ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
English
মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩২

চুয়াডাঙ্গায় ক্লিনিকের ভেতর আয়াকে গলা কেটে খুন

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১২:০৭ এএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৫ এএম
চুয়াডাঙ্গায় ক্লিনিকের ভেতর আয়াকে গলা কেটে খুন
ছবি : খবরের কাগজ

চুয়াডাঙ্গার জীবননগরে মা নার্সিং হোম ক্লিনিকের এক আয়াকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম হাফিজা খাতুন (৩৫)। শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতের এক নারী সহকর্মী জানান, রাতে ক্লিনিকের দ্বিতীয় তলায় হাফিজাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় হাফিজা খাতুনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ক্লিনিকের মালিক জাকির হোসেন বলেন, হাফিজা খাতুন সাত-আট বছর ধরে আমার ক্লিনিকে আয়া হিসেবে ছিলেন। শনিবার  সকালে তার দ্বিতীয় স্বামীর সঙ্গে ক্লিনিকে হাফিজার বাগবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছি।

অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি জেনে বিস্তারিত বলতে পারব।

এমএ/

কুমিল্লায় অশ্লীল কনটেন্ট বিক্রি, সেনাবাহিনীর হাতে আটক ২

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:৩২ পিএম
কুমিল্লায় অশ্লীল কনটেন্ট বিক্রি, সেনাবাহিনীর হাতে আটক ২
ছবি: সংগৃহীত

কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় টেলিকম দোকানে অবৈধ অশ্লীল কনটেন্ট বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ জুন) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন-রেলওয়ে স্টেশন এলাকার এম আর টেলিকমের জহিরুল ইসলাম (৩৬) এবং মা টেলিকমের জাকির হোসেন (৪৫)।

এসময় তাদের দোকান থেকে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষিত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী। পরে তাদেরকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার রাতে কুমিল্লা সদর সেনাক্যাম্প থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে আটক দুইজনকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মাহিনুল ইসলাম। তিনি জানান, রাতে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

সেনাবাহিনী সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে কুমিল্লা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত কয়েকটি টেলিকম দোকানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি অভিযান পরিচালিত হয়। গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ অশ্লীল ভিডিও কন্টেন্ট বিক্রির অভিযোগে দুইজন দোকানদারকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের দোকান থেকে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষিত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় ২টি হার্ডডিস্ক, ৩টি পেনড্রাইভ, ৬টি মেমোরি কার্ড এবং একটি কার্ড রিডার।

গ্রেপ্তারের দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


জহির শান্ত/মাহফুজ

কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতকে ভোট দিতে হবে: আজম খাঁন

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:১০ পিএম
কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতকে ভোট দিতে হবে: আজম খাঁন
ছবি: খবরের কাগজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন বলেছেন, ‘ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে ইসলামি মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বকে ক্ষমতায় আনতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে জনগণকে জামায়াতে ইসলামীকে ভোট দিতে হবে।’

মঙ্গলবার (১০ জুন) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জে আল-কুরআন ট্রাস্ট মিলনায়তনে উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে কল্যাণকর রাষ্ট্র গঠনের পথে এক গুরুত্বপূর্ণ মোড়। যারা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদের রুখে দিতে হবে। সাহসী ও সচেতন কর্মীদের দিয়ে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। দেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে কোনো আপস নেই।’ 

কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রয়োজনে নিজের জীবনের বিনিময়েও ভোটকেন্দ্র রক্ষা করতে হবে। ইনশাআল্লাহ, কারচুপি, জালিয়াতি বা কেন্দ্র দখলের কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।

উপাধ্যক্ষ আজম খাঁন আরও বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন, যা জনগণের আস্থা ও ভালোবাসায় পরিচালিত। দলটি ক্ষমতায় গেলে দেশে ন্যায়বিচারভিত্তিক, মানবিক ও ইসলামি মূল্যবোধনির্ভর রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা পাবে।

