ঢাকা ১১ আষাঢ় ১৪৩২, বুধবার, ২৫ জুন ২০২৫
English

HBRI এবং Dyadic মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির পরিবেশসম্মত পণ্যের প্রসারে কাজ করবে

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৫:৪১ পিএম
আপডেট: ০৬ মার্চ ২০২৫, ০৫:৫৮ পিএম
HBRI এবং Dyadic মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির পরিবেশসম্মত পণ্যের প্রসারে কাজ করবে
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন গ্রানাইট খনি কোম্পানি - মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (MGMCL)-এর জন্য বিকল্প এবং পরিবেশগতভাবে টেকসই পণ্য বিকাশ এবং প্রচারের জন্য HBRI, MGMCL এবং Dyadic-এর মধ্যে একটি ত্রি-পক্ষীয় সভা গত মঙ্গলবার (৪ মার্চ) ঢাকার হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে (HBRI) অনুষ্ঠিত হয়। 

HBRI, MGMCL-এর গ্রানাইট পণ্যগুলিকে বৈচিত্র্যময় করার জন্য গবেষণা সুবিধা দিয়ে সহযোগিতা করবে এবং Dyadic বিভিন্ন মাধ্যমে পণ্যগুলি প্রচার ও বিপণন করবে।

সভায় HBRI-এর মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দিন, MGMCL-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ডি এম জুবায়েদ হোসেন এবং ‘ডায়াডিক রিসার্স ইম্প্যাকটস’-এর প্রধান পরিচালন কর্মকর্তা আ ম ম ফজলুর রাশিদ উপস্থিত ছিলেন। HBRI-এর প্রধান গবেষণা কর্মকর্তা স্থপতি মো. নাফিজুর রহমান এবং HBRI, MGMCL এবং ‘ডায়াডিক রিসার্স ইম্প্যাকটস’-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (HBRI) হল বাংলাদেশের টেকসই আবাসন এবং বিল্ডিং উপকরণ গবেষণা এবং প্রচারের প্রধান গবেষণা প্রতিষ্ঠান যা বাংলাদেশ সরকারের গণপূর্ত মন্ত্রনালয়ের অধিন। বিস্তারিত তথ্য hbri.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

মাধাপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (MGMCL) হল বাংলাদেশের একমাত্র গ্রানাইট খনির কোম্পানি – যা শতভাগ বাংলাদেশ সরকারের মালিকানাধীন। MGMCL-এর বিস্তারিত তথ্য mgmcl.org.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

‘ডায়াডিক রিসার্চ ইমপ্যাক্টস’- একটি বহুমুখী গবেষণা সংস্থা যা আবাসন থেকে দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রমসহ জলবায়ু-স্মার্ট সমাধান প্রচারে নিবেদিত। ‘ডায়াডিক রিসার্চ ইমপ্যাক্টস’-এর বিস্তারিত তথ্য https://dyadicresearchimpacts.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি/মাহফুজ

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৯:৫৩ পিএম
গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও কর্মসংস্থান মন্ত্রণালয় অধীনে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেন, উপদেষ্টা কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি ছিলেন আদিলুর রহমান খান, উপদেষ্টা শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

অনুষ্ঠানে বাংলাদেশের সব কলকারখানা ও ফ্যাক্টরি পরিদর্শনের পরে, মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেওয়া হয়।

টেক্সটাইল সেক্টরে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড গ্রিন অ্যাওয়ার্ড পায়। আকিজ টেক্সটাইলের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

এ সময় আকিজ টেক্সটাইলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/মেহেদী/

ঢাকায় এনসিসি ব্যাংকের ৫ শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৯:৩৬ পিএম
ঢাকায় এনসিসি ব্যাংকের ৫ শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু
ছবি: বিজ্ঞপ্তি

এনসিসি ব্যাংক কাওরানবাজার, পান্থপথ, উত্তরা, মিরপুর এবং বনানী শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করেছে।

সম্প্রতি এই উইন্ডো পাঁচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম।

এ সময় এসইভিপি ও কাওরানবাজার শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ এম.এম এমরানুল হক, ইভিপি ও চিফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন আবুল কাসেম মো. ছফিউল্লাহ, ইভিপি ও উত্তরা শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ কার্তিক সেন, ইভিপি ও বনানী শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মো. আমজাদ হোসেন, ইভিপি ও এনসিসি ইসলামিক ব্যাংকিং গুলশান শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মো. মাসুদুর রহমান, এসভিপি ও পান্থপথ শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মুহাম্মদ শাহিদুল ইসলাম, এসভিপি ও মিরপুর শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মো. মাহফুজুল ইসলামসহ সংশ্লিষ্ট শাখার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম বলেন, এনসিসি ব্যাংক বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম ও অর্থব্যবস্থার গুরুত্ব বিবেচনা করে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে আমরা ঢাকার গুলশানে এবং চট্টগ্রামের মুরাদপুরে দুইটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা খোলার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে ৩২টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করেছি। পরবর্তীতে পর্যায়ক্রমে আমাদের সব শাখা এবং উপ-শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হবে।

