ঢাকা ৪ বৈশাখ ১৪৩২, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
English
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

অর্গানিক নিউট্রিশন লিমিটেডের সিওও মো. মাহবুবুর রহমান

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:২৩ পিএম
অর্গানিক নিউট্রিশন লিমিটেডের সিওও মো. মাহবুবুর রহমান
মো. মাহবুবুর রহমান

দেশের একমাত্র ফাংশনাল ফুড উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্গানিক নিউট্রিশন লিমিটেডের (ওএনএল) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে মো. মাহবুবুর রহমান নিযুক্ত হয়েছেন।

২০১৯ সাল থেকে ওএনএল এ কর্মরত মাহবুবুর রহমান এই নতুন দায়িত্ব গ্রহণের আগে প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

সংশ্লিষ্টদের মতে, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠানের প্রতি তার আন্তরিকতা ওএনএল এর অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে।

নতুন পদে নিযুক্ত হওয়ার পর মাহবুবুর রহমান বলেন, 'অর্গানিক নিউট্রিশন লিমিটেডের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সিওও হিসেবে নিযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ও সাফল্যের জন্য আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।'

অর্গানিক নিউট্রিশন লিমিটেড স্বাস্থ্য সহায়ক ফাংশনাল ফুড এবং বিভিন্ন অর্গানিক খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। মাহবুবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তি/মেহেদী/

দুবাই ডার্মায় সিওডিলের সাফল্য: ২ মিলিয়ন ডলারের বাংলাদেশি পণ্যের রপ্তানি আদেশ

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০১:৪১ পিএম
দুবাই ডার্মায় সিওডিলের সাফল্য: ২ মিলিয়ন ডলারের বাংলাদেশি পণ্যের রপ্তানি আদেশ
দুবাই ডার্মায় সিওডিলের সাফল্য: ২ মিলিয়ন ডলারের বাংলাদেশি পণ্যের রপ্তানি আদেশ। ছবি: সংগৃহীত

দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় ডার্মাটোলজি প্রদর্শনী ‘দুবাই ডার্মা ২০২৫’-এ চমক দেখিয়েছে বাংলাদেশের তৈরি মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল। যুক্তরাষ্ট্রভিত্তিক রিমার্ক এলএলসি ইউএসএ-এর এই ব্র্যান্ড দুবাই ডার্মায় অংশ নিয়ে প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আদেশ পেয়েছে। যা বাংলাদেশের স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির জন্য এক ঐতিহাসিক মাইলফলক।

বুধবার (১৬ এপ্রিল) দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হওয়া দুবাই ওয়ার্ল্ড ডার্মাটোলজি অ্যান্ড লেজার কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন-দুবাই ডার্মার শেষ দিন ছিল। 

১১৪টি দেশের ২৫ হাজারেরও বেশি দর্শনার্থী ও ১ হাজার ৮৭৫টি ব্র্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে সিওডিলের স্টল ছিল দর্শনার্থী, বিশেষজ্ঞ ডাক্তার ও আমদানিকারকদের ভিড়ে মুখর। সিওডিলের প্রাকৃতিক ও রাসায়নিক বিক্রিয়ামুক্ত পণ্যের অভিনব উপস্থাপন প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।

মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশের বায়ার সিওডিল পণ্য ক্রয়ে আগ্রহ প্রকাশ করেছেন। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, ভারত এবং লিবিয়া থেকেও এসেছে সরাসরি রপ্তানির অর্ডার।

ভারতীয় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রিতিকা পান্ডে বলেন, ‘সিওডিলের পণ্যগুলো আমার রোগীদের জন্য দারুণ উপযোগী। দামও হাতের নাগালে, এটি দক্ষিণ এশিয়ার দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি কার্যকর সমাধান।’

বাংলাদেশের খ্যাতনামা ডার্মাটোলজিস্ট ডা. ঝুমু খান বলেন, ‘দুবাই ডার্মার মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশি ব্র্যান্ডের উপস্থিতি দেখে গর্বিত। সিওডিল বাংলাদেশের উৎপাদন সক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেছে।’

