ঢাকা ২ শ্রাবণ ১৪৩২, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
English
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ঢাকায় শুরু হচ্ছে অ্যান্ড্রয়ডের আন্তর্জাতিক সম্মেলন ‘ড্রয়েডকন বাংলাদেশ’

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৬:০০ পিএম
ঢাকায় শুরু হচ্ছে অ্যান্ড্রয়ডের আন্তর্জাতিক সম্মেলন ‘ড্রয়েডকন বাংলাদেশ’
ছবি: বিজ্ঞপ্তি

ঢাকায় শুরু হচ্ছে দুই দিনের অ্যান্ড্রয়েডবিষয়ক সবচেয়ে বড় সম্মেলন ‘ড্রয়েডকন বাংলাদেশ’। ৮ বছর পর আবার বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যান্ড্রয়েড ডেভেলপারদের এ সম্মেলন। আন্তর্জাতিক এ সম্মেলনটি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আগামী ২০ ও ২১ জুন অনুষ্ঠিত হবে।

দুই দিনের এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে ৫০০ জনেরও বেশি অংশগ্রহণকারী এবং ১৯ জন আন্তর্জাতিক বক্তা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। থাকবে ২০টিরও বেশি কারিগরি সেশন। সব মিলিয়ে নানা ধরনের আয়োজন থাকছে দেশের সবচেয়ে বড় অ্যান্ড্রয়েড ডেভেলপারদের মিলনমেলায়।

আগামী শুক্রবার (২০ জুন) প্রথম দিনে উদ্বোধনের পরেই থাকবে ১০টি সেশন। এতে থাকবে কী-নোট বক্তৃতা, লাইটনিং টক এবং প্রযুক্তিভিত্তিক নানান বিষয়ে আলোচনা। আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে কটলিন, ফ্লাটার, ক্লিন আর্কিটেকচার, ইউজার ইন্টারফেস ডিজাইন এবং ডেভেলপারদের বাস্তব অভিজ্ঞতার গল্প। অংশগ্রহণকারীরা জানতে পারবেন কীভাবে আরও ভালো অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা যায় এবং স্টার্টআপ ও প্রযুক্তি পেশাদারদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবেন।

শনিবার (২১ জুন) দ্বিতীয় দিনে থাকবে আরও ৯টি সেশন। এতে থাকছে অ্যান্ড্রয়েড নিরাপত্তা, মোবাইল টেস্টিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার, কটলিন মাল্টি-প্ল্যাটফর্ম ও ইঞ্জিনিয়ারিং নেতৃত্ব নিয়ে আলোচনা। সম্মেলনের শেষ দিনে থাকবে বিশেষ অতিথিদের নিয়ে প্যানেল আলোচনা, কুইজ, র‍্যাফেল ড্র আয়োজন। দুই দিনের সম্মেলনের প্রতিটি দিন শুরু হবে কী-নোট দিয়ে এবং শেষ হবে নেটওয়ার্কিং ও কমিউনিটির আড্ডায়।

সম্মেলনে আলোচনা হবে এমন বিষয়ের মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ও কটলিন ডেভেলপমেন্ট, ফ্লাটার ও কটলিন মাল্টি-প্ল্যাটফর্মের মতো ক্রস-প্ল্যাটফর্ম সমাধান, ইউজার এক্সপেরিয়েন্স ও অ্যাক্সেসিবিলিটি, ক্লিন কোডিং প্র্যাকটিস, সফটওয়্যার আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং লিডারশিপ। এআই এবং আধুনিক টুলস কীভাবে অ্যাপ ডিবাগ, টেস্ট এবং উন্নত করতে সাহায্য করে ইত্যাদি।

উল্লেখ্য, ২০১৭ সালে ঢাকায় সর্বশেষ ড্রয়েডকন আয়োজন করা হয়েছিল, যেখানে অংশ নিয়েছিল ৩০০ জনের বেশি ডেভেলপার। এবার ২০২৫ সালে আরও বড় আকারে এই আয়োজন বাংলাদেশকে আবারও ড্রয়েডকনের বৈশ্বিক মানচিত্রে তুলে ধরতে যাচ্ছে। বিশ্বের বার্লিন, সান ফ্রান্সিসকো, লন্ডন এবং নাইরোবির মতো শহরে ড্রয়েডকন অনুষ্ঠিত হয়, আর এবার এই তালিকায় আবারও যুক্ত হচ্ছে ঢাকা।

এবারের আয়োজনে বক্তারা আসছেন জেটব্রেইনস, নেটিভওয়েবস, ওল্ট, ব্রেইন স্টেশন ২৩, চেক, পাঠাও ও জেলেফের মতো প্রতিষ্ঠিত প্রখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে।  

