
দেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণমূলক অর্ন্তভুক্তি ও ভূমিকার কথা বিবেচনা করে এবং নারী গ্রাহক ও উদ্যোক্তাদের সহযোগিতার উদ্দেশ্যে এনসিসি নারী ব্যাংকিং ‘পরমা’ এর অধীন আকর্ষণীয় সুদ হারে ‘পরমা পাওয়ার সেভার অ্যাকাউন্ট’, ‘পরমা পে-রোল অ্যাকাউন্ট’, ‘পরমা নারী সমতা অ্যাকাউন্ট’ ও ‘পরমা এফডিআর’ নামে নতুন চারটি প্রোডাক্ট চালু করা হয়েছে।
সম্প্রতি সিলেটের হবিগঞ্জে দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন নারী ব্যাংকিং এনসিসি পরমার নতুন চারটি প্রোডাক্ট এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।
এসময়, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকগণসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণে ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, এনসিসি ব্যাংক সব ধরনের গ্রাহকদের চাহিদা পূরণে এবং দ্রুততম সময়ে সর্বোত্তম ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এনসিসি ব্যাংক বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন তথা দেশে নারী উদ্যোক্তা তৈরী এবং নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশী সম্পৃক্ত করতে নতুন চারটি নারী ব্যাংকিং প্রোডাক্টের কার্যক্রম শুরু করল। এই প্রোডাক্টগুলো নারীদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, আমরা ইতোমধ্যেই ‘এনসিসি পরমা’ নামে নারী ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি। নারী গ্রাহকদের জন্য আমানত ও ঋণের সুবিধা সম্বলিত বিভিন্ন সেবার পাশাপাশি স্বতন্ত্র ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের বিভিন্ন লাইফস্টাইল সেবাসমূহ চালু করেছি যা অল্প সময়ের ব্যবধানে নারী গ্রাহক পর্যায়ে বিশেষ সমাদৃত হয়েছে। এরই ধারাবাহিকতায়, নারী গ্রাহক ও উদ্যোক্তাদের জন্য জমার বিপরীতে ৯০% পর্যন্ত ঋণ সুবিধা সম্বলিত ‘পরমা নারী সমতা ও পরমা এফডিআর,’ বিশেষ সঞ্চয়ী অ্যাকাউন্ট ‘পরমা পাওয়ার সেভার’ এবং এনসিসি ব্যাংকের সঙ্গে পে-রোল চুক্তি সম্বলিত বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবী নারীদের জন্য ‘পরমা পে-রোল’ নামে বিশেষ সুবিধাদি সম্বলিত চারটি নতুন নারী ব্যাংকিং প্রোডাক্ট চালু করা হয়েছে।
নারীদের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এই ব্যাংকিং প্রোডাক্টগুলো বিশেষ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজ্ঞপ্তি/মাহফুজ