ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ৪র্থ বর্ষপূর্তিতে বিশেষ ইফতার মাহফিল

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০২:২৯ পিএম
ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ৪র্থ বর্ষপূর্তিতে বিশেষ ইফতার মাহফিল
ছবি: বিজ্ঞপ্তি

পবিত্র রমজান মাসে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার তাদের সাফল্যের চতুর্থ বছর উদযাপন করেছে। এই বিশেষ দিনে হাসপাতাল প্রাঙ্গণে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশেষায়িত হাসপাতাল হিসেবে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল বিগত চার বছর ধরে অত্যাধুনিক চিকিৎসা সুবিধা এবং দক্ষ পেশাদার কর্মীদের মাধ্যমে ক্যান্সার রোগীদের সেবায় নিয়োজিত রয়েছে।

এই প্রতিষ্ঠানটি ব্লাড ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, স্তন ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, হাড়ের ক্যান্সার, অগ্ন্যাশয়ের ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সারের মতো বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেওয়ার পাশাপাশি নিউরোলজি, গ্যাস্ট্রএন্টারোলজিসহ এক ছাদের নিচে সবরকম স্বাস্থ্যসেবা দেওয়ায় বিশেষ খ্যাতি অর্জন করেছে।

প্রতিষ্ঠার পর থেকে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ঢাকার অভ্যন্তরীণ সেরা ক্যান্সার হাসপাতাল হওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। চার বছরে হাসপাতালটি কেবল অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন করেনি বরং সাশ্রয়ী মূল্যে উন্নত মানের ক্যান্সার চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

ইফতার মাহফিলের মিলনমেলায় সবাই হাসপাতালের চার বছরের পথচলার বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা শেয়ার করেন এবং আগামী দিনে আরও উন্নত সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। রমজান মাসের পবিত্রতা ও তাৎপর্য এই উদ্‌যাপনকে আরও মহিমান্বিত করে তোলে, যা প্রতিষ্ঠানের মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতাকে সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলে।  
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাকিফ শামীম। অনুষ্ঠানে তিনি হাসপাতালের বিগত চার বছরের কার্যক্রমের ওপর আলোকপাত করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা দেন।

তিনি বলেন, ‘বিগত চার বছর ধরে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল বাংলাদেশের মানুষের জন্য সর্বোত্তম ক্যান্সার সেবা প্রদানে নিবেদিত ছিল। ক্যান্সার জয় করার যে স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, এই বর্ষপূর্তি সেই পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের চিকিৎসক, নার্স ও অন্যান্য সব কর্মীর অক্লান্ত পরিশ্রম এবং রোগীদের আস্থা ও ভালোবাসাই এই অর্জন সম্ভব করেছে। আমরা আগামীতেও অত্যাধুনিক চিকিৎসা এবং মানবিক সেবা প্রদানের মাধ্যমে ক্যান্সার রোগীদের পাশে থাকব।’ 
তার এই বক্তব্য হাসপাতালের ভবিষ্যৎ লক্ষ্যের প্রতি দৃঢ় প্রত্যয় এবং রোগীদের প্রতি গভীর মমত্ববোধের প্রতিফলন ঘটায়।  

ইফতার মাহফিলে হাসপাতালের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। চিকিৎসক, নার্স এবং অন্যান্য সিনিয়র কর্মীরা এই অনুষ্ঠানে একত্র হয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং হাসপাতালের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এই মিলনমেলা শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি ছিল হাসপাতালের একটি পরিবারের মতো বন্ধনকে আরও সুদৃঢ় করার সুযোগ। অনুষ্ঠানে উপস্থিত সবাই একযোগে হাসপাতালের সাফল্যের জন্য নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এই সম্মিলিত অংশগ্রহণ হাসপাতালের কর্মসংস্কৃতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে প্রতিটি সদস্যই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সমানভাবে নিবেদিত। 

বিজ্ঞপ্তি/সুমন/

আরসিআরইউয়ের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফিলিস্তিনে শহিদদের জন্য দোয়া