সিওডিলের হেড অব বিজনেস সুকান্ত দাস জানান, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ক্লায়েন্টদের কাছ থেকে ২ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ পাওয়া গেছে। এটি এই অঞ্চলে ব্র্যান্ডের প্রবেশ ও সম্প্রসারণে উল্লেখযোগ্য মাইলফলক।

হারল্যান স্টোরসহ বিভিন্ন রিটেল চ্যানেলে বাংলাদেশে সিওডিল পণ্য সহজলভ্য। প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ‘সাশ্রয়ী দামে আন্তর্জাতিক মানের পণ্য সরবরাহ করায় সিওডিল এখন দেশের শীর্ষ স্কিন কেয়ার ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।’

রিমার্ক এইচবি এরই মধ্যে দক্ষিণ এশিয়ায় মেডিকেটেড স্কিন কেয়ার পণ্যের নির্ভরযোগ্য হাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে। গুণগতমান, গবেষণা ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে সিওডিল বিশ্ব স্কিন কেয়ার বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করছে।

বিজ্ঞপ্তি/তাওফিক/ 

ইউল্যাব ফেয়ার প্লে কাপ ২০২৫: জমকালো উদ্বোধনে মাঠে গড়াল ১৫তম আসর

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ এএম
আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ১০:৩৪ এএম
ইউল্যাব ফেয়ার প্লে কাপ ২০২৫: জমকালো উদ্বোধনে মাঠে গড়াল ১৫তম আসর
ইউল্যাব ফেয়ার প্লে কাপ ২০২৫: জমকালো উদ্বোধনে মাঠে গড়ালো ১৫তম আসর। ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজিত ১৫তম ‘ইউল্যাব ফেয়ার প্লে কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (১৬ এপ্রিল) ইউল্যাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

দেশের শীর্ষ দশটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হওয়া এ টুর্নামেন্ট যুবসমাজের মধ্যে উৎসাহ, দলগত কর্ম এবং ন্যায্য খেলার চেতনাকে তুলে ধরছে।

এবারের আসরে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো: ULAB, UIU, BRACU, NSU, IUBAT, DIU, ISU, IUB, UU এবং BUBT.

টুর্নামেন্টটি চলবে আগামী ২ মে ২০২৫ পর্যন্ত, যেখানে অংশগ্রহণকারী দলগুলো লড়বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক জুড উইলিয়াম জেনিলো, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম, মুহাম্মদ তৌফিক আজিজ, সিনিয়র ম্যানেজার, এক্সটার্নাল অ্যাফেয়ার্সসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই শক্তিমত্তার জানান দেয় আয়োজক ইউল্যাব, যারা উত্তরা বিশ্ববিদ্যালয়কে ১২৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে শুভসূচনা করেছে। 

বিজ্ঞপ্তি/তাওফিক/ 

সাউথইস্ট ব্যাংক ১০ম সাইজিউর প্রযুক্তি কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পিএম
সাউথইস্ট ব্যাংক ১০ম সাইজিউর প্রযুক্তি কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন
ছবি: বিজ্ঞপ্তি

সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ১২ এপ্রিল ২০২৫ শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত ১০ম SyZure প্রযুক্তি কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।

প্রযুক্তি কাপ ক্রিকেট টুর্নামেন্ট হলো দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের (ব্যাংক, এনবিএফআই, ফার্মাসিউটিক্যাল, বাইং হাউস, ফিনটেক, আইটি কোম্পানি, এনজিও ও করপোরেট হাউস) মধ্যে সংগঠিত একটি প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্ট যেখানে প্রত্যেক টিমের খেলোয়াড়দের মধ্যে অর্ধেকই আইটি অফিসার থাকে। 

২০১২ সাল থেকে করপোরেট প্রযুক্তি লিমিটেড নামক প্রতিষ্ঠান এই প্রযুক্তি কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করে আসছে। SyZure ক্লাউড সার্ভিসেস ছিল ১০ম প্রযুক্তি কাপের টাইটেল স্পন্সর। 

