
মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী, একাডেমিক ও সামাজিক সংগঠন মেডিসিন ক্লাবের ২৬তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) ঢাকার মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ৪৪ বছরের ঐতিহ্যবাহী এই সংগঠন দেশের ৩৮টি মেডিকেল ও ডেন্টাল কলেজে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। স্বেচ্ছায় রক্তদান, টিকাদান, জনসচেতনতা বৃদ্ধি, অসহায় রোগীদের সহায়তা ও স্বাস্থ্যখাতে তরুণ নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে মেডিসিন ক্লাব একটি সুপরিচিত নাম হয়ে উঠেছে।
অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালি ও বেলুন উড়ানোসহ বার্ষিক কার্যক্রম উপস্থাপনা, নতুন কেন্দ্রীয় কমিটির গঠন, সচেতনতামূলক
আলোচনা সভা, কৃতজ্ঞতা সম্মাননা দেওয়াসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল- রক্তের বন্ধনে বাঁধা শত প্রাণ, প্রজ্ঞার সাধনে হোক মানবতার জয় গান; যা মেডিসিন ক্লাবের কার্যক্রমের সামাজিক প্রাসঙ্গিকতা ও দায়বদ্ধতার বহিঃপ্রকাশ ঘটায়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ডা. আশীষ কুমার চক্রবর্তী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ব্রিগে. জেনারেল অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক (অব.), ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পালসহ মেডিকেল শিক্ষার্থী এবং স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্মেলনে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের বর্তমান প্রেসিডেন্ট ডা. ফুয়াদ হাসান ও জেনারেল সেক্রেটারি ডা. রায়হান নাজির আন্তের সভাপতিত্বে বক্তারা তরুণ চিকিৎসকদের মানবিকতা, নেতৃত্ব ও সমাজের প্রতি দায়বদ্ধ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক সহযোগিতায় বক্তারা বলেন, ‘এই সম্মেলন শুধু বার্ষিক মিলনমেলা নয়, বরং তা একটি শক্তিশালী বার্তা বহন করে। স্বাস্থ্যসেবা মানেই কেবল চিকিৎসা নয়, এটি সমাজের প্রতি এক অঙ্গীকার।’
বিজ্ঞপ্তি/সুমন/