডার্মা পোর্টফোলিও মো. খায়রুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিজ্ঞপ্তি/

 

হেমাটোলজি সোসাইটির নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০১:৪০ পিএম
হেমাটোলজি সোসাইটির নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ-এর ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ-এর ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর শাহবাগে শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমান।

২০২৫-২০২৭ মেয়াদে নির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর এবং সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেমাটোলজির খ্যাতনামা চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।

নবনির্বাচিত কমিটির নেতারা দায়িত্ব নিয়ে ভবিষ্যতে হেমাটোলজিবিষয়ক চিকিৎসা, গবেষণা এবং জনসচেতনতায় আরও কার্যকর ও গতিশীল ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত বৈজ্ঞানিক অধিবেশনে হেমাটোলজির সাম্প্রতিক অগ্রগতি, রোগ নির্ণয় ও চিকিৎসার আধুনিক পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশে রক্তরোগ সংক্রান্ত গবেষণা ও চিকিৎসা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজকের অনুষ্ঠান সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

বিজ্ঞপ্তি/অমিয়/

২০২৪ সালে আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৫৩ শতাংশ

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পিএম
২০২৪ সালে আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৫৩ শতাংশ
ছবি: বিজ্ঞপ্তি

ব্যবসায়িক প্রবৃদ্ধির অনন্য উদাহরণ গড়ে ২০২৪ সালে ১৬৭ কোটি ৩০ লাখ টাকার একক (স্ট্যান্ড্যালোন) কর পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৩ শতাংশ বেড়েছে।

একত্রিত (কনসোলিডেটেড) কর পরবর্তী নিট মুনাফার পরিমাণ পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৩২.৩২ শতাংশ বেড়ে ২০০ কোটি ২৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। শেয়ারপ্রতি আয়ও ৩.৬৪ টাকা থেকে বেড়ে ৪.৮২ টাকা হয়েছে। গ্রাহকের আমানত বেড়ে মোট ৮ হাজার ৩৯১ কোটি টাকায় দাঁড়িয়েছে, পাশাপাশি গ্রুপটি সাফল্যের সঙ্গে ১১ হাজার ৩৯৭ কোটি টাকার লোন পোর্টফোলিও ধরে রেখেছে।

ব্যবসায়ের লাভজনকতা ও শেয়ারহোল্ডার মূলধনের যথাযথ উপযোগিতা নিশ্চিতের মাধ্যমে আইডিএলসির রিটার্ন অন এক্যুইটি (আরওই) বেড়ে দাঁড়িয়েছে ১০.৩৩ শতাংশে। অন্যদিকে রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) বেড়ে ১.৩৫ শতাংশ হয়েছে, যা প্রতিষ্ঠানের মূল সম্পদের কার্যকরী ও লাভজনক ব্যবহারের প্রমাণ।

উল্লেখিত বছরে ১০৬.১১ শতাংশ মন্দ ঋণের কভারেজ অনুপাতসহ আইডিএলসির মন্দ ঋণের (এনপিএল) অনুপাত ছিল ৪.৪৫ শতাংশ, যা প্রতিষ্ঠানটির আগের বছরের অনুপাতের তুলনায় কম এবং আর্থিক খাতের গড়ের তুলনায়ও উল্লেখযোগ্যভাবে কম। এটি আইডিএলসির দক্ষ ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনার পরিচয় দেয় এবং দীর্ঘমেয়াদি আর্থিক প্রস্তুতি বজায় রাখার ক্ষেত্রে আইডিএলসির দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরে।

আইডিএলসির পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান- আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ২০২৪ সালেও নিজেদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে, যা আইডিএলসি গ্রুপের সাফল্যে অবদান রেখেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে আইডিএলসি করপোরেট হেড অফিসে আয়োজিত প্রতিষ্ঠানটির ৩৫১তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়।

বিস্তারিত আর্থিক তথ্য প্রকাশের পাশাপাশি সভায় আইডিএলসি শেয়ারহোল্ডারদের জন্য বছর শেষে মোট ২০ শতাংশ লভ্যাংশ প্রস্তাব করা হয়, যার ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ স্টক (বোনাস) লভ্যাংশ। মূলধন ভিত্তি আরও শক্তিশালী করে তুলতে স্টক লভ্যাংশ ঘোষণা করেছে আইডিএলসি।

বিজ্ঞপ্তি/সালমান/

প্রাইম ব্যাংকের অগ্রযাত্রার ৩০ বছর

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পিএম
প্রাইম ব্যাংকের অগ্রযাত্রার ৩০ বছর
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বাস, উদ্ভাবন ও অগ্রগতির ৩০ বছর পূর্তি উদযাপন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। গ্রাহকদের আরও ভালো সেবা দেওয়া এবং অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে প্রাইম ব্যাংক।

গত কয়েক দশক ধরে টেকসই, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের ওপর গুরুত্ব দিয়ে প্রাইম ব্যাংক একটি ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ডিজিটাল ব্যাংকিং সেবা থেকে শুরু করে সবুজ অর্থায়ন ও অন্তর্ভুক্তিমূলক সেবায় অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি প্রাইম ব্যাংক দেশ, দেশের মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে আসছে।

প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদ বলেন, ‘প্রাইম ব্যাংক সব সময়ই একটি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে গেছে। আমরা আমাদের অর্জন উদযাপন করছি এবং নতুন উদ্দীপনা নিয়ে গ্রাহকদের উন্নত সেবা, একসঙ্গে পথ চলার অঙ্গীকার এবং স্থায়ী প্রভাব রাখার প্রত্যয়ে ভবিষ্যতকে আলিঙ্গন করতে প্রস্তুত।’

প্রাইম ব্যাংক পিএলসি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। আগামী উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে প্রাইম ব্যাংক। বর্তমানে ১১ লাখ গ্রাহকদের প্রয়োজনীয় আর্থিক সেবা দিয়ে আসছে ব্যাংকটি। সেবাগুলোর মধ্যে রয়েছে কনজ্যুমার, করপোরেট, এসএমই ও ইসলামিক ব্যাংক। শহর ও প্রত্যন্ত এলাকায় সেবা নিশ্চিত করতে দেশজুড়ে ব্যাংকের রয়েছে ১৪৭টিরও বেশি শাখা, ১৫৮টি এটিএম বুথ এবং ১৫২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট।

বিজ্ঞপ্তি/সালমান/

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:২১ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৯৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

সভায় ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, ইঞ্জি. মো. তৌহীদুর রহমান এবং মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সালমান/