
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রেজিস্ট্রার ও পবিত্র ক্রুশ সোসাইটির সদস্য ফাদার লেনার্ড শংকর রোজারিও আর নেই। ক্যানসারে আক্রান্ত হয়ে শনিবার (২১ জুন) সকালে রাজধানীর সেন্ট জন মেরী ভিয়ান্নী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
ফাদার শংকর দীর্ঘদিন ধরে যাজক হিসেবে দেশ ও বিদেশে ধর্মীয়, শিক্ষামূলক ও মানবিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে খ্রিস্টান ধর্মীয় মহল, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও ধর্মীয় সহযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফাদার শংকর গত বছরের জুনে শারীরিক পরীক্ষার জন্য ব্যাংককে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ক্যানসারের জীবাণুর উপস্থিতি লক্ষ্য করেন। উন্নত চিকিৎসার জন্য তারা দ্রুত একটি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন।
তবে ক্যানসার শরীরের অন্যান্য অংশে দ্রুত ছড়িয়ে পড়ায় চিকিৎসকরা তাকে দেশে ফিরিয়ে আনার প্রস্তাব দেন। এরপর থেকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চলতি বছর উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই পাঠানো হয়। তবে সেখান থেকে ফিরে আবারও তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা ফাদারের অবস্থার অবনতি দেখে আশা ছেড়ে দেন। জীবনের শেষ কয়েকটা দিন নার্সিং যত্নে থাকার জন্য ফাদারকে ঢাকার সেন্ট জন মেরী ভিয়ান্নী হাসপাতালে রাখা হয়।
১৯৬৭ সালের ১১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা ফাদার শংকর ১৯৯৭ সালে যাজক হিসেবে অভিষিক্ত হন। তিনি নটর ডেম কলেজ, খ্রিস্ট দর্শন সেমিনারি ও নটর ডেম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা ও নেতৃত্ব দিয়েছেন।
ফাদার শংকর যুক্তরাষ্ট্রের শিকাগোর নর্থইস্টার্ন ইলিনয় ইউনিভার্সিটি এবং পরবর্তী সময়ে ফিলিপাইনের ইউনিভার্সিটি অব সান্তো থমাস থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তার কর্মজীবনে তিনি দেশ-বিদেশে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রেজিস্ট্রার ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।
রবিবার (২২ জুন) বিকেলে তার মরদেহ নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে আসা হয়। এ সময় ফাদার শংকরের জীবন নিয়ে স্মৃতিচারণ ও পবিত্র খ্রিস্টযাগ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে অংশগ্রহণকারীরা বলেন, ‘ফাদার শংকর ছিলেন এক মানবিক ও আধ্যাত্মিক আলোকবর্তিকা। তবে তার চলে যাওয়ায় আমরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছি। তার আদর্শ ও মূল্যবোধ আমাদের পাথেয় হয়ে থাকবে।’ এ সময় নটর ডেম পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ধর্মীয় সহযোদ্ধারা তার আত্মার চিরশান্তি কামনা করেন।
এর আগে, শনিবার বিকেলে তার মরদেহ রামপুরার পবিত্র জ্ঞান সাধনা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে বিকেল ৪টা ৩০ মিনিটে পবিত্র খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ জুন) সকাল ১১টায় গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত রাঙামাটিয়া ক্যাথলিক চার্চে তার জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় ভাদুনের হলি ক্রস পাস্টোরাল অ্যান্ড রিট্রিট সেন্টারে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
বিজ্ঞপ্তি/সালমান/