ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

বিজিআইসির অগ্নি বীমার দাবি পরিশোধ

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৩:৫১ পিএম
বিজিআইসির অগ্নি বীমার দাবি পরিশোধ
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসি. এর বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোংলা ইপিজেড, খুলনায় ভিআইপি- ১ এর ব্যাগ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় গত ২০২৩ সালের ৩১ শে জানুয়ারি।

এর প্রেক্ষিতে বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ অন অ্যাকাউন্ট অগ্রিম দেওয়ার জন্য বিজিআইসির কাছে আবেদন করে। বিজিআইসি স্বল্পতম সময়ের মধ্যে ব্রোকার প্রটেকশন রি এর মাধ্যমে বিদেশি পুন:বীমাকারীর কাছ থেকে ১১ কোটি টাকা প্রাপ্ত হয়ে ১৩ মার্চ ২০২৫ তারিখে বিজিআইসির প্রধান কার্যালয়ে বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজকে বীমা দাবির চেক হস্তান্তর করে।

চেক হস্তান্তরের সময় বিজিআইসির মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিজিআইসি ও ভিআইপি-এর উর্ধ্বতন কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/মেহেদী/

ঢাকা ব্যাংকের ‘ম্যানেজারস কনফারেন্স’ অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৫২ এএম
ঢাকা ব্যাংকের ‘ম্যানেজারস কনফারেন্স’ অনুষ্ঠিত
কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ব্যাংকের ‘ম্যানেজারস কনফারেন্স’ অনুষ্ঠিত।ছবি: বিজ্ঞপ্তি

ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজার কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ই এপ্রিল) বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন।

এ সভায় ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ মারুফ সভাপতিত্ব করেন। 

এ সময় প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও স্পনসর এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক সর্বজনাব আব্দুল্লাহ আল আহসান, আলতাফ হোসাইন সরকার, খন্দকার মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ জসিম উদ্দিন, আমিরউল্লাহ, স্পনসর শেয়ার হোল্ডার খন্দকার জামিল উদ্দিন, স্বতন্ত্র পরিচালক আহবাব আহমেদ, ডক্টর মোহাম্মদ আলী তসলিম, ফিরোজ আহমেদ, প্রফেসর বিলকিস আরা বেগম উপস্থিত ছিলেন।  

এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আখলাকুর রহমান (করপোরেট ব্যাংকিং), মোহাম্মদ মোস্তাক আহমেদ, শেখ আব্দুল বাকিরসহ ঢাকা ব্যাংকের  দেশের সব শাখার ম্যানেজার,  ম্যানেজার অপারেশন ও ডিভিশনসের প্রধান। 

সভায় One Team, One Vision- Achieving Growth Through Synergy এই স্লোগানকে সঙ্গে নিয়ে ২০২৫ সালের ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কর্মসূচি ও কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত আলোচনা করা হয়।      

বিজ্ঞপ্তি/পপি/

পদ্মা ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত চেয়ে মানববন্ধন

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪০ পিএম
পদ্মা ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত চেয়ে মানববন্ধন
গুলশানে পদ্মা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহকদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

আমানত ফেরত চেয়ে মানববন্ধন করেছেন পদ্মা ব্যাংকের গ্রাহকরা। মঙ্গলবার রাজধানীর (১৫ এপ্রিল) গুলশানে পদ্মা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতকে সহায়তা করার অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খানের বিরুদ্ধে তদন্তেরও দাবি জানান। পাশাপাশি ব্যাংকের এই পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আন্দোলনকারীরা বলেন, ‘পদ্মা ব্যাংক থেকে আমাদের কষ্টার্জিত আমানত ফেরত পেতে বহুবার আবেদন করা হলেও এখনো কোনো প্রতিকার পাইনি। এই ভয়াবহ আর্থিক ধ্বংসের পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত দুর্নীতি ও জালিয়াতির চক্র, যার নেতৃত্বে ছিলেন পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফাত এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান।’

তারা আরও বলেন, নাফিস শরাফাত সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ব্যবহার করে আর্থিক খাতে ব্যাপক প্রভাব বিস্তার করেন। এই রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ অর্জন করেন। ২০১৮ সালের জানুয়ারিতে শরাফাত পদ্মা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই তার আস্থাভাজন সাতজনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন। এই সাতজন একটি সুসংগঠিত চক্র গঠন করেন। যারা অনুমোদনবিহীন ভুয়া ঋণ কার্যক্রমের মাধ্যমে প্রায় ৮০০ কোটি টাকা লুটপাট করেন এবং এর একটি বড় অংশ বিদেশে পাচার করেন। এই সাতজনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের পাশাপাশি তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবি জানান তারা। সেই সঙ্গে আমানতকারীদের টাকা ফেরতে বাংলাদেশ ব্যাংকের সুষ্পষ্ট রোডম্যাপ চান তারা।  

