
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর উদ্যোগে এবং আইআইসিটি, বুয়েট-এর সহযোগিতায় শেষ হলো তিন দিনব্যাপী ‘বিসিএস আইসিটি ফেস্ট ২০২৫’। উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘Empowering Cyber Talent and Showcasing Innovation’।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে তিন দিনব্যাপী এই উৎসবের মূল পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে: ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৮টায় ২৪ ঘণ্টার অনলাইন ক্যাপ চার দ্য ফ্ল্যাগ (সিটিএফ) প্রতিযোগিতা শুরু হয়, যেখানে দেশব্যাপী ২৫৭টি দলের শিক্ষার্থী ও পেশাজীবীরা সাইবার নিরাপত্তা দক্ষতা প্রদর্শন করেন।
দ্বিতীয় দিনে: ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৮টায় সিটিএফ প্রতিযোগিতা সমাপ্ত হয় এবং রাত ১০টায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
তৃতীয় দিনে: ১৫ ফেব্রুয়ারি বুয়েট অডিটোরিয়ামে বিভিন্ন স্থানে সমান্তরালভাবে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল প্রজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশন এবং সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কিত সাতটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। যেখানে বুয়েট, ব্যাংক, প্রাইভেট সেক্টর এর আইটি লিডাররা অনেকগুলো টেকনিক্যাল সেশন ও নলেজ শেয়ারিং সেমিনার এর আয়োজন করেন। যেমন SQL Injection Threats and Protection, Productive Cyber Threats, Diverting AI Controlled Pentest in Cyber Warfare, AI to LLM , Dark Sides of DNS, Navigating the AI/ML Landscape, Research and Industry Collaboration নিয়ে ইন্টারেক্টিভ আলোচনা হয়। এতে আইটি সেক্টর এর সঙ্গে যুক্ত অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
বিসিএসের সেক্রেটারি জেনারেল এলিন ববি প্রোগ্রামে উপস্থিত সবাইকে আগামীতেও একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, সবার আন্তরিক সহযোগিতায় এরকম আরও সফল প্রোগ্রাম উপহার দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিসিএস স্টুডেন্ট ফোরাম গঠন করার ঘোষণা দেন।
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি অধ্যাপক ড. শামসুল আরেফিন তার সমাপনী বক্তব্যে প্রোগ্রামটি সফল করার কাজে নিয়োজিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।