তিনি বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থায় দুর্নীতি, বৈষম্য ও নৈতিক অবক্ষয়ের যে করুণ চিত্র আমরা প্রত্যক্ষ করছি, তা থেকে মুক্তি পেতে হলে সৎ, আল্লাহভীরু ও আদর্শিক নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামী সে নেতৃত্ব দিতে প্রস্তুত।

উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম সরকার মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সামিউল ইসলাম, সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগর শিবিরের সাবেক সভাপতি মাহমুদ হাসান, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, পৌর জামায়াতের আমির মুহা. একরামুল হক, বনানী থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রাফি, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শাহজাহান আলী, উপজেলা যুব ও মানবসম্পদ বিভাগের সভাপতি ইব্রাহিম আলী সরকার প্রমুখ। 

রফিক খন্দকার/মাহফুজ 

 

বিএনপিকে নিয়ে যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে, অন্য কোনো দলকে নিয়ে হয়নি: চসিক মেয়র

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৯:৫৭ পিএম
বিএনপিকে নিয়ে যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে, অন্য কোনো দলকে নিয়ে হয়নি: চসিক মেয়র
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপিকে নিয়ে সবসময় যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে অন্য কোনো দলকে নিয়ে হয়নি। এত ষড়যন্ত্র, দমন, নিপীড়ন, নির্যাতন চালানোর পরেও নেতাকর্মীদের রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনও পালিয়ে যায়নি। কিন্তু আওয়ামী লীগের নেত্রী নেতকর্মীদের রেখে দিল্লিতে পালিয়ে গেছেন। 

মঙ্গলবার (১০ জুন) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া খাগরিয়া ইউনিয়নে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহীর উদ্যোগে আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

মেয়র বলেন, নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় এবং মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে বিএনপি আবারও ক্ষমতায় আসবে সেটা এক প্রকার নিশ্চিত। কারণ বর্তমান সময়ে বিএনপি দেশের সর্ববৃহৎ ও সর্বোচ্চ জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি সরকার গঠন করলে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। 

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে ডা. শাহাদাত বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। গত ১৬টি বছর ফ্যাসিস্ট সরকার কর্তৃক নির্মম অত্যাচার, নির্যাতন, জেল জুলুমের পরেও বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে ঐক্য ছিল ঠিক তেমনি এ দেশকে রক্ষা করতে বিএনপির সমস্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সুবিধাবাদীরা সবসময় ছিল আছে এবং থাকবে। সুবিধাভোগীদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এই শিক্ষাই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছেন। 

দুর্নীতি, গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক অধিকার, মানবাধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব লেয়াকত আলী চেয়ারম্যানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ।

মো. আরিফুল ইসলাম/মাহফুজ

ঈদের ছুটিতে পর্যটকে মুখর রাঙ্গামাটি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৯:১১ পিএম
ঈদের ছুটিতে পর্যটকে মুখর রাঙ্গামাটি
রাঙ্গামাটি ঝুলন্ত সেতুতে পর্যটকদের ভিড়। ছবি: খবরের কাগজ

ঈদের টানা ছুটিতে পর্যটকে মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙ্গামাটির দর্শনীয়স্থানগুলো। পর্যটকদের ঘিরে রাঙ্গামাটি শহর, সাজেক ও কাপ্তাই এই তিন পরর্যটনকেন্দ্রে ব্যস্ততা বেড়েছে ব্যবসায়ীদের । আবাসিক হোটেল ও রিসোর্টে-কটেজে এরইমধ্যে ৮০ থেকে শতভাগ পর্যন্ত বুকিং হয়েছে।