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০৩ পিএম
আরসিআরইউয়ের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফিলিস্তিনে শহিদদের জন্য দোয়া
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি। ছবি: বিজ্ঞপ্তি

‘সত্যের সন্ধানে’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা এবং ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং ইউনিটির কার্যালয়ের সামনের চত্বরে একটি বৃক্ষরোপণ করা হয়। 

এর পর হাজী মোহাম্মদ মহসিন ভবনের গ্যালারি রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।

আরসিআরইউয়ের সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। 

ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দিন, ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, শিক্ষক উপদেষ্টা ও মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আজমত আলী, শিক্ষক উপদেষ্টা ও বাংলা বিভাগের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী বলেন, ‘ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর দীর্ঘদিন ধরে যে মানবতাবিরোধী হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা সভ্যতা ও মানবিকতার পরিপন্থি। একজন মুসলিম হিসেবে, একজন মানবতাবাদী মানুষ হিসেবেও এটি মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। এই নিষ্ঠুরতার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সোচ্চার হওয়া জরুরি। রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি সময়োপযোগী বিষয়ে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করে তুলছে, যা অত্যন্ত প্রশংসনীয়।’

প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান বলেন, ‘রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির পথচলা সহজ ছিল না। শুরুতে এটি ছিল সীমিত কিছু শিক্ষার্থীর উদ্যোগ। আজ এই সংগঠনের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে, যা আমাদের গর্বিত করে। শিক্ষার্থীদের সাংবাদিকতায় যুক্ত করে সত্য ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করার ক্ষেত্রে আরসিআরইউয়ের ভূমিকা অনস্বীকার্য।’

শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. সেরাজ উদ্দিন বলেন, ‘সাংবাদিকতা হচ্ছে একটি দায়িত্বশীল পেশা। আরসিআরইউ তার সদস্যদের নৈতিকতা, দক্ষতা ও দায়বদ্ধতার মাধ্যমে সেই দায়িত্ব পালনের প্রশিক্ষণ দিচ্ছে। রাজশাহী কলেজের ইতিহাসে এ ধরনের একটি প্ল্যাটফর্ম ছাত্রদের ভাবনার জগৎকে প্রসারিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানে ইউনিটির সাবেক প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক এবং এখন টিভির রাজশাহী ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজিব, সাবেক সভাপতি বাবর মাহমুদ, সাবেক সভাপতি ও কমিটি উপদেষ্টা আব্দুল হাকিম, সাবেক যুগ্ম সম্পাদক হাদিসুর রহমান, আইটি এক্সপার্ট নাহিদ ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ওলিউর রহমান বাবু, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবির ও কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।

এ সময় ইউনিটির যুগ্ম সম্পাদক সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস ইবতিদা, দপ্তর সম্পাদক  মো. শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক ইব্রাহিম হোসেন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ফারহানা ইয়াসমিন ছন্দা, সদস্য উম্মে সিদ্দিকা সুইটিসহ সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/পপি/

গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলেছে মেঘনা গ্রুপ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:০২ এএম
গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলেছে মেঘনা গ্রুপ

সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। 

গত সোমবার (২২ এপ্রিল) এমজিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এ ব্যাপারে প্রতিষ্ঠানটির অবস্থান তুলে ধরা হয়েছে। 

শীর্ষস্থানীয় এই শিল্প গোষ্ঠী জানিয়েছে, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তার সবকিছুই মিথ্যা। এমজিআই জানায়, ‘সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে আমাদের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রকাশিত কিছু বিভ্রান্তিমূলক প্রতিবেদন নজরে এসেছে। এমজিআই থেকে আমরা এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি, যেকোনো স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত- সেটি দেশি হোক অথবা আন্তর্জাতিক পর্যায়ের হোক, আমাদের সব প্রচলিত আইন ও নিয়মকানুন মেনে চলার বিষয়টি পুনর্ব্যক্ত করবে।’

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ‘আমরা অভ্যন্তরীণ শাসনব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করে থাকি এবং নিয়মিত নিরপেক্ষ অডিট সম্পন্ন হয়ে থাকে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, নিরপেক্ষ তদন্ত হলে আমাদের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যাবে না।’

