ঢাকা ১৩ বৈশাখ ১৪৩২, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
English
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বিইউবিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৯:৩৯ পিএম
বিইউবিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও লেখক প্রফেসর ড. সলিমুল্লাহ খান।ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-এর আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ, ২০২৫) স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বিইউবিটিতে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে । এতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও লেখক প্রফেসর ড. সলিমুল্লাহ খান। বক্তব্যে তিনি মহান স্বাধীনতার ইতিহাস এবং জাতীয় অর্জনসমূহের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা শুধু স্বাধীনতা অর্জন করিনি, বরং জাতীয় মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সৃষ্টি করেছি।’ জাতীয় জীবনে সত্য ও অসত্যের পার্থক্য নিরূপণ এবং অসত্যকে ত্যাগ করার কথা বলেন তিনি। 

ড. সলিমুল্লাহ খান বিভিন্ন দেশের রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন যা ইতিবাচক বৈশিষ্ট্য ও দৃষ্টিভঙ্গির উন্নত দেশ গঠনে সহায়ক হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশে যেন কেউ নিজের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অন্যকে ব্যবহার করতে না পারে। মুক্তিযুদ্ধের যে আদর্শ ও লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল এবং যার জন্য অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, তা যেন বাস্তবায়িত হয়। সর্বোপরি দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘আজকের এই দিন আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং দেশের প্রতি দায়বদ্ধতা প্রকাশের দিন।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সামশুল হুদা, এফসিএ। তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা আমাদের অহংকার। এর সঠিক মূল্যায়ন ও সংরক্ষণ আমাদের দায়িত্ব।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও উপদেষ্টা, ছাত্র বিষয়ক কমিটি, অধ্যাপক মিঞা লুৎফার রহমান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতার মূল্যবোধ সঞ্চারিত করতে হবে। যাতে তারা জাতির ভবিষ্যৎ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন। তিনি বলেন, ‘আজকের এই বিশেষ দিনে স্বাধীনতা সংগ্রামের মহান যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহিদদের জানাই শ্রদ্ধা। আমাদের এই স্বাধীনতা রক্ষায় সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে বিইউবিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং তার জীবন ও কর্মের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
বিইউবিটির বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তি/

এইচবিএল প্রেসিডেন্টের বাংলাদেশ সফর আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগে নতুন অঙ্গীকার

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পিএম
আপডেট: ২৫ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পিএম
আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগে নতুন অঙ্গীকার
হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল)-এর প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ নাসির সেলিম। ছবি: সংগৃহীত

হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল)-এর প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ নাসির সেলিম সম্প্রতি তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। এই সফরে তিনি আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রতি ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশে অবস্থানকালে তিনি সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, দেশি-বিদেশি বিনিয়োগকারী ও বেসরকারি খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল চীন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মতো বিশ্বের গুরুত্বপূর্ণ বাজারগুলোর সঙ্গে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা।

গত ৪৫ বছরের বেশি সময় ধরে হাবিব ব্যাংক বাংলাদেশে কাজ করছে। দেশের আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বহুজাতিক ব্যাংকটি। চীনে শক্ত অবস্থান তৈরি করা ব্যাংকটির শাখা রয়েছে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ শহর বেইজিংয়ে।

হাবিব ব্যাংক দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে চীনে কাজ করা তিনটি ব্যাংকের মধ্যে একটি যারা চীনা মুদ্রায় লেনদেনের পূর্ণাঙ্গ সুবিধা দেয়। এতে চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সহজ করতে বিশেষভাবে অবদান রেখে চলেছে ব্যাংকটি।

ঢাকায় ব্যাংকটির একটি ‘চায়না ডেস্ক’ রয়েছে যা ব্যবসায়ীদের ভাষা, নিয়মকানুন ও ব্যাংকিং সেবা নিয়ে সহায়তা করে। এতে করে চীন-বাংলাদেশ বাণিজ্য আরও সহজ হচ্ছে।

