ঢাকা ৫ চৈত্র ১৪৩১, বুধবার, ১৯ মার্চ ২০২৫
English

ব্র্যাক ব্যাংকের শিক্ষাবৃত্তি পাচ্ছেন রাবির ৩০০ নারী শিক্ষার্থী

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম
আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম
ব্র্যাক ব্যাংকের শিক্ষাবৃত্তি পাচ্ছেন রাবির ৩০০ নারী শিক্ষার্থী
ছবি: বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন নারী শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে ফ্ল্যাগশিপ স্কলারশিপ প্রোগ্রাম ‘অপরাজেয় তারা শিক্ষাবৃত্তি’ চালু করেছে ব্র্যাক ব্যাংক।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই শিক্ষাবৃত্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন রাবির উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিব ও ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন।

প্রফেসর ড. নকিব ব্র্যাক ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ আমাদের নারী শিক্ষার্থীদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। এই বৃত্তি আর্থিক সহায়তার চাইতেও বেশি কিছু। এটি আমাদের শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে, তাদের আরো বড় স্বপ্ন দেখতে শেখাবে। এ ছাড়া তাদের শিক্ষা ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

শিক্ষাবৃত্তি সম্পর্কে সাব্বির হোসেন বলেন, ‘ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে, নারী শিক্ষায় বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতে বিনিয়োগ। ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তির মাধ্যমে আমরা শিক্ষাব্যবস্থায় বিদ্যমান লিঙ্গবৈষম্য দূর করার পাশাপাশি আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী যাতে পিছিয়ে না পড়ে সেটিও নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বাংলাদেশে তৃণমূল পর্যায়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ কম। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই সংখ্যা ৪০ শতাংশেরও কম। এই বৈষম্য অনুধাবন করে ব্র্যাক ব্যাংক শুধুমাত্র নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার জন্য ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি প্রোগ্রামটি চালু করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও এই শিক্ষাবৃত্তি চালু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে।

২০১১ সাল থেকে প্রথম আলো ট্রাস্টের সঙ্গে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের এই শিক্ষাবৃত্তি দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক। বর্তমানে এই বৃত্তির সুবিধাভোগীর সংখ্যা ২ সহস্রাধিক।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪১৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৪:০১ পিএম
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪১৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে

বুধবার (১৯ মার্চ) এ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/মেহেদী/

এনআরবিসি ব্যাংকের কচুয়া উপশাখার উদ্বোধন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৩:০১ পিএম
এনআরবিসি ব্যাংকের কচুয়া উপশাখার উদ্বোধন
ফিতা কেটে এনআরবিসি ব্যাংক কচুয়া উপশাখার উদ্বোধন করছেন ব্যাংকের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মো. জিয়াউল করিমসহ অতিথিরা। ছবি: খবরের কাগজ

এনআরবিসি ব্যাংকের কচুয়া উপশাখার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) কচুয়া পৌরসভার উত্তর বাজারে কফিল উদ্দিন ম্যানশনে দোয়া ও মিলাদের মাধ্যমে এ শাখার উদ্বোধন করা হয়। 

ব্যাংকের মেঘনা জোনের প্রধান, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মো. জিয়াউল করিমের সভাপতিত্বে ও বলাখাল উপশাখার ইনচার্জ মো. জাকির হোসেনের সঞ্চালনায় উদ্বোধনের পর আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ঢাকা দক্ষিণ জোনের জোনাল হেড, ভাইস প্রেসিডেন্ট মো. ফারুক হোসেন, কচুয়া সাব রেজিষ্টার মো. মাকসুদুর রহমান। 

আলোচনা শেষে কাজী মো. জিয়াউল করিমসহ অতিথিরা ফিতা কেটে ব্যাংকের কচুয়া উপশাখার উদ্বোধন করেন। 

মোনাজাত পরিচালনা করেন কচুয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবু সাইদ।

সঞ্জিব/পপি/

ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ৪র্থ বর্ষপূর্তিতে বিশেষ ইফতার মাহফিল

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০২:২৯ পিএম
ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ৪র্থ বর্ষপূর্তিতে বিশেষ ইফতার মাহফিল
ছবি: বিজ্ঞপ্তি

পবিত্র রমজান মাসে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার তাদের সাফল্যের চতুর্থ বছর উদযাপন করেছে। এই বিশেষ দিনে হাসপাতাল প্রাঙ্গণে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশেষায়িত হাসপাতাল হিসেবে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল বিগত চার বছর ধরে অত্যাধুনিক চিকিৎসা সুবিধা এবং দক্ষ পেশাদার কর্মীদের মাধ্যমে ক্যান্সার রোগীদের সেবায় নিয়োজিত রয়েছে।

এই প্রতিষ্ঠানটি ব্লাড ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, স্তন ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, হাড়ের ক্যান্সার, অগ্ন্যাশয়ের ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সারের মতো বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেওয়ার পাশাপাশি নিউরোলজি, গ্যাস্ট্রএন্টারোলজিসহ এক ছাদের নিচে সবরকম স্বাস্থ্যসেবা দেওয়ায় বিশেষ খ্যাতি অর্জন করেছে।

