
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তন ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।
মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবর্তনে বক্তব্য রাখেন আন্তর্জাতিক পানি ও পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত।
এ ছাড়া বক্তব্য রাখেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আশরাফুল হক।
সমাবর্তনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা এমন একটি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছেন, যার ভিত্তি আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত। আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শ্রেষ্ঠ বেসরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। এ প্রতিষ্ঠানটির লক্ষ্য কেবল উচ্চশিক্ষা দেওয়া নয়, বরং একটি দায়িত্বশীল, চিন্তাশীল ও মানবিক প্রজন্ম গড়ে তোলা।
অধ্যাপক আইনুন নিশাত বলেন, ‘এই সমাবর্তন শুধু একটি সনদ গ্রহণের মুহূর্ত নয়, বরং এটি একটি দিকনির্দেশনা যা আপনাদের পরবর্তী জীবনের পথপ্রদর্শক হবে। জীবনের পরবর্তী পর্যায়ে, যখন আপনি নতুন দিক ও নতুন পৃথিবীতে পদার্পণ করবেন, তখন আপনার সামনে আরও বড় বড় চ্যালেঞ্জ আসবে। তবে মনে রাখবেন, যত বড় বাধাই আসুক না কেন, সেগুলো কাটিয়ে উঠতে আপনার যে শিক্ষা এবং অভিজ্ঞতা রয়েছে, তা আপনাকে কখনো হতাশ হতে দেবে না। আপনার মধ্যে রয়েছে সেই শক্তি, যেটি আপনাকে প্রতিটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।’
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, ‘স্নাতকরা, আপনারা আজ যে ডিগ্রি লাভ করছেন, সেটি শুধু একটি সনদ নয়, এটি একটি দায়িত্ব। আপনারা এখন এমন একটি সমাজের অংশ, যেখানে আপনাদের জ্ঞান, মূল্যবোধ এবং নেতৃত্ব খুব প্রয়োজন। আমরা বিশ্বাস করি, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনাদের এমনভাবে তৈরি করেছে যাতে আপনারা শুধু নিজেদের জন্য নয়, বরং দেশের উন্নয়ন ও মানবতার কল্যাণে কাজ করতে পারে।’
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আশরাফুল হক বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। তারা আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন। বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়, বৈশ্বিক প্রযুক্তি সংস্থা, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থায় আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা সফলতার সঙ্গে কাজ করছেন। তারা আমাদের গর্বিত করেছে, আর আপনারাও পারবেন। এই বিশ্বাস আমি রাখি।’
সমাবর্তনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজের সদস্যরা, সিন্ডিকেটের সদস্যরা, একাডেমিক কাউন্সিলের সদস্যরা ও বিভিন্ন অনুষদের ডিনসহ বিভিন্ন অতিথিরা।
এবার আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনে সম্মান শ্রেণির জন্য ৮,৪৭১ জন এবং মাস্টার্স শ্রেণির জন্য ১,০৬১ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়েছে।