
দেশের বাজারে আসছে গ্রী এসির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন চারটি সিরিজ- কসমো, সিমো, যেন ও ক্লেভিয়া।
দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদন এবং বিপণনকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট পরিবেশবান্ধব ও বিশেষ প্রযুক্তি সম্পন্ন নতুন সিরিজ বিপণনের সব প্রতিশ্রুতি গ্রহণ করেছে। এখন থেকে ইলেক্ট্রো মার্ট এর সব রিটেইল শো-রুম এবং পার্টনার শো-রুমে নতুন সিরিজের এ মডেলগুলো পাওয়া যাবে।
নতুন এ সিরিজে থাকছে ন্যানো টেকনোলজি, এ আই প্রযুক্তি ও ন্যানো আউটডোর। যা বর্তমান বিশ্বে পরিবেশবান্ধব সর্বাধুনিক প্রযুক্তি।
ইতোমধ্যে এ সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে ক্রেতা সাধারণের আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ক্রেতা-সাধারনের অধিক সুবিধা বিবেচনায় রেখে ইলেক্ট্রো মাট এ অত্যাধুনিক সিরিজ বাজারজাত শুরু করেছে।
নতুন এ সিরিজে রয়েছে তিনস্তরের ডিপ ক্লিনিং টেকনোলজি। প্রতিটি মডেলেই রয়েছে বায়োলজিক্যাল স্টেরিলাইজেশন ফিল্টার, ক্যাচিন ফিল্টার ও সিলভার আয়ন ফিল্টার যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে উচ্চতর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব অর্জনে সহায়তা করে এবং বিশুদ্ধ বাতাস প্রবাহ নিশ্চিত করে।
গ্রীর উদ্ভাবিত স্বয়ংক্রিয় ইনডোর পরিষ্কারকরণ প্রযুক্তি চারটি ধাপে ইভাপরেটরে জমে থাকা ধুলোবালি ও ময়লা অপসারণ নিশ্চিত করে দুর্গন্ধমুক্ত নির্মল পরিবেশ। যা মুক্তভাবে শ্বাস-প্রশ্বাস নিতে বিশেষ সহায়তা করে।
গ্রীর কোলাজমা এয়ার পিউরিফিকেশন প্রযুক্তি ঘণ্টায় ৯৩ শতাংশ পর্যন্ত ব্যাকটেরিয়া দূর করে সম্পূর্ণ বাতাস পরিশোধন করতে সহায়তা করে।
কোল্ড অ্যালার্জির কারণে অনেকে দীর্ঘ সময় ধরে এসি ব্যবহার করতে পারেন না। গ্রী এসির কোল্ড প্লাজমা প্লাস টেকনোলজি তাদেরকে স্বাছন্দ্যে দীর্ঘ সময় এসি ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে। এ ছাড়া এ সিস্টেম কোলাজমা কণিকা নির্গত করে, যা আশেপাশের ক্ষতিকর পদার্থ গুলোকে নিষ্ক্রিয় করে এবং নিরাপদ জলীয় বাষ্পে পরিণত করে।
নতুন সিরিজে ব্যবহৃত হয়েছে পাঁচস্তর বিশিষ্ট এন্টি করোসিভ কোটিং সমৃদ্ধ গোল্ডেন ফিন। এ ছাড়াও এতে রয়েছে সুপার হাইড্রোফিলিসিটি টেকনোলজি। এ পাঁচ স্তরের কোটিং এসিকে উচ্চ তাপমাত্রা, বৃষ্টি, সূর্যের আলট্রা ভায়োলেট রশ্মি থেকে সুরক্ষা নিশ্চিত করে দীর্ঘস্থায়ীত্ব দেয়।
এ ছাড়া রয়েছে স্বয়ংক্রিয় আউটডোর পরিষ্কারকরণ পদ্ধতি যা বিশেষভাবে ডিজাইন করা পাঁচটি ধাপে আউটডোরের মধ্যে জমে থাকা সব ধুলোবালি স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিষ্কার নিশ্চিত করে এসির কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং বিদ্যুৎ সাশ্রয় করে।
