ঢাকা ২৭ কার্তিক ১৪৩১, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

বরগুনায় ছাত্রলীগকর্মীকে কুপিয়ে জখম

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭ এএম
বরগুনায় ছাত্রলীগকর্মীকে কুপিয়ে জখম
ছবি : খবরের কাগজ

বরগুনার পাথরঘাটায় মহিউদ্দিন বাবু নামে এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে জখম করেছে তার রাজনৈতিক প্রতিপক্ষরা। পরে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য সমর্থক গ্রুপের সদস্যরা পাথরঘাটা শহরকে রণক্ষেত্রে পরিণত করে। পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আহত বাবু জানান, সন্ধ্যায় পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র এলাকায় অবস্থান করছিলেন তিনি। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে সুমন শীল, সোহেল, ইলিয়াসসহ বেশ কয়েকজন মিলে তাকে কুপিয়ে জখম করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আহত বাবু ও অভিযুক্তরা স্থানীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হোসেন ও স্থানীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা সমর্থক। তারা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর এনামুল সমর্থকরা পাথরঘাটা শহরে প্রতিবাদ মিছিল বের করলে তাদের বিপরীতে অবস্থান নেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে নাদিরার সমর্থকরা।

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী বলেন, ‘আমি পাথরঘাটাবাসীকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। বাবুর ওপর বর্বর, নৃশংস হামলার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে কাজ করছে।’

মহিউদ্দিন অপু/জোবাইদা/অমিয়/

ছাত্রলীগকর্মীকে পিটিয়ে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম
ছাত্রলীগকর্মীকে পিটিয়ে পুলিশে দিলেন শিক্ষার্থীরা
ছাত্রলীগ নেতা শিহাব আল রশিদ। ছবি: খবরের কাগজ

রাজশাহীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রলীগকর্মীর নাম শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭)। তিনি রংপুর মেডিকেল কলেজের ছাত্র। তিনি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। তবে শৃঙ্খলাভঙ্গের দায়ে ২০১৭ সালে স্থায়ীভাবে বহিষ্কার হয়ে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। রাজশাহীতে তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, শৃঙ্খলাভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ওই বছরই রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন শিহাব। পরবর্তী সময়ে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক (প্রুফ) পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন শিহাব। এ সময় প্রধান ফটকের সামনে তাকে দেখে চিনে ফেলেন শিক্ষার্থীরা। এরপর তাকে ধরে এনে বন্ধগেট এলাকায় মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আওয়ামী সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছিল। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিহাব আল রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনায়েত/নাবিল/সালমান/

রিমান্ডের আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা: পুলিশসহ আহত ৯, আটক ৩

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৫:১১ পিএম
রিমান্ডের আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা: পুলিশসহ আহত ৯, আটক ৩
পুলিশের ওপর হামলায় আটক ব্যক্তিরা। ছবি: খবরের কাগজ

বরগুনায় হাসপাতাল থেকে রিমান্ডের আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্য ও হাসপাতালে দায়িত্বরত পাঁচ কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে সোমবার (১১ নভেম্বর) বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। 

হামলায় আহতরা হলেন- তালতলী থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম, একই থানার পুলিশ সদস্য রিয়াজুল, অন্তর ও ফোরকান।

আটকরা হলেন বরগুনা সদরের ঘটবাড়িয়ার আশ্রাফুর রহমান অন্তু, তালতলীর মালিপাড়ার হামিদা বেগম ও তার ছেলে ছগির মিস্ত্রি।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, তালতলীতে বিএনপি কার্যালয় ও জিয়া মঞ্চ ভাঙচুরের অভিযোগে উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জাকির খলিফা একটি মামলা করলে সোমবার উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা মিজান ও তার অনুসারী রাকিব, জাহিদ, খলিল, ইমার, আরিফ, ইউসুফসহ সাত আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ রিমান্ডে নেওয়ার আগে আসামিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য জেনারেল হাসপাতালে নিলে আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় হাসপাতালের কর্মচারীরা বাধা দেওয়ায় তাদেরকেও মারধর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, তিন হামলাকারীকে আটক করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহিউদ্দিন অপু/মাহফুজ /এমএ/

নারায়ণগঞ্জে আজও শ্রমিক বিক্ষোভ, বিসিকে সেনাবাহিনী মোতায়েন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম
নারায়ণগঞ্জে আজও শ্রমিক বিক্ষোভ, বিসিকে সেনাবাহিনী মোতায়েন
ছবি: খবরের কাগজ

বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে ক্রোনী গ্রুপের দু’টি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কটিতে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এসময় কয়েকশো শ্রমিক সড়কের পাশের বিভিন্ন গলিতে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়নে করা হয়েছে।

শ্রমিকরা জানায়, ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানার প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করে। এর মধ্যে কয়েকশত শ্রমিকের কয়েক মাসের বকেয়া বেতন না দিয়ে চাকুরিচ্যুত করা হয়। এই শ্রমিকরা বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে বেতন না পাওয়ায় কারখানার সামনে বিক্ষোভ করেন।

এদিকে কারখানার মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আগামী বৃহস্পতিবারের মধ্যে বকেয়া বেতনের টাকা পরিশোধের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

এর আগে সোমবার বকেয়া বেতনের দাবিতে টানা আট ঘন্টা ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ককে অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় কয়েকটি গার্মেন্টস ভাংচুর করা হয়।

বিল্লাল হোসাইন/মাহফুজ/এমএ/

নীলফামারীতে নদী থেকে শিক্ষার্থীর মরদেহ  উদ্ধার, আটক ১

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:৩১ পিএম
নীলফামারীতে নদী থেকে শিক্ষার্থীর মরদেহ  উদ্ধার, আটক ১
ছবি : খবরের কাগজ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নদী থেকে খালেদ বিন লিশাত ইসলাম মুশা (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় রব্বানী নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
  
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। 

লিশাত পাকার মাথা সফি মিয়াপাড়া এলাকার মবেদুল হকের ছেলে ও কিশোরগঞ্জ বিএম কলেজ থেকে এবার এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদী দিয়ে চুরি ফেরিওয়ালারা নদী পার হয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময়ে তারা মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। স্থানীয়রা তাদের চিৎকার শুনে ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। 

ওয়ালি সুমন/জোবাইদা/

জঙ্গলে মিলল নারীর খণ্ডিত দেহ, আটক স্বামী

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম
জঙ্গলে মিলল নারীর খণ্ডিত দেহ, আটক স্বামী
খবরের কাগজ

ঢাকার সাভারে একটি জঙ্গলের ভেতর থেকে মোছা. শান্তা (৩৫) নামে এক নারীর খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার বব-মারলে রেস্তোরাঁর পিছনের জঙ্গল থেকে মরদেহের খণ্ডগুলো উদ্ধার করা হয়।

নিহত নারী ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের রাজমিস্ত্রি মো. নয়নের (৪০) স্ত্রী।

পুলিশ জানায়, সোমবার রাতে স্থানীয়রা হাত ও মাথাবিহীন নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। একই সময়ে ওই স্থানের পাশ থেকে বস্তাবন্দি মাথা ও হাত উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ওয়াজেদ আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্বামী নয়নকে আটক করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ইমতিয়াজ ইসলাম/মেহেদী/অমিয়/