ঢাকা ৪ বৈশাখ ১৪৩২, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
English
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

এনসিসি নারী ব্যাংকিং ‘পরমা’র অধীন নতুন ৪ প্রোডাক্ট চালু

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:০৮ পিএম
এনসিসি নারী ব্যাংকিং ‘পরমা’র অধীন নতুন ৪ প্রোডাক্ট চালু
ছবি: বিজ্ঞপ্তি

দেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণমূলক অর্ন্তভুক্তি ও ভূমিকার কথা বিবেচনা করে এবং নারী গ্রাহক ও উদ্যোক্তাদের সহযোগিতার উদ্দেশ্যে এনসিসি নারী ব্যাংকিং ‘পরমা’ এর অধীন আকর্ষণীয় সুদ হারে ‘পরমা পাওয়ার সেভার অ্যাকাউন্ট’, ‘পরমা পে-রোল অ্যাকাউন্ট’, ‘পরমা নারী সমতা অ্যাকাউন্ট’ ও ‘পরমা এফডিআর’ নামে নতুন চারটি প্রোডাক্ট চালু করা হয়েছে।

সম্প্রতি সিলেটের হবিগঞ্জে দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন নারী ব্যাংকিং এনসিসি পরমার নতুন চারটি প্রোডাক্ট এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। 

এসময়, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকগণসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির ভাষণে ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, এনসিসি ব্যাংক সব ধরনের গ্রাহকদের চাহিদা পূরণে এবং দ্রুততম সময়ে সর্বোত্তম ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এনসিসি ব্যাংক বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন তথা দেশে নারী উদ্যোক্তা তৈরী এবং নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশী সম্পৃক্ত করতে নতুন চারটি নারী ব্যাংকিং প্রোডাক্টের কার্যক্রম শুরু করল। এই প্রোডাক্টগুলো নারীদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, আমরা ইতোমধ্যেই ‘এনসিসি পরমা’ নামে নারী ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি। নারী গ্রাহকদের জন্য আমানত ও ঋণের সুবিধা সম্বলিত বিভিন্ন সেবার পাশাপাশি স্বতন্ত্র ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের বিভিন্ন লাইফস্টাইল সেবাসমূহ চালু করেছি যা অল্প সময়ের ব্যবধানে নারী গ্রাহক পর্যায়ে বিশেষ সমাদৃত হয়েছে। এরই ধারাবাহিকতায়, নারী গ্রাহক ও উদ্যোক্তাদের জন্য জমার বিপরীতে ৯০% পর্যন্ত ঋণ সুবিধা সম্বলিত ‘পরমা নারী সমতা ও পরমা এফডিআর,’ বিশেষ সঞ্চয়ী অ্যাকাউন্ট ‘পরমা পাওয়ার সেভার’ এবং এনসিসি ব্যাংকের সঙ্গে পে-রোল চুক্তি সম্বলিত বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবী নারীদের জন্য ‘পরমা পে-রোল’ নামে বিশেষ সুবিধাদি সম্বলিত চারটি নতুন নারী ব্যাংকিং প্রোডাক্ট চালু করা হয়েছে।

নারীদের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এই ব্যাংকিং প্রোডাক্টগুলো বিশেষ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞপ্তি/মাহফুজ                               

সাউথইস্ট ব্যাংক ১০ম সাইজিউর প্রযুক্তি কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পিএম
সাউথইস্ট ব্যাংক ১০ম সাইজিউর প্রযুক্তি কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন
ছবি: বিজ্ঞপ্তি

সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ১২ এপ্রিল ২০২৫ শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত ১০ম SyZure প্রযুক্তি কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।

প্রযুক্তি কাপ ক্রিকেট টুর্নামেন্ট হলো দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের (ব্যাংক, এনবিএফআই, ফার্মাসিউটিক্যাল, বাইং হাউস, ফিনটেক, আইটি কোম্পানি, এনজিও ও করপোরেট হাউস) মধ্যে সংগঠিত একটি প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্ট যেখানে প্রত্যেক টিমের খেলোয়াড়দের মধ্যে অর্ধেকই আইটি অফিসার থাকে। 

২০১২ সাল থেকে করপোরেট প্রযুক্তি লিমিটেড নামক প্রতিষ্ঠান এই প্রযুক্তি কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করে আসছে। SyZure ক্লাউড সার্ভিসেস ছিল ১০ম প্রযুক্তি কাপের টাইটেল স্পন্সর। 