গ্রীর এসিগুলোতে রয়েছে স্বংয়ক্রিয়ভাবে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের সক্ষমতা সম্পন্ন উচ্চ প্রযুক্তির ওয়াইফাই, ব্লুটুথ, নেটওয়ার্কিং ডিভাইস।
হাইব্রিড এ প্রযুক্তি প্রচলিত ওয়াইফাইয়ের তুলনায় অতি দ্রুত সংযোগ স্থাপন করে। এর ফলে মোবাইলের মাধ্যমে যে কোন স্থান থেকে এসির কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়। যা এসি ব্যবহারকে সহজ, সুবিধাজনক ও নির্ভরযোগ্য করে তোলে।
এ সিরিজের এসিগুলোতে রয়েছে সাত ধাপে ইনডোর ফ্যানের মাধ্যমে ৩৯ ফিট দূরত্ব পর্যন্ত বাতাস প্রবাহিত করার সক্ষমতা। যা গ্রাহকের চাহিদা ও রুমের তাপমাত্রার সঙ্গে সমন্বয় করে। এ ছাড়াও প্রয়োজন অনুযায়ী ফ্যানের গতি নির্বাচন করে।
এর মধ্যে রয়েছে টার্বো মোড যা অতি দ্রুত কুলিং নিশ্চিত করে এবং রয়েছে কোয়াইট মোড যা নীরব ও শান্ত পরিবেশে আরামদায়ক শীতলতা প্রদান করে।
গ্রী এসির স্লিপিং মোড একটি উন্নত ফিচার যা শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না, বরং আধুনিক সেন্সর ও প্রোগ্রামড অ্যালগরিদমের মাধ্যমে মানুষের ঘুমের স্বাভাবিক আচরণ বুঝে কাজ করে। এর মাধ্যমে ব্যবহারকারী পায় আরাম, শান্তি এবং বিদ্যুৎ সাশ্রয়ের সুবিধা যা একটি আধুনিক স্মার্ট হোম কুলিং সিস্টেমের মূল বৈশিষ্ট্য।
এর ফাস্ট কুলিং টেকনোলজির উন্নত কম্প্রেসার সিস্টেম এবং সর্বোচ্চ এয়ারফ্লো ডিজাইনের সাহায্যে তৈরি। যা মাত্র কয়েক মিনিটের মধ্যে তাৎক্ষণিক
শীতলতা নিশ্চিত করে। গ্রীষ্মের গরমের দুপুর হোক বা আর্দ্র সন্ধ্যায় গ্রী এসির ফাস্ট কুলিং মোড তাৎক্ষণিক আরামের জন্য ঘরের তাপমাত্রা দ্রুত কমিয়ে আপনাকে দেয় আরামদায়ক ও দীর্ঘমেয়াদি স্বস্তি।
গ্রী এসি ব্যবহারকারী এবং টেশনিশিয়ানদের সুবিধার জন্য বিশেষভাবে ডিজাইন করা যা সেটআপ থেকে শুরু করে সার্ভিসিং পর্যন্ত প্রতিটি ধাপকে সহজ করে তোলে এবং ইনস্টলেশনের সময় কমিয়ে দেয় এবং রক্ষণাবেক্ষণকে ঝামেলামুক্ত করে। গ্রী এসির ওয়াইড ভোল্টেজ অপারেশন প্রযুক্তির উন্নত ইনভার্টার কম্প্রেসার ও স্মার্ট ভোল্টেজ রেগুলেশন সার্কিট ভোল্টেজ এবং কুলিং এর প্রয়োজনীয়তার ভিত্তিতে গতি সমন্বয় করে, ফলে ভোল্টেজের তারতম্যেও সঠিকভাবে কাজ করতে পারে। পাশাপাশি পাওয়ার সাপ্লাই সুরক্ষা প্রযুক্তি পিসিবি এবং কমপ্রেসারের মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে রক্ষা করে। এর ফলে ভোল্টেজ কমে গেলেও শীতাতপ নিয়ন্ত্রণের কার্যকারিতা অব্যাহত থাকে।
