ঢাকা ৫ চৈত্র ১৪৩১, বুধবার, ১৯ মার্চ ২০২৫
English

ফ্যাশন সচেতন নারীদের জন্য লিলি নিয়ে এল লিপগ্লস

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম
ফ্যাশন সচেতন নারীদের জন্য লিলি নিয়ে এল লিপগ্লস
ছবি: বিজ্ঞপ্তি

সাম্প্রতিক সময়ে বিউটি ট্রেন্ডে ব্যাপক সাড়া ফেলছে লিপগ্লস। আর তাই ফ্যাশন সচেতন নারীদের চাহিদাকে প্রাধান্য দিয়ে রিমার্ক এলএলসি, ইউএসএর অ্যাফিলিয়েটেড বিউটি ব্র্যান্ড ‘লিলি’ বাজারে নিয়ে এসেছে ক্যান্ডি, গ্লিটজ, জলি, বাবলস ও ইউনিকর্ন- এই পাঁচটি শেইডের লিলি প্রিটি পাউট টিন্টেড লিপগ্লস।

এই টিন্টেড লিপগ্লসগুলোতে রয়েছে আলমন্ড অয়েল যা ঠোঁটের ময়েশ্চার ধরে রাখে, ফাটাভাব দূর করে, ঠোঁট রাখে মসৃণ। এ ছাড়া রয়েছে হুইট জার্ম অয়েল যা ঠোঁটকে করে শাইনি ও ময়েশ্চারাইজড। আর নন-স্টিকি হওয়ায় খুব সহজেই ঠোঁটে অ্যাপ্লাই করা যায়।

রিমার্ক এইচবি লিমিটেডের কালার কসমেটিকসের ক্যাটাগরি হেড, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক বলেন, ‘লিলির অন্যান্য পণ্যের মতো এই লিপগ্লস রেঞ্জটিও অল্প সময়েই সৌন্দর্য পিপাসুদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হবে বলে আমরা মনে করি। এই লিপগ্লস রেঞ্জটির কালারফুল শেড ও শাইনি লুক নারীদের সৌন্দর্যে যোগ করবে ভিন্ন এক মাত্রা।’ 

ক্যাজুয়াল মিটআপ, অফিস মিটিং, ক্লাস প্রেজেন্টেশন, পার্টি বা যেকোনো ইভেন্টে গ্ল্যামলুককে আরও বাড়িয়ে দিতে লিলি প্রিটি পাউট টিন্টেড লিপগ্লস রেঞ্জ ভোক্তাদের মন কেড়ে নেবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

দেশের বাজারে বিদেশি আমদানিনির্ভর প্রসাধনী পণ্যের পরিবর্তে অথেনটিক ও আধুনিক প্রযুক্তিতে তৈরি পণ্য মানুষের হাতে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিশ্ববাজারে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রিমার্ক এইচবি লিমিটেডের বিউটি ব্র্যান্ড ‘লিলি’।

বিজ্ঞপ্তি/সালমান/

এনআরবিসি ব্যাংকের কচুয়া উপশাখার উদ্বোধন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৩:০১ পিএম
এনআরবিসি ব্যাংকের কচুয়া উপশাখার উদ্বোধন
ফিতা কেটে এনআরবিসি ব্যাংক কচুয়া উপশাখার উদ্বোধন করছেন ব্যাংকের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মো. জিয়াউল করিমসহ অতিথিরা। ছবি: খবরের কাগজ

এনআরবিসি ব্যাংকের কচুয়া উপশাখার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) কচুয়া পৌরসভার উত্তর বাজারে কফিল উদ্দিন ম্যানশনে দোয়া ও মিলাদের মাধ্যমে এ শাখার উদ্বোধন করা হয়। 

ব্যাংকের মেঘনা জোনের প্রধান, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মো. জিয়াউল করিমের সভাপতিত্বে ও বলাখাল উপশাখার ইনচার্জ মো. জাকির হোসেনের সঞ্চালনায় উদ্বোধনের পর আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ঢাকা দক্ষিণ জোনের জোনাল হেড, ভাইস প্রেসিডেন্ট মো. ফারুক হোসেন, কচুয়া সাব রেজিষ্টার মো. মাকসুদুর রহমান। 

আলোচনা শেষে কাজী মো. জিয়াউল করিমসহ অতিথিরা ফিতা কেটে ব্যাংকের কচুয়া উপশাখার উদ্বোধন করেন। 

মোনাজাত পরিচালনা করেন কচুয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবু সাইদ।

সঞ্জিব/পপি/

ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ৪র্থ বর্ষপূর্তিতে বিশেষ ইফতার মাহফিল

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০২:২৯ পিএম
ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ৪র্থ বর্ষপূর্তিতে বিশেষ ইফতার মাহফিল
ছবি: বিজ্ঞপ্তি

