কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন।
রবিবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কচাকাটা থানার এলাকার সরকারটারী গ্রামের শহিদুল ইসলাম ও তার ছেলে বিপ্লব হাসান।
নিহতের স্বজনরা জানান, গতকাল সকালে কাতারপ্রবাসী ছেলে সজীব হাসানকে ভূরুঙ্গামারী বিআরটিসি কাউন্টারে পৌঁছে দিতে মোটরসাইকেল নিয়ে বের হন শহিদুল ইসলাম। ওই সময় ছোট ছেলে বিপ্লবকেও সঙ্গে নেন শহিদুল। ভূরুঙ্গামারী কাউন্টারে পৌঁছে বড় ছেলে সজীবকে বিআরটিসি বাসে তুলে দেন তিনি। এরপর ছোট ছেলেকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। সোনাহাট স্থলবন্দর সড়কের তালতলা এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা একটি নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাবা ও ছেলে নিহত হন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় নসিমনটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
অন্যদিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহসড়কের আন্ধারীঝাড় এলাকায় গতকাল সকালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মা আয়শা নামের একটি নাইট কোচ বসতবাড়িতে ঢুকে যায়। এ সময় একজন গুরুতর আহত হয়েছেন।