বিশেষ করে রাঙ্গামাটি শহরে পর্যটন ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদে নীল জলরাশিতে নৌভ্রমণ, পলওয়েল পার্ক, আরণ্যক, সুবলং, আসামবস্তি কাপ্তাই সড়ক, সাজেক ও কাপ্তাইয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা। রাঙ্গামাটির পাহাড়ি আঁকাবাঁকা উঁচু-নিচু সড়ক, দিগন্তবিস্তৃত সবুজ অরণ্য আর দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই লেক পর্যটকদের কাছে সারা বছরই আকর্ষণীয়।

তবে রাঙ্গামাটি পর্যটনের আইকন ৩৩৫ ফুট দৈর্ঘের ঝুলন্ত সেতুকে ঘিরেই দর্শনার্থীদের মূল আকর্ষণ। আজও সেতু এলাকায় গিয়ে দেখা গেছে পর্যটকদের বিপুল উপস্থিতি। অনেকেই দল বেধে ট্যুরিস্ট বোট ভাড়া করে নৌভ্রমণ করছেন। ঝুলন্ত সেতুতে নিজেদের আনন্দের মুহূর্তকে অনেকেই সেলফিবন্দি করে রাখছেন। কেউ বা ছায়ায় বসে খোশগল্পে মেতে উঠেছেন পরিবার পরিজনের সঙ্গে। 

সেখানে কথা হলে পর্যটকরা জানাচ্ছিলেন নিজেদের ভ্রমণ অভিজ্ঞতা। এই যেমন চট্টগ্রামের হাটহাজারী থেকে পরিবার নিয়ে এসেছেন আব্দুর রহিম সুমন। বললেন-‘রাঙ্গামাটি খুবই সুন্দর। আমি সবাইকে বলব পর্যটন নগরী রাঙ্গামাটিতে ভ্রমণে আসতে। এতে আমাদের দেশের টাকা দেশেই থাকবে। আমাদের পর্যটন খাত আরও সুন্দর হবে।’

কুমিল্লা থেকে মোটরসাইকেলে বন্ধুর সঙ্গে ভ্রমণে আসা আরেক সাইফুল ইসলাম বলেন- ‘রাঙ্গামাটিতে আসার সড়কের জার্নিটাকেই বেশি উপভোগ করেছি। কাপ্তাই লেক, ঝুলন্ত সেতু আগেও দেখেছি। খুবই সুন্দর। ভালো লেগেছে। তবে সরকারী পৃষ্ঠপোষকতা দরকার পর্যটন খাতের উন্নয়নে।’

কুমিল্লার তিতাস থেকে আসা সজল ভূঁইয়া বলছিলেন-‘যারা গ্রামে থাকি-পাহাড় পর্বত দেখতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। কাপ্তাই লেক ভিউ খুবই অনুভব করি। বিশেষ করে ঝুলন্ত সেতু দেখার খুব আগ্রহ ছিল। তাই ঈদের ছুটিতে ঘুরতে চলে আসলাম।’

বরিশাল বাকেরগঞ্জ থেকে আসা তরুণ মো. ইব্রহিম বললেন-‘বাংলাদেশের অনেক প্রান্তেই আমি ঘুরে আসছি। কিন্তু রাঙ্গামাটিতে আসা হয় নাই। আমি শুনেছি বাংলাদেশের অপরূপ সৌন্দর্য নাকি রাঙ্গামাটিতে আছে। আজ জাস্ট দেখার জন্য আসলাম। দারুণ অপরূপ সৌন্দর্য। অসাধারণ।’ 

নোয়াখালী থেকে আসা আরেক তরুণ পর্যটক রাশেদ রিয়াদ বলছিলেন-‘মূল হচ্ছে কাপ্তাই লেক আর ঝুলন্ত সেতু। এই দুটোর জন্যই আমাদের এখানে আসা। বান্দরবান বা অন্যান্য প্লেসে গেলে কয়েকদিন সময় লাগে। মিনিমাম তিনদিন দিতে হয়। সে হিসেবে রাঙ্গামাটিতে একদিন দিলে আমাদের যথেষ্ট হয়ে যায়। বিশেষ করে চাকরিজীবী, পেশাজীবী বা অন্যান্য কর্মজীবীদের জন্য একদিন হিসেবে সবচেয়ে বেটার রাঙ্গামাটি।’ 