সর্বশেষ গ্রীর ইন্টেলিজেন্ট অটো রিস্টার্ট ফিচারটি বিদ্যুৎ বিচ্ছিন্নতার পর আগের সেটিংস (যেমন তাপমাত্রা ও মোড) অনুযায়ী স্বয়ংক্রিয় ভাবে আবার চালু হতে সাহায্য করে। যা ব্যবহার সহজ ও নিরাপত্তা নিশ্চিত করে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রী গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রাইয়ান চ্যুং।
তিনি বলেন, প্রযুক্তি শেয়ারিংয়ের মাধ্যমে গ্রী বাংলাদেশে কারখানা স্থাপন করছে। গ্রী এসি তৈরির ক্ষেত্রে প্রতিটি দেশের আবহাওয়া এবং গ্রাহকদের কাঙ্ক্ষিত প্রয়োজনের সঙ্গে মানানসই করে প্রস্তুত করা হয়। বাংলাদেশের পরিবেশে কার্বন নিঃসরণ মাত্রা শূন্য পর্যায়ে রাখতে এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনে গ্রী তার উদ্ভাবনী ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করছে।
তিনি আরও বলেন, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বিশ্বব্যাপী উষ্ণতা বাড়ছে। বাংলাদেশও এ নিয়ে বেশ ঝুঁকিতে রয়েছে। পরিবেশের প্রতি দায়বদ্ধতার কারণে গ্রীর প্রতিটি পণ্য উৎপাদনে পরিবেশ বান্ধব কাঁচামাল, যন্ত্রাংশ, কেমিক্যাল ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়। গ্রী এসি শূন্য মাত্রার কার্বন নিঃসরণ ও পরিবেশ বান্ধব প্রযুক্তির জন্য বৈশ্বিক ভাবে সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়েছে। বহির্বিশ্বে গ্রীর সর্বোত্তম ব্যবসায়িক পার্টনার ইলেক্ট্রো মার্ট। গ্রীকে কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই উন্নয়ন প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে। গ্রী বিগত ২০০১ থেকে একটানা বিশ্বে ১ নাম্বার এসির স্বীকৃতি অর্জন করে যাচ্ছে। গ্রী ২০২১ সালে তাদের 'শূন্য কার্বন নিঃসরণ' প্রযুক্তির জন্য গ্লোবাল কুলিং পুরস্কার জিতেছে। গ্রী উদ্ভাবিত প্রযুক্তি এয়ার কন্ডিশনার থেকে কার্বন নিঃসরণকে শূন্য মাত্রা নামিয়ে আনতে সক্ষম হয়।
এ ছাড়া গ্রী বাংলাদেশের সুপার ব্র্যান্ড এবং মোস্ট ইর্মাজিং ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করে। ইলেক্ট্রো মার্ট বিশ্বাস করে এসব বিশেষ বৈশিষ্ট্য সম্বলিত গ্রী এসির নতুন সিরিজ আমাদের দেশের সব ক্রেতা সাধারণেরমধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হবে।
এ নতুন সিরিজের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি ইলেক্ট্রো মার্ট লিমিটেডের গুলশান করপোরেট অফিসে সম্পূর্ণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন ফারুক, ডিএমডি মো. নুরুচছাপা বাবু ও মো. নুরুল আফছার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ঊন নেওয়াজ রাফি, নুরুল আজিম সানি ও সিনথিয়া কায়নাথ নুর, এনএসএম জুলহক হোসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা।
বিজ্ঞপ্তি/মেহেদী/