১৬ টি দলের অংশগ্রহণে নক আউট ভিত্তিক প্রতিযোগিতায় পুরো টুর্নামেন্ট জুড়ে, ব্যাংকের আইটি বিভাগ এবং কার্ড বিভাগ এর কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সাউথইস্ট ব্যাংক দল অসাধারণ দক্ষতা, শৃঙ্খলা এবং দলীয় সমন্বয় প্রদর্শন করে অপরাজিত থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে জয় লাভ করে এবং গ্র্যান্ড ফাইনালে, সার্বিক দলীয় নৈপুণ্য প্রদর্শণ করে শিরোপা অর্জন করে। 

গ্র্যান্ড ফাইনালে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কার্ড ডিভিশনের প্রধান মো. আবদুস সাবুর খান, ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন-চার্জ কাজী মো. এহসানুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট অ্যাফেয়ার্স এন্ড সি এস আর ডিভিশনের প্রধান মো. মুসফিকুর রহমানের উপস্থিতি খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এছাড়া, সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর আরও অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও কর্মীরা পুরো টুর্নামেন্ট জুড়ে উপস্থিত থেকে খেলোয়ারদের উৎসাহিত করে গেছেন।

বিজ্ঞপ্তি/

বেসিক ব্যাংকের নতুন ডিএমডি রফিকুল ইসলাম

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ পিএম
বেসিক ব্যাংকের নতুন ডিএমডি রফিকুল ইসলাম
নবনিযুক্ত বেসিক ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা মো. রফিকুল ইসলাম। ছবি: বিজ্ঞপ্তি

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লি. এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে মো. রফিকুল ইসলাম সম্প্রতি যোগদান করেছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন এবং বেসিক ব্যাংকে পদায়িত হন। মো. রফিকুল ইসলাম ২০০৪ সালে প্রোগ্রামার পদে সোনালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ দুই দশকের কর্মজীবনে তিনি সোনালী ব্যাংকের আইসিটি বিভাগসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি খুলনা, ময়মনসিংহ এবং জামালপুরের জেনারেল ম্যানেজার্স অফিসের জিএম হিসেবে দায়িত্ব পালন করেন। সোনালী ব্যাংকের সিবিএস বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি সোনালী ব্যাংকিং সলিউশন (এসবিএস) নামে ব্রাঞ্চ ব্যাংকিং সফটওয়্যার বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের ডিজিটালাইজশনে গুরুত্বপূর্ন অবদান রাখেন।

মো. রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব প্রফেশনাল ব্যাংকিং (এমপিবি) ডিগ্রি লাভ করেন। তিনি একজন সার্টিফাইড ডাটা বেইজ এ্যাডমিনিস্ট্রেটর (ডিবিএ)। তিনি দেশে-বিদেশে আইটির ওপর এবং অন্যান্য ব্যাংকিং বিষয়াবলীর উপর সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষণে অংশগ্রহন করেন। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

বিজ্ঞপ্তি/

ফরাজী হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন আইএফআইসি ব্যাংকের গ্রাহক ও কর্মীরা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পিএম
ফরাজী হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন আইএফআইসি ব্যাংকের গ্রাহক ও কর্মীরা
ছবি: বিজ্ঞপ্তি

শাখা-উপশাখায় দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি এবং স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফরাজী হাসপাতাল লিমিটেড-এর মধ্যে একটি বিশেষ সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

এই চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের সম্মানিত গ্রাহক এবং কর্মী ও তাদের পরিবারের সদস্যরা ফরাজী হাসপাতাল থেকে বিশেষ ছাড়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ফেরদৌসি বেগম ও ফারাজী হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম. মোক্তার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্জ বিজনেস মো রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার ইকবাল পারভেজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব এইচআর এন্ড লজিস্টিকস কে.এ.আর.এম মোস্তফা কামাল, হেড অব অপারেশনস হেলাল আহমেদ, চিফ ফিন্যান্সশিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল, ফরাজী ডেন্টাল ও রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওয়াহিদুজ্জামান জামান, ফরাজী হাসপাতাল এর হেড অব করপোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ড কমিউনিকেশন মো. মোজাম্মেল হক-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তগণ।

বিজ্ঞপ্তি/   

 

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৪তম সমাবর্তন অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পিএম
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৪তম সমাবর্তন অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৪তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর আফতাবনগর খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার শিক্ষার্থীদের ডিগ্রী প্রদান করেন। এ সমাবর্তনে আন্ডার গ্রাজুয়েট ও গ্রাজুয়েট প্রোগ্রামের ২ হাজার ৮৮৫ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এছাড়া অনন্য মেধাবী ছয়জন শিক্ষার্থীকে দেওয়া হয় স্বর্ণ পদক। 