পবিত্র রমজান মাসে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার তাদের সাফল্যের চতুর্থ বছর উদযাপন করেছে। এই বিশেষ দিনে হাসপাতাল প্রাঙ্গণে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশেষায়িত হাসপাতাল হিসেবে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল বিগত চার বছর ধরে অত্যাধুনিক চিকিৎসা সুবিধা এবং দক্ষ পেশাদার কর্মীদের মাধ্যমে ক্যান্সার রোগীদের সেবায় নিয়োজিত রয়েছে।

এই প্রতিষ্ঠানটি ব্লাড ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, স্তন ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, হাড়ের ক্যান্সার, অগ্ন্যাশয়ের ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সারের মতো বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেওয়ার পাশাপাশি নিউরোলজি, গ্যাস্ট্রএন্টারোলজিসহ এক ছাদের নিচে সবরকম স্বাস্থ্যসেবা দেওয়ায় বিশেষ খ্যাতি অর্জন করেছে।

প্রতিষ্ঠার পর থেকে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ঢাকার অভ্যন্তরীণ সেরা ক্যান্সার হাসপাতাল হওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। চার বছরে হাসপাতালটি কেবল অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন করেনি বরং সাশ্রয়ী মূল্যে উন্নত মানের ক্যান্সার চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

ইফতার মাহফিলের মিলনমেলায় সবাই হাসপাতালের চার বছরের পথচলার বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা শেয়ার করেন এবং আগামী দিনে আরও উন্নত সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। রমজান মাসের পবিত্রতা ও তাৎপর্য এই উদ্‌যাপনকে আরও মহিমান্বিত করে তোলে, যা প্রতিষ্ঠানের মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতাকে সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলে।  
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাকিফ শামীম। অনুষ্ঠানে তিনি হাসপাতালের বিগত চার বছরের কার্যক্রমের ওপর আলোকপাত করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা দেন।

তিনি বলেন, ‘বিগত চার বছর ধরে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল বাংলাদেশের মানুষের জন্য সর্বোত্তম ক্যান্সার সেবা প্রদানে নিবেদিত ছিল। ক্যান্সার জয় করার যে স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, এই বর্ষপূর্তি সেই পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের চিকিৎসক, নার্স ও অন্যান্য সব কর্মীর অক্লান্ত পরিশ্রম এবং রোগীদের আস্থা ও ভালোবাসাই এই অর্জন সম্ভব করেছে। আমরা আগামীতেও অত্যাধুনিক চিকিৎসা এবং মানবিক সেবা প্রদানের মাধ্যমে ক্যান্সার রোগীদের পাশে থাকব।’ 
তার এই বক্তব্য হাসপাতালের ভবিষ্যৎ লক্ষ্যের প্রতি দৃঢ় প্রত্যয় এবং রোগীদের প্রতি গভীর মমত্ববোধের প্রতিফলন ঘটায়।  

ইফতার মাহফিলে হাসপাতালের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। চিকিৎসক, নার্স এবং অন্যান্য সিনিয়র কর্মীরা এই অনুষ্ঠানে একত্র হয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং হাসপাতালের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এই মিলনমেলা শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি ছিল হাসপাতালের একটি পরিবারের মতো বন্ধনকে আরও সুদৃঢ় করার সুযোগ। অনুষ্ঠানে উপস্থিত সবাই একযোগে হাসপাতালের সাফল্যের জন্য নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এই সম্মিলিত অংশগ্রহণ হাসপাতালের কর্মসংস্কৃতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে প্রতিটি সদস্যই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সমানভাবে নিবেদিত। 

বিজ্ঞপ্তি/সুমন/

সনি-র‌্যাংগস ধোলাইপাড় শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১১:১৭ এএম
সনি-র‌্যাংগস ধোলাইপাড় শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি-র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধোলাইপাড় বাস স্ট্যান্ডে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

নতুন আঙ্গিকে, আরো বড় পরিসরে ২৫০০+ স্কয়ার ফুট আয়তন নিয়ে এই শোরুম তৈরি করা হয়েছে।

এখানে সনির আধুনিক প্রযুক্তির ব্রাভিয়া প্রসেসরসমৃদ্ধ টেলিভিশনসহ লেন্স, এক্সেসরিজ, হোম অডিও ও ভিডিও সিস্টেম পাওয়া যাবে। এ ছাড়া থাকবে অফিসিয়াল সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, নিওশেফ চারকোল মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াটার পিউরিকেয়ার। 

সেরা মান , অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে এই র‌্যাংগস স্টোর যাত্রা শুরু করেছে। উদ্বোধন উপলক্ষে এই শাখায় আকর্ষণীয় মূল্য ছাড় ও উপহারসহ আরও অনেক চমক রেখছে প্রতিষ্ঠানটি।