প্রতিষ্ঠার পর থেকে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ঢাকার অভ্যন্তরীণ সেরা ক্যান্সার হাসপাতাল হওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। চার বছরে হাসপাতালটি কেবল অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন করেনি বরং সাশ্রয়ী মূল্যে উন্নত মানের ক্যান্সার চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

ইফতার মাহফিলের মিলনমেলায় সবাই হাসপাতালের চার বছরের পথচলার বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা শেয়ার করেন এবং আগামী দিনে আরও উন্নত সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। রমজান মাসের পবিত্রতা ও তাৎপর্য এই উদ্‌যাপনকে আরও মহিমান্বিত করে তোলে, যা প্রতিষ্ঠানের মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতাকে সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলে।  
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাকিফ শামীম। অনুষ্ঠানে তিনি হাসপাতালের বিগত চার বছরের কার্যক্রমের ওপর আলোকপাত করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা দেন।

তিনি বলেন, ‘বিগত চার বছর ধরে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল বাংলাদেশের মানুষের জন্য সর্বোত্তম ক্যান্সার সেবা প্রদানে নিবেদিত ছিল। ক্যান্সার জয় করার যে স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, এই বর্ষপূর্তি সেই পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের চিকিৎসক, নার্স ও অন্যান্য সব কর্মীর অক্লান্ত পরিশ্রম এবং রোগীদের আস্থা ও ভালোবাসাই এই অর্জন সম্ভব করেছে। আমরা আগামীতেও অত্যাধুনিক চিকিৎসা এবং মানবিক সেবা প্রদানের মাধ্যমে ক্যান্সার রোগীদের পাশে থাকব।’ 
তার এই বক্তব্য হাসপাতালের ভবিষ্যৎ লক্ষ্যের প্রতি দৃঢ় প্রত্যয় এবং রোগীদের প্রতি গভীর মমত্ববোধের প্রতিফলন ঘটায়।  

ইফতার মাহফিলে হাসপাতালের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। চিকিৎসক, নার্স এবং অন্যান্য সিনিয়র কর্মীরা এই অনুষ্ঠানে একত্র হয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং হাসপাতালের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এই মিলনমেলা শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি ছিল হাসপাতালের একটি পরিবারের মতো বন্ধনকে আরও সুদৃঢ় করার সুযোগ। অনুষ্ঠানে উপস্থিত সবাই একযোগে হাসপাতালের সাফল্যের জন্য নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এই সম্মিলিত অংশগ্রহণ হাসপাতালের কর্মসংস্কৃতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে প্রতিটি সদস্যই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সমানভাবে নিবেদিত। 

বিজ্ঞপ্তি/সুমন/

সনি-র‌্যাংগস ধোলাইপাড় শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১১:১৭ এএম
সনি-র‌্যাংগস ধোলাইপাড় শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি-র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধোলাইপাড় বাস স্ট্যান্ডে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

নতুন আঙ্গিকে, আরো বড় পরিসরে ২৫০০+ স্কয়ার ফুট আয়তন নিয়ে এই শোরুম তৈরি করা হয়েছে।

এখানে সনির আধুনিক প্রযুক্তির ব্রাভিয়া প্রসেসরসমৃদ্ধ টেলিভিশনসহ লেন্স, এক্সেসরিজ, হোম অডিও ও ভিডিও সিস্টেম পাওয়া যাবে। এ ছাড়া থাকবে অফিসিয়াল সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, নিওশেফ চারকোল মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াটার পিউরিকেয়ার। 

সেরা মান , অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে এই র‌্যাংগস স্টোর যাত্রা শুরু করেছে। উদ্বোধন উপলক্ষে এই শাখায় আকর্ষণীয় মূল্য ছাড় ও উপহারসহ আরও অনেক চমক রেখছে প্রতিষ্ঠানটি।

সনি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস ও র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম যৌথভাবে ধোলাইপাড় শোরুম উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ক্রেতা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

বোরহানউদ্দিনে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:১১ এএম
বোরহানউদ্দিনে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

ভোলার বোরহানউদ্দিনে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপশাখার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ ও পরিপালন কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক।

এ সময় এনআরবিসি ব্যাংকের বরিশাল ও খুলনা জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিম, বাংলা বাজার শাখার ম্যানেজার মো. শহিদুল হক, ভোলা উপশাখার ইনচার্জ মোহাম্মদ আরিফুল হক, বোরহানউদ্দিন উপশাখার ইনচার্জ মোহাম্মদ আলামিন এবং বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আহমেদসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এনআরবিসি ব্যাংক সারা দেশে ব্যাংকিং সেবা সম্প্রসারণে প্রতিশ্রতিবদ্ধ। ইতোমধ্যে ব্যাংকটি সারা দেশে ১০৯টি শাখাসহ দেড় হাজারেরও বেশি স্থান থেকে সব ধরনের ব্যাংকিং সেবা দিচ্ছে।

বিজ্ঞপ্তি/সুমন/