ভোলায় মেঘনা নদীতে পণ্যবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচজন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন বাবা-ছেলে।
রবিবার (২১ জানুয়ারি) দিনগত রাত ১০টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজ দুজন হলেন- ট্রলার মালিক রাজ্জাক সরদার (৬২) ও তার ছেলে পারভেজ সরদার (৩০)।
সোমবার (২২ জানুয়ারি) সকালে ইলিশা নৌ-থানার পরিদর্শক বিদ্যুৎ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি জানান, ভোলার মনপুরা উপজেলা থেকে একটি ট্রলার ভাঙারি মাল নিয়ে মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের চাপে ডুবে যায়। ট্রলারে থাকা পাঁচজনকে পাশে থাকা জেলেরা উদ্ধার করেন। বাকি দুইজন এখনো নিখোঁজ। উদ্ধার হওয়া ও নিখোঁজ সবাই মেহেন্দীগঞ্জের বাসিন্দা।
জীবিত উদ্ধার হওয়া পাঁচজন হলেন- রিয়াজ সরদার (২৭), রুবেল খা (২৬), মো. ফারুক (৪০), মো. শাকিল (২২), মো. রাসেল (৩০)।
বিদ্যুৎ কুমার আরও জানান, ঘটনার পর নৌ পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থলে গেছে। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীতের কারণে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।
সকাল সাড়ে ১০টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি ও নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করবে বলেও তিনি জানান।
ইমতিয়াজুর রহমান/জোবাইদা/অমিয়/