ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৪:১৪ পিএম
শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৯৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। 

সভায় ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন। সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক খন্দকার শাকিব আহমেদ।

এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব (সাময়িক দায়িত্ব) এ এইচ এম আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সালমান/

পোলার নিয়ে এলো ‘পোলার কার্নিভাল হেজেলনাট’ আইসক্রীম

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:২৮ পিএম
পোলার নিয়ে এলো ‘পোলার কার্নিভাল হেজেলনাট’ আইসক্রীম
ছবি: বিজ্ঞপ্তি

ভোক্তার পছন্দ ও চাহিদাকে অগ্রাধিকার দিয়ে পোলার আইসক্রীম প্রথমবারের মতো নিয়ে এলো হেজেলনাট ফ্লেভারের কোন আইসক্রীম-‘পোলার কার্নিভাল হেজেলনাট’। হেজেলনাট ফ্লেভার ও রিপলের মজাদার স্বাদের সঙ্গে চকোলেট কোটেড সিরিয়াল বল এবং ক্রিস্পি চিপসের টপিং-এর অসাধারণ সংমিশ্রণে তৈরি এই আইসক্রীম একটি সম্পূর্ণ ভিন্নমাত্রার স্বাদের অভিজ্ঞতা।

সম্প্রতি কক্সবাজারে এক জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে পোলার হেজেলনাট কোনের লঞ্চিং ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলারের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হেড অব মার্কেটিং মো. আবদুল্লাহ-আল-মামুন, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন অ্যান্ড প্ল্যানিং সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব ইন্টারনাল অডিট মোহাম্মদ মনিরুজ্জামানসহ রিজিওনাল ও এরিয়া ম্যানেজার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

প্রতিটি বাইটে প্রিমিয়াম স্বাদের ‘পোলার কার্নিভাল হেজেলনাট’ আইসক্রীম ভালো করতেই পারে ভোক্তার মন।

 বিজ্ঞপ্তি/

 

কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন কিমিয়া সাদাত

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:১৮ পিএম
কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন কিমিয়া সাদাত
কমিউনিটি ব্যাংকের নবনিযুক্ত ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কিমিয়া সাদাত। ছবি: বিজ্ঞপ্তি

কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন কিমিয়া সাদাত। ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি তিনি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কিমিয়া সাদাত পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন।  
 
কমিউনিটি ব্যাংকে যোগদানের পূর্বে কিমিয়া সাদাত মেঘনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংকটির করপোরেট ব্যাংকিংয়ের পাশাপাশি তিনি ইসলামিক ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশনস, স্ট্রাকচার্ড ফিন্যান্স ইউনিট, অফশোর ব্যাংকিং ইউনিট, ফরেন রেমিটেন্স ও এফআই রিলেশনশিপ, ব্র্যান্ড ও পাবলিক রিলেশনশিপ ইত্যাদি ডিপার্টমেন্ট এর নেতৃত্বে ছিলেন। 

তার নেতৃত্বে মেঘনা ব্যাংক দেশের শীর্ষস্থানীয় করপোরেট হাউজগুলোর মধ্যে অন্যতম পছন্দনীয় ব্যাংক হিসেবে স্বীকৃত। তিনি ‘এশিয়ান ব্যাংকিং এন্ড ফিন্যান্স হোলসেল ব্যাংকিং অ্যাওয়ার্ড ২০২১’- এর মাধ্যমে ব্যাংকের জন্য প্রথম আর্ন্তজাতিক পুরস্কার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দেশি ও বহুজাতিক ব্যাংকিংয়ে ২২ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার মেঘনা ব্যাংক ছাড়াও ইস্টার্ন ব্যাংক, দি সিটি ব্যাংক ও এইচএসবিসি বাংলাদেশ এ কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ ফিন্যান্স এন্ড ব্যাংকিং থেকে এমবিএ ডিগ্রির পাশাপাশি ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল কনসালটেন্ট (আইএফসি, কানাডা) থেকে তিনি সার্টিফাইড ফিনান্সিয়াল কনসালটেন্ট (সিএফসি) সনদপ্রাপ্ত। করপোরেট ব্যাংকিংয়ের পাশাপাশি তিনি এসএমই ক্রেডিট, ইমারজিং করপোরেট, ইসলামিক ব্যাংকিং, অফশোর ব্যাংকিং, ফরেন রেমিটেন্স, এজেন্ট ব্যাংকিং, এফআই রিলেশনশিপ, স্ট্রাকচার্ড ফিনান্স, ক্যাশ ম্যানেজমেন্ট ও রিকভারি সলিউশনস, ব্র্যান্ড ও পাবলিক রিলেশনশিপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিজ্ঞপ্তি/মাহফুজ
 
