ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২, শুক্রবার, ১৩ জুন ২০২৫
English
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

কুড়িগ্রামে সড়কে বাবা-ছেলে নিহত

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১০:২৮ এএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৯ পিএম
কুড়িগ্রামে সড়কে বাবা-ছেলে নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। 

রবিবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কচাকাটা থানার এলাকার সরকারটারী গ্রামের শহিদুল ইসলাম ও তার ছেলে বিপ্লব হাসান।

নিহতের স্বজনরা জানান, গতকাল সকালে কাতারপ্রবাসী ছেলে সজীব হাসানকে ভূরুঙ্গামারী বিআরটিসি কাউন্টারে পৌঁছে দিতে মোটরসাইকেল নিয়ে বের হন শহিদুল ইসলাম। ওই সময় ছোট ছেলে বিপ্লবকেও সঙ্গে নেন শহিদুল। ভূরুঙ্গামারী কাউন্টারে পৌঁছে বড় ছেলে সজীবকে বিআরটিসি বাসে তুলে দেন তিনি। এরপর ছোট ছেলেকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। সোনাহাট স্থলবন্দর সড়কের তালতলা এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা একটি নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাবা ও ছেলে নিহত হন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় নসিমনটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।

অন্যদিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহসড়কের আন্ধারীঝাড় এলাকায় গতকাল সকালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মা আয়শা নামের একটি নাইট কোচ বসতবাড়িতে ঢুকে যায়। এ সময় একজন গুরুতর আহত হয়েছেন। 

সোনারগাঁয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি ‘কোম্পানিকা সেতু’ রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৬:০৫ পিএম
সোনারগাঁয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি ‘কোম্পানিকা সেতু’ রক্ষার দাবিতে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি কোম্পানিকা সেতু রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকালে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কবি রহমান মুজিব, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সংস্কৃতিকর্মী ও ব্যাংকার মতিউর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখ্খার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, ব্যবসায়ী মো. মহিউদ্দিন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এরশাদ হুসাইন অন্য, নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী, শিক্ষিকা শামীমা নাসরিন ও সংগঠক খাদিজা আক্তার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইমরান হোসেন, রাসেল আহমেদ ও ইসকান্দার আলী আলভী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁয়ের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস খুবই সমৃদ্ধশালী। প্রাচীন বাংলার রাজধানী ছিল এ সোনারগাঁ। দেশ-বিদেশে সোনারগাঁয়ের ব্যাপক পরিচিতি রয়েছে। এ অঞ্চলে বহু প্রত্মসম্পদ রয়েছে। তার মধ্যে কোম্পানিকা সেতু একটি প্রাচীন প্রত্নসম্পদ। বর্তমানে এটি অযত্নে, অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে। অবিলম্বে এ প্রত্মসম্পদকে সংস্কার ও সুরক্ষার দাবি জানান বক্তারা।

 

খাগড়াছড়িতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৫:৩৫ পিএম
খাগড়াছড়িতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
ছবি: খবরের কাগজ

খাগড়াছড়ি জেলা সদরের সরকারি একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জুঁই (ছদ্মনাম)। বয়স কেবল ১৫ বছর ৯ মাস। অথচ আগামী সোমবার (১৬ জুন) তার বিয়ে এবং রবিবার (১৫ জুন) গায়ে হলুদের দিন ধার্য্য। সব আয়োজনও চূড়ান্ত প্রায়। অতিথিদের নিমন্ত্রণের পালাও শেষ। বর ও কনে উভয়ের বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের উত্তর গঞ্জপাড়া এলাকায়।

বরের বাড়িতে সাজানো হচ্ছে প্যান্ডেল। বর ইদুল হাসান (২৯) চট্টগ্রামের বারৈয়ারহাটে সবজির ব্যবসা করেন। কনের প্রাপ্ত বয়স না হলেও দুই পরিবার সম্মত হয়েছিল এই বিয়েতে। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ালেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়। 

