পরিবেশের প্রতি মানুষের ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধি করাসহ জলবায়ু দূষণ রোধ ও জীবাশ্ম জ্বালানি বন্ধে বরগুনার তালতলীতে সাইকেল র্যালি করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গিয়ে শেষ হয়।
তালতালী সাইক্লিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সাইকেল র্যালিতে তালতলীর অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবং তারা সচেতনতামূলক প্ল্যাকার্ড ঝুলিয়ে পথচারীদের সচেতন করেন। র্যালির আগে জীবাশ্ম জ্বালানি বন্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, টেংরাগিরি বনের ৬ দশমিক ৪ কিলোমিটার দূরে ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য, কয়লা ধোয়া পানি ও নির্গত কালো ধোঁয়ায় টেংরাগিরি অভয়ারণ্যের জীববৈচিত্র্যসহ স্থানীয় কৃষি ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে পর্যটকদের ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্যের কারণে সৈকতটি এখন হুমকিতে পড়েছে। তাই এসব থেকে নিজেদের বাঁচতে এবং সুস্থ-সুন্দর পরিবেশ গড়তে এখন থেকেই প্লাস্টিক বর্জন করতে হবে।
মহিউদ্দিন অপু/জোবাইদা/