 

 

এসবিএসি ব্যাংকে ফাউন্ডেশন ট্রেনিং কোর্স উদ্বোধন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পিএম
এসবিএসি ব্যাংকে ফাউন্ডেশন ট্রেনিং কোর্স উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক পিএলসিতে (এসবিএসি ব্যাংক) নতুন যোগদান করা ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মো. রবিউল ইসলাম। 

এসবিএসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. সাইদুর রহমানের সভাপতিত্বে ফাউন্ডেশন ট্রেনিং কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া ও মো. নাজিমুদ্দৌলা। সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম। 

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের ব্যাংকিং নিয়মাচার পরিপালনে সততা, নিষ্ঠা, নৈতিকতা ও পরিশ্রমের সঙ্গে সর্বোত্তম গ্রাহকদের সেবা প্রদানে ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়ার আহ্বান জানান।

বিজ্ঞপ্তি/ 

 

 

প্রাণ-আরএফএলের পরিবেশক স্কাই প্লাস ট্রেডিং কোম্পানিকে সম্মাননা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পিএম
প্রাণ-আরএফএলের পরিবেশক স্কাই প্লাস ট্রেডিং কোম্পানিকে সম্মাননা
স্কাই প্লাস ট্রেডিং কোম্পানির ৩০ বছরের সফল ও বিশ্বস্ত বাণিজ্যিক অংশীদারত্বের জন্য বিশেষ সম্মাননা প্রদান

প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম পরিবেশক প্রতিষ্ঠান স্কাই প্লাস ট্রেডিং কোম্পানির ৩০ বছরের সফল ও বিশ্বস্ত বাণিজ্যিক অংশীদারত্বের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত ক্লাবে প্রাণ গ্রুপের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সম্মানিত পরিবেশকদের অবদানের জন্য প্রাণ গ্রুপ আজ বর্তমান অবস্থানে এসেছে। আমরা আমাদের পরিবেশকদের আরও বেশি সম্মানিত করব। বর্তমানে প্রাণ তার মানবসম্পদ  উন্নয়নে আরও সক্রিয় ভুমিকা পালন করছে।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশে মার্কেটিংয়েরএর জীবন্ত কিংবদন্তি সৈয়দ আলমগীর হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং ডিরেক্টর কামরুজ্জামান কামাল। 

স্কাই প্লাস ট্রেডিং কোম্পানির সিইও খন্দকার মো. রাফিক হাসান রাজেশ বিশেষ সম্মাননার জন্য প্রাণ গ্রুপের প্রধান নির্বাহীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে পরিবেশকদের সম্পর্ক আরও নিবিড় ও টেকসই হবে এবং পরিবেশকরা দীর্ঘমেয়াদী ব্যাবসায়িক সম্পর্ক রক্ষায় আরও সচেষ্ট হবে।

এ সময় প্রাণ গ্রুপের কর্মকর্তা, বিভিন্ন কর্পোরেট হাউজের নির্বাহীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

উপস্থিত সবাই প্রাণ-আরএফএল গ্রুপের পরিবেশকে সম্মাননা জানানোর এ উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।

বিজ্ঞপ্তি/অমিয়/

বাংলাদেশ ইউনিভার্সিটির ২৮তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:০৬ পিএম
বাংলাদেশ ইউনিভার্সিটির ২৮তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইউনিভার্সিটির ২৮তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ ও প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। 

সমাবর্তন উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনা এবং পরিকল্পনা গ্রহণের পাশাপাশি আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সভায় শিক্ষার মানোন্নয়ন, কারিকুলাম হালনাগাদ, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, গবেষণা কার্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, পরীক্ষার সময়সূচি নির্ধারণসহ একাডেমিক কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিস্তৃত আলোচনা হয়। 

উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়, যা আগামীতে কার্যকর হবে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ সাজেদ উল ইসলাম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুল হক (অব.), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্য।

সভা শেষে উপাচার্য জাহাঙ্গীর আলম উপস্থিত সদস্যদের আন্তরিক ধন্যবাদ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞপ্তি/পপি/