এমজিআই জানায়, কিছু অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে, যার লক্ষ্য হলো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি শিল্প গ্রুপকে অস্থিতিশীল করে তোলা। শিল্প গ্রুপটি সব স্টেকহোল্ডার, বিশেষ করে সংবাদমাধ্যমগুলোকে বস্তুনিষ্ঠ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করার অনুরোধ জানিয়েছে। 

রাকাবের পরিচালনা পর্ষদের ৫৯১তম সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:২৩ এএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০৫ পিএম
রাকাবের পরিচালনা পর্ষদের ৫৯১তম সভা অনুষ্ঠিত
রাকাবের পরিচালনা পর্ষদের ৫৯১তম সভা অনুষ্ঠিত। ছবি: বিজ্ঞপ্তি

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের ৫৯১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। 

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম এবং পরিচালনা পর্ষদের পরিচালকরা রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি; রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহেদ মণ্ডল; প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের অতিরিক্ত পরিচালক মো. শফিকুল ইসলাম এবং পর্ষদ সচিবালয়ের সচিব মো. সানা উল্লাহ অংশ নেন। 

এ সভায় ব্যাংকের সার্বিক কাজের ওপর আলোচনা করে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তি/পপি/

বিসিসিবি ওমেনের পহেলা বৈশাখ মিলনমেলা

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পিএম
আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ পিএম
বিসিসিবি ওমেনের পহেলা বৈশাখ মিলনমেলা
ছবি: বিজ্ঞপ্তি

কানাডার স্কারবোরোতে বিসিসিবি ওমেন এর পক্ষে গত রবিবার (২০ এপ্রিল) আয়োজিত হয় পহেলা বৈশাখ মিলন মেলা। ওই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তানিজা রেজা। সহযোগিতায় ছিলেন আফসানা জেরিন, নাসিরা সিদ্দিক এবং সুরভী সাহা রায়।

বিসিসিবি ওমেন এর সুন্দর এই আয়োজনে মূল ধারার সহযোগিতায় ছিলেন কো-ফাউন্ডার রিমন মাহমুদ এবং সায়মা হাসান।

এই বৈশাখী মিলন মেলা অনুষ্ঠিত হয় স্কারবোরো এর বাংলাদেশি অধ্যুষিত এলাকা ডানফোর্থ এর খাজনা কুইন রেস্টুরেন্টে। খাজনা কুইন এর সত্ত্বাধিকারী মিমি শারমিন পহেলা বৈশাখের আমেজে রেখেছিলেন রকমারি বাঙালি খাবারের সমাহার। 

এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আসমা সুমির আবৃতি, ফারজি রিমি, সায়েদা ফাহমি চৌধুরী এবং সুইটি মাহমুদের মিস্টি কণ্ঠের গান, ফাহমিদা মতিনের মেহেন্দি রাঙানো। এছাড়াও কিছু মজার টপিক নিয়ে কথা বলা সঙ্গে র‌্যাফেল ড্র। 

এভাবে হাসি-আনন্দ বিসিসিবি ওমেন প্লাটফর্ম এর নারীদের পরিচিতি হয় একে ওপরের সঙ্গে। অ্যাডমিন হিসেবে তানিজা রেজা সকল অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ দিয়েছেন।

বিজ্ঞপ্তি/

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পিএম
আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পিএম
পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মন্ডল। 

সভায় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক হাবিবুর রহমান, মোস্তফা আহমদ, শাহীনুজ্জামান ইয়াকুব, রুনা ফৌজিয়া হাফিজ, আহমেদ সালাহ্ সাত্তার, আয়শা ফারহা চৌধুরী, আজিজুর রহমান, আসিফ এ. চৌধুরী, নাদির আহমেদ, মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, মোহাম্মদ আলী এবং পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আহসান উল্লাহ্ ও মহাব্যবস্থাপক মো. শাহ্ আলম উপস্থিত ছিলেন। এসময় পূবালী ব্যাংকের সিএফও ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া এফসিএ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/