সিলেট নগরীর কিনব্রিজের দক্ষিণ প্রান্তে নিচের একটি সাইনবোর্ড থেকে ঝুলন্ত অবস্থায় সোহেল মিয়া (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্ধার করে।
সোহেল মিয়া লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার আইয়ানগর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমার লাউয়াই (উমর কবুল) এলাকায় ভাড়া থেকে সবজি বিক্রি করতেন।
পুলিশ জানায়, শনিবার ভোরে পথচারীরা লাশটি কিনব্রিজের নিচের একটি সাইনবোর্ডে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ আবুল হোসেন খবরের কাগজকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উজ্জ্বল মেহেদী/জোবাইদা/অমিয়/