রাঙ্গামাটি শহরে ৫৬টি আবাসিক হোটেল, ১৭টি রিসোর্ট ও সাজেকে ৯৮টি হোটেল রিসোর্ট এবং কাপ্তাইয়ে বেশ কয়েকটি হোটেল রিসোর্ট রয়েছে। তবে সবমিলিয়ে ১৫ হাজার পর্যটকের রাত্রি যাপনের ব্যবস্হা রয়েছে এই তিন পর্যটনকেন্দ্রে। এই ঈদের টানা ছুটিতে সবমিলিয়ে অন্তত ২০ কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা খাত সংশ্লিষ্টদের।

রাঙ্গামাটি আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মোস্তফা কামাল উদ্দিন বলেন- ‘আমরা এই ঈদে পর্যটকদের ভালো সাড়া পাচ্ছি। এরইমধ্যে ৮০ থেকে শতভাগ পর্যন্ত আগাম বুকিং হয়েছে ১৪ জুন পর্যন্ত।’ 

বছরে কয়েক লাখ দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। সাধারণত ছুটির দিনগুলোতে গড়ে ১৫ থেকে ২০ হাজার পর্যটকের উপস্থিতি থাকে রাঙ্গামাটির তিন পর্যটনকেন্দ্রে। আবার বিশেষ দিনগুলোতে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬০ থেকে ৭০ হাজারে।

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন -এবারের ঈদে ১০ দিনের টানা ছুটি মিলেছে। পরর্যটকরাও ভ্রমণে আসছেন। আমাদের ৮০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়েছে। আশা করছি শতভাগ বুকিং হয়ে যাবে। প্রত্যাশা অনুযায়ী আমাদের রেকর্ড পরিমাণ আয় হবে বলে আশা করছি।

জিয়াউর রহমান জুয়েল/মাহফুজ

 

ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলা, আহত ১৫

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৮:২৩ পিএম
ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলা, আহত ১৫
হামলায় আহত সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল। ছবি: সংগৃহীত

ভোলার দৌলতখান উপজেলায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে প্রচারণার সময় সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিলের উপর হামলা চালানো হয়েছে। হামলায় ইব্রাহিম খলিলসহ তার ১৫ সহযোগী আহত হয়েছেন।

জানা যায়, মঙ্গলবার (১০ জুন) দুপুর ১টা ২০ মিনিটের দিকে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুভী মাদরাসার সামনে বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেওয়ার সময় লাঠিসোটা হাতে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলার নেতৃত্বে ছিলেন সোহেল, শাওন এবং কুদ্দুস নামে তিন যুবদল নেতা, এমন অভিযোগ করেছেন অ্যাডভোকেট ইব্রাহিম খলিল।

এছাড়াও, হামলাকারীরা ইব্রাহিম খলিলের বহরে থাকা ৪টি মোটরসাইকেল এবং ৪টি মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি। হামলায় ইব্রাহিম খলিলসহ তার ১৫ সহযোগী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার পর ইব্রাহিম খলিল এবং আহতরা দ্রুত ঘটনাস্থল থেকে জেলা সদরের হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এ বিষয়ে ইব্রাহিম খলিল জানিয়েছেন, তিনি পুলিশকে অবগত করেছেন এবং শীঘ্রই মামলা দায়ের করবেন।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে এবং ঘটনাস্থল থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করেছে।

এদিকে, দৌলতখান উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ হামলার সঙ্গে যুবদলের কোনো সদস্য জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে যাদের নাম বলা হয়েছে, তারা ছাত্রদল বা যুবদলের সদস্য নন।

অ্যাডভোকেট ইব্রাহিম খলিল ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-গণমাধ্যম সম্পাদক ছিলেন।

ইমতিয়াজুর রহমান/মাহফুজ