শিক্ষা উপদেষ্টা তার বক্তব্যে তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একদিকে নতুন প্রযুক্তি সম্ভাবনার দ্বার উন্মুক্ত করছে। অন্যদিকে বিশ্বব্যাপী অসহিষ্ণুতা, উগ্রজাতীয়তাবাদ এবং সংকীর্ণতা বড় অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে নিজেদের মেধা, দক্ষতা ও শ্রম দিয়ে বিশ্বব্যাপী শান্তি, সহিষ্ণুতা, সমতা ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়ে তুলতে তরুণদের প্রতি শিক্ষা উপদেষ্টা আহ্বান জানান।

ছবি: বিজ্ঞপ্তি 

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ জানান, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এখন খবরদারির জায়গা থেকে সহযোগিতার জায়গাতে চলে এসেছে। সদ্য স্নাতক পাস করা শিক্ষার্থীদের তিনি কর্মজীবনে পরিবারের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালনের উপদেশ দেন।   

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজ থেকে ২৫ বা ৩০ বছরের পরের বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করছে তোমাদের ওপর। গ্রাজুয়েটদের তিনি চাকরির বদলে উদ্যোক্তা হবার আহ্বান জানান। তবে কোনো উদ্যোগ শুরু করার আগে একদম নিচের ধাপ থেকে কাজটা শিখে নিয়ে তারপর ব্যবসা আরম্ভ করতে বলেন। অন্যথায় লোকসানের আশঙ্কা প্রকাশ করেন তিনি। চীনের উদাহরণ দিয়ে বলেন বড় প্রতিষ্ঠান করতে হবে এমন নয়, ছোট ছোট প্রতিষ্ঠান গড়েও দেশের জিডিপিতে বড় অবদান রাখা যায়। 

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বাংলাদেশ উচ্চামানের শিক্ষা কমিশন গঠনের দাবি জানান। পাশাপাশি একটি আধুনিক, বিজ্ঞানমনস্ক এবং উদ্ভাবনী শিক্ষানীতি প্রণয়নের জন্য শিক্ষা উপদেষ্টার কাছে দাবী তুলে ধরেন। শিক্ষার্থীদের তিনি বলেন, দেশের সম্পদ যথাযথভাবে ব্যবহার করে পণ্য ও সেবা তৈরিতে মনোনিবেশ করতে হবে। ‘আমদানি প্রবণ বাংলাদেশ’ তকমাটি ঘুচাতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন, আমাদের জনশক্তিকে সম্পদে রুপান্তর করতে হলে আমাদের প্রযুক্তিগত এবং ভাষাগত দক্ষতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে নিজেদের সৃজনশীলতা দিয়ে নতুন কিছু করতে উৎসাহ দেন তিনি।  

সমাবর্তন অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গ্রাজুয়েট ও তাদের অভিভাবকরা অংশ নেন। শিক্ষা জীবনের শেষে যথাসময়ে সনদ হাতে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।    

বিজ্ঞপ্তি/

 

পোলার নিয়ে এলো ‘পোলার কার্নিভাল হেজেলনাট’ আইসক্রীম

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:২৮ পিএম
পোলার নিয়ে এলো ‘পোলার কার্নিভাল হেজেলনাট’ আইসক্রীম
ছবি: বিজ্ঞপ্তি

ভোক্তার পছন্দ ও চাহিদাকে অগ্রাধিকার দিয়ে পোলার আইসক্রীম প্রথমবারের মতো নিয়ে এলো হেজেলনাট ফ্লেভারের কোন আইসক্রীম-‘পোলার কার্নিভাল হেজেলনাট’। হেজেলনাট ফ্লেভার ও রিপলের মজাদার স্বাদের সঙ্গে চকোলেট কোটেড সিরিয়াল বল এবং ক্রিস্পি চিপসের টপিং-এর অসাধারণ সংমিশ্রণে তৈরি এই আইসক্রীম একটি সম্পূর্ণ ভিন্নমাত্রার স্বাদের অভিজ্ঞতা।

সম্প্রতি কক্সবাজারে এক জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে পোলার হেজেলনাট কোনের লঞ্চিং ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলারের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হেড অব মার্কেটিং মো. আবদুল্লাহ-আল-মামুন, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন অ্যান্ড প্ল্যানিং সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব ইন্টারনাল অডিট মোহাম্মদ মনিরুজ্জামানসহ রিজিওনাল ও এরিয়া ম্যানেজার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

প্রতিটি বাইটে প্রিমিয়াম স্বাদের ‘পোলার কার্নিভাল হেজেলনাট’ আইসক্রীম ভালো করতেই পারে ভোক্তার মন।

 বিজ্ঞপ্তি/