কৌশলগত সম্প্রসারণের অংশ হিসেবে এইচবিএল সম্প্রতি বাংলাদেশে একটি অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) চালু করেছে। এর মাধ্যমে বিদেশি মুদ্রায় লেনদেন ও আন্তর্জাতিক ব্যাংকিং সেবা আরও সহজ হবে। বিশেষ করে দেশের ইকোনমিক জোন ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা থেকে রপ্তানি বাড়াতে এটি সহায়ক হবে।

মোহাম্মদ নাসির সেলিম বলেন, ‘বাংলাদেশ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার। আমরা চাই বাংলাদেশের উদ্যোক্তারা সহজে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রবেশ করুক। চীন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মতো দ্রুত বর্ধনশীল বাজারগুলোতে আমরা তাদের পাশে থাকতে চাই।’

এইচবিএল তার আন্তর্জাতিক নেটওয়ার্ক ও অংশীদার ব্যাংকগুলোর মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানকে বিদেশে ব্যবসা বাড়াতে সহায়তা করেছে। ব্যাংকটি ট্রেড ফাইন্যান্স, পরামর্শ সেবা, বিনিয়োগ ব্যবস্থাপনা ও বৈদেশিক মুদ্রা সেবা নিয়ে কাজ করছে।

বিজ্ঞপ্তি/এমএ/

রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:২৪ পিএম
রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
রোমানা রউফ চৌধুরী। ছবি: বিজ্ঞপ্তি

রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত ১৪তম বার্ষিক সাধারণ সভায় ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড-এর চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয় তিনি। তিনি ব্যাংক এশিয়া পএিলসির একজন পরিচালক।

রোমানা রউফ চৌধুরী ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি কলম্বিয়া বিজনেস স্কুল এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এক্সিকিউটিভ একাডেমিক ডিগ্রি অর্জন করেন।

শিল্পখাতে ২৬ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন রোমানা রউফ চৌধুরী দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তাদের একজন, যিনি খাদ্য শিল্পে বেশকিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কারণে আলাদাভাবে পরিচিত। বর্তমানে তিনি সি রিসোর্সেস গ্রুপ, সি ফিশার্স লিমিটেড এবং সি ন্যাচারাল ফুডস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি র‌্যাংগস গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের পরিচালক।

বিজ্ঞপ্তি/এমএ/

বাংলানেক্সটের সহযোগিতায় আমিরাতের ‘গোল্ডেন ভিসা সার্টিফিকেট’ পেলেন শুভাশীষ ভৌমিক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ পিএম
বাংলানেক্সটের সহযোগিতায় আমিরাতের ‘গোল্ডেন ভিসা সার্টিফিকেট’ পেলেন শুভাশীষ ভৌমিক
শুভাশীষ ভৌমিক। ছবি: বিজ্ঞপ্তি

বাংলানেক্সটের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় কনটেন্ট ক্রিয়েটরস হিসাবে অবদানের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের এই বিশেষ ক‍্যাটাগরিতে অফিসিয়ালি ‘গোল্ডেন ভিসা সার্টিফিকেট’ পেলেন শুভাশীষ ভৌমিক। এক্ষেত্রে বাংলানেক্সট এর পক্ষে সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান করেন বাংলানেক্সটের সম্মানিত প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি আলী আকবর আশা। সংযুক্ত আরব আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিলের তালিকা অনুসারে ‘কনটেন্ট ক্রিয়েটরস’ ক‍্যাটাগরির মর্যাদায় এ সন্মান এর আগে কোন বাংলাদেশি পাননি ।

তবে বাংলাদেশ থেকে এর আগে  একই মাধ্যমে মেগা স্টার শাকিব খান মিডিয়া প্রফেশনাল ক্যাটাগরিতে ও এক্সপার্ট জার্নালিস্ট ক্যাটাগরিতে কেরামত উল্লাহ বিপ্লব এই সম্মানসূচক সংযুক্ত আরব আমিরাত সরকারের গোল্ডেন রেসিডেন্সি  ভিসা পান। এছাড়াও  ভারত থেকে  অভিনেতা ও সুপার স্টার রজনীকান্ত, শাহরুখ খান, সনজয় দত্ত ও টেনিস তারকা সানিয়া মির্জা আরব আমিরাতের  গোল্ডেন রেসিডেন্সি পেয়েছেন ।

