ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:৫৭ পিএম
কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক
ছবি: বিজ্ঞপ্তি

কুষ্টিয়ার ভেড়ামারায় ৫ লাখ ৩৬ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ নসিমন ভ্যান গাড়ি আটক করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ৯ টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল-২ এর কর্মকর্তারা এসব অবৈধ বিড়ি আটক করেন।

কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল- এর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, একটি চক্র নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়া বিড়ি-সিগারেট বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মোল্লাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করি। অভিযানের খবরে একটি জঙ্গলে নসিমন গাড়ি ভর্তি নকল বিড়ি রেখে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরবর্তী সময়ে দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধ হয়ে অভিযান পরিচালনাকারী টিমের সদস্যদের উপর আক্রমণের চেষ্টা করলে কাষ্টমস কর্মকর্তারা বিড়িসহ নসিমন গাড়ি নিয়ে স্থান ত্যাগ করতে সার্মথ্য হয়।  

তিনি আরও বলেন, অভিযান থেকে ৫ লাখ ৩৬ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক করা হয়েছে।

এর মধ্যে তিন লাখ ২৪ হাজার নকল আকিজ বিড়ি, ১ লাখ ৬২ হাজার কারিকর বিড়ি এর ৫০ হাজার শলাকা কিসমত বিড়ি। যার মোট মূল্য ৫ লাখ টাকা। প্রতিষ্ঠানগুলোর বিপরীতে আইন অনুযায়ী মামলা করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞপ্তি/মাহফুজ

গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলেছে মেঘনা গ্রুপ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:০২ এএম
গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলেছে মেঘনা গ্রুপ

সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। 

গত সোমবার (২২ এপ্রিল) এমজিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এ ব্যাপারে প্রতিষ্ঠানটির অবস্থান তুলে ধরা হয়েছে। 

শীর্ষস্থানীয় এই শিল্প গোষ্ঠী জানিয়েছে, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তার সবকিছুই মিথ্যা। এমজিআই জানায়, ‘সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে আমাদের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রকাশিত কিছু বিভ্রান্তিমূলক প্রতিবেদন নজরে এসেছে। এমজিআই থেকে আমরা এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি, যেকোনো স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত- সেটি দেশি হোক অথবা আন্তর্জাতিক পর্যায়ের হোক, আমাদের সব প্রচলিত আইন ও নিয়মকানুন মেনে চলার বিষয়টি পুনর্ব্যক্ত করবে।’

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ‘আমরা অভ্যন্তরীণ শাসনব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করে থাকি এবং নিয়মিত নিরপেক্ষ অডিট সম্পন্ন হয়ে থাকে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, নিরপেক্ষ তদন্ত হলে আমাদের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যাবে না।’

এমজিআই জানায়, কিছু অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে, যার লক্ষ্য হলো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি শিল্প গ্রুপকে অস্থিতিশীল করে তোলা। শিল্প গ্রুপটি সব স্টেকহোল্ডার, বিশেষ করে সংবাদমাধ্যমগুলোকে বস্তুনিষ্ঠ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করার অনুরোধ জানিয়েছে। 

রাকাবের পরিচালনা পর্ষদের ৫৯১তম সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:২৩ এএম
রাকাবের পরিচালনা পর্ষদের ৫৯১তম সভা অনুষ্ঠিত
রাকাবের পরিচালনা পর্ষদের ৫৯১তম সভা অনুষ্ঠিত। ছবি: বিজ্ঞপ্তি

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের ৫৯১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। 

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম এবং পরিচালনা পর্ষদের পরিচালকরা রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি; রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডল; প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের অতিরিক্ত পরিচালক মো. শফিকুল ইসলাম এবং পর্ষদ সচিবালয়ের সচিব মো. সানা উল্লাহ অংশ নেন। 

এ সভায় ব্যাংকের সার্বিক কাজের উপর আলোচনা করে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তি/পপি/

বিসিসিবি ওমেনের পহেলা বৈশাখ মিলনমেলা

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পিএম
আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ পিএম
বিসিসিবি ওমেনের পহেলা বৈশাখ মিলনমেলা
ছবি: বিজ্ঞপ্তি

কানাডার স্কারবোরোতে বিসিসিবি ওমেন এর পক্ষে গত রবিবার (২০ এপ্রিল) আয়োজিত হয় পহেলা বৈশাখ মিলন মেলা। ওই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তানিজা রেজা। সহযোগিতায় ছিলেন আফসানা জেরিন, নাসিরা সিদ্দিক এবং সুরভী সাহা রায়।

বিসিসিবি ওমেন এর সুন্দর এই আয়োজনে মূল ধারার সহযোগিতায় ছিলেন কো-ফাউন্ডার রিমন মাহমুদ এবং সায়মা হাসান।

এই বৈশাখী মিলন মেলা অনুষ্ঠিত হয় স্কারবোরো এর বাংলাদেশি অধ্যুষিত এলাকা ডানফোর্থ এর খাজনা কুইন রেস্টুরেন্টে। খাজনা কুইন এর সত্ত্বাধিকারী মিমি শারমিন পহেলা বৈশাখের আমেজে রেখেছিলেন রকমারি বাঙালি খাবারের সমাহার। 

এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আসমা সুমির আবৃতি, ফারজি রিমি, সায়েদা ফাহমি চৌধুরী এবং সুইটি মাহমুদের মিস্টি কণ্ঠের গান, ফাহমিদা মতিনের মেহেন্দি রাঙানো। এছাড়াও কিছু মজার টপিক নিয়ে কথা বলা সঙ্গে র‌্যাফেল ড্র। 

এভাবে হাসি-আনন্দ বিসিসিবি ওমেন প্লাটফর্ম এর নারীদের পরিচিতি হয় একে ওপরের সঙ্গে। অ্যাডমিন হিসেবে তানিজা রেজা সকল অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ দিয়েছেন।

বিজ্ঞপ্তি/

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পিএম
আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পিএম
পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মন্ডল। 

সভায় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক হাবিবুর রহমান, মোস্তফা আহমদ, শাহীনুজ্জামান ইয়াকুব, রুনা ফৌজিয়া হাফিজ, আহমেদ সালাহ্ সাত্তার, আয়শা ফারহা চৌধুরী, আজিজুর রহমান, আসিফ এ. চৌধুরী, নাদির আহমেদ, মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, মোহাম্মদ আলী এবং পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আহসান উল্লাহ্ ও মহাব্যবস্থাপক মো. শাহ্ আলম উপস্থিত ছিলেন। এসময় পূবালী ব্যাংকের সিএফও ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া এফসিএ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/

মধুমতি ব্যাংক ও সিটি ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পিএম
আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পিএম
মধুমতি ব্যাংক ও সিটি ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত
ছবি: বিজ্ঞপ্তি

সম্প্রতি মধুমতি ব্যাংক পিএলসি এবং সিটি ইউনিভার্সিটির মধ্যে একটি চুক্তি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। 

মধুমতি ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম এবং সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক মীর আক্তার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময়  ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এ চুক্তির আওতায় মধুমতি ব্যাংক সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভর্তি, টিউশন ফি ও অন্যান্য ফি সংগ্রহসহ সকল কর্মকর্তাচারীদের পে-রোল ব্যাংকিং সুবিধা প্রদান করবে।

বিজ্ঞপ্তি/