এবারের সম্মেলনের মূল পৃষ্ঠপোষক ডায়নামিক সলিউশন ইনোভেটরস লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ব্রেইন স্টেশন ২৩ এবং চেক। কমিউনিটি পার্টনার হিসেবে থাকছে বিডিঅ্যাপস, জেটব্রেইনস ও অ্যাজাইল বাংলাদেশ। সম্মেলনের ভেন্যু সহযোগী হিসেবে থাকছে আইইউবি আইইইই বাংলাদেশ শাখা এবং আইইউবির কম্পিউটার ও প্রকৌশল বিভাগ (সিএসই)। সহ-আয়োজক হিসেবে থাকছে টেকবাইট সলিউশনস। আয়োজক হিসেবে থাকছে Sunnat629 Dev।

ড্রয়েডকন বাংলাদেশের আয়োজক অস্ট্রিয়ার নেটিভ ওয়েবসের সিনিয়র অ্যান্ড্রয়েড প্রকৌশলী মহি-উস-সুন্নাত বলেন, “এটি শুধু একটি সম্মেলন নয়। এটি বাংলাদেশের অ্যান্ড্রয়েড ভবিষ্যৎ গড়ার একটি পদক্ষেপ। আমরা চাই মানুষ শিখুক, বাড়ুক এবং একে অপরের সঙ্গে যুক্ত হোক। আমি চাই ‘ড্রয়েডকন বাংলাদেশ’ হোক এমন একটি জায়গা, যেখান থেকে ক্যারিয়ার শুরু হয় এবং কমিউনিটি শক্তিশালী হয়।”

এই আয়োজনে ডেভেলপার, শিক্ষার্থী, টেক কোম্পানি, হায়ারিং ম্যানেজার ও প্রযুক্তিতে আগ্রহী সবাই অংশ নিতে পারবেন। এটি হতে পারে একটি শেখার, সংযুক্ত হওয়ার ও অনুপ্রেরণা পাওয়ার সুযোগ।

বিজ্ঞপ্তি/সালমান/

ইউএস-বাংলার দ্বাদশ বর্ষে পদার্পণ

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৮:০৫ এএম
আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৮:০৭ এএম
ইউএস-বাংলার দ্বাদশ বর্ষে পদার্পণ

বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা অতিক্রম করেছে সাফল্যগাঁথা ১১টি বছর। আজ ১৭ জুলাই ১২তম বর্ষে পদার্পণ করবে। 

২০১৪ সালে ইউএস-বাংলা ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ২টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। 

অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। ২০১৬ সালের ১৫ মে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক রুটে ডানা মেলে সংস্থাটি। 

আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

বিজ্ঞপ্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:২৪ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
ছবি: বিজ্ঞপ্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি মঙ্গলবার (১৫ জুলাই) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর এসআইসিআইপি-পিআইইউ মো. নজরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডেপুটি নির্বাহী প্রোগ্রাম পরিচালক মো. মাহফুজুল আলম খান, যুগ্ম সচিব ও ডেপুটি নির্বাহী প্রোগ্রাম পরিচালক (প্রোগ্রাম ম্যানেজমেন্ট-৩) সায়েদা আমিনা ফাহমীন, উপসচিব ও সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক (প্রোগ্রাম ম্যানেজমেন্ট-৬) মাহমুদা আক্তার, শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম ও মোস্তফা হোসেন এবং এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিমসহ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন নতুন উদ্যোক্তার মধ্যে সনদ বিতরণ করা হয় এবং প্রতীকীভাবে ৫ জন নির্বাচিত উদ্যোক্তাকে ব্যবসা সম্প্রসারণের জন্য ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। 

অনুষ্ঠানের অংশ হিসেবে ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য পণ্যমেলা, যেখানে ইডিপি প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন উদ্যোক্তার স্টল স্থান পায়। কৃষি প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, ফ্যাশন, তথ্যপ্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন উদ্ভাবনী পণ্য প্রদর্শিত হয়, যা অতিথি, ব্যাংক কর্মকর্তাসহ উপস্থিত সবার মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দেয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, এসআইসিআইপির সঙ্গে আমাদের অংশীদারত্বের মাধ্যমে আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে উদ্যোক্তারা বিকশিত হবে এবং দেশের অর্থনীতিতে দৃশ্যমান অবদান রাখতে পারবে। শাহ্জালাল ইসলামী ব্যাংক বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগ দেশব্যাপী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানকে আরও সুদৃঢ় করবে।

বিজ্ঞপ্তি/সালমান/

মোহাম্মদপুরে ইয়াডিয়ার নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:৩৪ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৪০ পিএম
মোহাম্মদপুরে ইয়াডিয়ার নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক টু-হুইলার ব্র্যান্ড ইয়াডিয়া, ঢাকার মোহাম্মদপুরে তাদের ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধন করেছে। 