শুক্রবার (১৩ জুন) দুপুরে গোপন সূত্রে জানতে পেরে তিনি সদর থানা পুলিশের সহায়তায় জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসাকে সঙ্গে নিয়ে উত্তর গঞ্জপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, বর ও কনের বাড়ি পাশাপাশি। বিয়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন। রান্নার সরঞ্জাম এসে গেছে, বাড়িতে উৎসবমুখর পরিবেশ। তবে বিয়ের কনে অপ্রাপ্তবয়স্ক। জন্মসনদ ঘেঁটে বাল্য বিয়ের প্রস্তুতির সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কনে জুঁই জানায়, সে এই বিয়ে করতে চায় না। তার আরও পড়াশুনা করে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে। বর ও কনের পরিবার নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ আর করবে না বলে মুচলেকা দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বর ও কনের বাবাকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

সুজন চন্দ্র রায় বলেন, 'নিজের অপরাধ স্বীকার করায় প্রাথমিকভাবে উভয় পরিবারকে সতর্ক করে মুচলেকা নেওয়ার পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন জুঁইকে (ছদ্মনাম) প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দিতে না পারেন সেজন্য স্থানীয় গণমান্য, শিক্ষক ও সাংবাদিকদের সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি করা হয়েছে।'

রাজু/রিফাত/

সিলেটে মে মাসে সড়ক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৫:০৯ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৫, ০৫:১১ পিএম
সিলেটে মে মাসে সড়ক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি

চলতি বছরের মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন। এসব দুর্ঘটনায় একইসঙ্গে আহত হয়েছেন আরও ৮০ জন।

বৃহস্পতিবার (১২ জুন) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক প্রতিবেদন এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও মহাসড়কে মোট ৩২টি দুর্ঘটনা ঘটে। এতে ৩২ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। 

তাদের তথ্য মতে, মে মাসে সারা দেশে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৩৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৮ জন ও আহত হয়েছেন আরও ২৭১ জন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। বিভাগটিতে মোট ৩০টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন।

মে মাসজুড়ে সারা দেশে মোট ৫৯৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৬১৪ জন এবং আহত হন ১ হাজার ১৯৬ জন।

শাকিলা ববি/পপি/

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৯ লাখ

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৪:৪৮ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৫, ০৫:০৩ পিএম
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৯ লাখ
ছবি: খবরের কাগজ

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে, আর এ থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

বুধবার (১১ জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ জুন) রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৩৮০টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ২২ হাজার ১৫৯টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা।

পুলিশ এবং সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদযাত্রায় বাড়ি যাওয়ার সময় এবার অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুর উপর দুর্ঘটনার ফলে টোল আদায় বন্ধসহ বিভিন্ন কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল৷ তবে ঈদ শেষে রাজধানীতে ফেরার পথে কোনো যানজট ও ধীরগতির তৈরি হয়নি।

এ প্রসঙ্গে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপার হচ্ছে।

জুয়েল/রিফাত/

বান্দরবান যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৪:৩৮ পিএম
বান্দরবান যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর
(সাদা শার্ট) মো. রাফি চৌধুরী ও  (গেঞ্জি পরিহিত) মো. বাপ্পি

চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মো. রাফি চৌধুরী (১৯) ও মো. বাপ্পি (২০) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাফি চৌধুরী চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বাদামতল বহদ্দারহাট এলাকার নাজিম উদ্দিন লিটনের ছেলে ও মো. বাপ্পি একই এলাকার মো. বাবুলের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মো. রাফি চৌধুরী ও মো. বাপ্পি তাদের আরও কয়েকজন বন্ধুসহ শুক্রবার সকাল ৬টার দিকে মোটরসাইকেলে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন। নিহত দুইজন একটি মোটরসাইকেলে ছিলেন। সকাল ৮টার দিকে তারা সাতকানিয়ার মৌলভীর দোকানের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পট্রাকের পেছনে ধাক্কা দেন। এতে দুজনই গুরুতর আহত হন। পরে অন্য বন্ধুরা স্থানীয়দের সহযোগিতায় মো. রাফিকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময়ে বাপ্পিকে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অমিয়/