 

চুয়েটে ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন করেছে হুয়াওয়ে

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:২৪ পিএম
আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পিএম
চুয়েটে ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন করেছে হুয়াওয়ে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘ক্যাম্পাস রিক্রুটমেন্ট’ কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘ক্যাম্পাস রিক্রুটমেন্ট’ কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে। সদ্য স্নাতক সম্পন্নকারীরা যাতে বিশ্ববিদ্যালয় পাশ করার সঙ্গে সঙ্গে একটি উজ্জ্বল পেশাজীবন পান, সেটাই ছিলো এই আয়োজনের মূল লক্ষ্য।

হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে মঙ্গলবার (১৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে চুয়েট এবং হুয়াওয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। হুয়াওয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সিনিয়র এইচআর ম্যানেজার মো. ফারা নেওয়াজ, এইচআর ম্যানেজার ওমর হায়দার মাসফিক আহমেদ ও অ্যাসিস্টেন্ট এইচআর ম্যানেজার মো. খালিদ হোসেন। চুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সামসুল আরেফিন ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মেহেদী হাসান চৌধুরী।

সম্প্রতি চুয়েটের বিভিন্ন বিভাগ থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এই কর্মসূচির মধ্যে ছিল একটি বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা ও ইন্টারভিউ সেশন। নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়েতে কাজের সুযোগ পাবেন। এই নির্বাচনি প্রক্রিয়ার পাশাপাশি পাশাপাশি মো. ফারা নেওয়াজ একটি সেশন পরিচালনা করেছিলেন; যেখানে তিনি আন্তর্জাতিক এবং জাতীয় টেলিকম শিল্পের বর্তমান প্রেক্ষাপট এবং এই খাতে হুয়াওয়ের ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা করেন। 

হুয়াওয়ের এইচআর ডিরেক্টর লিনজিয়াও বলেন, ‘নিয়মিত ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজনের মাধ্যমে আমরা নতুন গ্র্যাজুয়েটদের জন্য কাজের সুযোগ তৈরি করি যাতে তারা দেশের প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখতে পারে। হুয়াওয়ে নতুন গ্র্যাজুয়েট ও অভিজ্ঞদের এক পরিবার এবং এই সমন্বয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সদ্য স্নাতক সম্পন্নকারীরা নতুন-নতুন ধারণা নিয়ে আসতে পারে। চুয়েটে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে এবং আমরা তাদেরকে হুয়াওয়ের অন্তর্ভুক্ত করতে পেরে আনন্দিত।’ 

এই উদ্যোগের বিষয়ে অ্যাসোসিয়েট প্রফেসর ড. মেহেদী হাসান চৌধুরী বলেন, ‘হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আমাদের শিক্ষার্থীদেরকে আইসিটিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগের একটি মূল্যবান প্ল্যাটফর্ম দিয়েছে। এটি শিল্পখাতের চাহিদা সম্পর্কে তাদেরকে আরও বেশি ধারণা দেওয়ার পাশাপাশি ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ দিয়েছে।’

এই কর্মসূচির একজন অংশগ্রহণকারী তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, ‘আমি যদি আইসিটি ও টেলিকম খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হুয়াওয়েতে কাজের সুযোগ পাই, তাহলে দারুণভাবে আমার ক্যারিয়ার শুরু করতে পারব। আমি সিনিয়রদের কাছে শুনেছি যে, পারফরমেন্সই হুয়াওয়ের চালিকাশক্তি। এই কর্মসূচিতে অংশ নিয়ে আমি অনুপ্রাণিত বোধ করছি। একটি সম্পূর্ণভাবে সংযুক্ত বৃদ্ধিবৃত্তিক বাংলাদেশ গড়ে তুলতে আমি প্রস্তুত।’

হুয়াওয়ের বেশিরভাগ কর্মীকে দেশীয় জনবল থেকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা শুধু বাংলাদেশ নয়, বরং হুয়াওয়ের অন্যান্য কার্যালয়গুলোতেও অবদান রাখছে।

বিজ্ঞপ্তি/

কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচারসমৃদ্ধ স্মার্ট প্রযুক্তিপণ্য প্রদর্শন করল ওয়ালটন

