
বাংলাদেশের স্মার্টফোন বাজারে টেকনোর নতুন চমক ‘ক্যামন ৪০’ সিরিজ। প্রযুক্তিপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ খবর। প্রি-অর্ডারেই ব্যবহারকারীদের অভূতপূর্ব সাড়া পাওয়া এই সিরিজের দুটি মডেল, ক্যামন ৪০ ও ক্যামন ৪০ প্রো। যা এখন দেশের বাজারে অফিসিয়ালি উন্মোচন হয়েছে।
দামের দিক থেকে মধ্যম বাজেটের হলেও ফিচারে টেকনো কোনো কমতি রাখেনি। সিরিজটির অন্যতম আকর্ষণ ফ্ল্যাশস্ন্যাপ ফিচার, যার মাধ্যমে ১৫ ফ্রেম প্রতি সেকেন্ডে ছবি তোলা সম্ভব। এতে আছে ডেডিকেটেড ফ্ল্যাশস্ন্যাপ বাটন, যা ফটোগ্রাফির অভিজ্ঞতাকে নিয়ে যাবে সম্পূর্ণ নতুন এক উচ্চতায়।
ক্যামেরা পারফরম্যান্সে ক্যামন ৪০ প্রো এগিয়ে আছে অনেকখানি। এতে ব্যবহার করা হয়েছে সনির ফ্ল্যাগশিপ ৫০ মেগাপিক্সেল লিটিয়া ৭০০সি সেন্সর, সঙ্গে ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং এআই স্ন্যাপ সেন্সর। ফ্রন্ট ক্যামেরার দিক থেকেও ক্যামন ৪০ প্রো প্রশংসাযোগ্য, এতে আছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেখানে ক্যামন ৪০ মডেলটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ডিসপ্লে ও ডিজাইন নিয়েও রয়েছে দারুণ চমক। ক্যামন ৪০ সিরিজে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১২০ হার্টজ আল্ট্রা-ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে। ক্যামন ৪০-এ রয়েছে ফ্ল্যাট ডিসপ্লে, আর প্রো ভার্সনে দারুণ কার্ভড ডিসপ্লে, যা দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দেয়।
ডিউরাবিলিটির দিক থেকেও ক্যামন ৪০ সিরিজ অনন্য। ক্যামন ৪০-এ রয়েছে আইপি৬৬ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেসিস্ট্যান্স, আর ক্যামন ৪০ প্রো-তে আরও উন্নত আইপি৬৮ ও ৬৯ ওয়াটারপ্রুফ রেটিং, যা পানির নিচেও নিরাপদ ব্যবহার নিশ্চিত করে।
অভ্যন্তরীণ শক্তিশালী ফিচারের মধ্যে রয়েছে হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসর, ১৬ জিবি র্যাম (৮ জিবি এক্সটেন্ডেবল), ২৫৬ জিবি স্টোরেজ, এবং ৫২০০ এমএএইচ ব্যাটারি যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত।
এছাড়া সিরিজটিতে আছে একাধিক এআই ফিচারস— যেমন এআই কল অ্যাসিস্ট্যান্ট, এআই ইমেজ টুলস, এবং এআই প্রোডাক্টিভিটি অ্যাপস— যা স্মার্টফোন ব্যবহারে যোগ করে চমৎকার স্মার্টনেস ও গতি।
বিশ্বব্যাপী ক্যামেরা র্যাংকিং প্ল্যাটফর্ম DXOMARK-এ ক্যামন ৪০ প্রো ৬০০ ডলারের নিচে সেরা ক্যামেরা ফোন হিসেবে প্রথম স্থান অধিকার করেছে।
বর্তমানে বাংলাদেশের সব অনুমোদিত টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে এই দুটি মডেল। ক্যামন ৪০ এর মূল্য ২৩ হাজার ৯৯৯ টাকা এবং ক্যামন ৪০ প্রো এর মূল্য ২৭ হাজার ৯৯৯ টাকা
আরও জানতে ভিজিট করুন: https://www.tecno-mobile.com/bd
বিজ্ঞপ্তি/তাওফিক/