ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় মিনহাজ চ্যাম্পিয়ন

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৭:৩৮ পিএম
স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় মিনহাজ চ্যাম্পিয়ন
‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫’ এ বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন অপরাজিত চ্যাম্পিয়ন। বিজ্ঞপ্তি

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫’ রবিবার (২৩ মার্চ) শেষ হয়েছে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। তিতাস ক্লাবের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস রানার-আপ হয়েছেন।

আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন ৯ খেলায় সাড়ে ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। আট পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস রানার-আপ হন। সাত পয়েন্ট করে অর্জন করেন ৪ জন খেলোয়াড় এবং টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম তৃতীয়, দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের কাজী সাইফ চতুর্থ, সাধারণ বীমা করপোরেশনের স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ পঞ্চম ও ইসফট এরিনার আব্দুল মোমিন ষষ্ঠ স্থান লাভ করেন।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে সপ্তম হতে ১৫তম স্থান লাভ করেন যথাক্রমে— সাধারণ বীমা করপোরেশনের স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মো. শরীয়তউল্লাহ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার মো. শরীফ হোসেন, দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের শাহিনুর হক, সাধারণ বীমা করপোরেশনের স্পোর্টিং ক্লাবের মো. নাসির উদ্দিন, এসবিপি-এমএফ এর সিয়াম চৌধুরী, সুলতানা কামাল পাঠাগারের ক্যান্ডিডেট মাস্টার মো. জামাল উদ্দিন, বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ ও স্পোর্টস বাংলার গোলাম মোস্তফা ভূঁইয়া।

বিশেষ পুরস্কার পান যথাক্রমে— মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মো. হুমায়ুন কবীর শ্যামল, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, আকিল হাসান, জোয়েনা মেহবিশ, আওসাফ চৌধুরী, মো. জাকির হোসন ও মো. রাজীব হাসান।

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে বিজয়ীদের মোট নগদ দেড় লাখ টাকা অর্থ পুরস্কার ও ওয়ালটনসামগ্রী দেওয়া হয়।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও সাবেক সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ ও ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও স্পোর্টস অ্যাডভাইজার এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা লাভলু ও আন্তর্জাতিক বিচারক মো. হারুন অর রশিদ।

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় ১৪২ জন দাবাড়ু অংশ নেন।

বিজ্ঞপ্তি/এমএ/

ইউনিয়ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৩৪ পিএম
ইউনিয়ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিয়ন ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ঢাকায় এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মু. ফরীদ উদ্‌দীন আহমদ। সভায় পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ, মোহাম্মদ সাইফুল আলম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপ-ব্যবস্থাপনা পরিচালক সর্বজনাব শফিউদ্দিন আহমেদ, মো. জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ ইকবাল কার্য সভায় যোগদান করেন।

সভায় ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহকসেবার মান বৃদ্ধিকল্পে ইস্যুভিত্তিক বিশদ পর্যালোচনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তি/সুমন/

যমুনা ফিউচার পার্কে বৈশাখী উৎসব: ফিউচার ওয়ার্ল্ডে শিশুদের রঙিন নৃত্য ও উদ্ভাবনের ঝলক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম
যমুনা ফিউচার পার্কে বৈশাখী উৎসব: ফিউচার ওয়ার্ল্ডে শিশুদের রঙিন নৃত্য ও উদ্ভাবনের ঝলক
‘ফিউচার ওয়ার্ল্ড’-এ আয়োজন করা হয় বৈশাখী উৎসব, যেখানে নৃত্য পরিবেশন করে শিশুরা। ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক-এ অনুষ্ঠিত হলো এক বর্ণিল ও সৃজনশীল আয়োজন। ‘ফিউচার ওয়ার্ল্ড’-এ আয়োজন করা হয় বৈশাখী উৎসব, যেখানে অংশ নেয় শিশুরা। তাদের নৃত্য, উদ্ভাবন আর কল্পনার রঙে প্রাণ পায় বাংলা নববর্ষ।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ‘ঢাকা ড্যান্স অ্যান্ড আর্ট সেন্টার’-এর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। শিশুদের ছন্দময় নৃত্যে মুগ্ধ হয়ে যান দর্শনার্থীরা। পাশাপাশি ছিল বৈজ্ঞানিক উদ্ভাবনের প্রদর্শনী, যেখানে শিশুরা উপস্থাপন করে নিজেদের হাতে তৈরি বিভিন্ন মডেল ও কনসেপ্ট।

পাপেট শো, ফেইস পেইন্টিং, আর পাপেট পরিচালনার প্রশিক্ষণ সেশন- এসব আয়োজন শিশুদের কেবল আনন্দই দেয়নি, দিয়েছে শেখার দারুণ সুযোগও।