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচারসমৃদ্ধ স্মার্ট প্রযুক্তিপণ্য প্রদর্শন করল ওয়ালটন
ক্যান্টন ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নের এক্সিকিউটিভদের সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। ছবি: বিজ্ঞপ্তি

মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো ‘চায়না আমদানি ও রফতানি মেলা’ বা ক্যান্টন ফেয়ারের ১৩৭ তম আসর। চীনের ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ এই মেগা ট্রেড শো’র বিগত কয়েকটি আসরে ব্যাপক সাফল্য অর্জনের ধারাবাহিকতায় এবারের আসরেও অংশ নিয়েছে বাংলাদেশের টেক জায়ান্ট  গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। ক্যান্টন ফেয়ারের এবারের আসরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইওটি বেজড বিশ্বের সর্বাধুনিক স্মার্ট ফিচার সমৃদ্ধ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করছে ওয়ালটন। 

ওয়ালটন সূত্রমতে, ক্যান্টন ফেয়ারের আন্তর্জাতিক অঙ্গনের ২.১ নাম্বার হলে স্থাপন করা হয়েছে ওয়ালটনের মেগা প্যাভিলিয়ন। যেখানে প্রদর্শন করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ইন্টারনেট অব থিংকস (আইওটি) এর মতো সর্বাধুনিক ও উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, টেলিভিশনসহ ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েব ওভেন, ব্লেন্ডারসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী। এছাড়াও বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির লো নয়েজ ফিচার সমৃদ্ধ ফ্রিজ কম্প্রেসারও প্রদর্শন করছে ওয়ালটন। মেলার উদ্বোধনী দিনে ওয়ালটন প্যাভিলিয়নের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।  

ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট এবং ক্যান্টন ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নের প্রধান সমন্বয়ক আব্দুর রউফ জানান, ক্যান্টন ফেয়ার- বিশ্বের অন্যতম এক মেগা ট্রেড শো। এখানে একই ছাদের নিচে বিশ্বের খ্যাতনামা ব্র্যান্ডগুলোর লেটেস্ট প্রযুক্তির পণ্য সম্পর্কে ধারণা পাওয়া যায় বিধায় প্রতিবছরই চীনসহ বিশ্বের সব প্রান্ত থেকে কয়েক লাখ ব্যবসায়ী ক্যান্টন ফেয়ারে আসেন। বিশ্বের বিভিন্ন দেশের আমদানিকারক, ব্যবসায়ী ও উৎপাদকদের মধ্যে সেতু বন্ধন তৈরির বড় প্লাটপর্ম হচ্ছে ক্যান্টন ফেয়ার। এরই প্রেক্ষিতে বিগত কয়েক বছর ধরে এই ট্রেড শো’তে নিয়মিত অংশ নিয়ে আসছে ওয়ালটন। প্রতিটি আসরেই বিশ্বের বিভিন্ন দেশে ওয়ালটন ব্র্যান্ডের ব্যবসায়িক অংশীদার তৈরি হয়েছে। যাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ক্যান্টন ফেয়ারের এবারের আসরেও বিশ্বের সর্বাধুনিক স্মার্ট প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ আন্তর্জাতিকমানের পণ্য নিয়ে হাজির হয়েছে ওয়ালটন। পূর্বের ন্যায় এই আসরেও বিশ্বের নতুন নতুন দেশেগুলোতে বাজার সম্প্রসারণে ব্যবসায়িক অংশীদার তৈরিতে সক্ষম হবে ওয়ালটন। 

ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার সূত্রমতে, ক্যান্টন ফেয়ারে এআইওটি ফিচারসমৃদ্ধ ৬৪৬ লিটার ধারণক্ষমতার মাল্টি-কালার ও বিগ ডিসপ্লে ডিজাইনের সাইড বাই সাইড রেফ্রিজারেটর প্রদর্শন করছে ওয়ালটন। এই ফ্রিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অব থিংস বেজড এমএসও প্লাস (ম্যাট্রিক্স স্পিড অপটিমাইজেশন) ইনভার্টার টেকনোলজি বাইরের তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে কম বিদ্যুৎ খরচে ফ্রিজের অভ্যন্তরীণ সর্বোচ্চ কুলিং পারফরমেন্স নিশ্চিত করে। ফ্রিজের রেফ্রিজারেটর ও ফ্রিজার কম্পার্টমেন্টের কুলিং পারফরমেন্স গ্রাহক তার পছন্দমত সেট করতে পারবেন। এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এছাড়াও ফ্রিজের কম্প্রেসারে ব্যবহার করা হয়েছে বিশ্ব স্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর৬০০এ গ্যাস। এআইওটি বেজড এই মডেলের ফ্রিজগুলো স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পরিচালনা করা যাবে।