যদিও বিনিয়োগ, ব‍্যবসাসহ নানা ক্ষেত্রে বহু প্রবাসী ভারতীয় ও বাংলাদেশি গোল্ডেন রেসিডেন্সি পেয়েছেন এরই মধ‍্যে। এটাকে গোল্ডেন ভিসাও বলা হয়। এটা আমিরাত সরকারের একটি বিশেষ কর্মসূচি। এই ভিসার অধিকারীরা আলাদা মর্যাদা পান দেশটিতে। শুভাশীষ ভৌমিক এর কনটেন্ট ক্রিয়েটরস হিসাবে মিডিয়া প্রফেশনালকে বিশেষ  বিবেচনায় নিয়েছে আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিল।

বিভিন্ন দেশের খ‍্যাতিমান পেশাজীবীদের বিশেষ ক‍্যাটাগরিতে এই সুবিধা দেওয়া হয়। গোল্ডেন রেসিডেন্সি প্রাপ্তরা আমিরাতের নাগরিক না হলেও শিক্ষা, চিকিৎসা, ব‍্যবস‍া, সরকারি অনুষ্ঠানে যোগদান, বিমানবন্দরে প্রিভিলেজসহ নানা সুবিধা পান। বিজ্ঞপ্তি

মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তাদের ব্যাংকাস্যুরেন্স বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৭:২২ পিএম
মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তাদের ব্যাংকাস্যুরেন্স বিষয়ক প্রশিক্ষণ
ছবি: বিজ্ঞপ্তি

মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তাদের জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি ব্যাংকাস্যুরেন্স বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে। ঢাকার মহাখালীতে অবস্থিত তাদের কার্যালয়ে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিটি মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তাদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন বাংলাদেশ লিমিটেড (এলআইসি বাংলাদেশ) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাশ্বত রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বীমা একাডেমির প্রধান অনুষদ সদস্য এস এম ইব্রাহিম হোসাইন, ACII প্রশিক্ষণ কর্মসূচির সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান এবং প্রধান ব্যাংকাস্যুরেন্স অফিসার মো. রাশেদ আকতার, ব্যাংকাস্যুরেন্স ম্যানেজার খন্দকার ইমরান হোসেন, ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাগণ এবং বীমা একাডেমির অনুষদ সদস্য এ এইচ এম নাজমুছ শাহাদাৎ, মো. আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে একসঙ্গে কাজ করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট-এজ রিসার্চ অ্যান্ড কনসাল্টিং

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ পিএম
ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে একসঙ্গে কাজ করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট-এজ রিসার্চ অ্যান্ড কনসাল্টিং
ছবি: বিজ্ঞপ্তি

দেশের ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে নতুন ও উন্নত সেবা চালু করতে একসঙ্গে কাজ করবে ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) এবং গবেষণা ও পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান এজ রিসার্চ অ্যান্ড কনসাল্টিং লিমিটেড। সম্প্রতি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড-এর বনানীর করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

পিবিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ওমর তৈয়ব বলেন, ‘এই অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে করপোরেট, স্টার্টআপ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও বিস্তৃত পরিসরে আইপিও, প্রাইভেট ইক্যুইটি, করপোরেট বন্ড, মার্জার ও অ্যাকুইজিশন (M&A), বিদেশি বিনিয়োগ (FDI) এবং মূলধন সংগ্রহে পরামর্শসহ অন্যান্য নানামুখী সেবা দেওয়ার সুযোগ তৈরি করবে।’

এজ (EDGE)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ খান- সিএফএ বলেন, ‘আমাদের গবেষণাভিত্তিক দক্ষতা এবং পিবিআইএল-এর বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন একটি সেবামূলক কাঠামো গড়ে তোলা সম্ভব, যা দেশের পুঁজিবাজার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গ্রাহকদের জন্য অত্যন্ত কার্যকর হবে।’

দেশের ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং আর্থিক খাতকে আরও উন্নত, পেশাদার ও আন্তর্জাতিক মানের করতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এজ রিসার্চ অ্যান্ড কনসাল্টিং লিমিটেড একসঙ্গে পথ চলতে প্রস্তুত।

বিজ্ঞপ্তি/