ঢাকা ২ শ্রাবণ ১৪৩২, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
English
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

লায়ন্স জেলা ৩১৫এ১ এর অধীনে দুই ক্লাবের যৌথ বার্ষিক সম্মেলন

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৫:০০ পিএম
লায়ন্স জেলা ৩১৫এ১ এর অধীনে দুই ক্লাবের যৌথ বার্ষিক সম্মেলন

লায়ন্স ক্লাব অব ঢাকা ফেস ও ঢাকা প্রোটেস্টিং ভয়েজ নামক দুইটি ক্লাবের বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) রাজধানীর সোনারগাঁ রোডে অবস্থিত এ্কটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল লায়ন্স ক্লাব অব ঢাকা ফেস ও ঢাকা প্রোটেস্টিং ভয়েজ নামক দুইটি ক্লাবের বার্ষিক সম্মেলন।

ক্লাবের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে ২০২৫-২৬ বছরের ক্লাব প্রেসিডেন্ট নির্বাচিত হন লায়ন ফাহাদ ফেরদৌস এবং আবু সাউদ। ক্লাবের সেক্রেটারি নির্বাচিত হন- লায়ন মো. মশিউজ্জামান ও আতিয়া। ক্লাব ট্রেজারার নির্বাচিত হন লায়ন শাহাদাৎ ও নাফিউর রহমান। তাছাড়া, বিভিন্ন পদে ক্লাব কর্মকর্তা নির্বাচিত হন।

লায়ন সাদাত ফেরদৌস ও ইঞ্জিনিয়ার আমিনুল আহসানের যৌথ সভাপতিত্ব এ অনুষ্ঠানটি পরিচালিত হয়।

বিজ্ঞপ্তি/

ইউএস-বাংলার দ্বাদশ বর্ষে পদার্পণ

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৮:০৫ এএম
আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৮:০৭ এএম
ইউএস-বাংলার দ্বাদশ বর্ষে পদার্পণ

বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা অতিক্রম করেছে সাফল্যগাঁথা ১১টি বছর। আজ ১৭ জুলাই ১২তম বর্ষে পদার্পণ করবে। 

২০১৪ সালে ইউএস-বাংলা ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ২টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। 

অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। ২০১৬ সালের ১৫ মে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক রুটে ডানা মেলে সংস্থাটি। 

আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

বিজ্ঞপ্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:২৪ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
ছবি: বিজ্ঞপ্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি মঙ্গলবার (১৫ জুলাই) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর এসআইসিআইপি-পিআইইউ মো. নজরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডেপুটি নির্বাহী প্রোগ্রাম পরিচালক মো. মাহফুজুল আলম খান, যুগ্ম সচিব ও ডেপুটি নির্বাহী প্রোগ্রাম পরিচালক (প্রোগ্রাম ম্যানেজমেন্ট-৩) সায়েদা আমিনা ফাহমীন, উপসচিব ও সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক (প্রোগ্রাম ম্যানেজমেন্ট-৬) মাহমুদা আক্তার, শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম ও মোস্তফা হোসেন এবং এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিমসহ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন নতুন উদ্যোক্তার মধ্যে সনদ বিতরণ করা হয় এবং প্রতীকীভাবে ৫ জন নির্বাচিত উদ্যোক্তাকে ব্যবসা সম্প্রসারণের জন্য ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। 

অনুষ্ঠানের অংশ হিসেবে ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য পণ্যমেলা, যেখানে ইডিপি প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন উদ্যোক্তার স্টল স্থান পায়। কৃষি প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, ফ্যাশন, তথ্যপ্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন উদ্ভাবনী পণ্য প্রদর্শিত হয়, যা অতিথি, ব্যাংক কর্মকর্তাসহ উপস্থিত সবার মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দেয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, এসআইসিআইপির সঙ্গে আমাদের অংশীদারত্বের মাধ্যমে আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে উদ্যোক্তারা বিকশিত হবে এবং দেশের অর্থনীতিতে দৃশ্যমান অবদান রাখতে পারবে। শাহ্জালাল ইসলামী ব্যাংক বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগ দেশব্যাপী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানকে আরও সুদৃঢ় করবে।

বিজ্ঞপ্তি/সালমান/

মোহাম্মদপুরে ইয়াডিয়ার নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:৩৪ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৪০ পিএম
মোহাম্মদপুরে ইয়াডিয়ার নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক টু-হুইলার ব্র্যান্ড ইয়াডিয়া, ঢাকার মোহাম্মদপুরে তাদের ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধন করেছে। 