আয়োজনে অংশগ্রহণকারী শিশু শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র, যা তাদের উৎসাহ ও স্বীকৃতির এক অনন্য বহিঃপ্রকাশ।

ফিউচার ওয়ার্ল্ড, লেভেল ৫-এ অনুষ্ঠিত এই অনুষ্ঠান শুধু একদিনের আনন্দ আয়োজন ছিল না, বরং এটি ছিল ভবিষ্যৎ প্রজন্মের মেধা, মনন ও সৃজনশীলতার উদযাপন। বিশিষ্ট অতিথিদের উপস্থিতি পুরো আয়োজনকে করেছে আরও তাৎপর্যপূর্ণ ও জমজমাট।

যমুনা ফিউচার পার্ক নিয়মিত এমন উৎসব আয়োজনের মাধ্যমে শিশুর সৃজনশীলতা এবং বাংলাদেশের ঐতিহ্যকে একত্র করে তুলে ধরছে নতুন প্রজন্মের সামনে।

শিশুদের মুখরতা, নাচ, হাসি আর উদ্ভাবনের মিলনমেলায় এই নববর্ষ যেন হয়ে উঠেছিল আনন্দ, ঐতিহ্য আর আশার প্রতীক।

বিজ্ঞপ্তি/তাওফিক/ 

বিইউএফটিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৫১ এএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০১:১০ পিএম
বিইউএফটিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
বিইউএফটিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) স্প্রিং সেমিস্টার ২০২৫-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসান। স্বাগত বক্তব্যে বিইউএফটির রেজিস্ট্রার রফিকুজ্জামান শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জীবনের সুযোগ ও চ্যালেঞ্জকে গ্রহণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রেজারার ও ফ্যাশন শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন, ব্যবসায় শিক্ষা এবং কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মুইনুদ্দিন খান, প্রকৌশল শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল করিম চৌধুরী, বিজ্ঞান অনুষদ ও বস্ত্র প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, পোশাক শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবায়েত চৌধুরী।
সদ্য ভর্তি হওয়া একজন ও প্রাক্তনদের পক্ষ থেকে দুইজন শিক্ষার্থী তাদের ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের পরিবেশনায় প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, সিএফও, জনসংযোগ পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা, পিঅ্যান্ডডি পরিচালক, বিআইএফটি পরিচালক, লজিস্টিকস প্রধান, গ্রন্থাগারিক, প্রক্টর, আইটি ম্যানেজার, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

বিজ্ঞাপ্তি/তাওফিক/ 

আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের ৪২১তম পর্ষদ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৩৬ এএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০১:০৬ পিএম
আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের ৪২১তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি- এর পরিচালনা পর্ষদের ৪২১তম সভা ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় পর্ষদ সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীসহ সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত

আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪২১তম সভা গত রবিবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।

পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/তাওফিক/

ঢাকা ব্যাংকের ‘ম্যানেজারস কনফারেন্স’ অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৫২ এএম
ঢাকা ব্যাংকের ‘ম্যানেজারস কনফারেন্স’ অনুষ্ঠিত
কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ব্যাংকের ‘ম্যানেজারস কনফারেন্স’ অনুষ্ঠিত।ছবি: বিজ্ঞপ্তি

ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজার কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ই এপ্রিল) বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন।

এ সভায় ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ মারুফ সভাপতিত্ব করেন। 

এ সময় প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও স্পনসর এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক সর্বজনাব আব্দুল্লাহ আল আহসান, আলতাফ হোসাইন সরকার, খন্দকার মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ জসিম উদ্দিন, আমিরউল্লাহ, স্পনসর শেয়ার হোল্ডার খন্দকার জামিল উদ্দিন, স্বতন্ত্র পরিচালক আহবাব আহমেদ, ডক্টর মোহাম্মদ আলী তসলিম, ফিরোজ আহমেদ, প্রফেসর বিলকিস আরা বেগম উপস্থিত ছিলেন।  

এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আখলাকুর রহমান (করপোরেট ব্যাংকিং), মোহাম্মদ মোস্তাক আহমেদ, শেখ আব্দুল বাকিরসহ ঢাকা ব্যাংকের  দেশের সব শাখার ম্যানেজার,  ম্যানেজার অপারেশন ও ডিভিশনসের প্রধান। 

সভায় One Team, One Vision- Achieving Growth Through Synergy এই স্লোগানকে সঙ্গে নিয়ে ২০২৫ সালের ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কর্মসূচি ও কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত আলোচনা করা হয়।      

বিজ্ঞপ্তি/পপি/