১৬ টি দলের অংশগ্রহণে নক আউট ভিত্তিক প্রতিযোগিতায় পুরো টুর্নামেন্ট জুড়ে, ব্যাংকের আইটি বিভাগ এবং কার্ড বিভাগ এর কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সাউথইস্ট ব্যাংক দল অসাধারণ দক্ষতা, শৃঙ্খলা এবং দলীয় সমন্বয় প্রদর্শন করে অপরাজিত থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে জয় লাভ করে এবং গ্র্যান্ড ফাইনালে, সার্বিক দলীয় নৈপুণ্য প্রদর্শণ করে শিরোপা অর্জন করে। 

গ্র্যান্ড ফাইনালে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কার্ড ডিভিশনের প্রধান মো. আবদুস সাবুর খান, ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন-চার্জ কাজী মো. এহসানুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট অ্যাফেয়ার্স এন্ড সি এস আর ডিভিশনের প্রধান মো. মুসফিকুর রহমানের উপস্থিতি খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এছাড়া, সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর আরও অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও কর্মীরা পুরো টুর্নামেন্ট জুড়ে উপস্থিত থেকে খেলোয়ারদের উৎসাহিত করে গেছেন।

বিজ্ঞপ্তি/

বেসিক ব্যাংকের নতুন ডিএমডি রফিকুল ইসলাম

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ পিএম
বেসিক ব্যাংকের নতুন ডিএমডি রফিকুল ইসলাম
নবনিযুক্ত বেসিক ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা মো. রফিকুল ইসলাম। ছবি: বিজ্ঞপ্তি

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লি. এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে মো. রফিকুল ইসলাম সম্প্রতি যোগদান করেছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন এবং বেসিক ব্যাংকে পদায়িত হন। মো. রফিকুল ইসলাম ২০০৪ সালে প্রোগ্রামার পদে সোনালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ দুই দশকের কর্মজীবনে তিনি সোনালী ব্যাংকের আইসিটি বিভাগসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি খুলনা, ময়মনসিংহ এবং জামালপুরের জেনারেল ম্যানেজার্স অফিসের জিএম হিসেবে দায়িত্ব পালন করেন। সোনালী ব্যাংকের সিবিএস বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি সোনালী ব্যাংকিং সলিউশন (এসবিএস) নামে ব্রাঞ্চ ব্যাংকিং সফটওয়্যার বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের ডিজিটালাইজশনে গুরুত্বপূর্ন অবদান রাখেন।

মো. রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব প্রফেশনাল ব্যাংকিং (এমপিবি) ডিগ্রি লাভ করেন। তিনি একজন সার্টিফাইড ডাটা বেইজ এ্যাডমিনিস্ট্রেটর (ডিবিএ)। তিনি দেশে-বিদেশে আইটির ওপর এবং অন্যান্য ব্যাংকিং বিষয়াবলীর উপর সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষণে অংশগ্রহন করেন। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

বিজ্ঞপ্তি/

ফরাজী হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন আইএফআইসি ব্যাংকের গ্রাহক ও কর্মীরা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পিএম
ফরাজী হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন আইএফআইসি ব্যাংকের গ্রাহক ও কর্মীরা
ছবি: বিজ্ঞপ্তি

শাখা-উপশাখায় দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি এবং স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফরাজী হাসপাতাল লিমিটেড-এর মধ্যে একটি বিশেষ সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

এই চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের সম্মানিত গ্রাহক এবং কর্মী ও তাদের পরিবারের সদস্যরা ফরাজী হাসপাতাল থেকে বিশেষ ছাড়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ফেরদৌসি বেগম ও ফারাজী হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম. মোক্তার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্জ বিজনেস মো রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার ইকবাল পারভেজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব এইচআর এন্ড লজিস্টিকস কে.এ.আর.এম মোস্তফা কামাল, হেড অব অপারেশনস হেলাল আহমেদ, চিফ ফিন্যান্সশিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল, ফরাজী ডেন্টাল ও রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওয়াহিদুজ্জামান জামান, ফরাজী হাসপাতাল এর হেড অব করপোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ড কমিউনিকেশন মো. মোজাম্মেল হক-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তগণ।

বিজ্ঞপ্তি/