মঙ্গলবার (১৫ জুলাই) এ শোরুমের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে স্কুটারগুলোর আধুনিক প্রযুক্তি ও বৈশিষ্ট্য তুলে ধরতে ছিল নানা প্রদর্শনী ও কার্যক্রম। 

এ সময় অতিথি ও আগ্রহী ক্রেতারা সরাসরি স্কুটার চালিয়ে দেখার (টেস্ট রাইড) সুযোগ পেয়ে দারুণ আনন্দিত হন।  

ইভেন্টের বিশেষ আকর্ষণগুলো- উদ্বোধনী অনুষ্ঠান, লাইভ প্রোডাক্ট ডেমো ও টেস্ট রাইড এবং এক্সক্লুসিভ লঞ্চ অফার ও উপহারসামগ্রী। 

পরিবেশবান্ধব ও ব্যয়সাশ্রয়ী এই বৈদ্যুতিক স্কুটারগুলো দেশের বাজারে এনে রানার যে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসিত হয়েছে সবার কাছে। নতুন স্টোরটি বাংলাদেশি গ্রাহকদের স্টাইলিশ, টেকসই এবং কর্মক্ষমতাভিত্তিক অত্যাধুনিক বৈদ্যুতিক গতিশীলতা সমাধান প্রদানের প্রতি ইয়াডিয়ার প্রতিশ্রুতির প্রতীক।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজরুল মু. ইস., চিফ বিজনেস অফিসার আবু হানিফ, ইয়াদিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার ওয়েন এবং রানার অটোমোবাইলস পিএলসির অন্য সিনিয়র কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/পপি/

শ্রমিক কল্যাণ তহবিলে অনুদান দিল জিপিএইচ ইস্পাত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৯:৩৯ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৯:৩৯ এএম
শ্রমিক কল্যাণ তহবিলে অনুদান দিল জিপিএইচ ইস্পাত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অনুদান দিয়েছে। 

কোম্পানির ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) থেকে এই অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে দেওয়া হয়েছে। 

সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান হস্তান্তর করা হয়। অনুষ্ঠানটিতে চেক গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। জিপিএইচ ইস্পাত-এর পক্ষে অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান, চিফ পিপল অফিসার শারমিন সুলতান এবং গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এইচ এম আশরাফ-উজ-জামান এফসিএ।

এই উদ্যোগের মাধ্যমে জিপিএইচ ইস্পাত অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পোন্নয়নে তাদের প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি দৃঢ় বিশ্বাস করে যে, শিল্পের উন্নয়ন ও শ্রমিক কল্যাণ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই অনুদান প্রদানের মাধ্যমে জিপিএইচ ইস্পাত প্রমাণ করেছে যে, তারা একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে শ্রমিকদের সঠিক উন্নয়নের অংশীদার করতে বদ্ধপরিকর, যা তারাই নিজেদের শ্রম ও প্রচেষ্টায় গড়ে তুলছেন। বিজ্ঞপ্তি

ইউসিটিসির ইএলএল বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৭:৪৩ পিএম
ইউসিটিসির ইএলএল বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)-এর ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল) বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৩ জুলাই) এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।

নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, বিভাগীয় সংস্কৃতি এবং ভবিষ্যৎ নির্দেশনার সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার উদ্দেশে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান মো. জিয়াউল হক।

প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভাগীয় শিক্ষকরা তাদের বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তারা গঠনমূলক চিন্তা, একাডেমিক অঙ্গীকার এবং সাহিত্যের মাধ্যমে প্রগতিশীল মানসিকতা গঠনের গুরুত্ব তুলে ধরেন।

প্রফেসর ড. জাহিদ হোসেন শরীফ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারা যেন নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়ের সব সুযোগ-সুবিধা সর্বোচ্চভাবে কাজে লাগায়। 

রেজিস্ট্রার প্রফেসর সালাহউদ্দিন আহমেদ একাডেমিক জীবনে সততা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিভাগীয় প্রধান মো. জিয়াউল হক নবাগতদের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বিভাগীয় ভিশন ও একাডেমিক রোডম্যাপ তুলে ধরেন। শিক্ষকদের অভিজ্ঞতা ও প্রত্যাশার আলোকে শিক্ষার্থীদের আগামী দিনে উৎকর্ষ সাধনের জন্য উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সৃষ্টি করে, যা তাদের এক নতুন একাডেমিক যাত্রার সূচনায় অনুপ্রেরণা যোগায়।

বিজ্ঞপ্তি/সালমান/