মঙ্গলবার (১৫ জুলাই) এ শোরুমের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে স্কুটারগুলোর আধুনিক প্রযুক্তি ও বৈশিষ্ট্য তুলে ধরতে ছিল নানা প্রদর্শনী ও কার্যক্রম। 

এ সময় অতিথি ও আগ্রহী ক্রেতারা সরাসরি স্কুটার চালিয়ে দেখার (টেস্ট রাইড) সুযোগ পেয়ে দারুণ আনন্দিত হন।  

ইভেন্টের বিশেষ আকর্ষণগুলো- উদ্বোধনী অনুষ্ঠান, লাইভ প্রোডাক্ট ডেমো ও টেস্ট রাইড এবং এক্সক্লুসিভ লঞ্চ অফার ও উপহারসামগ্রী। 

পরিবেশবান্ধব ও ব্যয়সাশ্রয়ী এই বৈদ্যুতিক স্কুটারগুলো দেশের বাজারে এনে রানার যে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসিত হয়েছে সবার কাছে। নতুন স্টোরটি বাংলাদেশি গ্রাহকদের স্টাইলিশ, টেকসই এবং কর্মক্ষমতাভিত্তিক অত্যাধুনিক বৈদ্যুতিক গতিশীলতা সমাধান প্রদানের প্রতি ইয়াডিয়ার প্রতিশ্রুতির প্রতীক।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজরুল মু. ইস., চিফ বিজনেস অফিসার আবু হানিফ, ইয়াদিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার ওয়েন এবং রানার অটোমোবাইলস পিএলসির অন্য সিনিয়র কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/পপি/

শ্রমিক কল্যাণ তহবিলে অনুদান দিল জিপিএইচ ইস্পাত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৯:৩৯ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৯:৩৯ এএম
শ্রমিক কল্যাণ তহবিলে অনুদান দিল জিপিএইচ ইস্পাত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অনুদান দিয়েছে। 

কোম্পানির ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) থেকে এই অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে দেওয়া হয়েছে। 

সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান হস্তান্তর করা হয়। অনুষ্ঠানটিতে চেক গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। জিপিএইচ ইস্পাত-এর পক্ষে অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান, চিফ পিপল অফিসার শারমিন সুলতান এবং গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এইচ এম আশরাফ-উজ-জামান এফসিএ।

এই উদ্যোগের মাধ্যমে জিপিএইচ ইস্পাত অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পোন্নয়নে তাদের প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি দৃঢ় বিশ্বাস করে যে, শিল্পের উন্নয়ন ও শ্রমিক কল্যাণ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই অনুদান প্রদানের মাধ্যমে জিপিএইচ ইস্পাত প্রমাণ করেছে যে, তারা একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে শ্রমিকদের সঠিক উন্নয়নের অংশীদার করতে বদ্ধপরিকর, যা তারাই নিজেদের শ্রম ও প্রচেষ্টায় গড়ে তুলছেন। বিজ্ঞপ্তি

ইউসিটিসির ইএলএল বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৭:৪৩ পিএম
ইউসিটিসির ইএলএল বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)-এর ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল) বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৩ জুলাই) এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।

নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, বিভাগীয় সংস্কৃতি এবং ভবিষ্যৎ নির্দেশনার সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার উদ্দেশে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান মো. জিয়াউল হক।

প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভাগীয় শিক্ষকরা তাদের বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তারা গঠনমূলক চিন্তা, একাডেমিক অঙ্গীকার এবং সাহিত্যের মাধ্যমে প্রগতিশীল মানসিকতা গঠনের গুরুত্ব তুলে ধরেন।

প্রফেসর ড. জাহিদ হোসেন শরীফ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারা যেন নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়ের সব সুযোগ-সুবিধা সর্বোচ্চভাবে কাজে লাগায়। 

রেজিস্ট্রার প্রফেসর সালাহউদ্দিন আহমেদ একাডেমিক জীবনে সততা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিভাগীয় প্রধান মো. জিয়াউল হক নবাগতদের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বিভাগীয় ভিশন ও একাডেমিক রোডম্যাপ তুলে ধরেন। শিক্ষকদের অভিজ্ঞতা ও প্রত্যাশার আলোকে শিক্ষার্থীদের আগামী দিনে উৎকর্ষ সাধনের জন্য উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সৃষ্টি করে, যা তাদের এক নতুন একাডেমিক যাত্রার সূচনায় অনুপ্রেরণা যোগায়।

বিজ্ঞপ্তি/সালমান/