
মেট্রোরেল যাত্রীদের ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ঢাকার ১৬টি মেট্রোরেল স্টেশনে তাদের ইবিএল ৩৬৫ এটিএম সেবা চালু করেছে। প্রথম ব্যাংক হিসেবে ইবিএল ঢাকা মেট্রোরেল নেটওয়ার্কে তাদের এটিএম সেবা বিস্তৃত করলো।
ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ আজ যৌথভাবে মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনে ইবিএল বুধবার (১৯ ফেব্রুয়ারি) ৩৬৫ এটিএম লাইনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে আলী রেজা ইফতেখার গ্রাহকদের উন্নততর ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানে ইস্টার্ন ব্যাংকের নিরলস প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘মেট্রোরেল স্টেশনগুলোতে এটিএম সেবা বিস্তারের মাধ্যমে আমরা যাত্রীদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য ও ঝামেলাহীন করে তুলতে চেয়েছি। মেট্রোস্টেশনে ইবিএল ৩৬৫ এটিএম সেবা চালুর মাধ্যমে ডিজিটাল উদ্ভাবন ও গ্রাহক সুবিধা সৃষ্টির ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে’।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ইবিএল এর ভিশনের সঙ্গে আমাদের এই উদ্যোগ সঙ্গতিপূর্ণ বলে মনে করি। এই এটিএমগুলোর মাধ্যমে গ্রাহকরা চলার পথে সহজেই নগদ টাকা উত্তোলন করাসহ অতি প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিতে পারবেন, যার ফলে তাদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, কম্যুনিকেশন্স ও এক্সটার্নাল বিভাগ প্রধান জিয়াউল করিম, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং বিভাগ প্রধান আমিন মো. মেহদী হাসান, ডিজিটাল বিজনেস বিভাগ প্রধান মীর রেহান ইমতিয়াজসহ ডিএমটিসিএল এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বিজ্ঞপ্তি/মাহফুজ