চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৩টার দিকে ফৌজদারহাট ঈদগাঁ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী।
সম্মেলনে আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, ‘বিগত ১৬ বছর ধরে আমাদের দেশে এক অবৈধ ফ্যাসিস্ট, জালেম সরকার গেড়ে বসেছিল। তারা গণতন্ত্র আর সংবিধানের দোহাই দিয়ে অবৈধভাবে ক্ষমতাকে কুক্ষিগত করেছিল। তারা মানুষকে স্বাধীনভাবে মতপ্রকাশ করতে দেয়নি। আলেমরা কোরআনের কথা মানুষকে বলতে পারেননি। কেউ সঠিক দাওয়াতি কাজ করতে পারেননি। হাজার হাজার মামলা দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের জেল-জুলুম, নির্যাতন করেছে।’
আইআইইউসির এই ট্রাস্টি আরও বলেন, ‘স্বৈরাচারী সরকার দেশের সব ক’টি ব্যাংক লুট করেছে। তাদের মন্ত্রী-এমপি, নেতা-কর্মীরা দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে কানাডায় বেগমপাড়ায় বাড়ি করেছে।’
তিনি আরও বলেন, ‘বিগত সরকার কুলাঙ্গারের মাধ্যমে শিক্ষাব্যবস্থা পরিচালনা করেছে। নওফেল পড়াশোনা করেছে ভারতে। ফলে শিক্ষার্থীদের সে কলমের পরিবর্তে দিয়েছে অস্ত্র। পড়ালেখার পরিবর্তে দিয়েছে ইয়াবা। সংস্কৃতির নামে ভারত থেকে অপসংস্কৃতি আমদানি করে আমাদের সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে। এ জন্য তারা উলঙ্গপনা, বেহায়াপনা ও অপসংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত ছিল। ইয়াবা-গাজায় আসক্ত হয়ে পড়েছিল যুবসমাজ। এসবের জন্য দায়ী ফ্যাসিস্ট আওয়ামী সরকার।’
তিনি আরও বলেন, যে আওয়ামী লীগ ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করেছে, সেই আওয়ামী লীগকে জনগণ নিষিদ্ধ করে দিয়ে দেশ থেকে বিদায় করে দিয়েছে। ছাত্র-জনতা আপনাদের দেশ থেকে বিতাড়িত করে ভারতে নিক্ষেপ করেছে। সেই মুখ নিয়ে আর কখনো আপনাদের জনগণের সামনে আসা উচিত হবে না। জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না।
এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, প্রতিটি ঘরে ঘরে আমাদের ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। সময় এসেছে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার। আমরা প্রথমে আমাদের নিজকে বাঁচাব, ঘরকে বাঁচাব, আমার এলাকাকে বাঁচাব। এ জন্য সকলকে ইসলামের ছায়াতলে আনতে, রাসুলের আদর্শ ও কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। এসব করতে গিয়ে আমরাদেরকে পরীক্ষার মুখে পড়তে হবে এবং ঈমানের সেই পরীক্ষায় পাস হতে হবে। আগামী নির্বাচনে আমাদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে। আর কোনো রাতের ভোট হতে দেওয়া যাবে না। জনপ্রতিনিধি হিসেবে সৎ, যোগ্য, দেশপ্রেমিক আল্লাহভীরু মানুষ চাই আমরা।
ফৌজদারহাট ইউনিট সভাপতি রেজাউর রহমান রাজুর সভাপতিত্বে এবং সলিমপুর ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মাহবুবুর রহমান তারেকের সঞ্চালনায় এতে বিশেষ বক্তা ছিলেন, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, অফিস সম্পাদক আবু হাফস মো. নোমান, সলিমপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. ফরহাদ হোসেন, সেক্রেটারি মো. মহিউদ্দিন চৌধুরী।
সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক শিবির নেতা মুবিন উদ্দিন, উপজেলা শিবিরের সভাপতি আব্দুল মান্নান, অ্যাডভোকেট মহিউদ্দিন হাশেমী, আকবরশাহ থানা জামায়াতের আমির আব্দুল হান্নান চৌধুরী, মুনতাসির মাহমুদ, আরাফাত সালেহীন রুবেল, আব্দুল কাদের, শাহ রুবেল, আলী আক্কাস প্রমুখ।
তাওফিক/অমিয়/