সনি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস ও র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম যৌথভাবে ধোলাইপাড় শোরুম উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ক্রেতা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

বোরহানউদ্দিনে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:১১ এএম
বোরহানউদ্দিনে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

ভোলার বোরহানউদ্দিনে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপশাখার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ ও পরিপালন কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক।

এ সময় এনআরবিসি ব্যাংকের বরিশাল ও খুলনা জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিম, বাংলা বাজার শাখার ম্যানেজার মো. শহিদুল হক, ভোলা উপশাখার ইনচার্জ মোহাম্মদ আরিফুল হক, বোরহানউদ্দিন উপশাখার ইনচার্জ মোহাম্মদ আলামিন এবং বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আহমেদসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এনআরবিসি ব্যাংক সারা দেশে ব্যাংকিং সেবা সম্প্রসারণে প্রতিশ্রতিবদ্ধ। ইতোমধ্যে ব্যাংকটি সারা দেশে ১০৯টি শাখাসহ দেড় হাজারেরও বেশি স্থান থেকে সব ধরনের ব্যাংকিং সেবা দিচ্ছে।

বিজ্ঞপ্তি/সুমন/

টঙ্গীতে ‘সুখী সেবা কেন্দ্র’ উদ্বোধন

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৩:০২ পিএম
আপডেট: ১৭ মার্চ ২০২৫, ০৩:০২ পিএম
টঙ্গীতে ‘সুখী সেবা কেন্দ্র’ উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

দেশের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশন্স (GDHS) এবং তুর্কিস কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (TIKA) যৌথভাবে ‘সুখী সেবা কেন্দ্র’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকাল ১০টায় টঙ্গীর তনিমা মেডিসিন হাউসে TIKA-এর সহায়তায় প্রথম ‘সুখী সেবা কেন্দ্র’ উদ্বোধন করা হয়।

বাংলাদেশের স্বাস্থ্যখাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বর্তমানে প্রতি ৬ হাজার ৫৭৯ রোগীর জন্য মাত্র একজন চিকিৎসক এবং ২৩ হাজার রোগীর জন্য একজন মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন। দেশের ৬১ শতাংশ জনগোষ্ঠী গ্রামে বসবাস করলেও, মাত্র ২৫ শতাংশ স্বাস্থ্যকর্মী গ্রামীণ স্বাস্থ্যসেবায় নিয়োজিত। পাশাপাশি অসংক্রামক রোগে (NCDs) মৃত্যুর হার ৬০ শতাংশ বেড়ে বর্তমানে মোট মৃত্যুর হার ৭০  শতাংশে পৌঁছেছে। 

এ ছাড়া স্বাস্থ্যসেবার ব্যয়ও ক্রমাগত বাড়ছে। ২০০০ সালে যেখানে পরিবারের মাত্র ১৫ শতাংশ আয়ের ১০ শতাংশ স্বাস্থ্যখাতে ব্যয় করত, ২০১৬ সালে তা বেড়ে ২৪ শতাংশে দাঁড়িয়েছে।

এ সংকট মোকাবিলায় GDHS অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি ও বিশ্বমানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’ চালু করা হয়েছে। 

‘স্বাস্থ্যসেবার সব সমাধান’ স্লোগানকে সামনে রেখে সুখী সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

সুখী সেবা কেন্দ্রগুলোর মাধ্যমে রোগীরা পাবেন ২০ টাকায় ইনস্ট্যান্ট ডাক্তার পরামর্শ, বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ ও বিশেষজ্ঞ সেবা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহায়তা, ডায়াগনস্টিক ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্যাকেজ, নিকটস্থ সার্জারি রেফারেল এবং বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ ও সহায়তা। 

প্রাথমিকভাবে ৫ হাজার ফার্মেসির সঙ্গে সুখী সেবা কেন্দ্রের অংশীদারিত্ব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা দীর্ঘমেয়াদে ৫০ হাজার ফার্মেসিতে সম্প্রসারণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে টঙ্গীতে প্রথম ‘সুখী সেবা’ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ড. আহমেদ আরমান সিদ্দিকী, প্রধান টেকনোলজি অফিসার (CTO) মোহাম্মদ সোলায়মান রাসেল, পার্টনারশিপ লিড, আন্তর্জাতিক সম্পর্ক ডা. ফাহরীন হান্নান। 

তুর্কিস কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (TIKA) পক্ষ থেকে পরিচালক সেভকি মারথ বারিস, মুহাম্মদ আলী আর্মগান, সহকারী সমন্বয়ক  এবং পরিচালকের সহকারী মনজুর এলাহী উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সুখী সেবা কেন্দ্রের মাধ্যমে সারা দেশে আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যাত্রা শুরু হলো। আগামী দিনে এই উদ্যোগ দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তি/পপি/