ক্যান্টন ফেয়ারে ইনভার্টার প্রযুক্তির সোলার হাইব্রিড স্পিট টাইপ এসি, ৫-ইঞ্চির ডিজিটাল ডিসপ্লে এসি ও অফলাইন ভয়েস কন্ট্রোল এসি প্রদর্শিত হচ্ছে। স্মার্ট আইওটি প্রযুক্তি সমৃদ্ধ ওয়ালটন এসি বিশ্বের যেকোনো প্রান্তে বসে স্মার্টফোনের মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণ করা যাবে।

ওয়ালটনের সোলার হাইব্রিড স্পিট টাইপ এসি দিনের বেলায় সোলার পাওয়ারের মাধ্যমে চলবে। যদি সোলার পাওয়ার কম থাকে, তখন সোলার পাওয়ার থেকে আগে বিদ্যুৎ নিয়ে তারপর প্রয়োজন অনুযায়ী বৈদ্যুতিক লাইনের মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে চলবে এই এসি। এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এছাড়া রাতের বেলায় সোলার পাওয়ার ব্যাটারির মাধ্যমে বা বৈদ্যুতিক লাইনেও চলবে এটি। এতে আরও ব্যবহার করা হয়েছে মরিচা প্রতিরোধক কোটেক ইন্ডাস্ট্রিয়াল সলিউশন প্রযুক্তি। 

ক্যান্টন ফেয়ারে প্রদর্শন করা হচ্ছে থ্রি-ইন-ওয়ান কনভার্টিবল টেকনোলজিসহ ইন্টিগ্রেটেড ৫-ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে। এতে রুম ও আউটডোর টেম্পারেচার, বিদ্যুৎ কনজম্পশন রেট, গত মাস বা গত বছরের কনজাম্পশন রেট ইত্যাদি সূক্ষ্মভাবে মনিটর করা যাবে। ওয়ালটনের অফলাইন ভয়েস কন্ট্রোল এসি ভয়েস কমান্ডের মাধ্যমেই পরিচালনা করা যাবে। ওয়ালটন এসিতে ব্যবহার করা বিশ্বের সর্বোচ্চ পরিবেশবান্ধব আর২৯০ গ্যাস। 
 
উল্লেখ্য, চীনের গুয়াংজুতে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৬৮ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ক্যান্টন ফেয়ার। এপ্রিলের ১৫ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলবে ১৩৭তম ক্যান্টন ফেয়ারের প্রথম ধাপ। যেখানে বিশ্বের নামকরা প্রযুক্তি জায়ান্টগণ ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, লাইটিং ইক্যুইপমেন্ট, ভেহিকেলস অ্যান্ড স্পেয়ার পার্টস, মেশিনারি এবং হার্ডওয়্যার অ্যান্ড টুলস পণ্য প্রদর্শন করবে। ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ক্যাটাগরিতে বিশ্বের অন্যতম এই বৃহৎ মেলায় ৫ম বার অংশ নিয়েছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। 

বিজ্ঞপ্তি/

 

 

বঙ্গাব্দ ১৪৩২ বরণ করল কিডস টাইম

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পিএম
আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:০২ পিএম
বঙ্গাব্দ ১৪৩২ বরণ করল কিডস টাইম
বঙ্গাব্দ ১৪৩২ বরণ করেছে দেশের জনপ্রিয় আফটার স্কুল প্রোগ্রাম কিডস টাইম। ছবি: বিজ্ঞপ্তি

শিশুদের অংশগ্রহণে নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে বঙ্গাব্দ ১৪৩২ বরণ করেছে দেশের জনপ্রিয় আফটার স্কুল প্রোগ্রাম কিডস টাইম। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) ধানমন্ডি শাখায় আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠান সকালে বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়।  

ফেস পেইন্টিং, ইচ্ছেমত নাচ-গান, মুড়ি-মুড়কি খাওয়াসহ আরও অনেক আয়োজনে আনন্দে মেতে ওঠে শিশুরা। অভিভাবকসহ কিডস টাইমের শিক্ষার্থীরা অংশ নেয় বর্ষবরণের এ অনুষ্ঠানে। কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, ‘শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে নিজস্ব সংস্কৃতির চর্চা গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞপ্তি/