
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশন 'স্মার্ট আইকেয়ার ক্যাম্প'এ এক হাজার রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা দিয়েছে।
রবিবার ও সোমবার (১৬ ও ১৭ ফেব্রুয়ারি) রামগঞ্জের নরিমপুরে অবস্থিত স্মার্ট একাডেমিতে চোখের এ চিকিৎসা করানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দৃষ্টি আপনার, দায়িত্ব আমাদের! ঝকঝকে দেখুন, সনি-স্মার্ট এর সাথে!’ এই স্লোগানে দুই দিনব্যাপি চক্ষু চিকিৎসাসেবা কর্মসূচি বা আই কেয়ার ক্যাম্প ঢাকাতে আয়োজন করে।
বাংলাদেশে জাপানের সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট) ও বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল-এর সহযোগিতায় পূর্ব-নিবন্ধিত অন্তত এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্মার্ট ফাউন্ডেশন।
রবিবার সকাল ১০টায় দুই দিনব্যাপি চক্ষু চিকিৎসাসেবা কর্মসূচির উদ্বোধন করবেন স্মার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম, সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এসএম রবিন শীষ, রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নুর উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল-এর মহাব্যবস্থাপক মুহাম্মদ কামরুল ইসলাম সানজিদ, সনি-স্মার্ট পরিচালক মো. তানভীর হোসাইন এবং উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং জনাব আজাদ রহমান উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে আয়োজকেরা জানান, স্মার্ট ফাউন্ডেশন নিয়মিতভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে দেশ গড়ার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার স্মার্ট একাডেমিতে আয়োজিত হলো দুই দিনের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কর্মসূচি। এর আওতায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আগত রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়। বাছাইকৃত রোগীদের ফ্যাকো পদ্ধতিতে বিদেশি সফট লেন্স ব্যবহার করে ব্যথামুক্ত, সেলাইবিহীন ও রক্তপাত ছাড়া বিনামূল্যে ছানি অপারেশন-এর জন্য বাছাইকৃত ছানি রোগীদের রামগঞ্জ হতে ঢাকায় যাতায়াত এবং হাসপাতালে থাকা-খাওয়ার সুব্যবস্থা ছিলো।
দুই দিনব্যপী এই বিনামূল্যে চক্ষুসেবা কর্মসূচিতে সেবা পেতে ইচ্ছুকদের +৮৮০ ১৯৭৯-৪৬৩০০৯ ও +৮৮০ ১৬৪৫-৬৫৬২৬৮ নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করতে হবে। এছাড়াও অনলাইনে sonysmart.com.bd/eye-care-registration-form --এই লিংকের মাধ্যমেও নিবন্ধনের সুযোগ রয়েছে।
জোবাইদা/