দুবাই ডার্মায় সিওডিলের সাফল্য: ২ মিলিয়ন ডলারের বাংলাদেশি পণ্যের রপ্তানি আদেশ। ছবি: সংগৃহীত
দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় ডার্মাটোলজি প্রদর্শনী ‘দুবাই ডার্মা ২০২৫’-এ চমক দেখিয়েছে বাংলাদেশের তৈরি মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল। যুক্তরাষ্ট্রভিত্তিক রিমার্ক এলএলসি ইউএসএ-এর এই ব্র্যান্ড দুবাই ডার্মায় অংশ নিয়ে প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আদেশ পেয়েছে। যা বাংলাদেশের স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির জন্য এক ঐতিহাসিক মাইলফলক।
বুধবার (১৬ এপ্রিল) দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হওয়া দুবাই ওয়ার্ল্ড ডার্মাটোলজি অ্যান্ড লেজার কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন-দুবাই ডার্মার শেষ দিন ছিল।
১১৪টি দেশের ২৫ হাজারেরও বেশি দর্শনার্থী ও ১ হাজার ৮৭৫টি ব্র্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে সিওডিলের স্টল ছিল দর্শনার্থী, বিশেষজ্ঞ ডাক্তার ও আমদানিকারকদের ভিড়ে মুখর। সিওডিলের প্রাকৃতিক ও রাসায়নিক বিক্রিয়ামুক্ত পণ্যের অভিনব উপস্থাপন প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।
মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশের বায়ার সিওডিল পণ্য ক্রয়ে আগ্রহ প্রকাশ করেছেন। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, ভারত এবং লিবিয়া থেকেও এসেছে সরাসরি রপ্তানির অর্ডার।
ভারতীয় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রিতিকা পান্ডে বলেন, ‘সিওডিলের পণ্যগুলো আমার রোগীদের জন্য দারুণ উপযোগী। দামও হাতের নাগালে, এটি দক্ষিণ এশিয়ার দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি কার্যকর সমাধান।’
বাংলাদেশের খ্যাতনামা ডার্মাটোলজিস্ট ডা. ঝুমু খান বলেন, ‘দুবাই ডার্মার মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশি ব্র্যান্ডের উপস্থিতি দেখে গর্বিত। সিওডিল বাংলাদেশের উৎপাদন সক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেছে।’
সিওডিলের হেড অব বিজনেস সুকান্ত দাস জানান, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ক্লায়েন্টদের কাছ থেকে ২ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ পাওয়া গেছে। এটি এই অঞ্চলে ব্র্যান্ডের প্রবেশ ও সম্প্রসারণে উল্লেখযোগ্য মাইলফলক।
হারল্যান স্টোরসহ বিভিন্ন রিটেল চ্যানেলে বাংলাদেশে সিওডিল পণ্য সহজলভ্য। প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ‘সাশ্রয়ী দামে আন্তর্জাতিক মানের পণ্য সরবরাহ করায় সিওডিল এখন দেশের শীর্ষ স্কিন কেয়ার ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।’
রিমার্ক এইচবি এরই মধ্যে দক্ষিণ এশিয়ায় মেডিকেটেড স্কিন কেয়ার পণ্যের নির্ভরযোগ্য হাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে। গুণগতমান, গবেষণা ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে সিওডিল বিশ্ব স্কিন কেয়ার বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করছে।
বিজ্ঞপ্তি/তাওফিক/