তিনি আরও বলেন, আমরা আমাদের শরীআহ্ সুপারভাইজরি কমিটির দিক নির্দেশনায় সম্পূর্ণ শরীআহ্ বিধি অনুসরণে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছি যা গ্রাহকদের আকাঙ্ক্ষা ও চাহিদা পূরণে সক্ষম হবে।

এ সময় তিনি ব্যবসায়ী ও পেশাজীবীদের এনসিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞপ্তি/মেহেদী/

আবারও ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন হাই-টেক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৬:১৪ পিএম
আবারও ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন হাই-টেক
ছবি: বিজ্ঞপ্তি

আবারও ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ অর্জন করল পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক খাতে গ্রিন ফ্যাক্টরির মর্যাদা পেয়েছে ওয়ালটন। 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালার আওতায় অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন এবং উদ্ভাবনী কার্যক্রম বিবেচনায় রেখে ওয়ালটনকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এ নিয়ে দুবার গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি পেল ওয়ালটন।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর আবদুল গণি সড়কের ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছ থেকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. ইউসুফ আলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

নিরাপদ ও শোভন কর্মপরিবেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রমশক্তি ব্যবহার করে দেশের অর্থনীতির গতিকে বেগবান ও টেকসই করার মাধ্যমে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতামূলক অংশগ্রহণে উদ্বুদ্ধকরণে ওই পুরস্কার প্রবর্তন করা হয়েছে। এ বছর গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড নীতিমালা ২০২০-এর আওতায় ১৬টি খাতের ৩০টি শিল্পকারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫ দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটন হাই-টেকের এএমডি মো. ইউসুফ আলী বলেন, ‘এ নিয়ে দুবার গ্রিন ফ্যাক্টরি স্বীকৃতি পাওয়ায় ওয়ালটন পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ওয়ালটনকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়ায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে উন্নতমানের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ওয়ালটন প্রতিশ্রুতিবদ্ধ। তাই ফ্রিজ, এসি, টিভি, কম্প্রেসার, ওয়াশিং মেশিন ইত্যাদি প্রযুক্তিপণ্য উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশবান্ধব বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজ স্থাপন করা হয়েছে।

এ ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ওয়ালটন ফ্যাক্টরিতে পরিবেশবান্ধব রুফটপ সোলার প্রজেক্টসহ এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন বাংলাদেশের সর্ববৃহৎ ফ্লোটিং সোলার পাওয়ার প্লান্ট স্থাপন করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় মেটাল ও প্লাস্টিক রিসাইকেলে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই উৎপাদন প্রক্রিয়ায় শতভাগ কমপ্লায়েন্স মেনে চলছে ওয়ালটন। উচ্চমানসম্পন্ন প্রযুক্তি পণ্য ও সেবা প্রদান এবং দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের বিকাশ ও অর্থনীতিতে ব্যাপক অবদান রাখায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ওয়ালটন বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করে আসছে। যার মধ্যে রয়েছে জাতীয় পরিবেশ পদক-২০১৮, রাষ্ট্রপতি শিল্প-উন্নয়ন পুরস্কার-২০১৮, জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ পদক)-২০২২, গ্রিন ফ্যাক্টরি আওয়ার্ড-২০২৩-সহ নানা পুরস্কার।

বিজ্ঞপ্তি/সালমান/

যমুনা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:১৩ পিএম
যমুনা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

যমুনা ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। 

সভায় ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানি সেক্রেটারি এবং উল্ল্যেখযোগ্য শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

সভায় ২০২৪ সালের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৬.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এ ছাড়া গত বছরের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয় এবং শেয়ারহোল্ডাররা ব্যাংকের কার্যক্রমের ওপর তাদের মতামত ব্যক্ত করেন এবং নানা বিষয়ে প্রস্তাবনা পেশ করেন। 

পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডার, গ্রাহক এবং অংশীদারদের প্রতি তাদের নিরবচ্ছিন্ন আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া ব্যাংকিং কার্যক্রমে উদ্ভাবন, টেকসই প্রবৃদ্ধি এবং গুণগত মান নিশ্চিত করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বিজ্ঞপ্তি/সালমান/

ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ পিএম
ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক
ছবি: বিজ্ঞপ্তি

ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে তার কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে আশুলিয়া এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও প্রতিনিধিরা অংশ নেন। সভায় উচ্চ শিক্ষার প্রসার ও প্রশাসনিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, সিটি ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কাজী শাহদাত কবির (প্রো-ভিসি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের পক্ষে অধ্যাপক এম আর কবির।

সভায় আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জেম হোসেন এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মেজর (অব.) মো. আরমান আলী ভূইয়া।

সভায় আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা সম্পর্কে আলোচনা করা হয়। এতে সম্মিলিত উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন, খেলাধুলার ব্যবস্থা, মাদকমুক্ত এলাকা তৈরি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় এবং সবাই একত্রে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

সভায় আফ্রিকার গাম্বিয়ায় অবস্থিত আইওইউ (IOU) ভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের বিষয়ে আলোচনা হয়, যা আগামী অক্টোবরে ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এতে আশুলিয়ায় অবস্থিত সব বিশ্ববিদ্যালয় অংশ নেবে বলে নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তি/সালমান/